আলোকিত সখীপুর

আলোকিত সখীপুর "আলোকিত সখীপুর" সখীপুরের বিভিন্ন সংব

08/12/2024
শ্রদ্ধেয় আব্দুর রউফ স্যার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)  তিনি সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কু...
08/12/2024

শ্রদ্ধেয় আব্দুর রউফ স্যার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন) তিনি সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক।

র‍্যা'ব- ১৪ সিপিসি -টাঙ্গাইল। বুধবার সন্ধ্যায় সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান ও শিক্ষক স...
20/11/2024

র‍্যা'ব- ১৪ সিপিসি -টাঙ্গাইল। বুধবার সন্ধ্যায় সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলামকে আ'ট'ক করেছে। বিস্তারিত আসছে...

18/11/2024

মৃ*ত্যুর আগে হ*ত্যা কারীদের নাম বলে গেলেন বাবলু।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে বাবলু মিয়াকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার গান্দিনাপাড়া বাজারের একটি দোকানের ভেতর কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা।

এ সময় স্থানীয়রা গিয়ে বাবলু মিয়ার কাছে জানতে চান- বাবুল ভাই, কারা-কারা কী করছে? তখন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাবলু তাদের ডাকে সাড়া দিয়ে জানান, ‘কালিয়ানের বাবুলের ছেলে সোহেল, হারুন, গান্ধিনাপাড়ার ওর ভাগ্নেরা পাঁচ-সাতজন ছিল। আমি মনে অয় আর বাঁচমু না।

10/11/2024
03/11/2024

সখীপুর সংবাদদাতা: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের দরিদ্র কৃষক মোঃ বাবর আলীর ছেলে অস.....

বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসকে আটক করেছে সেনাবাহিনী।
02/11/2024

বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসকে আটক করেছে সেনাবাহিনী।

23/10/2024

নিষিদ্ধ হলো ছাত্রলীগ

21/10/2024

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

15/10/2024

উপজেলার ৮ টি কলেজের এইচএসসির ফলাফল :
-----++++++++++++++++++++++++++
# সখীপুর আবাসিক মহিলা কলেজ :
জিপিএ ৫ : ৭ জন (কারিগরিতে একজনসহ) পাশের হার : ৭২%

# সরকারি মুজিব কলেজ :
জিপিএ ৫ : ৫ জন। পাশের হার ৬৭%

# বড়চওনা-কুতুবপুর কলেজ
জিপিএ ফাইভ : ৪ জন
পাশের হার : ৬৫%

# সখীপুর পিএম পাইলট গভ. স্কুল এন্ড কলেজ :
জিপিএ ফাইভ : চারজন।
পাশের হার : ৬৪%

# হতেয়া কলেজ :
পাসের হার ৫৭%
জিপিএ ফাইভ : নাই।

# বোয়ালী কলেজ :
পাশের হার ৫৩ %
জিপিএ ফাইভ : নাই।

# সূর্য তরুণ শিক্ষাঙ্গন স্কুল এন্ড কলেজ।
পাশের হার : ৩১.২৫
জিপিএ ৫ : নাই

# পলাশতলী কলেজ
পাশের হার ৩০%
জিপিএ ফাইভ : নাই।

15/10/2024

১০টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে
খুচরা পর্যায়ে ডিমের দাম ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ

সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার
14/10/2024

সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার

এডভোকেট আহমেদ আযম খান। সভাপতি, এডহক কমিটি। সখীপুর আবাসিক মহিলা কলেজ।
05/10/2024

এডভোকেট আহমেদ আযম খান।
সভাপতি, এডহক কমিটি।
সখীপুর আবাসিক মহিলা কলেজ।

সখীপুরে ট্রাক চাপায় ডাচ্-বাংলা ব্যাংকের সিকিউরিটি গার্ড মজনু মিয়া নিহতবুধবার পৌনে আটটার দিকে সখীপুর-গোড়াই সড়কের সখীপুর...
02/10/2024

সখীপুরে ট্রাক চাপায় ডাচ্-বাংলা ব্যাংকের সিকিউরিটি গার্ড মজনু মিয়া নিহত

বুধবার পৌনে আটটার দিকে সখীপুর-গোড়াই সড়কের সখীপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া সখীপুর পৌরসভার ( প্রতিমা বংকী) ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

29/09/2024

দারিয়াপুর গ্রামের রফিকুল ইসলামের একমাত্র সম্বল ব্যাটারি চালিত অটোরিকশাটি গত শুক্রবার সকালে চুরি হয়েছিল। চার্জ না থাকায় মুজিব কলেজের পাশে টিয়ার মোড় এলাকার একটি জঙ্গলে ফেলে যায় চোর চক্রটি। তারা গাড়িতে থাকা চারটি ব্যাটারি নিয়ে গেছে। এলাকাবাসী ও প্রথম আলোর সাংবাদিক ইকবাল গফুরসহ অন্যান্য সাংবাদিকদের সহযোগিতায় গাড়িটি ফেরত পেয়ে দারুণ খুশি রফিকুল।

Address

Sakhipur
Tangail
1950

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত সখীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোকিত সখীপুর:

Share