সত্য মিথ্যা ৯৯

সত্য মিথ্যা ৯৯ Actually I want to inform people abou the truth and always be happy
(4)

14/12/2023
20/11/2023

Beauty of Chottogram

18/11/2023

Kornofully Tunnel,

14/09/2023

কোরানের বানি,,,

04/09/2023

ছোট বেলা এই সময় টা কতই না আনন্দের ছিল,,

01/09/2023

বাসে মোবাইল ব্যবহারে সাবধান,,,

14/08/2023

কি আছে

04/08/2023

যে পৃথিবীতে আপনার, আমার অস্তিত্ব ছিলো না,তখন পৃথিবী যেমন আমাদের অপেক্ষায় থেমে থাকে নি। এই ভাবে এক দিন আমাদের অস্তিত্বহীন করে দিবে প্রকৃতি।

03/08/2023

Digital technology,,,,

30/07/2023

খুব গুরুত্বপূর্ণ কথা,,,

20/07/2023

Vuther Bari

16/07/2023

Use of Modern technology,, in Bangladesh at rural area,,

15/07/2023

বনের প্রাণীকে কিভাবে পোষ মানায় মানুষ,,,

09/07/2023

আগামী এখনই

07/07/2023

😭তামিম ইকবাল কে নিয়ে মাশরাফির মূল্যবান কথা,,💯

তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই।

তবে কিছু কথা জানতে মন চায়, মাত্র ৩৪ বছর ১০৮ দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? না কি কোনও চাপ তোকে বাধ্য করেছে!
তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতও আরও অনেকদিন খুঁজবে।

তোকে প্রথম দেখেছি চট্টগ্রামে তোদের বাসায়, হাফ প্যান্ট পরে খেলছিলি। তোর ভাই, আমার বন্ধু নাফিস ইকবাল তোকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। পরের বার দেখলাম জাতীয় লীগে ওপেন করতে, খুলনার মাঠে। তারপর ২০০৭ বিশ্বকাপ থেকে একসঙ্গে পথ চলতে চলতে তুই হয়ে গেলি বন্ধুর মতো। কত দিন কত রাত এক সঙ্গে সময় কাটিয়েছি, একসঙ্গে খেতে যাওয়া, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা, দুষ্টুমি, মজা, তর্ক, খেলা নিয়ে কত কত আলোচনা করেছি, সেসবের কোনও হদিস নেই।

যখন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম, তখন তুই ছিলি আমার অন্যতম ‘স্নাইপার।’ সেটা তুই নিজেও খুব ভালো করেই জানিস। যেদিন দল থেকে বের হয়ে এলাম, সেদিন তুই আমাকে কাঁধে তুলে নিয়েছিলি। পরে সারারাত একসঙ্গে আড্ডা দিয়েছিলাম। যে কোনও সিরিজ বা সফরে তুই ছিলি আমার রুমে আড্ডার অবধারিত সঙ্গী। আরও কত শত স্মৃতি এখন মনে পড়ছে!

তোকে যতটুকু চিনি, তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম। কিন্তু তা করব না, কারণ ওই যে, তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত।
তোর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, সেই সঙ্গে এটাও বলছি যে, তুই বাংলাদেশের ক্রিকেটকে যা কিছু দিয়েছিস, তা আমরা আজীবন মনে রাখব। একজন তামিম হয়ে উঠতে কতটা পরিশ্রম, কতটা সময়, কতটা মেধা আর কত ত্যাগ থাকতে হয়, তা সময় সব কিছু বুঝিয়ে দেবে।

তোর প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। পরবর্তী জীবন পরিবার নিয়ে দারুণ কাটাবি, সেই আশাই করছি।

আর একটা কথা, দলের ভেতর নানা পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণ নির্ভর আলোচনা এখন কে করবে, ঠিক জানি না। হয়তো কেউ করবে। তবে তুই এই জায়গায় সবসময়ই থাকবি সেরাদের সেরা।

গুড বাই মি. তামিম ইকবাল খান। একজন কিংবদন্তির বিদায়।
বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ কামনা, এগিয়ে চলুক দুর্বার গতিতে। আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।

07/07/2023

সুইডেনে প্রকাশ্যে পবিত্র কুরআন পুড়ানোর প্রতিবাদে মিছিল,,,

30/06/2023

The beauty

29/06/2023

S S power plant

25/06/2023

মধুপুরের আনারস মেডিসিন ছাড়া,,

23/06/2023

বিশাল গরুর হাটের চিত্র,,৷

30/05/2023

Dream Holiday Trips,,,,,,

03/05/2023

এলেন স্বপন পকাত,,

29/04/2023

আদরের মোটরসাইকেল, মাসুম মোটর সাইকেল,,,,

29/04/2023

আমি মাইসেল্ফ এল্যান স্বপন,,গুরু চুরির উপর পি এইচ ডি,,

20/04/2023

কর্নফুলি নদী পার,,,,,,হওয়া

19/04/2023

কিভাবে মাটির নিচে বিদুৎ,,,

14/04/2023

🌍🌎 পৃথিবী তুমি আছ কেমন
ঠিক মত কি চলে,
অসহায়রা জীবন কাঁটায়
দুই নয়েনের জলে।
🏘 সমাজ তুমি আছ কেমন
দিন কি ভালো চলে,
অসভ্যরা আজ এক হয়েছে দাজ্জালের দলে।
আমি তো ভাই মূর্খ্য সূখ্য বুঝি একটু কম,
তাদের সাথে পেরে উঠতে ফুরিয়ে যায় দম।🏙️🌃

12/04/2023

রমজানের ১৬তম রাতে মহান আকসা মসজিদের জন্য বিশেষ দোয়া। শেখ #আব্দুল_রহমান_আল-সুদাইস এর দোয়া।

07/04/2023

মধুর নাত

06/04/2023

মালয়েশিয়ায় এন টিভির আয়োজনে প্রধান আলোচক ড.মিজানুর রহমান আজহারি হুজুরের আলোচনা,,,

Address

Sheikh Mujib Road
Tangail
1996

Telephone

+8801855911908

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্য মিথ্যা ৯৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share