05/07/2024
জ্ঞাতব্য -২৮
একজন প্রত্যবেক্ষক এবং বিষয় শিক্ষকের দায়িত্ব:
পরিশিষ্ট-১ ছক দেখে পরিশিষ্ট-২ ছক পূরণ করবেন।
পরিশিষ্ট-১ প্রত্যবেক্ষকের জন্য পর্যবেক্ষণ ছক, পরিশিষ্ট-২ প্রত্যবেক্ষকের রেকর্ড পর্যবেক্ষণ ছক।
প্রত্যবেক্ষক হলো—যিনি মূল্যায়ন কক্ষে থাকবেন। তার মানে, মূল্যায়ন কক্ষে শুধু পরিশিষ্ট -১ এবং পরিশিষ্ট-২ লাগবে। অর্থাৎ বিষয় শিক্ষকের সাথে যিনি থাকবেন, তিনি পরিশিষ্ট-১ এর ছক দেখে শিক্ষার্থী সেই অনুযায়ী লিখছে কিনা তা দেখে পরিশিষ্ট-২ এর ছকটি পূরণ করবেন।
বিষয় শিক্ষক পরিশিষ্ট-৩ এর ছক দেখে পরিশিষ্ট-৪ পূরণ করবেন। অর্থাৎ বিষয় শিক্ষক পরিশিষ্ট-৩ দেখে শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করবেন। মূল্যায়ন করার সময় তিনি প্রত্যবেক্ষকের মূল্যায়িত পরিশিষ্ট-২ এর সাহায্য নিয়ে পরিশিষ্ট-৪ এর ছক পূরণ করবেন।
পরিশিষ্ট-২ এবং ৪ এর সমন্বয়ে পরিশিষ্ট-৫ পূরণ করতে হবে। অতঃপর পরিশিষ্ট ৫ এর সকল PI অনুযায়ী নৈপূণ্য app এ সাবমিট করতে হবে।
Note : [এই মূল্যায়নের সময় শিক্ষার্থীদের আচরণিক মূল্যায়নও করতে হবে এবং তা নৈপুণ্য app এ সাবমিট করতে হবে]