Sujan Ahmed

Sujan Ahmed আসুন আমরা সুখে থাকতে শিখি এবং নিজেদের সুখগুলো ছড়িয়ে দেই সবার মাঝে।

03/03/2024

Try to teach and try to learn..

07/02/2024

স্টুডেন্ট অবস্থায় বিয়ে করলে এই বিষয়গুলো মাথায় রাখা জরুরী।

05/02/2024

আমরা বিয়ে করেছি ১২৬০ দিন।এই ১২৬০ দিনে ঝগড়া অথবা অন্য কোন কারণে,কাছে কিংবা দূরে যেখানেই থেকেছি ১ টা দিনও আমরা কথা বলা ছাড়া থাকি নাই।

28/01/2024

আপনি কি মানসিক ভাবে শক্তিশালী নাকি দুর্বল?

25/01/2024

500 followers Done

18/01/2024

বরিশাল বিশ্ববিদ্যালয়

13/01/2024

ইংরেজির এতসব প্রশ্নের উত্তর জানতে ভর্তি হয়ে যান।আসুন ইংরেজি শিখি।নিজের ক্যারিয়ার, নিজে গড়ি।

05/01/2024

Don't compare yourself with anyone

04/01/2024

এভাবে হেরে গেলাম।

07/12/2023

ফুডআপি ও তার প্রাক্তন স্বামীর কথাবার্তার যে জিনিসটা আমার ভালো লাগেনি।

14/11/2023

আমি চাই স্টুডেন্টদের মৌলিক বিষয়গুলোর উপর স্বচ্ছ ধারণা দিতে। ওদের স্বপ্ন দেখাতে। ওদের মধ্যে অনেক সম্ভাবনা আছে। ঠিক ঠাক ভাবে পরিচর্চা করতে পারলে ধারুণ কিছু হবে।যা করার তোমাদেরই করতে হবে। আমি চাই তোমাদের পথ দেখিয়ে দিতে।

যারা পরতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারো।
মোবাইল: 01759017085
স্থান: দপদপিয়া ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে।

29/10/2023

একটা মানুষ এতটা সাধারণ আর সাদামাটা হয় কীভাবে? কোন অভিযোগ নেই, ঘুরতে যাওয়ার আবদার নেও,পছন্দের জিনিস কেনার ইচ্ছে নেই। সব চাওয়া পাওয়াই যেনো আমাকে ঘিরে।আমাকে পেয়ে যেনো জীবনের সব কিছুই পূর্ণ হয়ে গেছে। তাই কতটুকু পেয়েছি সেটাও যেনো ভাবনায় নেই।সত্যি ভালবাসতে গেলে এক সমুদ্র সমান মন নিয়ে ভালবাসতে হয়।

27/10/2023

শূন্য -সাদাত হোসাইন

25/10/2023

এই যে এতো এতো ভালবাসার পরেই মানুষ থাকতে চায় না,মানুষ যার জন্য কেঁদে বুক ভাসায়, সেই মানুষই কখনো দেখে না, যাকে কাছে রাখার জন্য মানুষ সব ছাড়তে রাজি, সেই মানুষটাই জীবনে থাকতে চায় না।

অথচ এই মানুষের জন্যই মানুষ পাগল হয়ে যায়,ছটফট করতে থাকে।
এই মানুষের জন্যই ভিতরটা মরা নদীর মত শুকাইয়া চৌচির হয়ে যায়।
বিশ্বাস করেন পৃথিবী সাক্ষী -ভালবাসা তারে ভালবাসে না!
তারে ভালবাসে কেবল দুঃখ।

20/10/2023

মনের ঘোড়াটা কি যে চায় বুঝতে পারি না😥😥

19/10/2023
17/10/2023

আমি বলছি না ভালবাসতেই হবে
নির্মলেন্দু গুণ


16/10/2023

পরানের গহীন ভিতর -৪
সৈয়দ শামসুল হক

11/10/2023

আমার কেও নেই, কেও ছিল না।

10/10/2023

আমাদের আর দেখা হবে না-২
সাদাত হোসাইন

06/10/2023

আমি একজনকে চিনি
যে কিনা ভেঙে গিয়েছিলো কাঁচের টুকরোর মতন।
নর্দমার কিটের মত ছুঁড়ে ফেলেছিলো কেউ
গনগনে আগুনে ঝলসে দিয়েছিলো তার হৃৎপিণ্ড, চোখের মণি।
জিহ্বার মাঝখানে পেরেক ঠুকেছিলো তার
পুড়িয়ে দিয়েছিলো মস্তিষ্ক
রন্ধ্রে রন্ধ্রে মিশিয়েছিলো বিষ,
তবু সে মরে যায়নি।
আসলে কেউ কারও জন্য মরে না কখনও
মরে যায় স্বপ্ন, চোখের পাতা, আলাপী বিকেল আর মধ্যরাতের নক্ষত্র।
আমি এমন একজনকে চিনি
যে বুক চিতিয়ে বলেছিলো
মরে যায় তারাই যারা বেঁচে থাকতে ভয় পায়।
আমি ভয় পাইনি কিছুই
তোমার লেলিহান শিখা আমাকে পোড়াতে পারেনি,
বরং আমি নিজেকে পোক্ত করেছি বারংবার।
তুমি আমাকে প্রচন্ড ভালোবেসে আঘাত করেছো
ভেবেছো আমি ধুলিস্যাত হবো,
মিলিয়ে যাবো হাওয়ায়
অথচ কি আশ্চর্য!
আমি দরাজ কন্ঠে বলি,
শুধু তোমাকেই ভালোবেসেছিলাম প্রিয়তমা।
এক জীবনে আর কখনোই চোখে চোখ রাখা হবে না,
একসাথে হাঁটা হবে না অথৈ জলরাশির পাড়ে।
আমি এমন একজনকে চিনি
যে কিনা মরে গিয়েও বেঁচে আছে
এই নশ্বর, ভালোবাসাহীন পৃথিবীতে।
সে বেঁচে আছে কারণ বেঁচে থাকতে হয়।
কাউকে না কাউকে ভালো রাখতে হয়।
কন্ঠঃসুজন আহমেদ
লেখাঃ সোয়েব আল হাসান

03/10/2023

বসন্ত নয় অবহেলা।
কন্ঠঃ সুজন আহমেদ

30/09/2023

কবিতা: বোঝাপড়া
কলমে: অর্পিতা সরকার
কন্ঠ :সুজন আহমেদ

27/09/2023

আমি মানুষ দেখেছি-২
কন্ঠে: সুজন আহমেদ

23/09/2023

কথা গুলো ভালো লাগলে পেইজটা ফলো দিবেন 🥰

মাসব্যাপী প্রশ্নপর্বে যে গ্রুপ জয়ী হয়েছিল তাদের পুরস্কার প্রদান।
23/09/2023

মাসব্যাপী প্রশ্নপর্বে যে গ্রুপ জয়ী হয়েছিল তাদের পুরস্কার প্রদান।

22/09/2023

আমি মানুষ দেখেছি
আবৃত্তি: Sujan Ahmed
Shah Alam Shazu

17/09/2023

কথা গুলা ভালো লাগলে page টা ফলো দিয়ে রাখবেন 🥰
#

15/09/2023

খুব সহজে বুঝতে পারবেন Parts of speech

class 2

class টি ভাল লাগলে page ta Follow দিয়ে রাখবেন 🥰

Address

Tangail
Tangail

Telephone

+8801734062702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sujan Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sujan Ahmed:

Videos

Share

Category



You may also like