এলাচি

এলাচি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এলাচি, Video Creator, Tangail.
(7)

⭕ইন্ডাকশন  নাকি ইনফ্রারেড ⭕আজকে সেটি আলোচনা করবো। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় ইলেক্ট্রিক চুলা কিনতে গেলে বা কিনার আগে  ...
31/03/2024

⭕ইন্ডাকশন নাকি ইনফ্রারেড ⭕
আজকে সেটি আলোচনা করবো। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় ইলেক্ট্রিক চুলা কিনতে গেলে বা কিনার আগে কনফিউজড হয়ে যায়, যে তারা কোন চুলা কিনবে।
ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলার সুবিধা ও অসুবিধা দুটোই আছে। চলুন একটি একটি করে জেনে আসি
ইনফ্রারেড ⭕
✅সুবিধা:-
যে কোন হাড়ি বা পাতিল ব্যবহার করা যায়
🚫অসুবিধা:-
১)চুলা যেহেতু হিটার এর মতো কাজ করে উপরের অংশ গরম হয়, এর জন্য রিক্স বেশি। বাসা বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য আরো রিক্স বেশি। কারণ রান্নার পর ও উপরের অংশ গরম থাকে
২) কারেন্ট বিল বেশি আসে ইন্ডাকশন এর তুলনায়
৩) ফ্ল্যাট তলা যুক্ত প্যান না ইউজ করলে রান্না হতে টাইম লাগে।
⭕ইন্ডাকশন
✅সুবিধা:-
১) রিক্স কম, কারন ম্যাগনেটিক ফিল্ড এর সাহায্যে কাজ করে। যার জন্য চুলার উপরের অংশ গরম হয়না।
২) কারেন্ট বিল কম আসবে
🚫অসুবিধা
১) আলাদা হাড়ি-পাতিল কিনতে হয়
⛔কাগজে কলমে ইনফ্রারেড ও ইন্ডাকশন এর বিদ্যুৎ বিলের হিসাব করি⛔
⭕ইনফ্রারেড
ধরি,
কোন ফ্যামিলি প্রতিদিন ২ ঘন্টা করে রান্না করে। ১৫০০ ওয়াটে। সেক্ষেত্রে তাদের মাসিক বিদুৎ বিল কত আসবে হিসেব করি
= ২*১৫০০*৩০/১০০০
=৯০ ইউনিট
=৬৪৮ টাকা
⭕ইন্ডাকশন
ইন্ডাকশনে সকল পাত্র ফ্ল্যাট তলা যুক্ত হওয়ার জন্য। ইনফ্রারেড হতে ৩০ মিনিট সময় সাধারনত কম লাগবে।
সেক্ষেত্রে যদি হিসেব করি
= ১.৫*১৫০০*৩০/১০০০
= ৬৭.৫ ইউনিট
=৪৮৬ টাকা
⭕বাসা বাড়িতে ৭৬-২০০ ইউনিট পর্যন্ত পার ইউনিট বিদুৎ বিল ধরা হয় ৭.২০ টাকা, সেই হিসেবে হিসেব করা হয়েছে⭕
☢️এখানে কিছু কথা আছে। কেউ যদি ইনফ্রারেড এ ফ্ল্যাট তলা যুক্ত পাত্র ব্যবহার করে, তাহলে তখন ইন্ডাকশন এর মতো দ্রুত ই রান্না হবে।⚠️
🚫ইনফ্রারেড এর ক্ষেত্রে সতর্কীকরণ ইনফ্রারেড এ একটানা ৪ ঘন্টার উপরে রান্না করা উচিত হয়🚫

আশা করি যারা ইলেক্ট্রিক চুলা কিনবেন তাদের সমস্যা অনেকাংশেই সমাধান হবে।
ধন্যবাদ
AsH Ik

টাংগাইল❤️❤️
29/02/2024

টাংগাইল❤️❤️

সবাইকে বসন্তের শুভেচ্ছা❤️
14/02/2024

সবাইকে বসন্তের শুভেচ্ছা❤️

২০১ গম্বুজ মসজিদ, গোপালপুর ❤️
09/02/2024

২০১ গম্বুজ মসজিদ, গোপালপুর ❤️

টাংগাইল❤️
04/02/2024

টাংগাইল❤️

14/12/2023

মেয়েদের জীবন মানেই দো -টানা,😥যখন জামাইয়ের সাথে থাকি তখন মা বাবা, পরিবারের সবার জন্য মন অনেক কাঁদে😔আর যখন পরিবারের জন্য জামাইকে ছেড়ে তাদের কাছে যাই তখন আবার জামাইয়ের জন্য মন কাঁদে😔

মাশ আল্লাহ😍😍দেখেই মন ভরে যায়,আল্লাহর সৃষ্টি কতইনা সুন্দর 🥰
11/11/2023

মাশ আল্লাহ😍😍দেখেই মন ভরে যায়,আল্লাহর সৃষ্টি কতই
না সুন্দর 🥰

অনেক সুন্দর 🥰মন চায় সেখানেই থেকে যাই😍রুপকথার গল্প পার্ক  গোপালপুর
05/11/2023

অনেক সুন্দর 🥰মন চায় সেখানেই থেকে যাই😍
রুপকথার গল্প পার্ক গোপালপুর

বিয়ের আগে:মেসেঞ্জারে লিস্টে বয়ফ্রেন্ড সব সময় শুরুতে থাকতো🫢বিয়ের পরে:মেসেঞ্জারের লিস্টে ১২-১৬ টা আইডির পর তাকে অনেক খোজার...
30/10/2023

বিয়ের আগে:মেসেঞ্জারে লিস্টে বয়ফ্রেন্ড সব সময় শুরুতে থাকতো🫢
বিয়ের পরে:মেসেঞ্জারের লিস্টে ১২-১৬ টা আইডির পর তাকে অনেক খোজার পর পাই।আর পেলেও আলু,মরিচ,ডাল এইগুলো আনার জন্য নক করি😂😂

এখানে ৪৭০ টাকার বাজার,আগে ৫০০ টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার হতো আর এখন সেখানে😥
26/10/2023

এখানে ৪৭০ টাকার বাজার,আগে ৫০০ টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার হতো আর এখন সেখানে😥

02/10/2023

কারো সফলতায় আপনার রিজিক থেকে বিন্দুমাত্র কমবেনা😃
তাই হিংসা থেকে দূরে থাকুন😊😊

30/09/2023

মেয়ে মানুষের বুদ্ধি🤭

26/09/2023

হাসব না কাদবো বুঝতেছিনা,গতকাল রাতে আমি মজা করে আমার জামাইকে বলেছিলাম😂আচ্ছা আমাদের যদি বাচ্চা হয় কি নাম রাখব😂
জামাই উত্তরে বলে, ছেলে হলে রাখবে আয়নাল😂মেয়ে হলে তবারক🙂🙂
পরে আমি ওরে বলেছি বাচ্চারা যদি বড় হয়ে জানে তুমি তবারক😂আর আয়নাল রাখছো😂😂😂
বাকিটা বললাম না😂স্কুলের টিচার রা বলবে ছেলেমেয়ের থেকে তাদের মা বাবারই নাম সুন্দর 😁
বলে রাখি আমার নাম তামান্না/ তবারক
আমার জামাইয়ের নাম আশিক😂😂/আয়নাল😆😆

গাছের তরতাজা পেয়ারা গুলো সেই মজা😋😋একদল লোক ভাববে এইগুলো নকল🙄😏পেয়ারা🤐
02/09/2023

গাছের তরতাজা পেয়ারা গুলো সেই মজা😋😋
একদল লোক ভাববে এইগুলো নকল🙄😏পেয়ারা🤐

Address

Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when এলাচি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category