ইসলামী গল্প ও কথা

ইসলামী গল্প ও কথা ইসলামী গল্প ও কথা - পেইজ এ আপনাকে স্বাগতম, নিয়মিত আপডেট পেতে ফলো দিয়ে পাশে থাকুন, ধন্যবাদ।
(1)

আমিন ❤️
15/12/2023

আমিন ❤️

27/11/2023

আপনি সকালে ঘুম থেকে কয়টা সময় উঠেন ?😎🤡🤠

৫টা/৬টা/৭টা/৮টা/৯টা/১০টা
🥱

25/11/2023

আগামী ২৬ তারিখ HSC 2023 পরীক্ষার্থীদের মুখে হাসি ফুটুক!সকলের মা- বাবার আশা পূরণ হোক।💖

~আমিন

23/11/2023
22/11/2023

আপনি যদি এই পোস্ট টি দেখে থাকেন,তার মানে আপনি এই পেইজ এর এক্টিভ মেম্বার, জানতে পারি কোথায় থেকে আপনি দেখছেন?

❤️❤️ ইনশা আল্লাহ ❤️❤️
18/11/2023

❤️❤️ ইনশা আল্লাহ ❤️❤️

18/11/2023

Alhamdulillah 1k Followers

17/11/2023

জীবন সঙ্গী নামাজী হোক🥀
𝗔𝗆𝗂𝗇...🤲

15/11/2023

পাপ করলে যদি নোটিফিকেশন আসতো
তাহলে আমরা বুঝতে পারতাম ২৪ ঘন্টাই আমরা
কত পাপ করতেছি,
আল্লাহ তা'য়ালা সবাইকে হেদায়েত দান করুন আমিন।

10/11/2023

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▇🚪▓█🪴
আপনার বাড়ি থেকে মসজিদে যেতে কত মিনিট লাগে...?🥀🥀

09/11/2023

বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ'র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে আগামী ১০ নভেম্বর সারা দেশে বিক্ষোভ...
04/11/2023

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে আগামী ১০ নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে ৮ নভেম্বর ঢাকায় ছাত্র সমাবেশ করা হবে বলেও জানানো হয়েছে।

03/11/2023

আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশর সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ।

ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়...
01/11/2023

ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ঘোষিত আগামী ৩ নভেম্বর'২৩ রোজ শুক্রবার ঢাকায় মহাসমাবেশ সফল হোক।

সফলতা কামনায়
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমিন
27/10/2023

আমিন

24/10/2023

যদি বলা হয়,
আপনার শুধু মাত্র একটি দোয়া
কবুল করা হবে।
তাহলে আল্লাহর কাছে কি চাইবেন......??🤲

20/10/2023

আমরা হয়তো ফিলিস্তিনে বাস করি না..
কিন্তু ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করে !!

লিল্লাহি তাকবীর - আল্লাহু আকবার ✊

20/10/2023

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমীন
দোয়া ইউনুস পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় (তিরমিজি ৩৫০৫)
আলহামদুলিল্লাহ্ 🤲

আলহামদুলিল্লাহ
20/10/2023

আলহামদুলিল্লাহ

⭕ তাহাজ্জুদ নামাজের ফজিলত💞⭕ তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম 💞💞👇👇👇তাহাজ্জুদ নামাজ একটি নফল ইবাদত। ⭕ ফরজ নামাজের পর সর্বশ্রেষ্...
20/10/2023

⭕ তাহাজ্জুদ নামাজের ফজিলত💞

⭕ তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম 💞💞👇👇👇

তাহাজ্জুদ নামাজ একটি নফল ইবাদত।
⭕ ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের (তাহাজ্জুদের) নামাজ।
(মুসলিম, হাদিস : ১১৬৩)

⭕ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে আল্লাহ তায়ালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, ‘যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব। বুখারী -(১১৪৫),মুসলিম -(৭৫৮)

⭕ আল্লাহপাক বলেন- “বস্তুতঃ রাতে ঘুম থেকে উঠা মনকে দমিত করার জন্যে খুব বেশি কার্যকর এবং সে সময়ের কুরআন পাঠ বা যিকির একেবারে যথার্থ”।
[সূরা মুয্যাম্মিল-৬]।

⭕ আল্লাহ তাআলা বলেন- আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের প্রতিপালকের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়।
[সূরা ফুরকান:৬৩-৬৪]

⭕ কোন_সময়_পড়বেন :
তাহাজ্জুদ এশার নামাজ আদায়ের পর থেকে সুবেহ সাদিকের আগ পর্যন্ত পড়া যায়। তবে অর্ধ রাতের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম।

⭕ কত_রাকআত_পড়বেনঃ
: সর্ব নিম্ন দু রাকআত। আর সর্বোচ্চ ৮ রাকায়াত পড়া উত্তম। তবে আরও বেশী পড়া জায়েজ আছে। এরপরে বিতর নামায পড়া।রাসুলুল্লাহ (সা.) তাহাজ্জুদ নামাজ কখনো ৪ রাকাত, কখনো ৮ রাকাত এবং কখনো ১২ রাকাত পড়েছিলেন। কিন্তু যদি কেউ এ নামাজ ২ রাকাত আদায় করেন, তাহলেও তাঁর তাহাজ্জুদ আদায় হবে। হজরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, ‘যে ব্যক্তি এশার পর দুই বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয়, সে হবে তাহাজ্জুদের ফজিলতের অধিকারী।

⭕ তাহাজ্জুদ_পড়ার_নিয়ম :
তাহাজ্জুদ নামায পড়ার জন্য নির্দিষ্ট কোন সুরা নেই। যে কোন সুরা দিয়েই এই নামায আদায় করা যাবে। তবে যদি বড় সুরা বা আয়াত মুখুস্ত থাকে তবে, সেগুলো দিয়ে পড়াই উত্তম।
কারন রাসুল (সাঃ) সব সময় বড় বড় সুরা দিয়ে তাহাজ্জুদ নামায আদায় করতেন। তাই আমাদেরও বড় সুরা মুখুস্ত করে, তা দিয়ে তাহাজ্জুত আদায় করা উচিৎ। তবে বড় সুরা মুখস্ত না থাকলে ছোট সুরা দিয়েই পড়বেন কবুল করার মালিক আল্লাহ্।

💞তাহাজ্জুত এমন তীর যার লক্ষ কখনো ভ্রষ্ট হয় না।
তাহাজ্জুদ নামাজ আল্লাহর সাথে বান্দার কথোপকথনের এক মহান অবলম্বন। স্রষ্টা ও সৃষ্টির মাঝে সেতুবন্ধন রচনা করে।

💕আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভা

19/10/2023

কারো চোখের পানি, শূন্যে তাকিয়ে ফেলা দীর্ঘশ্বাস, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে ফেলা এক ফোঁটা অশ্রুর ব্যাপারে ভয় করুন। আপনি যেন কারো রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তোলা (বদ দোয়ার) কারণ না হোন। আপনি যেন কারো অনবরত অভিশাপের কারণ না হোন।

কাউকে ঠকিয়ে, কারো সাথে প্রতারণা করে, কাউকে ফাঁসিয়ে, কারো উপর গায়ের জোর চাপিয়ে, জুলুম করে, ক্ষনিকের জন্য জিতে গিয়ে ভাববেন না আপনি জিতে গিয়েছেন। আল্টিমেটলি আপনি একজন লুজার।

আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, অবশ্যই করেন।❤️
আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমারা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো। কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না।" - (বুখারী, হাদিস : ১৪৯৬)।

19/10/2023

আজকে বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন

সপ্তাহিক রোজার দিন
সদস্যেদের জন্য আলাদা আলাদা করে ৪১ বার সুরা ইয়াসিনের খতম পড়ে মাগরিবের আযানের আগ মুহূর্তে দোয়া করা হবে।

অনেক সদস্য বিয়ের জন্য নেক সন্তানের জন্য চাকরির জন্য
দেশের বাহিরে যাওয়ার জন্য ইয়াসিনের খতম পড়াচ্ছেন তাদের সহ আপনাদের সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ।

আপনি ও আপনার সমস্যা গুলো বলতে পারেন আপনিও ইয়াসিনের খতম পড়াতে পারেন। বলা যায় না কার উচিলায় কখন দোয়া কবুল হয়।

18/10/2023

কিসের এত অহংকার...
আপনি মারা গেলে অনেকে হয়তো আপনার চেহারাও পর্যন্ত দেখবে না..!
রাতে ভয় পাবে বলে 😅

16/10/2023

- I ωιѕн😌
প্রতিটা মুসলমান যেনো কালেমা!!
পড়ে মৃত্যু বরণ করতে পারে🥰
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"
🌸"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌸

16/10/2023

_____যখন তুমি আলহামদুলিল্লাহ বলো তখন আল্লাহ
তোমার জন্য হাসেন_____💚🌸

আলহামদুলিল্লাহ🤲🖤

ইনশাআল্লাহ
15/10/2023

ইনশাআল্লাহ

14/10/2023

আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম,✅ ইসলামী গল্প ও কথা- পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।✅ আমরা বিভিন্ন ইসলামিক ভিডিও, ইসলামিক গজল...
14/10/2023

আসসালামু আলাইকুম,
✅ ইসলামী গল্প ও কথা- পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

✅ আমরা বিভিন্ন ইসলামিক ভিডিও, ইসলামিক গজল, ইসলামিক ওয়াজ, ইসলামিক নাত, ইসলামিক বানী, ইসলামিক তথ্য ও নিউজ ইত্যাদি শেয়ার করব। আশা করি আমাদের পেজটি আপনাদের ভালো লাগবে।

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।

03/10/2023

Assalamu alaikum,, kmn asen sobai..?

Address

Tangail, Dhaka
Tangail

Telephone

+8801767761070

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী গল্প ও কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share



You may also like