Tangail Helpline

Tangail Helpline টাংগাইল হেল্পলাইন এ আপনাকে স্বাগতম

🙃🙃🙃
12/10/2023

🙃🙃🙃

🙂🙂🙂
12/10/2023

🙂🙂🙂

হারানো বিজ্ঞপ্তি ...    হারানো বিজ্ঞপ্তি২৫ সেপ্টেম্বর ২০২৩ , রোজ সোমবার আনুমানিক সকাল ৮:০০ ঘটিকার পর থেকে টাঙ্গাইল সদর  ...
05/10/2023

হারানো বিজ্ঞপ্তি ... হারানো বিজ্ঞপ্তি
২৫ সেপ্টেম্বর ২০২৩ , রোজ সোমবার আনুমানিক সকাল ৮:০০ ঘটিকার পর থেকে টাঙ্গাইল সদর থানাধীন টাঙ্গাইল পৌরসভার ২ নং ওয়ার্ড এনায়েতপুর এলাকা থেকে আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। যদি কোন সহৃদয় ব্যক্তি তাকে কোথাও পেয়ে থাকেন বা দেখে থাকেন নিচের ঠিকানা অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
ঠিকানা:- এনায়েতপুর, ২ নং ওয়ার্ড টাঙ্গাইল পৌরসভা। থানা + জেলা:-টাঙ্গাইল
পোস্ট অফিস:- বি.এ.ইউ মাদ্রাসা
মোবাইল নাম্বার :- ০১৭৪২৫০৪৮২৬
:- ০১৭২৮৬২৭৫০১
:-০১৭৬৩১৮৬১০০
বিশেষ দ্রষ্টব্য:- সকলের কাছে অনুরোধ পোস্টটি শেয়ার করবেন ।🙏

প্রবাসী ভাইয়েরা কে কে বাড়ীর খাবার খুবই মিস করেন?🥲
01/10/2023

প্রবাসী ভাইয়েরা কে কে বাড়ীর খাবার খুবই মিস করেন?🥲

রেজাউল স্যারকে চিনতাম। হোস্টেলের পুকুর ঘাটে বসে বিড়ি টানত আর বলত :: বুঝেছ রব, নিজের চেয়ে কাউকে ভালবেস না, মেয়েরা ফেন্সিড...
29/09/2023

রেজাউল স্যারকে চিনতাম। হোস্টেলের পুকুর ঘাটে বসে বিড়ি টানত আর বলত :: বুঝেছ রব, নিজের চেয়ে কাউকে ভালবেস না, মেয়েরা ফেন্সিডিলের মত। একবার মায়ায় পড়েছ তো
নিজেকে শেষ করেছ।
৪৩ বছর বয়সে স্যার তখনও বিয়ে করেননি। নিজ গ্রামের এক মেয়েকে ভালবাসতেন। রাজশাহী ভার্সিটিতে পড়ার সময় মেয়েটার বিয়ে হয়ে যায়। স্কুল পড়ুয়া দুই ছেলে সহ মেয়েটা এখন প্রায় মধ্যবয়সী। মাঝে মাঝে রাতে ঘুরতে বের হতাম। একটা ছোট্ট গোল আলো অন্ধকারে উঠানামা করলেই বুঝতাম স্যার একা বসে বিড়ি খাচ্ছে। কাছে ডেকে গল্প করতেন। প্রায় দিন ঐ মেয়েটার গল্প শুনতাম। একটি বাগানের গল্প, কান্নাকাটির গল্প। ভাবতাম এতকাল পরে একটি মেয়েকে মনে রাখার মত মানুষ ও আছে তাহলে। মেয়েটার সংসার হয়েছে, বাচ্চা হয়েছে।
শুধু স্যারের কিছু হয় নি। বিড়ি টানে আর উদাস হয়ে ধোয়া ছাড়ে। প্রচন্ড ঝড়ের রাতেও দেখেছি পুকুর ঘাটে একা একা বসে বিড়ি টানছে।
এক ঝড়ের রাত্রে উনাকে সাপে কাটল। গিয়ে দেখি রক্ত ঝরছে, গোড়ালির উপর থেকে।। ঠান্ডা মাথায় আমাদের বললেন:: সাপ আমি দেখেছি, গোখরা সাপ। এখন আমাবস্যা, বিষ থাকার কথা। তোমরা অযথা আমাকে নিয়ে টানাটানি করো না। আমরা টানাটানি করেছিলাম এবং সে যাত্রায় উনি বেচে গিয়েছিলেন। এই অসম্ভব দু:খী মানুষটি আমাদের অনেকের কাছে ছিল দার্শনিকের মত। উনার কিছু কথা আজীবন মনে রেখেছি। উনি প্রায় বলতেন: প্রকৃতি সবচেয়ে ফিট প্রজাতিকে বেছে নেয়, আনফিটকে বিলুপ্ত করে দেয়। স্ত্রী হায়েনা সবচেয়ে শক্তিশালী পুরুষ হায়েনা টিকে বেছে নেয় যে তার জন্য আর সব পুরুষের সাথে যুদ্ধে জিতে আসতে পারে। কোন মেয়ে তোমার চেয়েও ভাল কাউকে যদি বেছে নেয় তো একটুও দু:খ পেও না। এটা তাই যা প্রকৃতির আর দশটা প্রজাতির মধ্যে ঘটে থাকে। " This is Law of natural selection".
তাই যখন দেখি কোন মেয়ে তার বহু পুরানো প্রেমের খ্যাতায় আগুন লাগিয়েছে বা নতুন কাউকে বেছে নিয়েছে, আমি একটুও অবাক হই না। সঙ্গী নির্বাচনে সমগ্র প্রাণী জগতে একটি দুর্বোধ্য স্বার্থপরতা আছে। এই স্বার্থপরতা আসলে স্ত্রী জাতীয় প্রাণীদের মধ্যে বেশি। কোন দয়ামায়া ছাড়াই এরা সবচেয়ে ভাল পুরুষ সংগী টি বেছে নেয়।
আমি অবাক হই ছেলেদের রিএকশন দেখে।
একটা সম্পর্ক যখন ভেংগে যায়, মেয়েটা হাউ মাউ করে কাঁদে। সে জানে না এই হাউমাউ কান্নাটা তাকে বাঁচিয়ে দিয়েছে, তাকে ভুলতে শিখিয়েছে। সে ভুলতে শুরু করে। মেয়েদের ভালোবাসায় 'All or none Law' ব্যাপার থাকে।
কাউকে ভালবাসলে সমগ্র প্রান দিয়ে ভালবাসে, কোন কারনে তাকে ঘৃনা করলে স্বর্বস্ব দিয়ে ঘৃনা করে। আপন পরের ব্যাপারটায় চরম ধরনের নিষ্ঠুরতা থাকে।
ছেলেটার জন্য এগুলো খুব সহজ নয়। ব্রেক আপের রাতে সে খুব শান্তিমত ঘুমায়। সকালে হাই তুলতে তুলতে বলে ওর সাথে আমার ব্রেক আপ হয়ে গেছে। নিজেই নিজেকে বলে ' কিচ্ছু হবে না', 'ও রকম মেয়ে কত আছে!' তারপর একটু একটু করে তার খারাপ লাগে। প্রতিদিনের অভ্যাসগুলো তাকে কষ্ট দেয়। রাত এলে ফোনের পুরানো
মেসেজ গুলো তাকে পোড়ায়। খুব ধীরে সে বুঝে ফেলে জীবনের একটি অংশ সে হারিয়ে ফেলেছে, যাকে ছাড়া সে অচল। হারানো মানুষ টাকে ফিরে পেতে সে তখন যুদ্ধ শুরু করে, তবে দেরি হয়ে যায়। ততদিনে মেয়েটার কাছে সে অচেনা কেউ।
হতাশা আকড়ে ধরে তাকে। সিডেটিপের ডিব্বা তার আশ্রয় হয়ে যায়। নিজের প্রতি বেখেয়ালে কখন যে বনমানুষ হয়ে যায় বুঝতে পারে না। হাউমাউ কান্নাটা মানুষের শেষ আশ্রয়। বিধাতা এটিও তাকে দেয় নি।
কিছুদিন আগে প্রায় মাঝরাতে একটা ছেলে এসেছিল আমার
কাছে ( ইমার্জেন্সিতে)। প্রায় বদ্ধ নেশাখোর। হাতের কোথাও ইনজেকশন দেয়ার শিরা নাই। সব শিরায় সে নিজে ইনজেকশন দিয়েছে।
ঢাকা ভার্সিটিতে পড়ার সময় মোবাইলে একটি মেয়ের সাথে পরিচয়।
তারপর প্রেম, অত:পর ব্রেক আপ। ঘটনা ২০১১ সালের। প্রবাসী একটি ছেলেকে বিয়ে করে স্বামী বাচ্চা নিয়ে ভালোই আছে মেয়েটি। শুধু এই পাগলটার রাত কাটে না। মাঝে মাঝে ইমার্জেন্সি তে দেখা যায়। ছেলেটার বাবা ব্যাবসায়ী। ভদ্রলোক প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল:: স্যার ওর বিয়ে ঠিক করেছি। তার পর থেকে আবার শুরু করেছে। কিছুদিন ভালছিল। সেনাবাহিনীর টেলিফোন এক্সচেঞ্জ এ চাকুরী দিয়েছি। এরকম করলে চাকুরীটাও চলে যাবে।
ছেলেটাকে দেখে বহুদিন আগের রেজাউল স্যার কে মনে পড়ল। মানুষ তাহলে এমনও করে!! ভালবাসায় পাপ কতটুকু জানি না, তবে প্রায়াশ্চিত্ত অনেক বড়। ভালবাসা কাউকে কাউকে ঋনী করে ফেলে , আর কেউ কেউ সেটা জীবন দিয়ে শোধ করে।
সস্তা ভালবাসার যুগে মানুষ ভালবাসে একজনকে, আর প্রেমে পড়ে দশ জনের। এগুলোর নাম দিয়েছে ক্র্যাশ। ভালবাসা ছুটে গেলে এগুলোর দিকে হাত বাড়ায়। এই ক্র্যাশের যুগেও আপাত কঠিন কিছু মানুষ থাকে। এরা lock সিস্টেমে ভালবাসে। শুধু বাসতেই জানে, ভুলতে শিখে না। এরা হয়ত দার্শনিক হয়ে যায়, নয়ত মাঝ রাতে হুটহাট করে ইমার্জেন্সিতে চলে আসে।
লেখক
-ডাঃ আব্দুর রব।

29/09/2023

Power of money 💸😎

দারিদ্রতা কোন বাধা নয়! ছেলেটির নাম আল আমিন, বুয়েটে চান্স পেয়েছে। বাবা ভ্যান চালক, দাদাও ভ্যান চালক। স্কুলঃ- কচুয়া পাবলিক...
29/09/2023

দারিদ্রতা কোন বাধা নয়! ছেলেটির নাম আল আমিন, বুয়েটে চান্স পেয়েছে। বাবা ভ্যান চালক, দাদাও ভ্যান চালক। স্কুলঃ- কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় পড়েছে, কলেজঃ- সরকারী মুজিব কলেজ সখীপুর। ধন্যবাদ টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক সাহেবকে আল আমিনের পাশে দাড়ানোয়। ওকে সরকারী তহবিল থেকে বুয়েটে ভর্তির জন্য ২০হাজার টাকা অনুদান দিয়েছেন ডিসি।
#আলআমিন কোন ভর্তি কোচিংও করে নাই। কোচিং করার মতো সামর্থ্য ছিলো না ওর বা ওর পরিবারের। খুবই দরিদ্র পরিবার সন্তান আল আমিন। ওর বয়স যখন ৪ বছর তখন ওর মা মারা যায়। মহান আল্লাহ পরিশ্রমী ও অসহায়দের জন্য যথেষ্ট।
পোষ্ট সূত্র: আমাদের পাথর ঘাটা
©️

এইতো মাত্র ৫ বছরের ব্যবধান 🙂
27/09/2023

এইতো মাত্র ৫ বছরের ব্যবধান 🙂

কি !!! মনে আছে? এইতো কিছু দিন আগেই কিছু নারী তাকে নিয়ে প্রতীবাদ করেছিলো, কিন্তু আজকে সেই কথারই প্রতিফলন দেখা যাচ্ছে। ধন্...
27/09/2023

কি !!! মনে আছে? এইতো কিছু দিন আগেই কিছু নারী তাকে নিয়ে প্রতীবাদ করেছিলো, কিন্তু আজকে সেই কথারই প্রতিফলন দেখা যাচ্ছে।
ধন্যবাদ বস Tanzim Hasan Sakib

26/09/2023

আমিও একজন ফেমিনিস্ট স্বামী হতে চাই 🤣



©সুমন আহম্মেদ

বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা শুরু করছে আমেরিকা 🫡🇺🇸
22/09/2023

বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা শুরু করছে আমেরিকা 🫡🇺🇸

৭ বছরে শত কোটি টাকার মালিক ঢাকার সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।সোর্স: দেশ টিভি
20/09/2023

৭ বছরে শত কোটি টাকার মালিক ঢাকার সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।

সোর্স: দেশ টিভি

নীল আকাশ 💙
18/09/2023

নীল আকাশ 💙

চিত্রনায়ক অমিত হাসান ১৯৬৮ সালের ৯ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার  বানিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো ন...
18/09/2023

চিত্রনায়ক অমিত হাসান ১৯৬৮ সালের ৯ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বানিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম খন্দকার সাইফুর রহমান।তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম "চেতনা" ১৯৯০ সালে মুক্তি পেয়েছিলো। এই ছবিটি পরিচালক ছটকু আহমেদ পরিচালনা করেছিলেন।
তবে "জ‍্যোতি" ছবিতে একক নায়ক হিসেবে অমিত হাসান চলচ্চিত্রে অভিনয় করেন।

এদের নাম অজানাই রয়ে গিয়েছে কিন্তু লিপিবদ্ধ হয়ে ভুয়া মুক্তিযোদ্ধার নাম।ছবিতে একজন তরুণ মুক্তিযোদ্ধা যুদ্ধে জয় করে বাসার উ...
18/09/2023

এদের নাম অজানাই রয়ে গিয়েছে কিন্তু লিপিবদ্ধ হয়ে ভুয়া মুক্তিযোদ্ধার নাম।
ছবিতে একজন তরুণ মুক্তিযোদ্ধা যুদ্ধে জয় করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কুষ্টিয়া, (১৯৭১)।
#সংগ্রহীত

ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না। _Tanzi...
17/09/2023

ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।
_Tanzim Hasan Sakib (Bangladeshi cricketer)

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসে গ্রেপ্তার টাংগাইলের চিকিৎসক ইমরুল কায়েস হিমেল (৩২) ও তার বাবা আব্দুল কুদ্দুস ...
17/09/2023

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসে গ্রেপ্তার টাংগাইলের চিকিৎসক ইমরুল কায়েস হিমেল (৩২) ও তার বাবা আব্দুল কুদ্দুস সরকার।

এডিসি সানজিদা কে? তার আসল পরিচয় কি ?টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বিলডগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ...
17/09/2023

এডিসি সানজিদা কে? তার আসল পরিচয় কি ?

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বিলডগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত এম হোসেন আলীর সন্তান সানজিদা আফরিন নিপা। তার বাবা প্রাথমিক বিদ্যালয় ও পরবর্তী সময়ে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পাশাপাশি তিনি উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন আলী দীর্ঘদিন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

সানজিদা ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ৫ মে থেকে ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন তিনি। এরপর ২০২১ সালের ৬ মে থেকে ২০২২ সালের ৭ নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে এএসপি হিসাবে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৩ নভেম্বর তিনি ডিএমপিতে যোগ দেন।

#সংগ্রহীত

16/09/2023

Historical City in France 🇨🇵

16/09/2023

Beautiful France 🇨🇵

২৯ সচিবের ৪৩ সন্তান বিদেশে থাকে এবং পড়াশোনা করে, আর আমি / আপনি সহ-সভাপতি পদের জন্য দৌড় পাড়ি 🙂
14/09/2023

২৯ সচিবের ৪৩ সন্তান বিদেশে থাকে এবং পড়াশোনা করে, আর আমি / আপনি সহ-সভাপতি পদের জন্য দৌড় পাড়ি 🙂

মির্জাপুর উপজেলা বাঁশতৈল ইউনিয়নের রহিমপুর গ্রামের রাস্তা।  #সংগ্রহীত
12/09/2023

মির্জাপুর উপজেলা বাঁশতৈল ইউনিয়নের রহিমপুর গ্রামের রাস্তা।
#সংগ্রহীত

কি বুদ্ধি 🫡
12/09/2023

কি বুদ্ধি 🫡

11/09/2023

টাংগাইলের এলেঙ্গা ফাস্ট টর্ক বাইক সার্ভিস সেন্টারে মোটরসাইকেল চোর ধরা হয়েছে। চোরদের স্বীকারোক্তি তাদের মুখ থেকেই শুনুন বিস্তারিত।
ভিডিও: সংগ্রহীত

09/09/2023

ওমান থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টায় গ্রেফতার বাংলাদেশী যাত্রী দুলাল। 🤦‍♂️

সূত্রঃ সাইবার ৭১ - We Work to Protect Bangladesh

🙂🙂🙂
09/09/2023

🙂🙂🙂

দেশের শিক্ষার্থীদের কাছে নিশ্চিত জীবনযাপনে এক যুগ ধরে সরকারি চাকরি ছিল পছন্দের শীর্ষে। দেশের সরকারি-বেসরকারি ব.....

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কে টিকটক করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নুর মোহাম্মদ (১৭) নামের এক কিশোরের মৃ"*ত্যু হয়েছে।
08/09/2023

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কে টিকটক করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নুর মোহাম্মদ (১৭) নামের এক কিশোরের মৃ"*ত্যু হয়েছে।

08/09/2023
নির্মাণের কয়েক মাস পরেই ভেঙে পড়েছে পিরোজপুরের কাউখালীর একটি আয়রন ব্রিজ। ব্রিজের স্ল্যাবগুলো মাঝখান থেকে ভেঙে গেছে। ভাঙার...
07/09/2023

নির্মাণের কয়েক মাস পরেই ভেঙে পড়েছে পিরোজপুরের কাউখালীর একটি আয়রন ব্রিজ। ব্রিজের স্ল্যাবগুলো মাঝখান থেকে ভেঙে গেছে। ভাঙার পরেই জানা গেল, কংক্রিটের স্ল্যাবে লোহার রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সুপারির গাছ! সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই দৃশ্য

কি খবর আপনাদের? 🥱
07/09/2023

কি খবর আপনাদের? 🥱

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধীর ভাত...
04/09/2023

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধীর ভাতা কার্ডের টাকা জালিয়াতি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউপি সদস্য থাকার সুবাদে ভাতা কার্ডে নিজের নম্বর দিয়ে দুই বছর ধরে এসব টাকা উত্তোলন করছেন তিনি।

সম্পর্ক বদলে গেল একটি পলকে 🙂
01/09/2023

সম্পর্ক বদলে গেল একটি পলকে 🙂

মোবাইল ফোনে পরিচয়। এক বছর ধরে চলে কথোপকথন। একপর্যায়ে তা গভীর প্রেমে রূপ নেয়। সবশেষ প্রেমের টানে দুই সন্তানের মা এসে হাজি...
01/09/2023

মোবাইল ফোনে পরিচয়। এক বছর ধরে চলে কথোপকথন। একপর্যায়ে তা গভীর প্রেমে রূপ নেয়। সবশেষ প্রেমের টানে দুই সন্তানের মা এসে হাজির হন প্রেমিকের বাড়িতে। এসে দেখেন প্রেমিক সম্পূর্ণ দৃষ্টিহীন। অতঃপর ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে এ বিয়ে হয়।

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য নি*হ*ত হন। এমন একটি মর্মান্তিক ঘটনার...
01/09/2023

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য নি*হ*ত হন। এমন একটি মর্মান্তিক ঘটনার সংবাদপত্রের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে ‘আলহামদুলিল্লাহ’ লেখায় একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. আবদুল্লাহ। তিনি একজন মাদরাসার শিক্ষক।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আব্দুল্লাহর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

কলমি শাকের পুষ্টিগুণ,উপকারিতা ও অপকারিতা।কলমি শাক উষ্ণমণ্ডলীয় শাক। কলমি শাকের ইংরেজিতে water spinach।কলমি শাক জলে বা ভে...
31/08/2023

কলমি শাকের পুষ্টিগুণ,উপকারিতা ও অপকারিতা।
কলমি শাক উষ্ণমণ্ডলীয় শাক। কলমি শাকের ইংরেজিতে water spinach।কলমি শাক জলে বা ভেজা মাটিতে হয়।ডাঁটার পর্ব দিয়ে মূল বের হয়।এর ডাঁটাগুলো ২-৩ মিটার কিংবা আরো বেশি লম্বা হয়ে থাকে।এর পাতা লম্বা আকারে ত্রিকোণ।চওড়া ২-৮ সেমি ও লম্বা ৫-১৫ সেমি।কলমি ফুল দেখতে ট্রাম্পেট এর মত,লম্বা ৩-৫ সেমি।এর ফুলের রঙ সচরাচর সাদা ও বেগুনি রঙ এর হয় গোড়ার দিক।ফুলে বীজ হয়ে থাকে আর সেই বীজ দিয়ে গাছ হয়।এটির অনেক উপকারিতা আছে সেই উপকারিতা গুলি দেখেনিন।
প্রতি ১০০ গ্রাম কলমি শাকের পুষ্টিগুণ:-

ক্যালসিয়াম ৭৭ মিগ্রা
লৌহ ১.৬৭ মিগ্রা
ম্যাগনেসিয়াম ৭১ মিগ্রা
ম্যাঙ্গানিজ ০.১৬ মিগ্রা
ফসফরাস ৩৯ মিগ্রা
পটাসিয়াম ৩১২ মিগ্রা
সোডিয়াম ১১৩ মিগ্রা
জিংক ০.১৮ মিগ্রা
ভিটামিন সি ৫৫ মিগ্রা

কলমি শাকের উপকারিতা:-

১: কলমি শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।যা শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে।

২:কলমি শাকে আছে ক্যালসিয়াম।যা হাড় ও দাঁতের জন্য বেশ উপকারী।

৩:কলমি শাকে আছে খাদ্যশক্তি।যা শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে।

৪:মহিলাদের ঋতুস্রাবের সমস্যা দূর করতে কলমি শাক বেশ উপকারী।

৫:দৃষ্টিশক্তি প্রখর করতে কলমি শাক উপকারী ভূমিকা পালন করে।এছাড়া রাত কানা রোগীরা কলমি শাক খেতে পারেন।

৬:কলমিশাকে আছে আঁশ।যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে।

৭:কলমিশাকে আছে ভিটামিন বি-১।যা স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে।

৮:কলমি শাকে আছে ভিটামিন-সি।যা দাঁত, মাড়ি ও পেশি মজবুত করতে সাহায্য করে

৯:যেসব মহিলারা শিশুদের স্তন্যপান করানোর সময় কম পড়ে,তারা কলমি শাক খেলে মায়ের দুধের পরিমাণ বৃদ্ধি পাবে।

১০:যেসব ব্যক্তিদের রক্ত শূন্য তারা কলমি শাক খেতে পারেন এতে বেশ উপকার পাবেন।

১১:যাদের অনিদ্রা ও খুশকির সমস্যা আছে তারা কলমি শাক খেলে বেশ উপকার পাবেন।

১২:বসন্ত রোগ প্রতিরোধ করতে কলমি শাক সাহায্য করে।

১৩:যে কোন হুলের জ্বালায়(পিঁপড়ে, মৌমাছি,বিছা) কলমি শাকের পাতার রস লাগালে হ্রাস পায়।

১৪:যাদের ফোড়া হয়,তারা যদি কলমি শাকের পাতা আদা সহ বেটে ফোড়ার ওপরে না লাগিয়ে ফোড়ার চারিদিকে লাগান এতে ভাল ফল পাবেন।

১৫:কলমি শাকের পাতার রস ও গুড় দিয়ে খেলে আমাশয়ে বেশ উপকার পাবেন।

১৬:১গ্লাস কলমি শাকের পাতার রস ও ৪-৫ চামচ আখের গুড়,এক চিমটে কালো গোলমরিচ এর গুড়ো ও সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিনে ২বার খেলে কোষ্ঠকাঠিন্য এর সমস্যা দূর হবে।

কলমি শাকের অপকারিতা:-

১:কলমি শাক অতিরিক্ত খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে।

২:যাদের পরিপাক তন্ত্রের সমস্যা তারা ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন।

৩:যাদের ইউরিক এসিডি বা কিডনিজনিত কোন সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন।

31/08/2023

ছোট একটা ভ্রাম্যমাণ বাজারের জিনিসপত্রের দামদর, ফ্রান্স 🇨🇵🇪🇺

কানাডার সিটিজেন সুন্দরীর জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নারীকে কারা...
30/08/2023

কানাডার সিটিজেন সুন্দরীর জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই নারীর নাম শামীমা রহমান খান ওরফে সোনিয়া পারভিন ওরফে সীমা (২৯)। তিনি চুয়াডাঙ্গা সদরের খরপিটাল চক্ষু হাসপাতাল সংলগ্ন ৯ নম্বর সড়ক এলাকার মৃত হাবিবুর রহমাম খান ওরফে ইব্রাহিম আলীর মেয়ে।

ওনাদের যদি রিক্সা নিয়ে বের হতে হয়,তাহলে বয়স্ক ভাতা পায় কারা? 🙂
29/08/2023

ওনাদের যদি রিক্সা নিয়ে বের হতে হয়,তাহলে বয়স্ক ভাতা পায় কারা? 🙂

একটি ছবিতে বাংলাদেশ©
28/08/2023

একটি ছবিতে বাংলাদেশ
©

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Tangail Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tangail Helpline:

Share

Category