T.tv news

T.tv news "সত্য সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ"

06/09/2022

নিজস্ব প্রতিবেদক | ৬ আগস্ট, ২০২২
শিক্ষা ডেস্কঃ

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে ৩ প্রস্তাব

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার তারিখ নিয়ে তিনটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃ শিক্ষা বোর্ড।

বোর্ডের প্রথম প্রস্তাবে আগামী ৩ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু করার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবনায় ৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর প্রস্তাবনা দিয়েছে বোর্ড। আর তৃতীয় প্রস্তাবনায় বলা হয়েছে, পরীক্ষা শুরু হবে ৯ নভেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন সাপেক্ষে তিনটি প্রস্তাবনার যে কোনো একটি তারিখেই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এইচএসসি পরীক্ষার জন্য আমরা তিনটি খসড়া রুটিন তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এ তিনটির যেটি অনুমোদন হবে সেদিন থেকেই পরীক্ষা শুরু হবে।

এ ছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ/রুটিন চূড়ান্ত অনুমোদন দিলে দেশের সব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে সময়সূচি প্রকাশের আগে পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করেন অধ্যাপক তপন কুমার।

প্রতিবেদক
এস,এম, তাসকিন আহমেদ (তাপস)
টাংগাইল প্রতিনিধি

05/09/2022

█ সর্বশেষ/Just In █
*যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস; প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাকের চেয়ে ২০ হাজার ৯২৭ ভোট বেশি পেয়েছেন ট্রাস

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।
05/09/2022

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।

05/09/2022

██▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
*এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু এবং সকাল ১১.০০ ঘটিকায় আরম্ভ হবে। এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮: শিক্ষামন্ত্রী
*১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী।

27/08/2022

১৫ আগস্টের হত্যাকারী চক্র দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে- ত্রাণ প্রতিমন্ত্রী |

27/08/2022

~~সর্বশেষ/Just In~~
* করোনায় আরো ২ জনের মৃত্যু; মোট প্রাণহানি ২৯,৩২৩
* নমুনা পরীক্ষা ৩,৬৬৩; নতুন রোগী ১৫৬
* গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ৪.২৬%
* এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০,১১,১০০ জন
* ২৪ ঘন্টায় সুস্থ ১৮০ জন; মোট সুস্থ ১৯,৫৫,২৬৪

27/08/2022

█ সর্বশেষ/Just In █
*মাইগ্রেশনের দাবিতে মোহাম্মদপুরের কেয়ার মেডিকেলের চেয়ারম্যান ডা. পারভীন ফাতেমাকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এশিয়া কাপের মিশন শুরুর ঠিক আগে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে
27/08/2022

এশিয়া কাপের মিশন শুরুর ঠিক আগে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে

৫৯ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে হারালো আফগানিস্তান।নিজস্ব সংবাদদাতা | ২৭ আগস্ট, ২০২২এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শনিবার (২৭ আ...
27/08/2022

৫৯ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে হারালো আফগানিস্তান।

নিজস্ব সংবাদদাতা | ২৭ আগস্ট, ২০২২

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শনিবার (২৭ আগস্ট) শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। লঙ্কানদের দেয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ১০.১ ওভারেই জয়ের বন্দরে নোঙর করেছে মোহাম্মদ নবি বাহিনী।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে হযরতউল্লাহ জাজাঈ ও রহমানের গুরবাজের উদ্বোধনী জুটিতে ৯৪ রান তোলে আফগানিস্তান। গুরবাজ ১৮ বলে ৪০ রান করে হাসারাঙ্গার শিকার হন। আফগানরা দ্বিতীয় উইকেটটি যখন হারায় তখন জয়ের জন্য তাদের আর দরকার ছিল ৩ রান। দলকে জয় এনে দিতে শেষ পর্যন্ত জাজাঈ ৩৭ রানে অপরাজিত ছিলেন। নাজিবউল্লাহ জাদরান করেন ২ রান।

এর আগে আফগানিস্তানের বোলিং তোপে উইকেট হারিয়ে ১০৫ রান করে শ্রীলঙ্কা। আফগানিস্তানের ফজলহক ফারুকী আর নাভিন উল হকের প্রথম দুই ওভারেই একপ্রকার ধস নেমে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে। মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে লঙ্কা শিবির। নিজের প্রথম ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন বিপিএল দিয়ে পরিচিত হয়ে ওঠা ফজলহক। ওপেনার কুশাল মেন্ডিসকে আউট করার পর চারিথ আসালাঙ্কাকে করা তার ওভারের শেষটি বলটি পিচ করেই ভেতরে ঢুকে যায়। ফলাফল তো হাতেনাতেই- সাজঘরে লঙ্কান ব্যাটার।

পরের ওভারে চমক দেখান নাভিন। প্রায় প্রতিটি বলেই সুইং পাচ্ছিলেন তিনি। যে কারণে শ্রীলঙ্কার ব্যাটাররাও ব্যাট চালানোর তেমন সুযোগ পাননি। নাভিন ২ রান দিয়ে তুলে নেন পাথুম নিসাঙ্কার উইকেট। উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে ফেরেন নিসাঙ্কা। তিন উইকেট হারিয়ে ফেললেও রানের চাকা কিছুটা হলেও সচল রাখার চেষ্টা করে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লেতে তারা তোলে ৪১ রান। দলীয় ৪৯ রানে গুনাথিলাকার উইকেট তুলে নেন মুজিব উর রহমান।

সম্প্রতি টি-টোয়েন্টিতে যে কয়জন অলরাউন্ডার নিয়ে কথা হচ্ছে, ওয়ানিন্দু হাসারাঙ্গা তাদের মধ্যে অন্যতম। তিনিও এদিন কাজের কাজ কিছুই করতে পারেননি। অধিকন্তু ৮ বল মোকাবিলা করে মাত্র ২ রান করে আউট হন মুজিবের বলে। হাসারাঙ্গা ফিরে গেলে উইকেটে আসেন দলপতি দাসুন শানাকা। তাকে গোল্ডেন ডাকে ফিরিয়ে দেন মোহাম্মদ নবি। নবির থ্রোয়ে আউট হন হাল ধরে রাখা ভানুকা রাজাপাকসা। পরের বলে দৌড়ে রান নিতে গিয়ে আউট হন থিকশানা। ফলে একপ্রকার ধুকতে থাকে টুর্নামেন্টের আয়োজকরা। ১৯.৪ বল খেলে ১০৫ রান করে অলআউট হন তারা।

প্রতিবেদক
এস,এম, তাসকিন আহমেদ (তাপস)
টাংগাইল প্রতিনিধি

ভারত-পাকিস্তান লড়াই দেখবে ১০০ কোটিরও বেশি মানুষ।নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট, ২০২২আগামীকাল ২৮ আগস্ট মাঠে গড়াবে বহুল প্রতী...
27/08/2022

ভারত-পাকিস্তান লড়াই দেখবে ১০০ কোটিরও বেশি মানুষ।

নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট, ২০২২

আগামীকাল ২৮ আগস্ট মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মরুর বুকে পর্দা ওঠার অপেক্ষায় থাকা এশিয়া কাপের মূল আকর্ষণ এই দ্বৈরথ। বলা হচ্ছে, ফাইনালের আগেই আরেক ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানাচ্ছে, এশিয়া কাপে দুই দেশের এ মহারণ ১০০ কোটিরও বেশি মানুষ উপভোগ করতে যাচ্ছে ম্যাচটি।

বারুদের গন্ধ নেই, তবু অগ্নিগর্ভ। সমরাস্ত্রের গর্জন নেই, তবুও যুদ্ধ বটে। রক্তপাতহীন হলেও যা বিক্ষোভ করে! মর্মবেদনার কারণ হয়। আবার কখনো যুদ্ধজয়ের গৌরব বয়ে আনে। এ লড়াইয়ের এমনই মহিমা যে, 'বিশ্বকাপ' শিরোপাও যার কাছে তুচ্ছ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের তেমনি লড়াই দেখার জন্য সারাবছর অপেক্ষায় থাকে গোটা ক্রিকেট বিশ্ব। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আবারও সেই মহারণের মুহূর্ত। হাজার হাজার মানুষের জয়ধ্বনিতে ফেটে পড়ার অপেক্ষায় দুবাই।

যদিও অভিযোগ আছে, ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রেখেই টুর্নামেন্টের বাকি সূচি সাজানো হয়েছে। এমনকি দুই দেশ যেন একের অধিকবার মুখোমুখি হতে পারে, সে জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ হংকংকে তাদের গ্রুপে রাখা হয়েছে। যে কারণে টুর্নামেন্টের ডেথ গ্রুপে পড়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। কোনো অঘটন না ঘটলে গ্রুপ ‘এ’ থেকে ভারত-পাকিস্তান দুই দলই সুপার ফোর নিশ্চিত করবে। সে ক্ষেত্রে দ্বিতীয়বার তো বটেই, ফাইনালেও মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে তাদের। আর এমনটি হলে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ তিনবার এবং প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

রোববার (২৮ আগস্ট) ভারত-পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়াবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচই এ মাঠে অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার। তবে বিশ্বব্যাপী ম্যাচটি উপভোগ করবে ১০০ কোটিরও বেশি মানুষ। সর্বোচ্চ সংখ্যক দর্শক নিশ্চিতে ম্যাচটির দিনক্ষণ ফেলা হয়েছে ভারতের সাপ্তাহিক ছুটির দিন রোববার।

এর আগে বাইশ গজের যুদ্ধ সরাসরি দেখতে ম্যাচটির টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। গেল ১৬ আগস্ট অনলাইনে ছাড়া হয়েছিল পাক-ভারত ম্যাচের টিকিট।

প্রতিবেদক
এস,এম, তাসকিন আহমেদ (তাপস)
টাংগাইল প্রতিনিধি

দেখে নিন এশিয়া কাপের সূচি।
27/08/2022

দেখে নিন এশিয়া কাপের সূচি।

Asia Cup Cricket 2022Schedule.
25/08/2022

Asia Cup Cricket 2022
Schedule.

25/08/2022
আগামী ১৪ দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম...
25/08/2022

আগামী ১৪ দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম...

২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না...          .tv news
23/08/2022

২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না...

.tv news

নিজস্ব সংবাদদাতা | ২২ আগস্ট, ২০২২শুক্র-শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটিবিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ...
22/08/2022

নিজস্ব সংবাদদাতা | ২২ আগস্ট, ২০২২

শুক্র-শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্র ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জারি করা এ আদেশ আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটির সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণার বিষয়টি আলোচনায় আসে। সর্বশেষ সোমবার মন্ত্রিসভার বৈঠকে সপ্তাহে দুই দিন ছুটির ঘোষণা আসে।

মন্ত্রিসভার বৈঠকে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালার অনুমোদন দেয়া হয়।

প্রতিবেদক
এস,এম, তাসকিন আহমেদ (তাপস)
টাংগাইল প্রতিনিধি

বুধবার দলের সাথে যোগ দিবেন নাঈম শেখ।
22/08/2022

বুধবার দলের সাথে যোগ দিবেন নাঈম শেখ।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে।নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০২২ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে ...
22/08/2022

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০২২

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে। একইসঙ্গে সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনের অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আগামী বুধবার থেকে এ সূচি কার্যকর হবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রতিবেদক
এস,এম, তাসকিন আহমেদ (তাপস)
রিপোর্টার টাংগাইল জেলা।

নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট, ২০২২পররাষ্ট্রমন্ত্রীকে ২ দিনের মধ্যে পদত্যাগ করতে নোটিশ‘ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়...
21/08/2022

নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট, ২০২২

পররাষ্ট্রমন্ত্রীকে ২ দিনের মধ্যে পদত্যাগ করতে নোটিশ

‘ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’–পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের এমন বক্তব্যের পর দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিব্রতকর অবস্থায় পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশ ভারত। এরই পরিপ্রেক্ষিতে আব্দুল মোমেনের বক্তব্য অসাংবিধানিক উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’

গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত অসাম্প্রদায়িক একটা দেশ হবে। আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি। আমি বলেছি, আমার দেশে কিছু দুষ্ট লোক আছে, কিছু উগ্রবাদী আছে। আমার দেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন নয়, আপনার দেশেও যেমন দুষ্ট লোক আছে, আমাদের দেশেও আছে। কিছুদিন আগে আপনাদের দেশেও এক ভদ্রমহিলা কিছু কথা বলেছিলেন, আমরা সরকারের পক্ষ থেকে একটি কথাও বলিনি। বিভিন্ন দেশ কথা বলেছে, আমরা বলিনি।’

এর আগে গত ১২ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণবিষয়ক এক মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। দেশের মানুষ ‘বেহেশতে’ আছে।”

মন্ত্রীর এমন বক্তব্যে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হয়। এর দুদিনের মাথায় গত ১৪ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবনভবন পদ্মায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাশেলের সঙ্গে বৈঠকের পর ড. মোমেন গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেছিলেন, “আমি তো ট্রু সেন্সে ‘বেহেশত’ বলিনি। কথার কথা। কিন্তু আপনারা সবাই আমারে খায়া ফেললেন।”

এশিয়া কাপে অনিশ্চিত হাসান মাহমুদ
21/08/2022

এশিয়া কাপে অনিশ্চিত হাসান মাহমুদ

█ সর্বশেষ/Just In █* চা শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ, ৮ দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার।
20/08/2022

█ সর্বশেষ/Just In █
* চা শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ, ৮ দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার।

19/08/2022

█ COVID-19 Update █

*বিশ্বে করোনায় মোট প্রাণহানি ৬৪ লাখের বেশি; আক্রান্ত ৫৯ কোটির বেশি
*বিশ্বে করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৫৭ কোটির বেশি মানুষ
*যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত ৯ কোটি ৫১ লাখের বেশি; মোট মৃত্যু ১০ লাখেরও বেশি
*ভারতে মোট আক্রান্ত ৪ কোটি ৪৩ লাখের বেশি; মোট মৃত্যু ৫ লাখ ২৭ হাজারের

রাসেল ডমিঙ্গোকে সরিয়ে টাইগারদের নতুন টি২০ কোচ  ভারতীয় শ্রীধারান শ্রীরাম।  চুক্তি টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
19/08/2022

রাসেল ডমিঙ্গোকে সরিয়ে টাইগারদের নতুন টি২০ কোচ ভারতীয় শ্রীধারান শ্রীরাম। চুক্তি টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

19/08/2022

হঠাৎ কোচ বদল টাইগারদের। এশিয়া কাপে ডমিঙ্গোর পরিবর্তে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম।

18/08/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
** রাজধানীর মাতুয়াইলে একটি টিনশেড প্যাকেজিং কারখানায় আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

18/08/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
** গাজীপুরের টঙ্গীতে প্রাইভেট কারের ভেতর থেকে শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার

18/08/2022

নিজস্ব সংবাদদাতা | ১৮ আগস্ট, ২০২২
'হাওয়া' সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা

বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লংঘনের অভিযোগে আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর অসীম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। তবে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য কোনো আদেশ দেননি। এ বিষয়ে আগামী সপ্তাহে আদেশ হতে পারে।

আদালত সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ধারা ৩৮ (১-২), ৪১ ও ৪৬ লংঘন করার অভিযোগ আনা হয়েছে। মামলায় তিনজনকে সাক্ষী করা হয়েছে। এরা হলেন তদন্ত কমিটিতে কাজ করা আব্দুল্লাহ আস সাদিক, অসীম মল্লিক ও রথিন্দ্র কুমার বিশ্বাস।

গত ২৯ জুলাই হাওয়া চলচ্চিত্রটি মুক্তি পায়। মুক্তির পর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউতে জানানো হয়, এই চলচ্চিত্রে একটি পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন চান মাঝির চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী।

রিভিউ প্রকাশের পর হাওয়া চলচ্চিত্রে একটি শালিক পাখিকে খাঁচায় আটকে রাখা ও এক পর্যায়ে হত্যা করে খাওয়ার দৃশ্য দেখানোর মাধ্যমে বন্যপ্রাণী আইন লংঘন হয়েছে বলে অভিযোগ তোলেন অনেকে। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ও দেশে পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করা ৩৩টি সংগঠনের সমন্বিত প্রয়াস বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ)।

এর পরদিন গ্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্রটি দেখে আইন লংঘনের প্রমাণ মিলেছে বলে জানান বন অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের অধীনে প্রযোজিত এবং ফেসকার্ড প্রোডাকশনের অধীনে নির্মিত ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু প্রমুখ।

প্রতিবেদক
এস,এম, তাসকিন আহমেদ (তাপস)
টাংগাইল প্রতিনিধি

17/08/2022

নিজস্ব সংবাদদাতা | ১৭ আগস্ট, ২০২২
টাংগাইলে দুলা ভাইয়ের ধর্ষণে মা হতে চলেছে পঞ্চম শ্রেণির ছাত্রী..

দুলাভাইয়ের ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষক সবুজ মিয়াকে (২৪) শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। অভিযুক্ত সবুজ মিয়া ঘাটাইল উপজেলার গর্জনা গ্রামের শামছুল হকের ছেলে।

পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের সঙ্গে ঘাটাইল উপজেলার গর্জনা গ্রামের শামছুল হকের ছেলে সবুজ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর সবুজের নজর পরে স্কুলপড়ুয়া শ্যালিকার ওপর। গত সাত মাস আগে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে সবুজ। বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্যালিকাকে ফুসলিয়ে কাছে নেয় এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে। শ্যালিকা কান্না করলে দুলাভাই তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায় তাকে ধর্ষণ করে। এভাবে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে সবুজ। পরে শিশুটি অন্তঃসত্ত্বা হলেও বাড়ির লোকজন টের পায়নি।

গত কয়েকদিন ধরে শিশুটি অসুস্থ থাকে। বাড়ির লোকজন স্কুলছাত্রী ওই শিশুকে অসুস্থতার কারণ জানতে চাইলে দুলাভাই সবুজ তাকে ধর্ষণ করেছে বলে জানায়। পরে বাড়ির লোকজন কৌশলে সবুজ মিয়াকে শ্বশুর বাড়িতে ডেকে আনেন। এর আগে শ্বশুর মেয়ের জামাই সবুজের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন। পুলিশ রাতে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে ধর্ষক দুলাভাই সবুজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ জানান, ধর্ষণকারী দুলাভাই সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্যালিকা স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। বুধবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এছাড়া ধর্ষণকারী সবুজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

প্রতিবেদক
এস,এম, তাসকিন আহমেদ (তাপস)
মির্জাপুর,টাংগাইল প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদকটাংগাইল প্রতিনিধিদেশে ফিরলেন শাকিব, বিমানবন্দরে অপু বিশ্বাস বিনোদন ডেস্কঃ👉 বিস্তারিত কমেন্ট বক্স
17/08/2022

নিজস্ব প্রতিবেদক
টাংগাইল প্রতিনিধি

দেশে ফিরলেন শাকিব,
বিমানবন্দরে অপু বিশ্বাস

বিনোদন ডেস্কঃ
👉 বিস্তারিত কমেন্ট বক্স

17/08/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
*চট্টগ্রামে নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির ভেতর মসজিদে চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

Who can take this year's World Cup football?
17/08/2022

Who can take this year's World Cup football?

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█*রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট
17/08/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
*রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

আসরে প্রথম পদকের দেখা পেলো বাংলাদেশ।
17/08/2022

আসরে প্রথম পদকের দেখা পেলো বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক | ১৬ আগস্ট, ২০২২খেলা ডেস্কঃকাতার বিশ্বকাপে যেতে ইসরাইলকে পরিচয় দিতে হবে ফিলিস্তিনেরকাতার বিশ্বকাপে নিজ ...
16/08/2022

নিজস্ব প্রতিবেদক | ১৬ আগস্ট, ২০২২

খেলা ডেস্কঃ
কাতার বিশ্বকাপে যেতে ইসরাইলকে পরিচয় দিতে হবে ফিলিস্তিনের

কাতার বিশ্বকাপে নিজ দেশের পরিচয়ে যেতে ‍পারবেন না ইসরাইলের ফুটবল ভক্তরা। মধ্যপ্রাচ্যের দেশটিতে টিকিট ও হোটেল বুকিং দিতে হলে তাদের পরিচয় দিতে হবে ফিলিস্তিনের।

কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি করার জন্য ফিফার কাছ থেকে অনুমতি পেয়েছে ‘উইন্টারহিল হসপিটালিটি’ নামে একটি কোম্পানি। তাদের অনলাইন স্টোরে গিয়ে বিড়ম্বনার শিকার ইসরাইলিরা। কারণ সেখানে দেশটির নাম নিবন্ধন করা হয়নি। তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল হিসেবে।

উইন্টারহিল হসপিটালিটি কোম্পানির একজন সেলস এজেন্ট ওয়েবসাইটে এই পরিবর্তন এনেছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইসরাইলের ফুটবলপ্রেমীরা। যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন নিউজম্যাক্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।

মুসলিম দেশগুলোর বেশিরভাগের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ইসরাইলের। তাদের সঙ্গে সম্পর্ক নেই বিশ্বকাপের আয়োজক কাতারেরও। বরং ফিলিস্তিন-ইসরাইল দ্বন্দ্বে কাতার বরাবরই ফিলিস্তিনের পক্ষে। অনেক মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের মতো, কাতারের কাছেও ইসরাইলে ফিলিস্তিনের জোরপূর্বক দখলদার একটি দেশ। যাদের দেশ হিসেবে স্বীকৃতি দেয়া যায় না।

তবে বিশ্বকাপ যেহেতু একটি বৈশ্বিক প্রতিযোগিতা, এখানে পুরোপুরি হস্তক্ষেপ করতে পারে না আয়োজক রাষ্ট্রটি। এ বিষয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শরণাপন্ন হয় ইসরাইলে। ফুটবলের অভিভাবক সংস্থাটির মধ্যস্থতায় অবশ্য ফুটবল সমর্থকদের কাতার যাত্রা সহজ করতে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সমর্থকরা নিজেদের পাসপোর্ট দিয়েই কাতারে দিয়ে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন। অনলাইনে ম্যাচের টিকিট কেনার পর তাদের একটি ফ্যান আইডি দেয়া হবে। সেটার মাধ্যমে তারা ফ্লাইট বুকিং, হোটেল এবং গাড়ি ভাড়া করতে পারবেন। তেল আবিব থেকে তারা সরাসরি বিমান ধরতে পারবেন কাতারের দোহায়।

আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ২২তম বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচ। উদ্বোধনী দিনে স্বাগতিক কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর। বৈশ্বিক এ আসরে ৩২ দলের তালিকায় যদিও ইসরাইলে নেই, তারা ফুটবলের প্রতি ভালোবাসা থেকে মাঠে উপস্থিত হতে চায়।

প্রতিবেদক
এস,এম, তাসকিন আহমেদ (তাপস)
মির্জাপুর,টাংগাইল

16/08/2022

👉নতুন সংবাদ প্রকাশ মাধ্যম "পেইজ"
"সত্য সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ"
নিত্য নতুন খবরাখবর দ্রুত পেতে পেইজটি Follow করবেন, ধন্যবাদ।

16/08/2022

নিজস্ব প্রতিবেদকঃ আগামী বছর পাঁচ দিন ক্লাস: শিক্ষামন্ত্রী।

শিক্ষা ডেস্কঃ
টাংগাইল প্রতিনিধি | ১৬ আগস্ট, ২০২২
আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে আমাদের সপ্তাহ (ওয়ার্কিং ডে) হবে পাঁচ দিনের। সেটি আমরা ভাবছি বর্তমানে যে জ্বালানি সংকট সারাদেশে চলছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে নানা উদ্যোগ নেয়া হয়েছে। সেজন্য আমরা এখন থেকেই বিদ্যালয় ও বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসগুলো যদি পাঁচদিন করে সেক্ষেত্রে আমাদের শহরগুলোতে যে পরিমাণ যানবাহন চলে শুধুমাত্র শিক্ষার্থীদের আনা নেয়ার জন্য সেটারও সাশ্রয় হবে আর সে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে বিদ্যুতের ব্যবহার হয় সেটিরও সাশ্রয় হবে। সেজন্য আমরা সে সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, আমরা এ পাঁচ দিনের মধ্যে আমরা ক্লাসগুলো এমন ভাবে পুনর্বিন্যাস্ত করতে চাই যাতে শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। আর আমরা শিখন ঘাটতি যে নিরূপন করেছি তা পুষিয়ে নেয়ার জন্যও পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রতিবেদক
এস,এম, তাসকিন আহমেদ (তাপস)
মির্জাপুর,টাংগাইল

নিজস্ব প্রতিবেদক১৬ আগস্ট, ২০২২খেলা ডেস্কঃএশিয়া কাপে শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানেরআসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল...
16/08/2022

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২২

খেলা ডেস্কঃ
এশিয়া কাপে শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের পর এবার দল ঘোষণা করল আফগানরা।

যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ নবী। এছাড়া আসন্ন টুর্নামেন্টে দলের সেরা সব খেলোয়াড়কেই পাচ্ছে তারা। রশিদ খান, মুজিব উর রহমান কিংবা হযরতউল্লাহ জাজাঈ-সহ থাকছেন সবাই।

মঙ্গলবার (১৬ আগস্ট) স্কোয়াড ঘোষণা করে এক বিবৃতিতে আফগান প্রধান নির্বাচক নুর মালিকজাঈ বলেন, এশিয়া কাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট। আর তাই আসরটির জন্য সেরা খেলোয়াড়দেরকেই বেছে নেয়া হয়েছে।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানরা। এদিকে, এশিয়া কাপের আগে মোটের ওপর প্রস্তুতিটা ভালো হয়নি নবী-রশিদদের। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান।

আফগানিস্তান স্কোয়াড

মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাঈ, আজমতউল্লাহ ওমারজাঈ, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাঈ, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাবিন উল হক, নুর আহমাদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান এবং সামিউল্লাহ শেনওয়ারি।

স্টান্ডবাই-নিজাত মাসুদ, কাইস আহমেদ এবং শরাফউদ্দিন আশরাফ।

"প্রতিবেদক"
এস,এম, তাসকিন আহমেদ (তাপস)
মির্জাপুর,টাংগাইল

16/08/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
* গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কোন মৃত্যু হয়নি; মোট প্রাণহানি ২৯,৩১৪
* নমুনা পরীক্ষা ২,১১০; নতুন রোগী ৯৩
* গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ৪.৪১%
* এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০,০৯,২২২ জন
* ২৪ ঘন্টায় সুস্থ ২২৮ জন; মোট সুস্থ ১৯,৫১,৯৬৫ জন

16/08/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
* রাশিয়া থেকে জ্বালানি তেল আনা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা চলছে: একনেকে প্রধানমন্ত্রী
*উত্তরার গার্ডার দুর্ঘটনায় দায়ীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
*সাম্প্রতিক মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে, তাদের দুর্ভোগ কমাতে ব্যবস্থা নেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

Address

Tangail

Telephone

+8801862950869

Website

Alerts

Be the first to know and let us send you an email when T.tv news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T.tv news:

Videos

Share

Category