Zeenat's Almirah

Zeenat's Almirah গুনগত মানে সেরা পন্যটি এখানেই, ইনশা আল্লাহ

17/09/2023

তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন- সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়- ক্ষতি এসবের কোনকিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করবো, ধৈর্য্যশীলদের সুসংবাদ প্রদান করো।
নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন " অর্থাৎ আমরা আল্লাহরই আর তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।
এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ হতে অনুগ্রহ ও করুনা আর এরাই হিদায়াত প্রাপ্ত।

[ সূরা বাকারা : ১৫৫,১৫৬,১৫৭ ]

15/09/2023

🟩দোয়া মাসুরা
اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ الرَّحِيْمُ

🟩আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুল্মান কাসীরাওঁ ওয়ালা ইয়াগ ফিরুয যুনূবা ইল্লা আন্তা; ফাগফির লী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম।

🟩অর্থঃ হে আল্লাহ্‌! আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র তুমিই; অতএব তুমি আপনা হইতে আমাকে সম্পূর্ণ ক্ষমা কর এবং আমার প্রতি দয়া কর। তুমি নিশ্চয়ই ক্ষমাশীল দয়ালু।

📌 আগামী ২৯ই  জুলাই(শনিবার) পবিত্র আশূরার দিন অর্থাৎ ১০ই মহররম। 🛑  আশূরার ছিয়াম রাখলে পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হবে ই...
27/07/2023

📌 আগামী ২৯ই জুলাই(শনিবার) পবিত্র আশূরার দিন অর্থাৎ ১০ই মহররম।

🛑 আশূরার ছিয়াম রাখলে পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ।

◼️ আশূরার দিন নাজাতে মূসার শুকরিয়ার নিয়তে ছিয়াম পালন করতে হবে।

🔴 আশূরার ছিয়াম ২৮ও ২৯ই জুলাই ( শুক্রবার ও শনিবার) অথবা ২৯ ও ৩০ই জুলাই ( শনিবার ও রবিবার) পালন করতে হবে।

◼️ ইবনু আববাস (রাঃ) থেকে বর্ণিত, صُومُوا التَّاسِعَ وَالْعَاشِرَ وَخَالِفُوا الْيَهُودَ ‘তোমরা ৯ ও ১০ তারীখে ছিয়াম রাখ এবং ইহুদীদের বৈপরীত্য কর’।[22] সুতরাং মুহাররমের দু’টি ছিয়াম পালন করা উত্তম। এক্ষেত্রে দশ তারিখের আগের দিন বা পরের দিন ছিয়াম রাখা যেতে পারে। তিরমিযী হা/৭৫৫;; বায়হাক্বী হা/৮৬৬৫
_________________________________
◼️ আশূরার ছিয়াম, আমি আশা করি (এর বিনিময়) বিগত এক বছরের গুনাহ ক্ষমা করা হবে’। মুসলিম হা/১১৬২

🛑 নবী করীম (ছাঃ) রামাযানের ছিয়ামের পর আশূরার দিন ছাড়া কোন দিনকে অন্য দিন অপেক্ষা মাহাত্ম্যপূর্ণ মনে করতেন না’। {ছহীহ তারগীব হা/১০০৬}

📙 আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয়

ভোট শেষে কমিশন বিবৃতি দিল.... " বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথা...
22/07/2023

ভোট শেষে কমিশন বিবৃতি দিল....

" বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"

এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথা মনে পড়ে গেল.....

আগেকার দিনে দূর-দূরান্ত থেকে অনেক মানুষই কলকাতায় চাকরি করতে এসে মেসে থাকতেন। কেউ সপ্তাহে কেউবা মাসে একবার বাড়ি যেতেন। এক ভদ্রলোক এক-মাস বাড়ি যাননি, একদিন সকালে তার গ্রামের বাড়ির চাকর এসে হাজির।

ভদ্রলোক :- কিরে তুই হঠাৎ, ওদিকের সব খবর ভালো তো?

চাকর:- হ্যাঁ বাবু, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ভালো।
বাবু :- বিচ্ছিন্ন ঘটনা, কি হয়েছে ?

চাকর :- তেমন কিছু নয়, শুধু ওই কোদালটা ভোঁতা হয়ে গেছে।

বাবু :- তা কোদালটা ভোঁতা হল কি করে?

চাকর :- কোদালের আর দোষ কি বলেন, গ্রামের বাইরে ওই পাথুরে মাটি কোপানো কি কোদালের কাজ?

বাবু :- তুই খামোখা পাথুরে মাটি কোপাতে গেলি কেন ?

চাকর:- খামোখা কেন হবে, আপনিতো বলেছিলেন লালি, আপনার পেয়ারের ঘোড়াটা মরলে যেন ওকে ভাগাড়ে না ফেলে কবর দেওয়া হয়।

বাবু :- কি বললি? লালি মারা গেছে ? তিন বছরের ঘোড়া মরল কি করে?

চাকর :- তিন বছরের তো কি হলো, আপনার অত বড় ফলন্ত আমগাছটা কাটছিলাম, আর ঘোড়াটা সেই সময় গাছের নিচে এসে দাঁড়ালো, আর গাছটা পড়বি তো পড় ঘোড়াটার উপরেই পড়লো, আর বাঁচে?

বাবু :- হারামজাদা, তুই আমগাছ কাটছিলি কেন ?

চাকর :- কি করব, মা-ঠাকরুন তো আপনার সামনেই কতবার বলেছিলেন, তেনার শেষ যাত্রায় যেন ওই গাছটাই দেওয়া হয়।

বাবু :- অ্যাঁ ! আমার মা আর নেই, ও-মাগো, বেশ তো সুস্থ দেখে এলাম, কি হয়েছিল মার ?
চাকর :- শোক বাবু শোক, নাতির শোকটা সামলাতে পারলেন না।

বাবু :- তারমানে ? আমার ছেলে, আমার ছেলে-টাও আর নেই। অ্যাঁ ! সে গেল কি করে ? হায়, হায়, হায়। তুই তাকেও খেয়েছিস ?

চাকর :- অনেয্য কথা বলবেন না বাবু, মা মরা দুধের শিশু কদিন বাঁচে বলুন ?

তবে যাই বলুন কত্তা। এই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খবর কিন্তু সবই ভালো।

©

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন,...
02/07/2023

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।

একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

Collected.

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’
29/06/2023

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’

আরাফার দিনের ফজিলত প্রিয় নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি আশা করি আরাফাতের দিনের রোজার ব...
26/06/2023

আরাফার দিনের ফজিলত

প্রিয় নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
আমি আশা করি আরাফাতের দিনের রোজার বদলায় আল্লাহ তা'আলা বিগত ১ বছরের ও পরবর্তী ১ বছরের গুনাহ মাফ করে দিবেন।

(সহীহ মুসলিম ও তিরমিযী, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৫৮)।

24/06/2023
সাফল্য সাধারণত তাদের জন্য, যারা এটির জন্য ব্যস্ত থাকে।– হেনরি ডেভিড থোরিও
22/06/2023

সাফল্য সাধারণত তাদের জন্য, যারা এটির জন্য ব্যস্ত থাকে।

– হেনরি ডেভিড থোরিও

ক্বিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উত্থিত হবে ।তবে যারা আল্লাহ্‌কে ভয় করবে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথ...
21/06/2023

ক্বিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উত্থিত হবে ।
তবে যারা আল্লাহ্‌কে ভয় করবে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত ।

— আল হাদিস (তিরমিযী ১২১০; ইবনু মাজাহ ২১৪৬)

👇টাংগাইলের তাতের সূতি শাড়ি
#শাড়ি

হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সবাই মিলে একটা বাসার গ্রাউন্ড ফ্লোরে আশ্রয় নেই, সাথে আশ্রয় নেয় ঝালমুড়ি মামা। প্রথমে ঝালমুড়িতে কার...
20/06/2023

হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সবাই মিলে একটা বাসার গ্রাউন্ড ফ্লোরে আশ্রয় নেই, সাথে আশ্রয় নেয় ঝালমুড়ি মামা। প্রথমে ঝালমুড়িতে কারোর আগ্রহ না থাকলেও আস্তে আস্তে সবার আগ্রহ বাড়তে থাকে।

ফলাফল এই বৃষ্টির মধ্যে মামার ব্যবসা জমজমাট। পাশে এক অল্প বয়স্ক ছেলে পানি বিক্রি করছে। বেশ কিছুক্ষণ যাবৎ খেয়াল করার পর দেখি ছেলেটা একটু পরপর এসে মামাকে বলতেছে মুড়িতে ঝাল বাড়িয়ে দিতে। একপর্যায়ে কিউরিসিটি কন্ট্রোল করতে না পেরে মামাকে জিজ্ঞেস করে বসলাম- মামা এই ছেলেটা আপনাকে বারবার ঝাল বার দিতে বলতেছে কেন। মামা একগাল হাসি দিয়ে বলল- এইডা আমার ছোড পোলা, আমি ঝাল দিলে ওর পানি বেশি বিক্রি অইব তাই কইতাছে।

আর হচ্ছেও তাই এই অল্প সময়ে দুই কেস পানি বিক্রি শেষ।✌️✌️✌️

🔵 ছবিতে টাংগাইলের তাত এর শাড়ি

চিকন মেয়ে গায়ে নীল শাড়ি 🔵ঠোঁটে লাল লিপস্টিক  🔴পুরাই হারপিকের বোতল 😄😄😄 [ just for fun, Don't get serious ]ছবিতে, টাংগাইলে...
18/06/2023

চিকন মেয়ে
গায়ে নীল শাড়ি 🔵
ঠোঁটে লাল লিপস্টিক 🔴

পুরাই হারপিকের বোতল 😄😄😄
[ just for fun, Don't get serious ]

ছবিতে, টাংগাইলের তাত এর শাড়ি 🧡
#সুতি #শাড়ি #তাত

18/06/2023

যিলহজ্ব মাসের প্রথম দশ দিনের ১০টি আমল:
(১) এই দশ দিন নখ ও চুল না কাটা। ( সহীহ মুসলিম - ৪৯৫৭)
(২) এই মাসের প্রথম নয় দিন রোজা রাখা, বিশেষত আরাফার দিন। ( সুনানে ইবনে মাজাহ - ৯৫৩০)
(৩) বেশি বেশি নফল ইবাদত করা। ( সহীহ বুখারী - ( ৬৫০২)
(৪) আন্তরিকভাবে তওবা করা। ( সূরা আত তাহরীম - ৮)
(৫) বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। ( সূরা আল হাজ্জ - ২৮)
(৬) সামর্থ্য থাকলে হজ্জ ও উমরাহ করা। ( সূরা আলে ইমরান - ৯৭)
(৭) সামর্থ্যবান হলে কুরবানী করা। ( সূরা আল কাউসার - ২)
(৮) বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। ( সহীহ বুখারী, ঈদ অধ্যায়)
(৯) যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা। ( সূরা শামস - ১০)
(১০) সামর্থ্যবান হলে বেশি বেশি সদকা করা। ( সূরা আল ইমরান - ৯২)

সূরা কাহাফ তিলাওয়াতকারী কেয়ামতের মাঠে বিশেষ নূরসহ, দুনিয়াতে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে,ইনশা আল্লাহ।
16/06/2023

সূরা কাহাফ তিলাওয়াতকারী কেয়ামতের মাঠে বিশেষ নূরসহ, দুনিয়াতে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে,ইনশা আল্লাহ।

সঠিক উত্তরদাতার জন্য থাকছে না কোন আকর্ষণীয় পুরস্কার 🤭
14/06/2023

সঠিক উত্তরদাতার জন্য থাকছে না কোন আকর্ষণীয় পুরস্কার 🤭

 #পাকিস্তানী-মালহার-থ্রি-পিচজামা লং ৫১পাশে ফ্রি সাইজসালোয়ার ২.৫ গজওড়না ৫ হাত১০০% সুতি থ্রি পিচকালার গ্যারান্টেড
13/06/2023

#পাকিস্তানী-মালহার-থ্রি-পিচ
জামা লং ৫১
পাশে ফ্রি সাইজ
সালোয়ার ২.৫ গজ
ওড়না ৫ হাত
১০০% সুতি থ্রি পিচ
কালার গ্যারান্টেড

11/06/2023

শরীরের সবচেয়ে গুরুত্তপুর্ন বাহ্যিক অঙ্গ কোনটি ??

খুব ছোট্ট বেলায় মার এ প্রশ্নের উত্তরে বলতাম "কান"।
মা তার উত্তরে মাথা নেড়ে বলতো-
"না ঠিক হয়নি। পৃথিবীতে অনেক বধির লোক আছে এবং তারা ভালভাবেই বেঁচে আছে। তুমি এ প্রশ্নের উত্তরটা নিয়ে আরও ভাব!! আমি শীঘ্রই এ প্রশ্নটা আবার জিজ্ঞেস করবো।"

তারপর কয়েক বছর চলে গেল। আমি তখন বালক থেকে কিশোর....
মা আবার প্রশ্নটা করলেন; আমি তার উত্তরে এবার কনফিডেণ্টলি বললাম
"দৃষ্টিশক্তি হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয়। এটা চোখই হবে।"

মা আমার দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন-
"বাছা! খুব দ্রুত শিখছ তুমি। আশা করি সঠিক উত্তরটা সহসাই বের করে ফেলবে। তোমার এ উত্তরটি সঠিক হয়নি কারণ পৃথিবীতে অনেক অন্ধ লোক বাস করে। তারা সবাই অসুখী নয়।"

সঠিক উত্তর দিতে না পেরে আমি খুবই হতাশ হলাম। কিন্তু হাল ছাড়লাম না। আরও কয়েকবার এ প্রশ্নের উত্তর মা কে বললাম।
মা প্রতিবারই আমার উত্তর শুনে মাথা নেড়ে বলতেন " তুমি কিন্তু দিন দিন বুদ্ধিমান হচ্ছো,আশা করি সঠিক উত্তরটি পেয়ে যাবে।"

তারপর অনেক অনেক দিন চলে গেছে আমি তখন যুবক পেরিয়ে মধ্য বয়স্ক ... একদিন আমার বাবা মারা গেলেন।
সবাই শোকে বিহ্বল। আত্মীয়স্বজন, পাড়াপড়শী অনেকেই কাঁদলেন। এমনকি মামা চাচা যাদেরকে কখনও কাঁদতে দেখিনি ... তারাও একে অন্যের কাঁধে মাথা রেখে কাঁদলেন।

বাবাকে কবর দিয়ে এসে আমি যখন অন্ধকার ঘরে মায়ের সামনে দাঁড়ালাম ... মা আমাকে ফিসফিস করে বললেন-
"তুমি কি এখন বলতে পারবে শরীরের সবচেয়ে গুরুত্তপুর্ন বাহ্যিক অঙ্গ কোনটি ?"

এমন দিনে এ প্রশ্ন শুনে আমি হতভম্ব এবং কিছুটা বিভ্রান্ত। মা তা বুঝতে পেরে জল টলমল চোখে বললেন-
"আমার মনে হয় আজ এ প্রশ্নের সঠিক উত্তরটি বের করা তোমার জন্য গুরুত্তপুর্ন। তুমি শরীরের প্রায় সব অঙ্গের নামই বলেছ। কিন্তু আমি তাতে সায় দেই নি। কারণ আমার মতে শরীরের সবচেয়ে গুরুত্তপুর্ন বাহ্যিক অঙ্গ হচ্ছে কাঁধ।"

আমি তার উত্তর শুনে অবাক হয়ে বললাম-
"কাঁধ আমাদের মাথাকে ধরে রাখে বলেই কি তা গুরুত্বপুর্ন?? "
মা প্রত্যুত্তরে বললেন "ঠিক তা নয় ... কারণ এ কাঁধই মানব শরীরের এমন একটি অঙ্গ যা তোমার নিজের চেয়ে তোমার প্রিয় মানুষটির বেশী দরকার হয়।

প্রতিটা মানুষেরই জীবনের কোন না কোন সময় একটি সাছন্দ্যময় কাঁধের প্রয়োজন হয়। যার উপর মাথা রেখে সে নিশ্চিন্তে কাঁদতে পারে। আমি আশা করি তোমার জীবনে প্রয়োজনের দিনে এমন কাঁধের সংখ্যার যেন অভাব না হয়।"

মা আর কোন কথা না বলে আমার কাঁধে মাথা রেখে অনেক অনেকক্ষণ কাঁদলেন। আমি তার কান্নার মাঝখানে ভাবতে লাগলাম....এ কাঁধই জীবনের প্রিয় মানুষগুলির মাথা বহন করে... যখন তারা বেদনা বিধুর হয়ে কাঁদে।
এমন কাঁধের সংখ্যা আমার/আপনার জীবনেই বা কয়টি??

(বিদেশী গল্পের ছায়া অবলম্বনে একটি অনু গল্প )।

Address

Tangail, Dhaka
Tangail
1900

Telephone

+8801620187071

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zeenat's Almirah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zeenat's Almirah:

Videos

Share