দেওয়ান ব্লগ 001

দেওয়ান ব্লগ 001 জীবনের ব্যতিক্রম কিছু অভিজ্ঞতা।
(12)

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
28/12/2024

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

27/12/2024
27/12/2024

غم کی بارش نے بھی تیرے نقش کو دھویا نہیں
تو نے مجھ کو کھو دیا میں نے تجھے کھویا نہیں

#উচ্চারণ
ঘম কি বারেশ নে ভি তেরে নক্বশ কো ধোয়া নেহি
তুনে মুঝকো খো দিয়া মাইনে তুঝে খোয়া নেহি

#বঙ্গানুবাদ
দুঃখের বৃষ্টিও ধুয়ে দেয়নি তোমার প্রতিচ্ছবি
তুমি আমাকে হারিয়েছ, আমি তোমাকে হারাইনি

27/12/2024

কাল থেকে কমেন্ট ব্লক এ আছি সবাই ভুল বুঝবেন না প্লিজ।

বলো কি দেখতে চেয়েছো?এই ভাঙাচোরা আমিটাকে? সারারাত জাগা চোখের ক্লান্তি, চোখের কোণে জমে থাকা কালো ছাপ,আউলা চুল,ক্লান্ত চোখ ...
26/12/2024

বলো কি দেখতে চেয়েছো?
এই ভাঙাচোরা আমিটাকে? সারারাত জাগা চোখের ক্লান্তি, চোখের কোণে জমে থাকা কালো ছাপ,আউলা চুল,ক্লান্ত চোখ এই চেহারাটায় কোনো আয়নার শুদ্ধতাও নেই।মুখে দাগ, রুক্ষ ত্বক।এই আমিটাকে দেখতে চাও তোমার এত তীব্র ইচ্ছা কেন বলো তো?

আমি এমন একজন, যে জীবনের হিসেব-নিকেশে বড্ড অপরিপক্ক।কখনো বুঝতে পারিনি কে সত্যি আমার জন্য ছিল বা আছে,আর কে শুধু মুখোশ পরেছিল। জীবনের আঁধারে নিজেকে লুকিয়ে রাখা শামুকের মতো একজন আমি। এই আমিটাকে আমি নিজেও কখনো ভালোবাসতে পারিনি। তবুও তোমার এত আগ্রহ, কে এই আমি?

আমি সেই মানুষ,যে ক্রমাগত জীবনের হিসেবের বাইরে।বাঁকে বাঁকে হোঁচট খাওয়া,জীবনের পরীক্ষায় আনফিট একজন।যে হেরে গেছে ভালোবাসার কাছে, বন্ধুত্বের কাছে, সম্পর্কের কাছে।বাবা মা যাকে পর করে দিয়েছে, যার কাছে আধুনিক জীবনের সমস্ত মোড়কে ঠাসা বাস্তবতা মানে পুরনো একটা গল্প।আমি এখনও ভালোবাসায় বিশ্বাস করি।একবার যদি কেউ সত্যি আগলে রাখে,আমি কুকুরের মতো তার পিছু পিছু হাঁটব। হেঁটেছি ও ।

আমি এই প্রজন্মের সাথে বেমানান।পকেটের মোটা অঙ্কের হিসেব আমার বোঝে না।কিন্তু মনখোলা আবেগগুলো ঠিক বুঝি।আমার ভেতরে এখনো নব্বই দশকের প্রেমিকের ছায়া বেঁচে আছে।যে মানুষটা এখনো মনে করে সত্যিকারের ভালোবাসা বলে কিছু আছে। আমি এখনও রূপকথার গল্পের পাতায় ভালোবাসার বিশ্বাস রেখে চলি।

তোমার মতো প্লাস্টিক মানুষ এই আমাকে বুঝবে না। আমাকে দেখার ইচ্ছা রাখা একদমই অর্থহীন।এই ভাঙা, অসংগঠিত,আনফিট আমাকে দেখে তুমি কি খুঁজে পাবে? কিছুই না। কারণ আমি তোমাদের দুনিয়ার একদম অচল এক টুকরো অপদার্থ।
যে কোন যুগ্যতাই নাই।

✍🏽 দেওয়ান

26/12/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ্ সবাই কেমন আছেন, সবাইকে শুভ সকাল।

শুভ সবন্ধুরা
25/12/2024

শুভ সবন্ধুরা

তুমি ভাবছো হয়তো অভিযোগ করছি তোমার নামে। তুমি হয়তো জানো না - আমার অভিযোগের পুরোটাই আমার নামে।অভিমানে ও আজও আমি শুধু তোম...
24/12/2024

তুমি ভাবছো হয়তো অভিযোগ করছি তোমার নামে।
তুমি হয়তো জানো না - আমার অভিযোগের পুরোটাই আমার নামে।অভিমানে ও আজও আমি শুধু তোমায় চাই।
ভাবছো হয়তো তোমায় ভুলে গেছি।
তুমি হয়তো জানো না আমার ভুলগুলোও সব তোমায় ঘিরে। একটার পর একটা ভুল করে গেছি শুধু তোমাকে পেতে। তোমায় ভাবলে আজও আমি নিজেকে ভুলে যাই। দিশেহারা হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।

ভাবছো আমার কোথাও তুমি নেই।
তুমি হয়তো জানো না আমার শহর গ্রাম ছেয়ে আছে নিখোঁজ বিজ্ঞপ্তিতে।অলিতে গলিতে তোমার দেখা মেলে আমার শহরে গ্রাম এ আমিই নিখোঁজ। আমার কোথাও আমি নেই - সবটাতেই তোমার রাজত্ব।
ভাবছো আমি তোমায় বন্দী করে রাখতে চেয়েছি।
তুমি হয়তো জানো না তোমায় স্বাধীনতা দিতে আমি নিজেকেই তোমার আয়ত্তে করে দিয়েছিলাম।

ভাবছো আজকাল আমার কিছু যায় আসে না।
তুমি হয়তো জানো না - অধিকার হারানোর অসহায়ত্ব। ফারাক তো আমার আজও পড়ে শুধু দেখাবার অধিকার নেই।

তুমি ভাবছো আমি তোমায় ছেড়ে দিয়েছি।
হয়তো জানো না হারানোর ভয়ে আমি নিজেকেই ছেড়ে দিয়েছি সেই কবে।ধোঁকায় যে আজকাল বড্ড ভয় লাগে।
ভাবছো আজকাল আমি বড্ড উদাসীন।তোমায় নিয়ে ভাবি না।
হয়তো তুমি জানো না - আমার জীবনের প্রতিটি শায়েরিতে , প্রতিটা কবিতায় প্রতি লাইন শুধু তোমায় নিয়ে লেখা।
প্রশ্ন যখন তুমি কাব্যে বুঝনা,আমি ভীষন কাঁচা। তোমাকে বুঝতে ব্যর্থ আমি।

আজকাল তোমায় না পাওয়ার কষ্টের থেকে আমার তোমায় হারানোর ভয়টা অনেক বেশি। সেই ভয়ে আমি নিজেকেই কুরবান করেছি কতবার।
ইস, যদি তুমি আমার হতে!এই আক্ষেপটা হয়তো থেকে যাবে আজীবন। হয়তো একদিন তুমিও বুঝে যাবে তুমি আমার জন্য কতটা জরুরি ছিলে।বুঝে যাবে কতটা ভালোবেসে আমি তোমাকে হারিয়েছি।
কিন্তু হয়তো অনেকটা দেরিতে তখন সময় থাকবে না। আফসোসটা তাড়া করে বেড়াবে রোজ তোমাকে!

আফসোস সবাই ভুল বুঝে এই লেখা থেকে।

✍🏽 দেওয়ান

24/12/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? শুভ সকাল, সবার জন্য ভালোবাসা উন্মুক্ত।

23/12/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, যোহরের নামাজ আদায় করতে আসলাম। আপনি আসছেন তো?

তারা জিজ্ঞেস করলো - শান্তি কখন আসে এবং কীভাবে  ? আমি উওর দিলাম - কখন শান্তি?শান্তি তখন আসে,যখন প্রথম পা জান্নাতে প্রবেশ ...
22/12/2024

তারা জিজ্ঞেস করলো - শান্তি কখন আসে এবং কীভাবে ?

আমি উওর দিলাম - কখন শান্তি?

শান্তি তখন আসে,
যখন প্রথম পা জান্নাতে প্রবেশ করবে,
যখন আপনি সালাতে আদায় করবেন ,
যখন আপনি সালাতের জন্য ওযু করবেন,
যখন দুনিয়ার কোলাহল ত্যাগ করে আল্লাহর স্মরণে শান্তনা পাবেন,
যখন আপনি কুরআন পড়বেন এবং
তার আয়াতের অর্থ বুঝতে চেষ্টা করবেন,
শান্তি আসে শুধুমাত্র আল্লাহর পথে থাকার মধ্যে।

22/12/2024

সবাই কেমন আছেন,যোহরের আজান হয়ে গেছে নামাজে যাচ্ছি আপনিও আসেন।

21/12/2024

শুভ রাত্রি বন্ধুরা।সবার জীবন এ রাতটা ভাল কাটুক।

21/12/2024

শুভ কামনা রইল সবার জন্য। শুভ হোক সবার জীবন।

20/12/2024

শুভ রাত্রি বন্ধুরা।সবার জীবনে শান্তি বয়ে আসুক।

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন সবাই?মাকে নিয়ে কিছু কথা লিখতে গেলে যেন শব্দ কম পড়ে যায়। মা শব্দটি শুধু একট...
20/12/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন সবাই?
মাকে নিয়ে কিছু কথা লিখতে গেলে যেন শব্দ কম পড়ে যায়। মা শব্দটি শুধু একটি সম্পর্ক নয়,এটি ভালোবাসা,ত্যাগ,আর নিঃস্বার্থ সেবার প্রতীক।

মা হলেন সেই ব্যক্তি,
যে কিনা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সাহস জোগায়।সুখে-দুঃখে, আন্ন্দে-বেদনায় মায়ের কখনো পরিবর্তন হয় না। তার মমতা একটি ছায়ার মতো আমাদের আগলে রাখে সারাক্ষন।

মায়ের রান্নায় লুকিয়ে থাকে সন্তানের প্রতি দরদ ও তার ভালোবাসা।
তার নির্ঘুম রাতের প্রতিটি মুহূর্তে থাকে আপনার ভবিষ্যতের জন্য তার চিন্তা। মা আমাদের জন্য সবকিছু করতে পারেন, কিন্তু নিজের কষ্টের কথা কখনো প্রকাশ করেন না।
যারা হেইটার তাদের জন্য বলছি ব্যতিক্রম ও হয় কিন্তু সেটা মা নামের সাথে যায়না।

মা শুধু আমাদের জন্ম দেন না, আমাদের জীবনের প্রতিটি পথ চলায় শক্তি দেন। আমাদের হাতে কলমে শিক্ষা দিয়ে পদযাত্রা শুরু করে দেন।
মায়ের মতো আপনজন পৃথিবীতে আর কেউ নেই। তাই, যতই ব্যস্ত থাকি না কেন, মায়ের প্রতি মার এআমাদের ভালোবাসা আর শ্রদ্ধা যেন কখনো কমে না যায়।
আমি তো বলতে পারিনা।
মা তোমাকে অনেক ভালোবাসি
যা কখনো তোমাকে বলা হয়নি

মা—তোমাকে ভালোবাসি!
ক্ষমা করে দিও তোমার এই না পারা সন্তানটাকে।

✍🏽দেঃ হাসান আব্দুল্লাহ।

19/12/2024

শুভ রাত্রি বন্ধুরা

Address

Tangail
1944

Telephone

+8801812303050

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেওয়ান ব্লগ 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share