Masud 2675

Masud 2675 মানুষের কাছে যত বেশি আশা করবা,ততো বেশি কষ্ট পাবা।মানুষ হচ্ছে সব চাইতে বড় বেঈমান,শুধু কষ্ট দিতে জানে।

06/09/2024

Muhammad_ The Final Legacy _ মুহাম্মাদ (সাঃ) দ্যা ফাইনাল লিগ্যাসি _ EP - 03 _ Bangla Dubbed _ SATV

05/09/2024

Muhammad_ The Final Legacy _ মুহাম্মাদ (সাঃ) দ্যা ফাইনাল লিগ্যাসি _ EP - 02 _ Bangla Dubbed _ SATV

15/07/2024

সেভ করে রাখুন কাজে লাগবে।
কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?
➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।
এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

15/07/2024

একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে এই ৩ টি কাজ না করাই উত্তম ।

১। বাড়ি তৈরি করা : অনেক প্রবাসীরই স্বপ্ন থাকে একটা সুন্দর ও নিজের বাড়ি তৈরি করার । তাই অনেক প্রবাসী কোন রকম ধারদেনা পরিশোধ করা শেষে, শুরু করে দেয় বাড়ি তৈরি করা কিংবা বাবা মা প্রেসার দেয় নতুন বাড়ি তৈরি করার জন্য । কিন্তু প্রবাস জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হয়, এই ভালো এই খারাপ । তাই আগে নিজের জন্য সেভিংস রেখে কিংবা কিছু জমি ক্রয় করে তারপর বাড়ি তৈরি করা যেতে পারে । তা না হলে পরবর্তীতে আফসোস এবং দেশে গিয়ে অন্যের কাছে হাত পেতে চলতে হবে । আর দেশে একেবারে গিয়ে কখনোই নিজের সব টাকা দিয়ে বাড়ি বানানো উচিত নয় । মনে রাখবেন, বাড়ি থেকে কোন ইনকাম না আসলে সৌখিন করে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি না বানানো উত্তম ।

২। বিয়ের খরচ : অনেক প্রবাসী কষ্ট করে লাখ লাখ টাকা ইনকাম করে দেশে গিয়ে বিয়ে করে বেশীর ভাগ টাকা খরচ করে ফেলে , এমন কি আরও টাকা পরিবার বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে থাকে, তা মোটেও ঠিক নয় । যতটুকু পারা যায় কম খরচে বিয়ের কাজ সম্পূর্ণ করাই উত্তম কারন যত বেশী খরচ করে আয়োজন করবেন, দেখবেন ততোবেশী আপনার আত্নীয় স্বজনের মধ্যে মনোমালিণ্য তৈরি হবে ।

৩। ইলেকট্রিক দামী পূণ্য : প্রবাসী হিসাবে প্রয়োজন ছাড়া দামী টেলিভিশন, ল্যাপটপ কিংবা মোবাইল ফোন না কিনাই ভালো । কারণ ইলেকট্রিক পূণ্য আজ ক্রয় করলে আগামীকাল সেই মূল্য থাকে না । এই সকল দামী জিনিসপত্র ক্রয় না করে আপনি আপনার স্ত্রী কিংবা পরিবারের জন্য স্বর্ণ অলংকার কিনতে পারেন, যা আপনার বিপদের সময় কাজে লাগবে ।

তাই প্রবাসে ৮-১০ বছর কাটিয়ে দেওয়ার পর দেশে গিয়ে যেনো অন্যের কাছে হাত পাততে না হয়, তার জন্যে প্রতিটা প্রবাসীর হিসাব করে টাকা খরচ করা উচিত । তা না হলেও দুর্বিষহ জীবন যাপন করতে হবে ॥
ধন্যবাদ সবাইকে

#প্রবাসে #প্রবাসি #প্রবাসজীবন #বাড়ি

15/07/2024

আপন মানুষ গুলো তোমাকে তখনই পছন্দ করবে যখন তোমার ইনকামের মধ্যে কালো টাকা থাকবে।

15/07/2024

কলেজ থেকে সবাইকে বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজন করা হলো।

তো সবাই এসে প্লেনে উঠে পড়ল, প্লেনে ওঠার পর পাইলট ঘোষণা করল আপনারা এটা শুনলে খুব খুশি হবেন যে আপনারা যে প্লেন-টি করে বিদেশে যাচ্ছেন এই প্লেন-টি আপনাদের কলেজের সব অভিজ্ঞ ছাত্ররা মিলে বানিয়েছে!😲

এটা শোনার পর সব শিক্ষক প্লেন থেকে তাড়াহুড়ো
করে নেমে গেল, প্লেন-টি আকাশে উড়ার পর ক্রা/শ হয়ে যাবে বলে..

শুধু প্রিন্সিপাল বসে রয়েছিল এটা দেখে পাইলট এসে জিজ্ঞেস করল; কি ব্যাপার স্যার সবাইতো নেমে গেল আপনি বসে আছেন যে?

প্রিন্সিপাল: আমার বিশ্বাস বেশি, আমি জানি প্লেন-টি চালুই হবে না উড়ার তো দূরের কথা.!🤣

11/07/2024

আবারও গ্রামে চুরের উৎপাত 😭😭😭😭

09/07/2024

কানাডাকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা শুরু করেছিল আর্জেন্টিনা, সেই কানাডার বিপক্ষে সেমিফাইনাল খেলতে 10 তারিখ মাঠে নামবে লিওনেল মেসির টিম আর্জেন্টিনা।🇦🇷

আশা করছি ডিপেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কানাডাকে সহজভাবেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে। 💝

09/07/2024

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়ছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল। বিকেল বেলা প্রত্যের বাড়ি থেকে গান, নাচ বা তবলার সুর ভেসে আাসতো।

আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো। তাদের পুরনো বই সংগ্রহ করে চলত পড়াশোনা।

মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

22/06/2024

রাসেল ভাইপার সাপ দেখা মাত্রই হটলাইন নাম্বারে কল করুন :+8801999000095, +8801713076683
+8801916095643
+8801747036237
+8801611786536

18/06/2024

বাহু বালি খেলা।

06/06/2024

দুই বন্ধু মিলে যখন সোফা কাপালো🫣🫣🫣

06/06/2024

এক্স গার্লফ্রেন্ড যখন ভিখারি।

03/06/2024

কিপটে শ্বশুর কে দৌড়ে দিলো জামাই।

18/05/2024

ভাইরাল আরিয়ান মুন্না।

18/05/2024

আই লাভ ইউ।

Address

Tangail
1997

Alerts

Be the first to know and let us send you an email when Masud 2675 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud 2675:

Videos

Share