ময়থা জনতা উচ্চ বিদ্যালয়ে ফুলকী ইউনিয়ন বি এন পির কর্মী সমাবেশ।
বাসাইল, টাঙ্গাইল।
আইসরা অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের মৌসুমী মেডামের বক্তব্য।
বাসাইল, টাঙ্গাইল।
ফাইনাল ফুটবল খেলা ২০২৪ নেধার বনাম ময়থা
পুরস্কার বিতরণ
নেধার বনাম ময়থা ফুটবল খেলার পুরস্কার বিতরণ চলছে,।
ময়থা ফুটানি বাজার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল ও সখিপুরের মাটি মানুষের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান। এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বি এন পি ও পৌর বিএনপি, ছাএদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল সহ ফুলকি ইউনিয়নের শত শত নেতাকর্মী।
সখিপুর করইচালা বিডি অফিসার সংকর বীরের বিরুদ্ধে যত অভিযোক এলাকার জনগণের l
এই ক্যান্টিন কোন ইজারা ছাড়াই প্রশাসন মেনেজ করে চলছে
এত দিন সানোয়ার এম পির নাম ভাংগিয়ে চলছিল
কোন ঠিকাদার জানেই না কবে দরপত্র আহবান করা হইছে।
এক ব্যক্তি ছাড়া কেউ টেনডার ড্রপ করছে কিনা।
এই হোটেলের খাবার মান নিম্নমানের অথচ বিল নেওয়া হয় অনেক হাই।
টাংগাইল সদর হাসপাতালের সামনের গেটে অবৈধ সব দোকান পাঠের ছরাছরি।
প্রশাসন কে চাদা দিয়ে চলে এ সব দোকান।
বৈশ্বমোবিরোধী আন্দোলোনের শহীদ মারুফের ও আসলাম মন্ডোলের শোক সভায় প্রধান অতিথী হিসাবে ছিলেন বাসাইল সখিপুরের গন মানুষের নেতা কেন্দ্রীয় বি এন পির ভাইচ চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।
টাংগাইলে ছোট মনির পেট্রোল পাম্পের অবস্থা