Md Zahirul Islam

Md Zahirul Islam নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন (এর বিনিময়ে) যে, তাদের জন্য রয়েছে জান্নাত!
আমি একজন ব্যবসায়ী
💚✌️👌🏍️ https://mdzislam.com/about-us/

19/12/2024

বাংলাদেশ জামাতে ইসলামের উচিত
বিষয়টা সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া!

যে যার জায়গা থেকে শরিক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ!
15/12/2024

যে যার জায়গা থেকে শরিক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ!

12/12/2024

সাক্ষাৎকারটি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার দৃষ্টিতে যথার্থ বলেছেন

পুরান ঢাকার বংশালে হোটেল আল রাজ্জাকের ভেতরে ঝুলছে নো-বীফ সাইন।আমি হোটেল আল রাজ্জাকের নাম পরিবর্তনের দাবী জানাচ্ছি। আল রা...
10/12/2024

পুরান ঢাকার বংশালে হোটেল আল রাজ্জাকের ভেতরে ঝুলছে নো-বীফ সাইন।
আমি হোটেল আল রাজ্জাকের নাম পরিবর্তনের দাবী জানাচ্ছি।
আল রাজ্জাকের নাম পরিবর্তন করে দিন- শ্রী রঞ্জন হোটেল।
আল রাজ্জাক নাম দিবে, আর গরু রাখবে না, সেটা হবে না।

08/12/2024

💚বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান;
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের পরিসমাপ্তি ঘটলো। এই পরিবারের শাসন শুরু হয়েছিলো সত্তরের দশকের শুরু থেকে।
দ্যা সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মসূচির সিনিয়র ফেলো নাতাশা হল বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট আসাদ দামেস্ক ছেড়ে গেছেন বলেই প্রতীয়মান হচ্ছে।

২০১৮ সাল থেকে দেশটি কার্যত তিন ভাগে বিভক্ত হয়ে আছে, যেখানে বাশার আল-আসাদের কর্তৃত্ববাদী শাসন, কুর্দি বাহিনী এবং ইসলামি বিদ্রোহীরা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। একটা সময় পর্যন্ত সিরিয়ায় যুদ্ধ শেষ করা কঠিন বলে বিশ্বাস করেছেন বিশ্লেষকেরা।

বছরের পর বছর ধরে চলা যুদ্ধ সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে। একইসাথে দেশটির অর্থনীতিকে পঙ্গু, অবকাঠামোকে ধ্বংস এবং লক্ষ লক্ষ মানুষকে চরম দুর্দশায় ফেলেছে। এটি এমন একটি মানবিক সংকট তৈরি করেছে যেখান থেকে পুনরুদ্ধারের কোনো সুস্পষ্ট পথ নেই।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সিরিয়ায় যুদ্ধের আগের দুই কোটি ২০ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া ৬৮ লাখ মানুষের মধ্যে ২০ লাখেরও বেশি লোক সীমিত সুবিধা নিয়ে ভিড়ে উপচে পড়া শরণার্থী শিবিরে বসবাস করছে।

এর বাইরে আরও প্রায় ৬০ লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে, যার বেশিরভাগই আশ্রয় নিয়েছে লেবানন, জর্ডান এবং তুরস্কে। এসব দেশে সবমিলিয়ে ৫৩ লাখ সিরিয়ান শরণার্থী রয়েছে।

07/12/2024

National Anthem With Lyrics - Best Patriotic Song,Jana Gana Mana "HD"

03/12/2024

ইসলামি আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মি/ছি/ল ভারতে বাংলাদেশের উপ- হাই কমিশনে হামলার প্রতিবাদে।‼️

03/12/2024
Shout and clear;ধন্যবাদ বিষয়টি অনুধাবন করার জন্য যে যত বড় ভারত বিরোধী সে তত বড় দেশপ্রেমিক;,,,০১ ডিসেম্বর ২০২৪প্রেস ব্...
02/12/2024

Shout and clear;
ধন্যবাদ বিষয়টি অনুধাবন করার জন্য যে যত বড় ভারত বিরোধী সে তত বড় দেশপ্রেমিক;
,,,
০১ ডিসেম্বর ২০২৪
প্রেস ব্রিফিং
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব-বিএনপি
সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
দুনিয়া কাঁপানো ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে কুখ্যাত গণতন্ত্রের ঘাতক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি-শান্তির অভাবনীয় স্বর্ণদ্বার উন্মোচিত হয়েছে। দেশের চতুর্দিকে গণতন্ত্রে উত্তরণের সম্ভাবনায় জন উচ্ছাস দেখা দিয়েছে। দেড় দশকের জগদ্দল পাথর অপসারণ হয়েছে মানুষের স্কন্ধ হতে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তখন বাংলাদেশের দেড় দশকের সন্ত্রাসী মাফিয়ালীগের রক্তাক্ত তান্ডবে সুষুপ্তিতে থাকা ভারত সরকার সর্বস্ব হারানোর বেদনাবিদ্ধ অস্থিরতা আর অস্বস্তি বিস্ময়কর রকমের প্রকট হয়ে উঠেছে। শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার। শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ংকর অনল দহন। এর কারণ অতিমাত্রায় দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলানিতে। শুধু হাসিনার ঘাড়ে সওয়ার হয়ে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের ওপর। ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করতো। সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে। বিগত ১৫ বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত: দখল করে নেয়ার চেষ্টা করেছিল। এখন বাংলাদেশকে আবার কীভাবে তাদের করতলে নেয়া যায়, সেই লক্ষ্যেই তারা নীলনকশা করছে। ভারতের সরকার মনে করে, বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার্স নিরাপদ থাকবে। চানক্য ভারতের বশংবদ ফ্যাসিস্ট হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই মোদি ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং-অপপ্রচার চালিয়ে আসছে। তারা চরম হতাশা-আহাজারিতে নিমজ্জিত। তাদের আচরণ ক্রমশ: স্পষ্টত: অসুপ্রতিবেশীসুলভ, অস্বাভাবিক এবং একদেশদর্শী। একজন স্বৈরাচারের পতন নিয়ে কোনো দেশের এমন আহাজারি বিশ্বে বিরল। ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উসকানি দিয়ে চলেছে। ভারতীয় সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী ও হাসিনার যৌথ ইন্ধনে ভারতীয় কিছু উগ্র হিন্দত্ববাদী গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত হয়েছে।
বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যার ধোঁয়াজাল দিয়ে ঘেরা। ভারত অন্তর্গত দিক থেকেই বাংলাদেশ বিদ্বেষী। এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটেফোটাও নেই। এই কারণে বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও স্বাভাবিক বিকাশে বিশ্বাসী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি বিরুপ ধারণা পোষণ করে।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, দুই/তিন দশকে পূর্বে এদেশের এক মহান জাতীয়তাবাদী নেতা ও স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার জন্য ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- জঅড’ একটি ফাইল ইনিশিয়েট করে। এর কিছুদিন পরে সরকার পরিবর্তিত হয়ে শ্রী মোরার্জী দেশাই এর নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি ফাইলের কার্যক্রম বন্ধ করে দেন। পরে আবার শ্রীমতি ইন্দিরা গান্ধী ক্ষমতাসীন হলে ফাইলটির কার্যক্রম চালু হয়ে এবং এর কিছুদিন পরে ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হন। ভারতেরই একটি পত্রিকা সানডে-তে এর ওপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সাংবাদিক সুব্রামনিয়ম প্রতিবেদনটি রচনা করে। সুতরাং আওয়ামী লীগ ব্যতিরেকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকেই ভাল চোখে দেখে না।
বাংলাদেশে ঐতিহাসিক কাল ধরে বিভিন্ন সম্প্রদায় প্রীতি ও শুভেচ্ছার বন্ধনে আবদ্ধ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোন কারণের অভ্যুদয় হয়নি। কিন্তু পাশর্^বর্তী দেশ থেকে হাইপার প্রোপাগান্ডা চালানো হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের। বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে চিত্রিত করার জন্য ভারত উঠেপড়ে লেগেছে। বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হওয়া, হাসিনার পালিয়ে যাওয়া ইত্যাদি তাদের মনে ভীষণ পীড়া দিচ্ছে। তাই বাংলাদেশকে লাঞ্ছিত করতে, দুর্দশায় ফেলতে, অবমাননা করতে চলছে অতিকথন আর অপপ্রচারের বিরতিহীন ধারাভাষ্য। তথাপিও যাবতীয় ভয়, হুমকি ও দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশীরা মৃত্যুঞ্জয়ী সংকল্পে সকল চক্রান্তকে প্রতিহত করবে।
সচেতন বন্ধুরা,
প্রতিদিন বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য-বিবৃতি হুংকার এবং বায়বীয় অভিযোগ করেই চলেছে। কলকাতায় আমাদের উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্র গোষ্ঠিকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক প্রকাশ্যে এসেছে। তাদের যে কোনো ভিত্তি নেই, তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভয়েস অফ আমেরিকার (ভিওএ) করা একটি জরিপে। জরিপে অংশগ্রহণকারী ৬৪.১ শতাংশ মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। এই জরিপ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করেনি। বিদেশি প্রতিষ্ঠান করেছে। ফলে এ নিয়ে প্রশ্ন থাকার কোনো অবকাশ নেই। বরং ভারতে কীভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তা নিয়ে স্পষ্টভাবে প্রশ্ন তোলা যায়। ভারতে প্রতিনিয়ত মুসলমানরা নিপীড়ণ-নির্যাতন, এমনকি খুনের শিকার হচ্ছে। বাড়ী-ঘর-স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু মুসলমানই নয়, দেশটির খ্রিস্টান সম্প্রদায়ও আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। আসামে খ্রিস্টিয়ান ফোরাম বলেছে, আসামে কয়েক বছর ধরে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে আক্রমণের শিকার হচ্ছে। ভারত সরকার তার প্রতিবাদ বা প্রতিকার করে না। মণিপুরে হিন্দু ও খ্রিস্টানদের উপাসনালয় ধ্বংস করা হয়েছে। স্থানীয় ট্রাইবাল লিডার্স ফোরামের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২৫০টিরও বেশি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে, ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভারতের অহিন্দু জনগোষ্ঠী মুসলিম, খৃস্টান ও শিখ সম্প্রদায় যৌথভাবে সাম্প্রদায়িকতার হুমকির সম্মুখীন। বিজেপি’র সাম্প্রদায়িকতার নীতি হলো সহিংসতা, বৈষম্য, সংখ্যালুঘুদের উপর ধর্মীয় নিপীড়ণের মাধ্যমে ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করা। বিজেপি ও আরএসএস-এর পৃষ্ঠপোষকতায় এই নীতিগুলোর চর্চা করা হচ্ছে। একেবারে খোলাখুলিভাবে ধর্মীয় স্বাধীনতা ও ভিন্নমতকে জায়গা দেয়ার মতো বিষয়কে খারিজ করে দেয়া হচ্ছে। বলা বাহুল্য, যার নিজের জামা ছেঁড়া, সে যদি অন্যের জামা ছেঁড়া নিয়ে কথা বলে, তখন একে দ্বিচারিতা বলা ছাড়া কি বলা যেতে পারে ? হিসাব করলে দেখা যাবে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে। তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। প্রবাদে আছে-"আপনি আচরি ধর্ম শিখাও অপরে"। এই শাশ^ত সত্যটি মর্মে মর্মে ভারতের অনুধাবন করা উচিৎ। ভারত তার নিজের দেশের যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে বাংলাদেশ নিয়ে এতো মাথা ব্যথা কেন ভারতের ? বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরাও। ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। অপরদিকে বাংলাদেশে বিতর্কিত এক ধর্মীয় নেতা চন্দন কুমার ধর ওরফে চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীর অনুসারী হিন্দু জঙ্গীরা তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে আইন অমান্য করেছে, আদালত অবমাননা করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে। ভারত সরকার এই বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ করেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে যে হিন্দুদের ওপর নিপীড়ণ-নির্যাতন ও মন্দিরে হামলা-ভাঙচুর, জমিজমা দখল হয়েছে, তা নিয়ে ভারতকে তো কোনো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি। এমনকি, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষের ওপর স্টিম রোলার চালিয়ে, গুম, খুন, অপহরণ, জেলজুলুম করেছে, অরাজনৈতিক বিরোধী মতকে দমন করেছে, তা নিয়েও টু শব্দ করেনি। পিলখানায় হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা, হত্যাকান্ড, তিনটি ভোটারবিহীন সংসদ নির্বাচনসহ কোনো অপকর্মের প্রতিবাদ ভারত করেনি। বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত।
বন্ধুরা,
বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এদেশে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বসবাস করে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান এবং চাকমা, মারমা, গারো, মুরংসহ বিভিন্ন জনগোষ্ঠি আবহমানকাল ধরে একটা দৃঢ় ও নিবিড় যোগসূত্র বয়ে এনেছে। তারা এক সাথে মিলে মিশে পারস্পরিক সহাবস্থান ও সহমর্মী হয়েই শান্তিতে বসবাস করছে। এখানে এক দেশ, এক জাতি, আমরা সবাই বাংলাদেশি। অথচ, ভারত সকল বাংলাদেশীদের স্বার্থে কথা না বলে, সব সময় শুধুমাত্র একটি সম্প্রদায়ের স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলে। ভারতের এই আচরণ ভারতকে সার্বজনীন না করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষাবলম্বী করেছে। ভারতের এসব আচরণ এদেশের সাধারণ মানুষ মেনে নেয়নি। এদেশের মানুষ কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষা দিতে জানে। প্রতিরোধের দূর্ভেদ্য দেয়ালও প্রতিষ্ঠা গড়ে তুলতে পারে। এদেশের হিন্দুদেরও বৃহদাংশ ভারতের এই নীতি সমর্থন করে না। আজ এই বাস্তবতা ভারতকে বুঝতে হবে। অসূয়া শক্তির কখনো জয় হতে পারে না।
সুপ্রিয় বন্ধুরা,
অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ তাদের বক্তব্য-বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধক বলে প্রচার করছেন যা সঠিক নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। বিএনপি'র ওপর দায় চাপানো দুঃখজনক। পতিত আওয়ামী লীগ সরকার যখন জামায়াত নিষিদ্ধ করেছিল তখন আমরা প্রতিবাদ করেছি। আমরা আশা করবো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে গণতন্ত্রিক শক্তি দুর্বল হয় বা আমাদের ঐক্যে ফাটল ধরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিন। জনগণকে আস্থায় রাখুন। জনগণের আস্থায় থাকুন। হাজারো ছাত্র-জনতার রক্তের ওপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র-জনতার ঐক্যে ফাটল ধরার কারণ না হয়, সেই বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।

স্বাধীনতা অর্জনের চেয়েস্বাধীনতা রক্ষা করা কঠিন।ভয়ংকর ষড়যন্ত্র চলছে! ষড়যন্ত্রকারী শুধুমাত্র তার ক্ষমতার জন্যতার বন্ধু রাষ...
30/11/2024

স্বাধীনতা অর্জনের চেয়ে
স্বাধীনতা রক্ষা করা কঠিন।
ভয়ংকর ষড়যন্ত্র চলছে!
ষড়যন্ত্রকারী শুধুমাত্র তার ক্ষমতার জন্য
তার বন্ধু রাষ্ট্রের সাথে গোপনে চুক্তি করতে
একমুহুর্তও দ্বিধাবোধ করবে না। শত্রু প্রবেশ
করলে কে আ'লীগ? কে ছাত্র-জনতা? এটা
দেখবে না। আপনি শত্রু হিসেবে আপনি
একজন বাংলাদেশি, আপনি একজন
মুসলিম এই পরিচয়ই তাদের কাছে যথেষ্ট।
দয়া করে আপাতত অর্থিক দাবি-দাওয়া ও
সমালোচনা বন্ধ রেখে ড. ইউনুস স্যার-কে
কথিত বন্ধু রাষ্ট্র ও ষড়যন্ত্রকারীণীর রাষ্ট্র ও
গণমানুষের বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে
পরিকল্পনা করার সময় ও সুযোগ করে দিন।
প্রিয় ছাত্র ভাইয়েরা, দলমত নির্বিশেষে
দেশপ্রেমিক জনতা, রাষ্ট্রের প্রয়োজনে
সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে
হবে। জাতির প্রয়োজনে ডাক আসলে
আমরা ঐক্যবদ্ধ থাকবো, কখনো পিঠ
প্রদর্শন করবো না কিংবা বিভক্ত হবো না।
ইনশাআল্লাহ।
ইয়া আল্লাহ! আপনি উত্তম পরিকল্পনাকারী,
আপনি আমাদের সাহায্য করুন, সঠিক পথ
প্রদর্শন করুন, প্রদর্শন করুন আপনার প্রিয়
নবী (সঃ) এর দেখানো সেই সুমহান পথ।
আমিন, ইয়া রাব্বাল আ'লামিন।

বর্তমান সুশীলদের অবস্থা😇
30/11/2024

বর্তমান সুশীলদের অবস্থা😇

28/11/2024

সেজন্যই ইসলাম খাবার ঢেকে রাখার জন্য ব্যাপক গুরুত্ব প্রদান করে;ভিডিওটি সংগ্রহীত ভিডিও ক্রিয়েটর অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে.

27/11/2024

চট্টগ্রামে আইনজীবি হ'ত্যাকারীদের পরিচয় ফাঁস
চট্টগ্রামে আইনজীবি হ'ত্যাকারীদের পরিচয় ফাঁস

27/11/2024

মূলত মসজিদে আক্রমণ করার প্রতিবাদের কারণে
তাকে শ*হীদ / হ*ত্যা করা হয়েছে 🥹

কথাগুলো মূল্যবান , ভুল পথে পা দিলে এক পা চলে যাবে আর সারাজীবন এক পা নিয়ে চলতে হবে !স্বাধীন ভাবে গরু খাওয়া বন্ধ হয়ে যাবে ...
27/11/2024

কথাগুলো মূল্যবান ,
ভুল পথে পা দিলে এক পা চলে যাবে
আর সারাজীবন এক পা নিয়ে চলতে হবে !
স্বাধীন ভাবে গরু খাওয়া বন্ধ হয়ে যাবে !
বিষয়টা মনে রাখবেন !.......
....

26/11/2024

চরমোনাই এর মাহফিলে যাই। বাংলাদেশের সুফিবাদ কেন অন্য সুফিবাদ থেকে আলাদা, বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুফিবাদের প্রভাব বুঝতে চাইলে চরমোনাইতে আসতে পারেন।
মানুষের সকল বৌদ্ধিক ও যৌক্তিক মনের আবরণ ভেঙ্গে ইশকে ইলাহি কি করে মানুষকে ব্যাকুল করে তা বুঝতে চরমোনাইতে আসতে পারেন।

26/11/2024

চট্টগ্রাম আদালত এলাকায় হামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত
চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। হামলার এ ঘটনায় আহত ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল।

তিনি ঢাকা পোস্টকে বলেন, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

26/11/2024

SEAN বলেছে, সম্ভব হলে প্রত্যেক বাংলাভাষী মুসলমানকে এই ভিডিও দেখাতাম। আলহামদুলিল্লাহ এটির কোয়ালিটিও ক্লিয়ার।
সিয়ান সেমিনার-৪ এর Asif Adnan ভাইয়ের বক্তব্য। সিয়ান তাদের ইউটিউবে অফিশিয়ালি রিলিজ করেছে।

Address

Alokdia, Madhupur
Tangail
1996

Alerts

Be the first to know and let us send you an email when Md Zahirul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share