Apurba Ray Prince

Apurba Ray Prince � Public Figure � ® PUBLIC FIGURE ©
(4)

09/12/2023

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার নিন্জা টেকনিক। মহাজ্ঞানী - ওয়াদুদ হোসেন (ফাঁকিবাজ😀)

~ যদি তুমি পড়তে পারো নিঃসন্দেহে তুমি মেধাবী, এখানে সন্দেহের অবকাশ নেই....🤗। এ থেকে এটাই প্রমানিত হবে যে তোমার মস্তিষ্ক ক...
08/12/2023

~ যদি তুমি পড়তে পারো নিঃসন্দেহে তুমি মেধাবী, এখানে সন্দেহের অবকাশ নেই....🤗। এ থেকে এটাই প্রমানিত হবে যে তোমার মস্তিষ্ক কতটা সার্ব ↗ এটি একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা🤔

7H15 M3554G3 53RV35 7O

PR0V3 H0W 0UR M1ND5 C4N

D0 4M4Z1NG 7H1NG5!

1MPR3551V3 7H1NG5!


1N 7H3 B3G1NN1NG


17 WA5 H4RD BU7


N0W, 0N 7H15 LIN3


Y0UR M1ND 1S


R34D1NG 17 4U70M471C4L

W17H0U7 3V3N


7H1NK1NG 4B0U7 17,

B3 PROUD! 0NLY


C3R741N P30PL3 C4N


R3AD 7H15!


PL3453 5HARE 1F


U C4N R34D 7H15.

07/12/2023

গল্পে গল্পে একাদশ-দ্বাদশ শ্রেণির সকল ❝গদ্য-পদ্য❞ বলা।
যদিও লেগেছে ঠান্ডা তাও কমেনা ভিডিও করার ধান্দা 😃

06/12/2023

গভীরভাবে চিন্তা করলে নতুন কারিকুলামকে খারাপ বলা ঠিক হবেনা --
বর্তমানে ভাইরাল এই নতুন কারিকুলামের প্রশিক্ষন ভিডিওটি আদৌও বাংলাদেশের কিনা এটাও বলা মশকিল। তাই সবাই এই ভিডিও নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকি।
নতুন কারিকুলাম নিয়ে আমার বলার তেমন কিছুই নেই। তবে আপাত দৃষ্টিতে একরকম কিন্তু অন্যভাবে চিন্তা করলে আরেকরকম। নতুন কারিকুলামকে খারাপ বলা ঠিক হবেনা। তবে এটা শিওর ভাবে বলতে পারি নতুন কারিকুলাম শিক্ষার্থী বান্ধব কিন্তু গার্ডিয়ান বান্ধব নয়। কারন অভিভাবক গণ তদের শিক্ষাজীবনে মূল্যায়িত হয়েছেন পরীক্ষার মাধ্যমে। তাই অভিভাবকদের পক্ষে এই পরীক্ষাহীন মূল্যায়ন ব্যবস্থা মেনে নিতে কিছুটা কষ্ট হচ্ছে। নতুন কারিকুলাম এর নানাবিধ পরিবর্তনের কারনে শিক্ষকগনও হয়তো পরেছেন কিছুটা বিপাকে। কিছু শিক্ষকের চাকরি জীবনের মাঝামাঝি/শেষ সময়ে এসে নতুন করে শিখতে হচ্ছে নানাবিধ নাচ-গান-কবিতা-অভিনয় ইত্যাদি। এই নতুন কারিকুলামে আদৌও শিক্ষার্থীর সঠিক মূল্যায়ন সম্ভব কিনা তা বিজ্ঞ শিক্ষাবিদ গণই ভালো বলতে পারবেন এবং কি কিছু সময় পার হওয়ার পর সবাই ধীরে ধীরে উপলব্ধি করতে পারবে আসলে বিষয়টা কতোটুকু কার্যকর পদ্ধতি ।
নতুন কারিকুলাম নেগেটিভ ভাবে না নিয়ে একবার পজিটিভ ভাবে চিন্তা করে দেখুন তো --
আমরা নতুন কারিকুলাম নিয়ে বাজে মন্তব্য না করি। কিছুদিন পর এমনিতেই সবাই বুঝতে পারব কারিকুলামটা কতটা ফলপ্রসূ আমাদের সকলের জন্য। রান্নার কথা যদি বলি, মাত্র একটি অধ্যায়ে এই রান্না শেখানোর ক্লাস রয়েছে। হয়তো কিছু শিক্ষক বা ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান নতুন কারিকুলাম কে একটু অন্যভাবে উপস্থাপন করছেন। যার ফলে গার্ডিয়ানদের মনে শঙ্কার সৃষ্টি হয়েছে। অনন্দের সাথে শিক্ষা গ্রহন শিক্ষার্থীদের জন্য অনেকটাই পজেটিভ উপায় বলে মনে করি।
নতুন কারিকুলাম নেগেটিভ ভাবে না নিয়ে একবার পজিটিভ ভাবে চিন্তা করে দেখুন তো --
আমরা নতুন কারিকুলাম নিয়ে বাজে মন্তব্য না করি। কিছুদিন পর এমনিতেই সবাই বুঝতে পারব কারিকুলামটা কতটা ফলপ্রসূ আমাদের সকলের জন্য।
রান্নার কথা যদি বলি, মাত্র একটি অধ্যায়ে এই রান্না শেখানোর ক্লাস রয়েছে। হয়তো কিছু শিক্ষক বা ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান নতুন কারিকুলাম কে একটু অন্যভাবে উপস্থাপন করছেন। যার ফলে গার্ডিয়ানদের মনে শঙ্কার সৃষ্টি হয়েছে। অনন্দের সাথে শিক্ষা গ্রহন শিক্ষার্থীদের জন্য অনেকটাই পজেটিভ উপায় বলে মনে করি।
(ভিডিও কালেক্টেড - ফেসবুক)

04/12/2023

~ Best Way Of Revenge.....🤷‍♂️

~ দেখা যদি পাই সফলতার তবে গল্প শোনাবো ব্যর্থতার...°°°√
03/12/2023

~ দেখা যদি পাই সফলতার তবে গল্প শোনাবো ব্যর্থতার...°°°√

I know why I feel like I need a long break from everything.. 😐😌
30/11/2023

I know why I feel like I need a long break from everything.. 😐😌

★ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা নিম্নরূপঃ-
28/11/2023

★ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা নিম্নরূপঃ-

আজকের দিনটা আমার কাছে অন্যান্য দিনের মতো নয়। আজকের দিনটা আমার জীবনে খুবই একটা স্পেশাল দিন। বরাবরের মতো আবারো হিসাবের খাত...
26/11/2023

আজকের দিনটা আমার কাছে অন্যান্য দিনের মতো নয়। আজকের দিনটা আমার জীবনে খুবই একটা স্পেশাল দিন। বরাবরের মতো আবারো হিসাবের খাতায় আরেকটা A+ যুক্ত করতে সক্ষম হলাম। ক্ষুদ্র এই জীবনে বহু সমস্যা বাধা-বিপত্তির সম্মুখিন হয়েছি। জীবনের বহু সময় ডিপ্রেশনে ভুগেছি, বহু মানুষের খোচা মারা কথা শুনেছি, কাছের মানুষের অবহেলা দেখেছি, উপহাস করতে দেখেছি। এই সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে বহু সাধনা ও বহু কষ্টের পর সকলের দোয়ায় ও নিজের উদ্যম প্রচেষ্টায় ভালো একটা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। এখন নিজের পরিশ্রমটা সার্থক বলে মনে হচ্ছে। বাবা-মায়ের কিছুটা স্বপ্ন পূরণ করতে পেরেছি এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই। বাবা-মায়ের ভবিষ্যতের সকল স্বপ্নগুলোও পূরণ করতে চাই। এই সফলতার পিছনে শুধু আমার একারই অবদান এমনটা নয়। এখানে যাদের কথা না বললেই নয়, সৃষ্টিকর্তার পর প্রথমেই আমার পরম শ্রদ্ধেয় পিতা- মাতার অবদান অতুলনীয় যেটা কিনা ভাষা দিয়ে বুঝানো সম্ভব নয়। এরপর আমার ফর্ম টিচার ❝আরফাত আল মাসুদ❞ স্যারের অবদান অনেক বেশি এছাড়াও ❝তরিকুল ইসলাম❞ স্যার এবং ❝ফয়জুল হক ❞ স্যারের অবদানও কোনো অংশে কম নয়, বরং অনেক বেশি। স্যার প্রতিনিয়ত আমাকে সামনে এগিয়ে যেতে পথ দেখিয়েছেন মোটিভেট করেছেন। ❝শাহাদাত হোসেন ❞ স্যার ❝আশিকুজ্জামান❞ স্যার ❝কুন্তলা গোপ❞ মিস, ❝মোজাফর হোসেন❞ স্যার ❝সাঈফ❞ স্যার ❝সজীব ঘোষ❞ স্যার ❝আলমগীর হোসেন❞ স্যার ❝রুহুল আমিন❞ স্যার ❝ইমরান স্যার❞, হোস্টেল শাখার - ❝সবুজ স্যার, সাইফুল স্যার, আলবাব স্যার, মান্নান স্যার❞ সকলেই প্রতিনিয়ত ভালো পরামর্শ দিয়ে গেছেন, ইন্সপায়ার করে গেছেন। এ জন্য স্যারদের প্রতি সত্যই আমি চির কৃতজ্ঞ। কলেজ জীবনের পরিশ্রমের কথা বলে শেষ করা যাবে না। এই দেড় বছরের বহু দুপুর অনাহারে কেটেছে, প্রচুর ছুটেছি পড়ার পিছনে, টিচারের পিছনে। উদ্যেশ্য একটাই আমাকে জানতে হবে, শিখতে হবে।ক্লাস, কোচিং, প্রাইবেট লেগেই থাকতো একটার পর একটা। সেই সকাল ৭ টায় হোস্টেল থেকে বের হয়ে কলেজ যেতাম আবার হোস্টেলে ফিরতে ফিরতে হয়তো দেখা যেত বিকেল ৫/৬ টা বেজে গেছে। দুাপুরের খাবার খেতাম ৫/৬ টায়। কিছু কিছু দিন সেই টিফিনের হালকা নাশতার উপর দিয়েই চলে যেত সারাদিন, না হয় টং দোকানের ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে। কলেজ ড্রোস পরে সন্ধ্যায় যখন রাস্তা দিয়ে হোস্টেলে ফিরতাম হয়তো অনেক মানুষ ভাবতো ছেলেটা হয়তো আড্ডা মেরে সারাদিন পর বাসায় যাচ্ছে। কিন্তু আমিতো জানতাম আমি কোথা থেকে আসলাম। নিজের কাছেও কিছু সময় কেমন যেন একটা লাগতো। সেইদিন যদি অন্যে কি ভববে এটা ভেবে থেমে যেতাম হয়তো আজকের এই সু-দিন দেখা হতো না। আমার রুমমেট দের কথা না বলেই নয়, ওরাও অনেক সাহায্য করেছে। রুমমেটদের সাথে ভালো একটা বন্ডিং ছিল। যদি কেও সারারাতও লাইট জালিয়ে পড়তাম কেউই কিছু বলতো না, ওরা পড়লেও আমি কিছু বলতাম না। পড়াশুনার জন্য সাত খুন মাপ ছিল। মহামুনিষি গণ বলে গেছেন কষ্ট করলে কেষ্ট মিলে। তার প্রমান আজ নিজেই পেয়ে গেছি। সামনে আরো বড় যুদ্ধ এসে হাজির হয়েছে, ভর্তি যুদ্ধ। সকলের কাছে দোয়া / আশীর্বাদ প্রার্থনা করছি জীবনের প্রত্যেকটি পদক্ষেপে যেন সফল হতে পারি। পিতা-মাতার সন্তান হিসেবে তাদের সকল স্বপ্ন যেন পূরণ করতে পারি, একজন প্রকৃত মানুষ হতে পারি, দেশের কল্যানে কাজ করতে পারি এবং দেশের একটি সম্পদে পরিনত হতে পারি। সর্বপরি মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর আমার ছোট যারা আছো আদের উদ্দেশ্যে বলতে চাই কলেজের প্রথম বর্ষটা দয়া করে হেলায় হেলায় পার করোনা। ভেবোনা সময়তো আছেই। এটা ভাবা আর নিজের গলায় নিজে দড়ি দেওয়া সমান কথা। কাল নয় আজ থেকেই গুছিয়ে পড়া শুরু করে দাও। সর্বশেষ একটা কথাই বলতে চাই - লেগে থাকো সৎ ভাবে, স্বপ্ন জয় তুমারই হবে।

25/11/2023

এক সমীক্ষা অনুসারে, মেয়েদের তুলনায় ছেলেদের শীত বেশি। শুধু ছেলে হলেই হবেনা, তুলনায় সিঙ্গেল ছেলেদের শীত তুলনামূলক বেশি। মূল বিষয়টি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ন দেখতে হবে। 🤷‍♂️🤷‍♂️
★ উৎসর্গঃ Emran Najir কালা।
YouTube: https://www.youtube.com/

24/11/2023

খারাপ সময়ে কাউকে পাশে পাবেননা, এটাই বাস্তব 🥲

23/11/2023

বাস কন্ট্রাক্টরঃ
আপু আপনার কি হইছে...?
হ্যা ভাই আমার ১ বছর আগেই হইছে, (........) 😃
YouTube: https://www.youtube.com/

22/11/2023

▪️দ্বিধা সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:

১. সকলের জন্য প্রযোজ্য = সার্বজনীন।
সকলের জন্য মঙ্গলজনক = সর্বজনীন।
-
২. ইন্দ্রকে জয় করেন যিনি = ইন্দ্রজিৎ।
ইন্দ্রিয়কে জয় করেন যিনি = জিতেন্দ্রিয়।
-
৩. ইতিহাস রচনা করেন যিনি = ঐতিহাসিক।
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা।
-
৪. উপকারীর উপকার স্বীকার করে যে = কৃতজ্ঞ।
উপকারীর অপকার/অনিষ্ট করে যে = কৃতঘ্ন।
-
৫. যা বলা হয়নি = অনুক্ত।
যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি = অব্যক্ত।
যা বলা হয়েছে = উক্ত।
-
৬. যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার।
যা নিবারণ করা যায় না = অনিবার্য।
-
৭. ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।
ক্ষমার অযোগ্য = ক্ষমার্য।
-
৮. একই সময়ে = যুগপৎ।
একই সময়ে বর্তমান = সমসাময়িক।
-
৯. যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
যে ভবিষ্যতের চিন্তা করে না দেখে না = অপরিণামদর্শী।
©©©

21/11/2023

আমি হয়তো মানুষ'না, মানুষ হলে এমন চায়ে মুখ দিতামনা। 😆
ওরে ওরে অধম,ওরে কাঁচা ভালো করে চা বানিয়ে তুই আমারে বাঁচা😆

20/11/2023

পুরুষ মানুষ সৃষ্টির ইতিহাসটা যেমন কঠিন,পুরুষ মানুষের বাস্তব জীবন তার চেয়েও বেশি কঠিন
YouTube - https://youtu.be/duxhAxb9R74?si=v2FDBOW6qXKeuzh7

16/11/2023

বহু সাধনার পর যেহেতু রেজাল্ট বের হয় সেহেতু রেজাল্ট একটা আবেগ। কিন্তু এই মুহূর্ত গুলো কিছু কাছের মানুষের তাড়নায় নষ্ট হয়ে যায়, চলে যায় কারো জীবন, কেউ হয় সন্তান হারা, কেউ হয় ভাই-বোন হারা। যেহেতু সামনে এইস.এস.সি রেজাল্ট সেহেতু প্রত্যেক পরীক্ষার্থীর প্রতিবেশী এবং আত্নীয়স্বজনদের প্রতি অনুরোধ থাকবে কেউ অন্যের সংসারে অগুন দেওয়ার বা কাওকে খোচা মেরে কথা বলে কারো সুন্দর জীবন মৃত্যু মুখে ঠেলে দিবেন না। 🙏🙏 ভালো লাগলে শেয়ার দিয়ে প্রত্যেকটি অভিভাবকের কাছে পৌছে দিতে সাহায্য করুন।
YouTube - https://youtu.be/vp1mvQpEbrY?si=DiXLARaP5sYSchkF

16/11/2023

এই দিনও দেখতে হলোরে ভাই, নিজেকে বোকাচ*** দাবিকরেও টাকা ইনকামের ধান্দা করে মানুষ 😃😃😃

08/11/2023

হো*** জন্য গোল ভুলে যাওয়া বন্ধুর উদ্দেশ্যে কিছু কথা - 😊😊
Itz Rafid

03/11/2023

Some special moments are remembered for a lifetime. It's true, It's real.

02/11/2023

Niece..... 🎂💞🥰

27/10/2023

ওরে ব্লগার-রে 🙄😃🥰
Copy Post

19/10/2023

ছোট বাবুদের কথা বোঝা নয়রে নয় সোজা.... কি যে বলে কে জানে.....😃😊🥴😊
Voice - BRD

পদার্থবিজ্ঞান ১ম পত্র  ©কাজ, ক্ষমতা ও শক্তি  ©
15/10/2023

পদার্থবিজ্ঞান ১ম পত্র ©
কাজ, ক্ষমতা ও শক্তি ©

06/10/2023

Miss That Moment.... 😊😊

🚻এবার দ্রুত অল্প খরচে গল্প জমবে । 💦 একটি ব্যবসাকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে প্রয়োজন একটি সুন্দর ডিজাইনের। 💦উদ্যোক্তা প্যা...
06/10/2023

🚻এবার দ্রুত অল্প খরচে গল্প জমবে ।

💦 একটি ব্যবসাকে সুন্দর ভাবে
ফুটিয়ে তুলতে প্রয়োজন একটি সুন্দর ডিজাইনের।

💦উদ্যোক্তা প্যাকেজঃ ০১
🌞লোগো ডিজাইন
🌞বিজনেস কার্ড ডিজাইন
🌞ফেসবুক কাভার ফটো
🌞ফেসবুক বিজনেস পেইজ (আমরা সাজিয়ে দিব)
📈মূল্যঃ 1000/= টাকা

💦উদ্যোক্তা প্যাকেজঃ ০২
🌞লোগো ডিজাইন
📈মূল্যঃ 300/= টাকা

📍বুস্ট সার্ভিস (ডলারের উপরে নির্ভর করবে প্যাকেজ)

Other Service
📊Graphic Design
📊Video editing
📊Motion Graphic Design
📊Digital Marketing
📊Data Entry

*অফার *অফার *অফার-- ( ২৯৯/- টাকার অফার)আপনার পছন্দের যেকোনো ডিজাইন আমরা করে দিচ্ছি মাত্র ২৯৯ টাকা।আপনার ব্যবসায়ের প্রচা...
05/10/2023

*অফার *অফার *অফার-- ( ২৯৯/- টাকার অফার)
আপনার পছন্দের যেকোনো ডিজাইন আমরা করে দিচ্ছি মাত্র ২৯৯ টাকা।
আপনার ব্যবসায়ের প্রচারের জন্য বিভিন্ন ধরনের লোগো, পোষ্টার, বেনার ডিজাইনার খুজছেন ?
একটি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এর ডিজাইন আপনার ব্যবসায়কে বহুগুণে প্রসারিত ও ত্বরান্বিত করতে সাহায্য করে৷
আমরা আছি আপনার সেবায়, আমাদের দিয়ে সুন্দর এবং আকর্ষনীয় লোগো পোষ্টার, ব্রেনানু বানিয়ে নিন ।

★ আমাদের সার্ভিস সমূহঃ
*ওয়েব ব্যানার, কভার ফটো, প্রোফাইল ফটো . ডিজাইন।
*ইউনিক বিজনেস কার্ড
*ব্যানার ডিজাইন
*লেটার হেড
*ফ্লায়ার
*বিজনেস পেইজ সেট আপ

★ আমাদের দিয়ে লোগো কেন বানাবেন?
* আমাদের কথা কাজে মিল পাবেন।
* এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার টিম রয়েছে আমাদের।
* হাই কোয়ালিটির এইচডি লোগো ডিজাইন।
* (PNG, JPEG, Eps, Ai এবং PDF ফাইল) সহ সব রকমের সোর্স দিয়ে থাকি।
* কাজ পছন্দ হওয়া পর্যন্ত পরিবর্তন করার সুবিদা।
* ফুল কপিরাইট।

বিস্তারিত জানতেঃ
( সরাসরি পেজে নক করুন )

Make a salary sheet only 5 minutes. (Microsoft Excel Work)মাইক্রোসফট এক্সেল এর কাজ শিখতে ভিজিট করুন।
03/10/2023

Make a salary sheet only 5 minutes. (Microsoft Excel Work)
মাইক্রোসফট এক্সেল এর কাজ শিখতে ভিজিট করুন।

Excel work is important of our working sector. So you should try excel work properly.

“HSC ICT” কিন্তু কঠিন নয়,শেখাটা যদি সঠিক গাইডলাইন মেনে হয়!২০১৩ সালে বাংলাদেশ সরকার সর্বপ্রথম একাদশ-দ্বাদশ শ্রেণিতে ICT ব...
06/09/2023

“HSC ICT” কিন্তু কঠিন নয়,
শেখাটা যদি সঠিক গাইডলাইন মেনে হয়!

২০১৩ সালে বাংলাদেশ সরকার সর্বপ্রথম একাদশ-দ্বাদশ শ্রেণিতে ICT বাধ্যতামুলক করেছিলেন। কিন্তু প্রথম থেকে ICT শিক্ষকের একটি সংকট সবাই লক্ষ্য করেছেন। সেটার ফলশ্রতিতে HSC- তে অধিকাংশ ছাত্র-ছাত্রী ICT -তে চরমভাবে রেজাল্ট খারাপ করে থাকে।

★★ কোর্সে ভর্তি হতে আজই নাম নিবন্ধন করুন: https://forms.gle/oKYVZbwvo7UG8xGRA

এবারও আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ICT -তে বোর্ড পরীক্ষায় ২৫ নাম্বার কমাতে বাধ্য হয়েছেন শিক্ষা বোর্ড।

এই সংকটময় মুহূর্ত মোকাবেলায় "সাইন্স পাঠশালা " -এর “Special HSC ICT” কোর্সটি তোমার জন্য।

কোর্সটি ডিজাইন করেছেন ICT বিষয়ে "আইসিটি এক্সপার্ট " " সাইন্স পাঠশালা টিম".

★★ কোর্সে ভর্তি হতে আজই নাম নিবন্ধন করুন: https://forms.gle/oKYVZbwvo7UG8xGRA

✅ ফুল কোর্সঃ ৩ মাস
✅ রিভিশন প্রোগ্রাম ১ মাস
✅ মডেল টেস্ট/টেস্ট প্রশ্ন সলভ ১ মাস।

★ আমাদের বিশেষত্ব:
✔️ অনলাইন কোর্স
✔️ বোর্ড পরীক্ষা পর্যন্ত সাপোর্ট
✔️ দৈনিক, সাপ্তাহিক ও সন্ধ্যাকালীন ব্যাচ
✔️ উন্নতমানের শীর্ট (বই কেনার দরকার হয় না), প্রশ্ন এবং পরীক্ষা নেওয়া হয়।

★ যেকোন প্রয়োজনেঃ
☎️ Whatsapp : 01871958419
#সাইন্স_পাঠশাল

 ি_রসায়ন_দ্বিতীয়_পত্র     ♧ Organic Chemistry ♧            ( সম্পূর্ণ অধ্যায় )
03/09/2023

ি_রসায়ন_দ্বিতীয়_পত্র
♧ Organic Chemistry ♧
( সম্পূর্ণ অধ্যায় )

 ি_রসায়ন_দ্বিতীয়_পত্র অধ্যায় ১ : পরিবেশ রসায়ন         ( সম্পূর্ণ অধ্যায় ) এইচএসসি || মেডিকেল || ভার্সিটি || ইঞ্জিনি...
02/09/2023

ি_রসায়ন_দ্বিতীয়_পত্র
অধ্যায় ১ : পরিবেশ রসায়ন
( সম্পূর্ণ অধ্যায় )

এইচএসসি || মেডিকেল || ভার্সিটি || ইঞ্জিনিয়ারিং ||

 ি_রসায়ন_দ্বিতীয়_পত্র অধ্যায় ৩ : পরিমাণগত রসায়ন         ( সম্পূর্ণ অধ্যায় ) এইচএসসি || মেডিকেল || ভার্সিটি || ইঞ্জি...
01/09/2023

ি_রসায়ন_দ্বিতীয়_পত্র
অধ্যায় ৩ : পরিমাণগত রসায়ন
( সম্পূর্ণ অধ্যায় )

এইচএসসি || মেডিকেল || ভার্সিটি || ইঞ্জিনিয়ারিং ||

27/07/2023

◼️জীবনে জয়ী হতে ১৪ পরামর্শ

● এই পৃথিবীতে কেউ শতভাগ পারফেক্ট হয় না।

● এলকোহলের চেয়েও ইন্টারনেট জগতের সামাজিক গণমাধ্যম বেশি নেশাগ্রস্থ, খুব সাবধানে ব্যবহার করবেন।

●আপনার নিজের জীবনকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না।

● আপনার শারীরিক স্ব্যাস্থ্য কখনোই চিরস্থায়ী হবে না যদিনা আপনি শারীরিক স্ব্যাস্থ্য সম্পর্কে সচেতন হন।

● পিতামাতাই আপনার জীবনের সবচেয়ে বড় উপদেষ্টা /পরামর্শদাতা। আপনি যে সমস্যার মধ্য থাকেন না কেন, তার সমাধান আপনি পিতামাতার কাছেই পাবেন।

● পিতামাতা ছাড়াও আপনার জীবনে কিছু শুভাকাঙ্ক্ষীর আবির্ভাব হবে, তাদেরকে আপনার জীবন থেকে কখনো দূরে সরিয়ে দিবেন না।

● আপনার ইনকাম সোর্স আপনার দায়িত্ব পালন করবে , কিন্তু আপনার শারীরিক অসুস্থতার মুহূর্তে আপনার পরিবার আপনার দায়িত্ত্ব পালন করবে।

● জীবনে বন্ধুবান্ধব সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সচেতনতার সহিত নির্বাচন করুন।

● যদি আপনি ভাল থাকেন তবে এই পৃথিবীটি আপনার পক্ষে ভাল থাকবে।

● আপনার সম্পর্কে কে কি ভাবলো এটা নিয়ে আপনি কখনোই ভাবতে যাবেন না।

● কেউ আপনাকে সুখী করতে পারবে না, যদিনা আপনি স্বয়ং নিজেকে সুখী করার চেষ্টা করেন।

● কাউকে খুশি করার চেষ্টা করবেন না, সবসময় সাধারণভাবে থাকবেন।

● যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন (কারু বিরক্তকর বাক্য শুনার পরেও), তবে আপনি নিজেকে জয় করতে পারবেন।

● যদি আপনি আপনার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন।

জীবনে যা কিছু ঘটবে তার পিছনে অবশ্যই একটি কারণ থাকবে, সুতরাং কষ্টকে গ্রহণ করে এগিয়ে যেতে থাকুন।

02/07/2023

সিভিল ইঞ্জিনিয়ার স্বামী তার ডাক্তার বউয়ের সঙ্গে ঝগড়া লেগেছে । যেহেতু তারা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের ঝগড়াটা একটু অন্যরকম। ৮-১০ জন সাধারণ মানুষের মতো চুলাচুলি গালাগালি তাদের মধ্যে হয় না। যাকে বলে শালীনতা বজায় রেখে কথার লড়াই।

স্বামী:
শুধু রাঁধলে হয়না,
সবজি সব কিভাবে এক সাইজের কাটতে হয় তা একমাত্র ইঞ্জিনিয়ারায় ভালো জানে

ডাক্তার বউঃ

শুধু সাইজ করে কাটলেই হয় না,
খাবার স্বাস্থ্যকর কিনা সেটাও জরুরি।
আর এটা শুধু ডাক্তাররাই জানে

ইঞ্জিনিয়ার স্বামী:

হুম কেমন জান তোমরা সেটা আমার ভালো করে জানা আছে । একটা ইনজেকশন ঠিক করে দিতে পারেনা তাদের আবার বড় বড় কথা। তোমার তো ডাক্তার না, ডাক্তার নামে কসাই তোমরা।

যেখানে দুই টাকার ওষুধ খেয়ে একটা রোগী ভালো হয়ে যাবে। তাকে ভয় দেখিয়ে অপারেশন করিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেও তোমরা। এসব করতে কি তোমাদের বুক কেঁপে না। যতসব ধান্দাবাজ

ডাক্তার বৌ একটু রেগে গিয়ে বলে

কি বললে? আরেকবার বলো আমি কসাই হুম, আমি কসাই?

স্বামী একটু ভাব নিয়ে বলে হ্যাঁ তোমরা তো কসাই। চিকিৎসাটা তো ঠিক মতো করতে পারো না শুধু টাকা কামাই করার ধান্দা। আমাদেরকে দেখো আমরা কত পরিশ্রম করি।

বউ নাকফুলিয়া বলে আমি কসাই হলে তুমি চোর

ইঞ্জিনিয়ার স্বামী:
যা বাবা সত্যি কথা বললাম আর চোর হয়ে গেলাম?

ডাক্তার বৌ
ও সরি তোমাদের তো চোর বললে চোরদের কেউ অপমান করা হবে। তোমরা ইঞ্জিনিয়াররা তো ডাকাত। প্রকৌশলী!! কাজ কাম নেই সারাদিন শুধু বসে বসে বুদ্ধি আঁটে কিভাবে কৌশলে জনগণের টাকা হাতানো যায়।ডাকাত কোথাকার

ইঞ্জিনিয়ার স্বামী:
দেখ বউ ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম

ডাক্তার বৌ ভেঞ্চি কেটে বলল

যাও যাও রান্নাঘরে গিয়ে স্কেল দিয়ে মেপে মেপে সবজি কাটো। ঐ একটা কাজ মাপামাপি ছাড়া তো আর কোন কিছু করতে পারে না

ইঞ্জিনিয়ার স্বামী নাক সিঁটকিয়ে বলে এসব কাটাকাটির কাজ আমার না কসাইদের । আর এই বাসার কসাই হল তুমি সো সবজি কাটবেও তুমি

ডাক্তার বউ একটা ছুরি তার স্বামীর ভুড়িতে ধরে বলল আর একবার যদি আমাকে কসাই বলেছ তাহলে এই ছুরি দিয়ে একদম ভুড়ি কানা করে দেব । জনগণের টাকা খেয়ে খেয়ে তো ভুড়ি বানাইছ পেগনেন্ট মহিলাদের মত

ইঞ্জিনিয়ার স্বামী ভয়ে ভয়ে বলল সোনা বউ আমার, লক্ষী বউ আমার কে বলেছে তুমি কসাই‌? এবাড়িতে কসাই ও আমি, রাধুনী ও আমি, ধোপাও আমি, তুমি হলে রাজরানী ।

# সংগৃহীত

07/05/2023

☞ হাঁটি-হাঁটি পা-পা করে স্রষ্টার সর্বোত্তম সৃষ্টি মানুষ হিসেবে পৃথিবীর বুকে জীবনের ১৯ তম বছর পার করে ২০ তম বছরে পা রাখলাম।

☞ প্রথমেই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমার পরম শ্রদ্ধেয় পিতা-মাতার প্রতি। যারা আমাকে সুন্দর এই পৃথিবীর আলো দেখিয়েছেন। আজকের এই দিনটি আমার জন্য অনেক অনেক স্পেশাল কারণ, আজকের এই দিনে সৃষ্টিকর্তা আমাকে আমার পিতা-মাতার উপহার স্বরূপ পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছিলেন। সেদিন পিতা পেয়েছিলেন তার জীবনের সর্বোত্তম সুখ, পিতৃত্বের সুখ আর মাতা পেয়েছিলেন পূর্নাঙ্গ নারী ও মাতৃত্বের সুখ। আমি আমার পিতা-মাতার সর্বাঙ্গীণ সুখ,শান্তি, সফলতা ও দীর্ঘজীবী-তা কামনা করি। তারা হাজার বছর বেঁচে থাকুক আমার মাথার ছায়া,বট-বৃক্ষ হয়ে। সবাই আমার পরম শ্রদ্ধেয় পিতা-মাতার জন্য অাশির্বাদ করবেন তারা যেন দীর্ঘজীবী হোন এবং আমার জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত রথের সারথির মতো আমার পথ প্রদর্শক হিসেবে সবসময় আমার সামনে থেকে আলোর পথ দেখাতে পারেন।

☞ যারা আমার এই বিশেষ দিনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💞 💞

☞☞ সবার কাছে এই আশির্বাদ প্রার্থনা 🙏🤲 করছি যে, আমি যেন একজন প্রকৃত ও সফল মানুষ হতে পারি। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে যেন সফলতার সহিত এগিয়ে যেতে পারি। পৃথিবীর অগ্রযাত্রায় নতুন পদক্ষেপে ভূমিকা রাখতে পারি। মানুষের কল্যানে সারাজীবন কাজ করতে পারি। জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত যেন পিতা-মাতার সেবা করে তাদের পাশে থাকতে পারি।

☞ পৃথিবীতে কাটানো সময়টুকু হিসাব করলে দেখা যায় -
২০ বছর ০ মাস ০ দিন
অথবা ২৪০ মাস ০ দিন
অথবা ১০৪৩ সপ্তাহ ৪ দিন
অথবা ৭৩০৫ দিন
অথবা ১৭৫,৩২০ ঘন্টা
অথবা ১০,৫১৯,২০০ মিনিট
অথবা ৬৩১,১৫২,০০০ সেকেন্ড
এত সময় ধরে পৃথিবীর বুকে অবস্থান করছি।

✪ বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেনঃ- প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো,সে তুমি নও, সে আমি।প্...
06/05/2023

✪ বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেনঃ-

প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো,

সে তুমি নও, সে আমি।

প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিলো,
সে তুমি নও, সে আমি।

প্রথম যে পুরুষটি ওকে জানপ্রাণ দিয়ে ভালোবেসেছিলো,
সে তুমি নও, সে আমি।

যাই হোক, যে পুরুষটি ওকে সারাজীবন যত্নে রাখতে পারবে,
আমি আশা করি সে আমি নই, সেটা তুমি।

কিন্ত কোনো কারনে যদি কোনোদিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না, আমাকে জানিও।

আবার নিয়ে আসবো রাজকন্যাকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত।
~ সংগৃহীত Father_Love_Forever

Address

Kawakhola, Nagarpur
Tangail
1936

Alerts

Be the first to know and let us send you an email when Apurba Ray Prince posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apurba Ray Prince:

Videos

Share