Alhamdulillah

Alhamdulillah this is social media.

সিলেট একটা শান্তির জায়গা । বৃষ্টি উপভোগ করতে হলে সিলেট চমৎকার একটা  জায়গা । কিন্তু সিলেটে কেন এত বৃষ্টি হয়  ? সিলেটের উত...
25/04/2024

সিলেট একটা শান্তির জায়গা । বৃষ্টি উপভোগ করতে হলে সিলেট চমৎকার একটা জায়গা । কিন্তু সিলেটে কেন এত বৃষ্টি হয় ?

সিলেটের উত্তরে খাসি ও জইন্তিয়া পাহাড়, এবং দক্ষিণে ত্রিপুরা পাহাড়ের মতো পাহাড়ী অঞ্চলে ঘেরা যাকে আমরা মেঘালয় বলি । বঙ্গোপসাগর থেকে আসা বাতাসগুলা এগুলায় বাধা পায় । বাধা পেয়ে উপরে উঠতে থাকে তখন ঠাণ্ডা হয়। আরও কাপঝাপ হয় এরপর বৃষ্টি হয়ে সিলেট ঠাণ্ডা করে দিয়ে যায় ।

আল্লাহের এক বিশাল নেয়ামত ।

তীব্র গরমে যে দুআ পড়তেন নবীজি সা.সাহাবী জাবির ইবনু আবদুল্লাহ রা. বলেন, বৃষ্টি না হওয়ায় এবং প্রচণ্ড গরম পড়ায় একদিন নবীজির...
25/04/2024

তীব্র গরমে যে দুআ পড়তেন নবীজি সা.
সাহাবী জাবির ইবনু আবদুল্লাহ রা. বলেন, বৃষ্টি না হওয়ায় এবং প্রচণ্ড গরম পড়ায় একদিন নবীজির কাছে কিছু লোক এলো। (গরমের তীব্রতায়) তারা কাঁদছিল। নবীজি সা. তখন তাদের জন্য এভাবে দুআ করলেন-
اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ ‏
অর্থ: ‘হে আল্লাহ! আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো। বর্ণনাকারী বলেন, অতঃপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)।’
বর্ণনাকারী বলেন, এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)। (তাহকীক আবূ দাউদ ১১৬৯, ইবনু খুযাইমাহ ১৪১৬)
হাদীসে গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে। আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবীজি সা. যেমন দান সদকা করতে বলেছেন, তেমনি দুআও শিখিয়ে গেছেন। দুআটি হলো:
اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ
অর্থ: ‘হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট তোমার অনুগ্রহের অপসরণ, নিরাপত্তার প্রত্যাবর্তন, আকস্মিক পাকড়াও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (মুসলিম ২৭৩৯, আবূ দাউদ ১৫৪৫)
আল্লাহ তাআলা গরমের এই তীব্রতা থেকে আমাদের হেফাজত করুক এবং উপকারী বৃষ্টি দিয়ে আমাদের অন্তরগুলো প্রশমিত করুক। আমীন।

"যদি জনপদের লোকেরা ঈমান আনত ও আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান-জমিনের সব বরকতের দুয়ার খুলে দিতাম।”- সূরা আরাফ,...
25/04/2024

"যদি জনপদের লোকেরা ঈমান আনত ও আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান-জমিনের সব বরকতের দুয়ার খুলে দিতাম।”
- সূরা আরাফ, আয়াত ৯৬

22/04/2024

যখন তুমি আলহামদুলিল্লাহ্ বলো
তখন আল্লাহ্ তোমার জন্য হাসে
আলহামদুলিল্লাহ্‌ 🥰

03/04/2024

আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি

আলহামদুলিল্লাহ ❤️🤲
03/04/2024

আলহামদুলিল্লাহ ❤️🤲

শোক সংবাদঃএকই দিনে দুই ভাইয়ের ইন্তেকাল জানাযার নামাজ আগামীকাল বাদ জুম্মা নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।বিশ্বনাথ ইউনিয়নের পূর...
14/03/2024

শোক সংবাদঃ

একই দিনে দুই ভাইয়ের ইন্তেকাল
জানাযার নামাজ আগামীকাল বাদ জুম্মা নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
বিশ্বনাথ ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের বাসিন্দা জনাব আব্দুর রহমান ও আব্দুর রুপ দু'জন আপন ভাই।
ছোট ভাই আব্দুর রহমানের ইন্তেকালের পর বড় ভাই আব্দুর রুপ সাহেবও দুনিয়া ছেড়ে চলে গেছেন।
আল্লাহ যেন আব্দুর রুপ ভাই ও আব্দুর রহমান ভাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
আ-মিন।

পরিবারে সচ্ছলতা ফেরাতে কাজের সন্ধানে ইতালিতে এসেছিলেন এ বাংলাদেশি যুবক।
06/03/2024

পরিবারে সচ্ছলতা ফেরাতে কাজের সন্ধানে ইতালিতে এসেছিলেন এ বাংলাদেশি যুবক।

সিলেট শহরে বোরকা পরে অটোরিকশা চালাচ্ছেন একজন মহিলা। জীবন যুদ্ধে নিজের সম্মান কে জায়গায় রেখে লড়াই করার উদহারন দেখে নিন।
16/01/2024

সিলেট শহরে বোরকা পরে অটোরিকশা চালাচ্ছেন একজন মহিলা। জীবন যুদ্ধে নিজের সম্মান কে জায়গায় রেখে লড়াই করার উদহারন দেখে নিন।

31/12/2023
আমি পিকনিকে গেলে এদের সাথেই যাবো....😁😁😁😄এরা ঠিকঠাক মেপে মাংস দেয়।...😄😄😄
31/12/2023

আমি পিকনিকে গেলে এদের সাথেই যাবো....😁😁😁😄
এরা ঠিকঠাক মেপে মাংস দেয়।...😄😄😄

মুখোমুখি সংঘর্ষ, ২ জনের মৃত্যু😭🥲   বিস্তারিত কমেন্টে...
24/12/2023

মুখোমুখি সংঘর্ষ, ২ জনের মৃত্যু😭🥲

বিস্তারিত কমেন্টে...

আমার নিজের শহর হচ্ছে সিলেটে। এই শহরের রাস্তায় যদি আপনি হাটাহাটি করেন তাহলে ২০-২৫ বছরের ছেলেদের খুব কমই দেখবেন। লাস্ট ২ ব...
24/12/2023

আমার নিজের শহর হচ্ছে সিলেটে। এই শহরের রাস্তায় যদি আপনি হাটাহাটি করেন তাহলে ২০-২৫ বছরের ছেলেদের খুব কমই দেখবেন। লাস্ট ২ বছরের ব্যবধানে এই শহরে তরুণ - তরুণী দের সংখ্যা সিগনিফিক্যান্টলি ডিকলাইন হয়েছে।

পুরো দুনিয়ায় যেভাবে ভারতীয়রা থাকে ঠিক তেমনি পুরো ইউরোপের আনাচে কানাচে সিলেটিদের পাবেন। অল্প যে কয়জনকে এখনো রাস্তাঘাটে দেখতে পাবেন এদের সবার প্রসেসিং চলতেছে অথবা এরা এদের সর্বচ্চো দিয়ে IELTS এর একটা ভালো স্কোর পেয়ে দেশ ছাড়তে চাচ্ছে।

সিলেটিদের রাস্তায় আন্দোলনে পাবেন না, মিডিয়া কভারেজে পাবেন না, নিজেদের বিশ্ববিদ্যালয়েও এদের পাবেন না, সিনেমা-নাটকেও পাবেন না, এদের রাজনীতির মাঠেও পাবেন না।

এরা শুধু ইউরোপ বুঝে, এরা বুঝে এডুকেশন একটা স্ক্যাম, এরা ধরে নিয়েছে ৭০ বছরের ছোট্ট একটা জীবনে বাজে কোনো এক্সপেরিয়েন্স নেওয়ার সুযোগ নেই, এরা বুঝে অর্থনীতি, এরা বুঝে সুখ, এরা বুঝে ফ্যামিলির প্রয়োরিটি মিট করা, এরা খুঁজে নেয় ডলার,ইউরো,পাউন্ডে সুখ।

আপনি আমার জীবন থেকে ৩০ বছর কেড়ে নিয়ে আমার সিভি ডাস্টবিনে ফেলে দিবেন একজন সিলেটি এই সুযোগই দিতে চায়না। এরা জীবনকে একটু বেশিই ভালোবাসে, এরা আসলে অপচয়ে নেই।

©️

23/12/2023

অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না, মানুষ শিখে, মানুষ বদলায় মানুষ এগিয়ে যায়!❤️‍🩹

16/12/2023
কত গল্প আর দু:খগাথার স্বাক্ষী হচ্ছে এয়ারপোর্ট।ইমিগ্রেশন পার হয়ে একবার বিমানে উঠার পর, জীবন পরিবর্তন হয়ে যায় চিরদিনের জন্...
16/12/2023

কত গল্প আর দু:খগাথার স্বাক্ষী হচ্ছে এয়ারপোর্ট।
ইমিগ্রেশন পার হয়ে একবার বিমানে উঠার পর, জীবন পরিবর্তন হয়ে যায় চিরদিনের জন্য।।

14/12/2023

বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা চুনারুঘাট গ্রীনল্যান্ড পার্ক ভ্রমনকালে দুর্বৃত্ত কর্তৃক প্রহৃত ভোক্তভোগীরা পৌর মেয়র মুহিবুর রহমানের কাছে জবানবন্ধী....

14/12/2023

বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের উপর হবিগঞ্জের চুনারুঘাট গ্রীনল্যান্ড পার্কে ভ্রমণকালে দুর্বৃত্তদের হামলা বিস্তারিত ফুটেজে🥲😭

13/12/2023
13/12/2023

-যদি সৌন্দর্য কে আঁকড়ে ধরে রাখতে চাও তাহলে প্রকৃতির কাছে ফিরে যাও !
বাংলাদেশ আমার অহংকার!!

গোলাপগঞ্জে মধ্যরাতে চালক-হেলপারকে নামিয়ে কাভার্ডভ্যানে আগুনসিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে চালক-হেলপারকে নামিয়ে কাভার্ডভ্যান...
12/12/2023

গোলাপগঞ্জে মধ্যরাতে চালক-হেলপারকে নামিয়ে কাভার্ডভ্যানে আগুন

সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে চালক-হেলপারকে নামিয়ে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ এলাকায় এ ঘটনা ঘটে।কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ আলমগীর বলেন, আমরা জকিগঞ্জের শাহগলি এলাকা থেকে সিলেটের লালাবাজারে আমাদের কোম্পানির ডিপোতে যাচ্ছিলাম। হঠাৎ দু’টি মোটরসাইকেলে ৬ জন মুখোশধারী যুবক গাড়ির গতিরোধ করে। পরে তাকে ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দু’টি মোটরসাইকেলে ৬ জন যুবক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ নাশকতাকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

ওসমানীনগরের কুরুয়া বাজারে আজ বুধবার আসবেন স্বনামধন্য ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ!! আল ফালাহ ইসলামী জনকল্যাণ পরিষদের...
12/12/2023

ওসমানীনগরের কুরুয়া বাজারে
আজ বুধবার আসবেন স্বনামধন্য ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ!!
আল ফালাহ ইসলামী জনকল্যাণ পরিষদের উদ্যোগে বুধবার ৬ষ্ঠবারের মতো দাওয়াহ আয়োজন 'আলোর পথে' অনুষ্ঠিত হবে।। সবাই আমন্ত্রিত।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alhamdulillah:

Videos

Share

Nearby media companies


Other Sylhet media companies

Show All

You may also like