অজানা তথ্য

অজানা তথ্য ( আমাদের পেজে আসার জন্য ধন্যবাদ)
(8)

অজানা এই বিশ্বে অনেক কিছুই আমরা
জানিনা।অজানা বিশ্ব কে জানতে চলে
অাসুন।।অাপনার এমন কিছু জানা অাছে যা
অন্য সবার জানা প্রয়োজন, তাহলে তা
অামাদের ফেইসবুক পেজে শেয়ার করবেন।

28/12/2023

এমন ইমামের পেছনে সারারাত দাঁড়িয়ে থাকলেও কারো মন ভরবে না~!! 😇

08/12/2023

এটা এক অন্যরকম ভালোলাগা।
দ্বীনের মধ্যেই রয়েছে সকল প্রশান্তি।

আলহামদুলিল্লাহ অর্থনীতিতে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে পার করলেও আফ্রিকার মুসিলম দেশগুলোতে কুরআনের চর্চা মাশা'আল্লাহ চোখে পড়ার মতো।

যতদিন আপনার হায়াত রয়েছে ততদিন মহান আল্লাহ্ই আপনাকে হেফাজত করবেন !
05/12/2023

যতদিন আপনার হায়াত রয়েছে ততদিন মহান আল্লাহ্ই আপনাকে হেফাজত করবেন !

03/12/2023

😍🥀

27/11/2023
সবকিছু তৈরি হয় চীনে..কিন্তু পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে।💙🇵🇸 #আকসা_আমাদের
09/10/2023

সবকিছু তৈরি হয় চীনে..
কিন্তু পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে।💙🇵🇸

#আকসা_আমাদের

শুক্রবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছে বলে খবর পেয়েছে ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস...
22/09/2023

শুক্রবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছে বলে খবর পেয়েছে ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

এই তরুণ মুক্তিযোদ্ধার নাম জহর সেন। তিনি কুষ্টিয়া অঞ্চলে প্রথম যুদ্ধ করেন, পরে হবিগঞ্জের বাহুবলে। এখন তিনি থাকেন ভারতের আ...
18/09/2023

এই তরুণ মুক্তিযোদ্ধার নাম জহর সেন। তিনি কুষ্টিয়া অঞ্চলে প্রথম যুদ্ধ করেন, পরে হবিগঞ্জের বাহুবলে। এখন তিনি থাকেন ভারতের আসামের করিমগঞ্জে। তিনি একাই ১৭ জন পাকসেনা ও দুই আলবদর মেরেছিলেন। যুদ্ধ শেষে বাড়ি ফিরে দেখেন তার বোন রেপ হয়েছে, তাঁর বাবা মাকে হত্যা করা হয়েছে। তিনি মুক্তিযোদ্ধার সনদ নিতে যাননি। পরে দেশে নিরাপদ বোধ না করায় '৯০ এ ভারত চলে যান। শুধু নিরাপত্তার অভাবে একজন বীর মুক্তিযোদ্ধা নিজের হাতে স্বাধীন করা দেশে থাকতে পারেননি, এ বেদনার, লজ্জার।
(তথ্যসূত্র: মুহাম্মদ আতাউল গণি ওসমানীর পিএস সালেকউদ্দিনের লেখা বই ‘সিলেটে মুক্তিযুদ্ধ’। এছাড়া দেবদুলাল মুন্না নিজেও উনার সাথে ৮৮ সালে দেখা করেন। 'প্রিয় প্রজন্ম' ম্যাগাজিনে সেটার একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল।) একাত্তরের এপ্রিলে কুষ্টিয়ায় তোলা ছবি এটি। ছবি: অ্যান ডি হেনিং
সাম্প্রদায়িক পরিচয়ের জন্য শঙ্কিত হয়ে— অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য অস্ত্র হাতে রণাঙ্গণে লড়াই করা একজন বীর মুক্তিযোদ্ধাকে নব্বইয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে— এরচেয়ে বড় বেদনার ও লজ্জার কিছু নেই।

বুদ্ধির পরীক্ষায় অংশ নিন। লাল ভাই নাস্তা দিচ্ছে নাকি সবুজ ভাই 🤔🤔
09/09/2023

বুদ্ধির পরীক্ষায় অংশ নিন। লাল ভাই নাস্তা দিচ্ছে নাকি সবুজ ভাই 🤔🤔

তার সাথে কিসের হিসাবযিনি বেহিসাম দান করেন
06/09/2023

তার সাথে কিসের হিসাব

যিনি বেহিসাম দান করেন

26/08/2023

কী দারুণ কথা!
তাঁর সাথে কিসের হিসাব?যিনি বেহিসাবে দান করেন।
হৃদয় স্পর্শ করেছে 💝

নির্মাতাদের ধন্যবাদ।এতো চমৎকার শিক্ষামূলক গল্পের জন্য।পরিবারের শিশুদের এই ভিডিও দায়িত্ব নিয়ে দেখাতে পারেন।যারা ছোট থেকে নিজেদের মনের কন্ট্রোলের একটা সুন্দর ম্যাসেজ পাবে।পিকনিকে না হয় আরেক বছর যাবো 👌

25/08/2023

আপাতদৃষ্টিতে একেবারেই গুরুত্বহীন কিছু মনে হলেও,
তার মাঝেই খুবই গুরুত্বপূর্ণ প্রাপ্তি ঘটতে পারে।

Tindui view point, Suraighat
22/08/2023

Tindui view point, Suraighat

14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন

কোরআনের পাখি দেলাওয়ার হোসাইন সাঈদী ৮:৪০-এ দুনিয়ার সফর শেষ করেছেন।

03/07/2023

ও রাব্বে কারিম আমাদেরকে কবুল করুন।

27/06/2023

😪😪😪

📷: Beautiful
21/06/2023

📷: Beautiful

19/06/2023

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, কোরবানি ঈদ ২৯ জুন।

আপনি সর্বনিম্ন কত পয়সার চলন দেখেছিলেন?ছবিঃ সংগৃহীত
15/06/2023

আপনি সর্বনিম্ন কত পয়সার চলন দেখেছিলেন?

ছবিঃ সংগৃহীত

বৃষ্টি ভেজা প্রিয় শহর মদিনা।
13/06/2023

বৃষ্টি ভেজা প্রিয় শহর মদিনা।

এখন তো প্রতি ঘরে ঘরে সাংবাদিক,হাতে একটা মোবাইল ফোন থাকলেই সে সাংবাদিক। সাংবাদিক বানান করতে পারবে না,সুন্দর করে গুছিয়ে লি...
10/06/2023

এখন তো প্রতি ঘরে ঘরে সাংবাদিক,হাতে একটা মোবাইল ফোন থাকলেই সে সাংবাদিক। সাংবাদিক বানান করতে পারবে না,সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে না সেও সাংবাদিক৷ এবার ঠিক আছে৷

08/06/2023

এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু। 🙏

কর্মে কোন শরম নেই ♥️স্যালুট মা 🇧🇩
07/06/2023

কর্মে কোন শরম নেই ♥️
স্যালুট মা 🇧🇩

05/06/2023

খালা দেশের মানুষ আপনাকে খুঁজতেছে পাইলে ফুলের মালা দিবে🥴😁🙃

ওনার জন্য সবাই এক লাইন বলে যান 😁

চিতাবাঘটি  একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ স...
31/05/2023

চিতাবাঘটি একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা।

তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট...
28/05/2023

তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

ভয়াবহ সুপার সাইক্লোন মোখা আপডেট ১৫আপডেট ১৪ ই মে গভীর রাত ১২ টা বেজে ৪০ মিনিটে।পোস্ট টি দ্রুত সেয়ার করে সকলকে জানিয়ে দিন,...
13/05/2023

ভয়াবহ সুপার সাইক্লোন মোখা আপডেট ১৫
আপডেট ১৪ ই মে গভীর রাত ১২ টা বেজে ৪০ মিনিটে।

পোস্ট টি দ্রুত সেয়ার করে সকলকে জানিয়ে দিন, হয়তোবা দ্রুত আক্রান্ত স্থানে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাবে।

ঘূর্ণিঝড় মোখা ভয়াবহ সুপার সাইক্লোন রুপে কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন ও রাখাইন আরাকান ও এর পার্শ্ববর্তী এলাকার দিকে প্রবল ভাবে অগ্রসর হচ্ছে।

এটি আজ গভীর রাত ১২ টায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো, এবং এটি ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৬ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৬০ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৩০৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, কি ভয়াবহ ব্যাপার। আল্লাহ আকবার।

সাগর ঐ স্থানে ব্যাপক উত্তাল আছে,
ঝড়টির অগ্রভাগ ১৪ ই মে সকাল থেকে কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকা অতিক্রম শুরু করতেপারে ও ঘূর্ণিঝড় এর কেন্দ্র দুপুরের দিকে অতিক্রম শুরু করতেপারে।

কক্সবাজার সমুদ্র বন্দরে ১০ নাম্বার মহা বিপদ সংকেত চলছে bmd এর মতে, তবে ১১ নাম্বার যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত সময়ের ব্যাপার।

চট্টগ্রাম, ৮, পায়রা ৮ ও মংলা ৪ নাম্বার সংকেত চলছে।

ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্টমার্টিন দ্বীপ ভয়াবহ বিপর্যয়ের ভেতরে পড়বে।

সুপার সাইক্লোন মোখা কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকার দিকে এগোচ্ছে।
এবং সম্পূর্ন অতিক্রম করতে আগামীকাল সকাল ৮ টা হতে সধ্যা রাত হয়ে যেতেপারে।
মানে ঐসকল এলাকায় দীর্ঘ সময় ঝড়ের তান্ডবলীলা চলতেপারে।

চিত্রে লাল চিহ্নিত এলাকা প্রচুর ঝুকিপূর্ণ , কক্সবাজার, বান্দরবান জেলা ও চট্টগ্রাম উপকূল ও সন্দ্বীপ, মহেশখালি কুতুবদিয়া সেন্টমার্টিন টেকনাফ এইসকল এলাকার সকলকে আজ সকালের আগেই নিরাপদ স্থানে সরে পড়া আবশ্যক। আছ্রয় কেন্দ্রে ও বড় বিল্ডিং।
এখানে টেকনাফ, কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় ২০০ থেকে ২৫০ কিলোমিটার বা তারও অধিক বাতাসের অধিক বেগে দমকা ও ঝড়ো হাওয়া হতেপারে। সাথে ১৫ থেকে ২৫ ফুট উচ্চ জলোচ্ছ্বাস।
ও প্রবল বৃষ্টি ( ৩০০ মিলিমিটার এর আশেপাশে।)
ও চট্টগ্রাম উপকূল ও সন্দ্বীপ এলাকায় ঘন্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝড়ো বাতাস হতেপারে ও ১২ থেকে ১৮ ফুট উচ্চ জলোচ্ছ্বাস। ও ৮০ থেকে ১৫০ মিলিমিটার রেইন।

কমলা চিহ্নিত স্থান ঝুকিপূর্ণ , রাঙ্গামাটি, চট্টগ্রাম জেলার পূর্বঅঞ্চল, ফেণী, নোয়াখালী, ভোলা, হাতিয়া, পটুয়াখালী ও এর পার্শ্ববর্তী এলাকা।
এখানে যারা আছেন তারা আগামীকাল দুপুরের আগে মোটামুটি নিরাপদ আছ্রয় স্থানে চলে যাবেন।
এইসকল এলাকায় ঘন্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বাতাস হতেপারে। ও ৫ থেকে ১০ ফুট উচ্চ জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতেপারে।
মাঝারি মানের বৃষ্টির ( ৩০- ৭০ মিমি) সম্ভাবনা আছে।

হালকা ঝুকিপূর্ণ স্থান, হলুদ রং করা স্থান, যেমন, খাগড়াছড়ি, কুমিল্লা, লক্সীপুর, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, মংলা, দক্ষিণ খুলনা, দক্ষিণ সাতক্ষীরা, দক্ষিণ পিরোজপুর,
এখানে কাউকে নিরাপদ স্থানে যেতে হবেনা, তবে সাগরে না থাকলেই হলো, এইসকল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেপারে।

নিরাপদ স্থান : সবুজ চিহ্নিত এলাকা। সম্পুর্ন পশ্চিমবঙ্গ, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ।
খুলনা বিভাগ ও উত্তর বরিশাল বিভাগ, এইসকল এলাকায় মোখার কোন প্রভাব তেমন পড়বে না, শুধুমাত্র আকাশ আংশিক মেঘলা থাকতেপারে। বৃষ্টির সম্ভাবনা কম।

আজ রাত চট্টগ্রাম বিভাগ প্রায় নিরাপদ থাকলেও

আগামীকাল ১৪ ই মে সকাল ৬ টার পর থেকে পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ রুপ নিতেপারে এবং ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত একটানা ঝড়ের টান্ডবলীলা চলতেপারে।

চরম ঝুকিপূর্ণ এলাকায়, সবাই মোবাইল চার্জ করে রাখুন, এবং সকল প্রয়োজনীয় জিনিসপত্র যথাসম্ভব নিরাপদ স্থানে গুছিয়ে সরিয়ে রাখুন।
পোস্ট টি দ্রুত শেয়ার করে সকলকে জানিয়ে দিন, হয়তোবা আক্রান্ত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যেতেপারে।

ধন্যবাদ :

সূর্য বছরের ১২ মাসে কেমন দিক দিয়ে ওঠে দেখুন।সময়ের সাথে সাথে সূর্যাস্ত ও সূর্যোদয় এর স্থান ও সময় পরিবর্তন হয়।ছবি : সংগৃহী...
10/05/2023

সূর্য বছরের ১২ মাসে কেমন দিক দিয়ে ওঠে দেখুন।
সময়ের সাথে সাথে সূর্যাস্ত ও সূর্যোদয় এর স্থান ও সময় পরিবর্তন হয়।
ছবি : সংগৃহীত।

এ গাড়ি একদিন হলেও চালিয়েছেন,এমন ড্রাইভারকে দেখতে চায় জাতি।
07/05/2023

এ গাড়ি একদিন হলেও চালিয়েছেন,
এমন ড্রাইভারকে দেখতে চায় জাতি।

রাতে গাছের ডালে ঘুমন্ত চড়ুই পাখি..!
06/05/2023

রাতে গাছের ডালে ঘুমন্ত চড়ুই পাখি..!

এটার মানে শুধু মাত্র ৯০ দশক এর ছেলে মেয়েরাই বুঝতে পারবে
05/05/2023

এটার মানে শুধু মাত্র ৯০ দশক এর ছেলে মেয়েরাই বুঝতে পারবে

Address

Sylhet
3175

Website

Alerts

Be the first to know and let us send you an email when অজানা তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অজানা তথ্য:

Videos

Share

Our Story

আমাদের চারপাশে প্রতিদিন ঘটে যায় নানান ঘটনা। এরমধ্যে কোন কোন ঘটনা হয়ে উঠে আলোচিত সংবাদ, হয়ে উঠে শিরোনাম। অনেক সময় অনেক অসংগতি, অন্যায়, দুর্নীতি-নিপীড়ন মূলধারা মিডিয়াতে প্রকাশিত হয় না পেশাদার সাংবাদিকদের দুর্নীতি কিংবা প্রশাসনের বাঁধার কারণে। কিন্তু, মুক্ত গণমাধ্যমে যখন আপনি নিজেই সাংবাদিক, তখন সেসব ঘটনা প্রচারে কোন বাঁধা নেই। আপনার সামনে ঘটে যাওয়া ছোটখাট কোন ঘটনা শেয়ার করুন আমাদের সাথে, জানান আমাদের। প্রয়োজনে হাতের মোবাইলটি দিয়ে তুলে ফেলুন একটা ছবি অথবা করে ফেলুন একটা ভিডিও আর পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে অথবা ইমেইলে। প্রচারের দায়িত্ব আমাদের। নিরাপত্তার সমস্য হলে আমাদেরকে আগেই জানিয়ে রাখুন। আমরা আপনার নাম প্রকাশ থেকে বিরত থাকব। সমাজ পরিবর্তনের জন্য শুরু করুন আপনার সাংবাদিকতা, নিজেই হয়ে উঠুন সাংবাদিক।