Rick Computech Editing

Rick Computech Editing Shamsul Haque

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন দক্ষিণ সুরমার সবার পরিচিত ও উজ্জ্বল ব্যক্তিত্ব সিলাম শেখপাড়া নিবাসী জনাব মুদাব্বির...
01/06/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন
দক্ষিণ সুরমার সবার পরিচিত ও উজ্জ্বল ব্যক্তিত্ব সিলাম শেখপাড়া নিবাসী জনাব মুদাব্বির হোসেন সাহেব (আমার চাচাতো ভাই) ইন্তেকাল করেছেন। 😭😭

মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর ২ ঘটিকার সময় সিলাম চকের বাজার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

জনাব মুদাব্বির হোসেন ছিলেন সিলেটের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, সিলেট দলিল লেখক সমিতির সাবেক সভাপতি, ড: মুক্তাদির একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিলাম চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, জামেয়া ক্বোরআনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, সিলাম শাহী ইদগাহ পরিচালনা কমিটির সভাপতি, জনাব মুদাব্বির হোসেন শুক্রবার রাত ২:৪৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করি,উনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং তার নেক আমলগুলো কবুল করে নিবেন।
আল্লহুম্মা আমীন।🤲🤲

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন দুনিয়ার সফর সমাপ্ত করে মহান রবের জিম্মায়,      😭😭জনাব মুদ্দাবির হোসেন 😭😭সিলেটের একজ...
01/06/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন

দুনিয়ার সফর সমাপ্ত করে মহান রবের জিম্মায়,
😭😭জনাব মুদ্দাবির হোসেন 😭😭

সিলেটের একজন বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, শিক্ষা, দ্বীনি শিক্ষা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য। দক্ষিণ সুরমার সবার পরিচিত ও উজ্জ্বল ব্যক্তিত্ব সিলাম শেখপাড়া নিবাসি জনাব মুদ্দাবির হোসেন (আমার চাচাতো ভাই) কিছুক্ষন আগে এম,এ,জি ওসমানী মেডিকেল এন্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। জানাজার নামাজ পরে জানানো হবে।

আরশের মালিক প্রিয় রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি,উনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং তার নেক আমলগুলো কবুল করে নিবেন।
শোকার্ত পরিবারের সকলকে উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আল্লহুম্মা আমীন।🤲🤲

মাজার পূজারী ভণ্ড গিয়াস উদ্দীন তাহেরীভণ্ড গিয়াস উদ্দীন তাহেরীর শাইখ আহমাদুল্ললাহর পেছনে লাগার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু...
17/05/2024

মাজার পূজারী ভণ্ড গিয়াস উদ্দীন তাহেরী

ভণ্ড গিয়াস উদ্দীন তাহেরীর শাইখ আহমাদুল্ললাহর পেছনে লাগার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু তায়ালার বিশেষ হিকমাহ খুঁজে পাই। মূলত এটার মাধ্যমে 'সে যে একটা ভণ্ড' বিষয়টি সাধারণ মানুষের কাছে আরো পরিষ্কার হয়ে গেছে।

সম্প্রতি কয়েক বছর ধরে কিছু বিতর্কিত মিডিয়া এই ভণ্ডটাকে প্রমোট করে আসছিল। ফলশ্রুতিতে স্বাভাবিকভাবেই কিছু মানুষ (যাদের দ্বীনি ইলম নেই) তাকে আলেম ভাবতে শুরু করে। কিন্তু শাইখ আহমাদুল্লাহকে গালাগালি করা এবং তার বিরোধিতার কারণে গিয়াস উদ্দীন তাহেরীর ভণ্ডামি সবার কাছেই সূর্যের আলোর ন্যায় সুস্পষ্ট হয়ে গেলো।

মহান আল্লাহ এ সকল ভণ্ড, প্রতারক ও ঈমান বিনষ্টকারী শাইত্বনের প্রতিনিধিদের ভয়াল থাবা থেকে সাধারণ মুসলিমদের ঈমান আমলকে পরিপূর্ণরূপে হেফাজতে রাখুন। আল্লহুম্মা আমীন |

13/05/2024

দিন ও বৎসর এর ইংরেজি জেনে নিন।

﷽ "𝐄𝐈𝐃 𝐌𝐔𝐁𝐀𝐑𝐀𝐊" ﷽"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক 🕌🌙বিএনপির ...
21/04/2024

﷽ "𝐄𝐈𝐃 𝐌𝐔𝐁𝐀𝐑𝐀𝐊" ﷽
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক 🕌🌙

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান এর সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ও কুশল বিনিময় শেষে.....

যুক্তরাজ্য জাতীয়তাবাদী দলের সভাপতি জনাব এম এ মালেক ও যুক্তরাজ্য জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি জনাব আবেদ রাজা সহ আমাদের বাসায় দুপুরের খাবার সম্পন্ন করি আলহামদুলিল্লাহ !

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও      ꧁🕌ঈদ মোবারক🕌꧂
17/04/2024

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও
꧁🕌ঈদ মোবারক🕌꧂

গলা শুকিয়ে যাবে     কিন্তু অন্তরটা আল্লাহর ভয়ে  উজ্জীবিত থাকবে              হ্যাঁ এটাই রোজা                        আলহ...
16/04/2024

গলা শুকিয়ে যাবে
কিন্তু অন্তরটা আল্লাহর ভয়ে উজ্জীবিত থাকবে
হ্যাঁ এটাই রোজা
আলহামদুলিল্লাহ !❤️❤️
মহান আল্লাহ তালা আমাদের কে প্রতিটি ফরজ রোজা রাখার তৌফিক দান করুন, আমীন। 🤲🤲

﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮a𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽🌙 Ramadan Mubarak everyone 🌙আলহামদুলিল্লাহ্‌, আবারো রমজান এলোআল্লাহর কাছে ক্ষমা ও নিয়ামত কামনা করার সম...
16/04/2024

﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮a𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽
🌙 Ramadan Mubarak everyone 🌙

আলহামদুলিল্লাহ্‌, আবারো রমজান এলো
আল্লাহর কাছে ক্ষমা ও নিয়ামত কামনা করার সময় এলো 🌙

এই রমজানে মহান “আল্লাহ” আপনার জীবনে সুখ, শান্তি সহ আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন।
রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময়।
রমজান হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত।

আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাসের পূর্ণ ফায়েজ ও বরকত লাভ করার তৌফিক দান করুন আমীন।

আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা🌙🤲

25/02/2023
এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন ...
13/02/2023

এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে। তাই যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রাখা ভালো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী।

Address

Sylhet

Telephone

+8801711323370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rick Computech Editing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share