08/12/2024
আমাদের এলাকায় প্রচন্ড শীত পড়েছে! বিগত সময়ে ব্যারিস্টার সুমন শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করতেন, সেক্ষেত্রে অনেক সমালোচনার মুখোমুখি হতেন! এখন এলাকায় অনেক নেতাদের আনাগোনা,। সামনে নির্বাচনও আছে, তাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কম্বল না পারেন, একটা চাদর হলেও নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ান।