Mr. Raju

Mr. Raju Allah is the best planner. YouTube Channel: RIR Vlog
(57)

νєяу ємσтισηαĻ.¢υяισυѕ αвσυт ωαт¢нιηg
тν ηєωѕ αηđ ѕρσятѕ, ρĻαуιηg gαмєѕ
(¢яι¢кєт, вαđмιηтση), ιηтєяηєт вяσωѕιηg,
тяανєĻιηg єт¢.
ѕкιĻĻѕ:-
νєяу єηєяgєтι¢ яєѕυĻт σяιєηтєđ αηđ σяgαηιzєđ
єƒƒι¢ιєηт αηđ ωєĻĻ вєнανєđ ρєяѕση
єχтяємєĻу нαяđωσякιηg ѕєĻƒ мσтιναтєđ
αηđ αвĻє тσ ωσяк ιηđєρєηđєηтĻу ιη α
тєαм єηνιяσηмєηт υηđєя ѕυρєяνιѕιση
кєєρ єχ¢єĻĻєηт ιηтєя ρєяѕσηαĻ яєĻαтισηѕ ωιтн ¢σĻĻєαgυєѕ αηđ яєαđу тσ нєĻρ тнєм.

কাফনের কাপড় কি আজব তাই না? যে এটি তৈরি করেছে সে আবার এটি বিক্রি করে দেয়! যে কিনলো সে এটি ব্যবহারই করল না!যে ব্যবহার কর...
15/10/2024

কাফনের কাপড় কি আজব তাই না?
যে এটি তৈরি করেছে সে আবার এটি বিক্রি করে দেয়!
যে কিনলো সে এটি ব্যবহারই করল না!
যে ব্যবহার করল তার এ ব্যাপারে কোন ধারণাই নেই!

মৃত্যুর কথা এই মুহূর্তে একবার চিন্তা করুন হয়তো আপনি একটি গুনা করা থেকে দূরে চলে আসতে পারেন।

©️ Mr. Raju

আল্লাহ তাআলার বিশালতা বুঝতে শুধু অন্তর চক্ষু প্রয়োজন।
29/09/2024

আল্লাহ তাআলার বিশালতা বুঝতে শুধু অন্তর চক্ষু প্রয়োজন।

সব সময় হিসাবটা এরকম হওয়া উচিত ছিল।
13/09/2024

সব সময় হিসাবটা এরকম হওয়া উচিত ছিল।

বিশ্বাস করো আমি যেতে চাইনি আমাকে পাঠিয়ে দেয়া হয়েছে।।।এখন শেষ পরিণতির জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন।
23/08/2024

বিশ্বাস করো আমি যেতে চাইনি আমাকে পাঠিয়ে দেয়া হয়েছে।।।

এখন শেষ পরিণতির জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন।

21/08/2024

আলমগীর ভাইয়ের অদ্ভূত স্বাদের খিচুরী খেতে চলে আসলাম সিলেটের হেতিমগঞ্জ বাজারে।

সিলেট শহর থেকে মাত্র ৩০ মিনিটের দূরুত্বে আসলেই এত স্বাদের খিচুরী পাওয়া যায় তা জানাই ছিল না। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে চলে আসলাম আলমগীর খিচুরী খেতে।

বিস্তারিত ভিডিও থেকে জেনে নিন।

#হেতিমগঞ্জ
#খিচুরী

21/08/2024

চা খেতে একটা হঠাৎ ইচ্ছা অনুভব করা স্বাভাবিক। চা একটি স্বাদসঙ্গত এবং উত্তেজনাপ্রদ পানীয় যা অনেকের জন্য মনোরম এবং রাজকীয় আনন্দ সৃষ্টি করে। চা সাধারণত তাপমাত্রা নির্দিষ্ট করে এবং মনের শান্তি ও সান্ত্বনা বৃদ্ধি করে।

যদি আপনার হঠাৎ চা খেতে ইচ্ছা হয়, তবে এটা আপনার শরীরের একটি সাধারণ প্রতিক্রিয়া হতে পারে। চা বিভিন্ন উপাদান যেমন ক্যাফিন, থেওফিলিন এবং লেথারিন সহ ধাতুগুলি ধারণ করে যা মনোরম এবং উত্তেজনাপ্রদ প্রভাব জনিত করতে পারে। এই উপাদানগুলি শরীরের সার্কাডিয়ান সিস্টেমের পরিবর্তন সৃষ্টি করে এবং সচেতনতা ও জাগরূকতা বৃদ্ধি করে।

#বাইকরাইড #তিন্দুরোডেবাইকরাইড #বাইকরাইডশেয়ারিংকেমন #ঢাকাটুজাফলংবাইকরাইড #৯৩২কিলোমিটারবাইকরাইড #রাতেকিভাবেবাইকরাইডকরব #পেশাহিসেবেবাইকরাইডশেয়ারকেমন #যেকাগজপত্রসাথেরাখতেহবেবাইকরাইডকরারসময় #বাইক #চট্টগ্রামনগরেবেড়েছেবাইকরাইডশেয়ারিংএরচাহিদা #তিনবছরেরছেলেকেনিয়ে186kmবাইকরাইডকেমনকাটালাম #মটরবাইক #যখনরাতেবাইকভ্রমণেযাই #ভয়ংকরবাইকভ্রমণ #ইচ্ছেবাইকার #রাতেরবেলাবাইকচালানোরনিয়ম #রাতেরবেলাবাইকচালানোরপরামর্শ। #চাএরনেশা #চা #বন্ধুরচাএরনেশাউঠছে #এইগরমেওকাটেনিচাএরনেশা #চায়েরনেশা #চাএরঅপকারিতা #নেশা #নেশা2, #অতিরিক্তচায়েরনেশা #নেশাদ্রব্যেরনাম #ওষুধদিয়েনেশা #ফেনসিডিলনেশা #নেশারপরিনাম #আমিনেশাখাইনাই #রাজাচা #মালাইচা #আমারেনেশাকরতেদে #কিকিওষুধদিয়েনেশাহয় #ওরেনেশাআমায়খাইছেরে #চামানেইরাজধানী #রঙচা #নেশাথেকেমুক্তিপাওয়ারউপায় #দুধচা #চাজীবন #সেরাচা #ওরেনেশাআমায়খাইছেরেআমিনেশাখাইনাইবাদামচা #চাvsকফি #লিকারচা

20/08/2024

দেখে আসুন ভোরের সিলেট।

#মৌলভীবাজার #সিলেট #সিলেটের #সকালেরসিলেট #ভোরেরসিলেট #আমাদেরসিলেট #পাঁচভাইরেস্টুরেন্টসিলেট

19/08/2024

সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যাদের হাতে দেশটা তুলে দেয়া হয়েছিল এত বড় দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছিল তাদের দেশপ্রেম টা নেই। দেশপ্রেম থাকলে দেশকে এভাবে কেউ খোকলা করে দিতে পারে না। একজন মানুষ তার জীবন দশায় কি পরিমাণ অর্থ খরচ করতে পারে? দেশ থেকে এতো এতো টাকা পাচার করেও তারা ক্ষান্ত হয়নি বরং আরো জনগণের বুকের উপর ভর করে টাকা পাচারের ব্যাপারে অগ্রসর হতে চেয়েছিল। একজন মানুষের জীবনে কত লক্ষ কত কোটি কত শত কোটি কত হাজার কোটি টাকার প্রয়োজন সেটা আমি জানিনা তবে বেঁচে থাকার জন্য মিনিমাম টাকা পয়সা যা দরকার তা দেশের ৮০ শতাংশ মানুষেরও নেই।

এর দায় একমাত্র তাদেরকেই নিতে হবে যারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে আবারও ম্যাছাকার করতে চেয়েছিল।

টাঙ্গুয়ার হাওর ভ্রমণের ১০টি টিপস ও সতর্কতা-এই বর্ষা মৌসুমে আপনি হয়তো টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পরিকল্পনা করছেন। কারণ বর্ষাক...
26/07/2024

টাঙ্গুয়ার হাওর ভ্রমণের ১০টি টিপস ও সতর্কতা-

এই বর্ষা মৌসুমে আপনি হয়তো টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পরিকল্পনা করছেন। কারণ বর্ষাকাল হাওর ভ্রমণের উত্তম সময়। এসময় জলমগ্ন হাওরের পর্যটন স্পটগুলো ছবির মতো সুন্দর হয়ে উঠে। আজকে আপনাদের সাথে হাওর ভ্রমণ সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করবো।

১. হাওর ভ্রমণ আরামদায়ক হওয়ার জন্য প্রথমেই দরকার আপনার বাজেটের মধ্যে ভালো একটা হাউজবোট। ভালো হাউজবোট কিন্তু বেশি টাকার উপর নির্ভর করেনা। সবচেয়ে বেশি দাম এবং সবচেয়ে কম দাম, দুই ধরণের বোট এভয়েড করাই ভালো। মাঝামাঝি দামের বোট বাছাই করতে পারেন।

২. হাওরের ট্যুর হয় ১ রাত ২ দিনের। এক রাত থাকার জন্য অতিরিক্ত বাজেটের বোটের কোনো প্রয়োজন নেই। আবার একেবারে লো-কোয়ালিটির হাউজবোটও বাছাই করতে যাবেননা। তাতে আপনার ট্যুরের বারোটা বেজে যাবে।

৩. তাহিরপুরের অনেক লোকাল লোকজন তাদের ট্রেডিশনাল বোটকে ভেঙে কেবিন সিস্টেম করে হাউজবোট নাম দিয়ে দিছে। এসব বোট হাউজবোট নামের কলঙ্ক। এসব বোট মালিক আপনার কাছে দাম চাইবে ৩/৪/৫ হাজার টাকা জনপ্রতি। কিন্তু তাদের সার্ভিস কোয়ালিটি ১৫০০ টাকা মানের। সম্ভব হলে তাহিরপুর/মধ্যনগরের লোকাল বোট এভয়েড করুন।

৪. কিছু চটকদার কথা, যেমন- "আর মাত্র ৩টি কেবিন ফাঁকা আছে" কিংবা "ক্যান্সেলজনিত কারণে ৫ জনের ক্যাপাসিটি ফাঁকা আছে" এসব কথায় কান দিবেন না। প্রকৃতপক্ষে তার একজন গেস্টও হয়নি। আপনিই হয়তো প্রথম বুকিং দিবেন।

৫. কিছু ধান্ধাবাজ লোকজন আছে, যারা আপনাকে সুনামগঞ্জ থেকে রিসিভ করবে বলে বুকিং নেয়। পরে ট্যুরের দিন এটা সেটা কারণ দেখিয়ে তাহিরপুর থেকে বোটে উঠায়। এক্ষেত্রে বুঝে নিবেন, আপনাকে অবশ্যই লোকাল বোট গছিয়ে দিচ্ছে। প্রকৃতপক্ষে যিনি বুকিং নিয়েছেন তিনি বোট মালিকই না, তিনি মিডলম্যান। এক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন।

৬. যাদুকাটা নদীতে চোরা স্রোত আছে। কারণ শুকনো মৌসুমে নদী থেকে পাথর উত্তোলনের কারণে নদীতে পানির নিচে অনেক বড় বড় গর্ত হয়ে যায়। সেখানে তীব্র স্রোত থাকে, যা উপর থেকে বোঝা যায়না। আপনি সাঁতার জানলেও লাইফ জ্যাকেট ছাড়া যাদুকাটা নদীতে নামবেন না।

৭. বোট বুকিং করার সময় হিডেন কস্টগুলো জেনে নিবেন। অনেক বোট আপনাকে টেকেরঘাট থেকে অটোরিকশায় যাদুকাটা নদী বারিক্কা টিলা শিমুল বাগান ঘুরিয়ে আনবে। এই কাজটা করে মূলত হাজবোটের তেল খরচ বাচানোর জন্য। বুকিংয়ের সময় নিশ্চিত হয়ে নিন যাদুকাটা নদীতে সরাসরি নৌকা যাবে, নাকি আপনাকে অটোরিকশায় নিয়ে যাবে?

৮. অনেক বোট আছে তাদের পর্যাপ্ত লোক না হওয়ায় শেষ মূহুর্তে আপনার ট্যুর ক্যান্সেল করে দিবে। বুকিংয়ের সময় ভালোভাবে জেনে নিবেন এই বিষয়ে। তাছাড়া বুকিংয়ের পর আপনার ব্যক্তিগত কারণেও ট্যুর ক্যান্সেল করতে হতে পারে। এক্ষেত্রে বুকিংয়ের আগেই ভালোভাবে ক্যান্সেলেশন পলিসি জেনে নিবেন।

৯. জেনারেটর হয়তো ২৪ ঘন্টা চালানো সম্ভব হয়না। কিন্তু কতক্ষণ জেনারেটর সর্ভিস দিবে এটা বুকিংয়ের আগে জেনে নিবেন। রাতে ৮ ঘন্টা ও দিনে ৬ ঘন্টা জেনারেরটর সার্ভিস হচ্ছে স্ট্যান্ডার্ড। বাকি সময় হয়তো আপনি বিভিন্ন স্পটে ঘুরে বেড়াবেন।

১০. হাওরের মেইন সৌন্দর্য থাকে ৮০ থেকে ৮৫ দিন। এই ৮৫ দিনের মধ্যে হাওর ভ্রমণের চেষ্টা করুন। সময়কালটা হচ্ছে শ্রাবণ মাসের ১ তারিখ থেকে আশ্বিনের ২৫ তারিখ। অর্থাৎ জুলাই মাসের ১৫ তারিখ থেকে অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত। এর আগে কিংবা পরে গিয়ে হাওরের আসল সৌন্দর্য উপভোগ করা সম্ভব না।

যেকোনো প্রয়োজনে টুরিস্ট পুলিশের সহায়তা নিন। আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন পোস্টের কমেন্ট বক্সে। ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন।

Mr. Raju Sheikh Express BD Facebook Sylhet Voice of Sylhet

🇧🇪বেলজিয়াম ভিজিট ভিসা🇧🇪===================বর্তমানে বাংলাদেশি পাসপোর্টে বেলজিয়ামের ভিজিট ভিসা হচ্ছে।  আপনি সঠিক নিয়মে জমা...
04/07/2024

🇧🇪বেলজিয়াম ভিজিট ভিসা🇧🇪
===================
বর্তমানে বাংলাদেশি পাসপোর্টে বেলজিয়ামের ভিজিট ভিসা হচ্ছে। আপনি সঠিক নিয়মে জমা দিলে ভিজিট ভিসা পেতে পারেন। নিচে কিছু দিকনির্দেশনা দিয়ে দিলামঃ-
বেলজিয়ামের ভিজিট ভিসা আবেদন প্রক্রিয়া সাধারণত বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিচে ধাপে ধাপে বেলজিয়ামের ভিজিট ভিসার আবেদন প্রক্রিয়া বর্ণনা করা হলো:
🔰প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতি:
❗️আবেদনপত্র: ভিসার জন্য একটি পূর্ণাঙ্গ আবেদনপত্র পূরণ করুন।
❗️পাসপোর্ট: কমপক্ষে ছয় মাসের মেয়াদ সহ বৈধ পাসপোর্ট।
❗️ছবি: সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি।
❗️ফ্লাইট বুকিং: আপাতত বুক করা রিটার্ন টিকিট।
❗️হোটেল বুকিং বা আমন্ত্রণ পত্র: থাকার ব্যবস্থা সংক্রান্ত প্রমাণপত্র।
❗️ট্রাভেল ইন্স্যুরেন্স: যেটা শেনজেন ভিসার শর্তাবলী পূরণ করে।
❗️ব্যাংক স্টেটমেন্ট: শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
❗️আর্থিক সামর্থ্য প্রমাণ: আপনার আর্থিক সামর্থ্য প্রমাণ করার জন্য প্রয়োজনীয় দলিল।
❗️কর্মসংস্থান প্রমাণপত্র: কাজের স্থায়িত্ব প্রমাণের জন্য কর্মসংস্থান প্রমাণপত্র।
❗️ভ্রমণ পরিকল্পনা: ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা।

🔰অনলাইন অ্যাপয়েন্টমেন্ট:
❗️বেলজিয়ামের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।

🔰ভিসা আবেদন জমা:
❗️নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্র সহ ভিসা আবেদন সেন্টারে উপস্থিত হয়ে ভিসা আবেদন জমা দিন।

🔰ভিসা ফি প্রদান:
❗️ভিসা ফি প্রদান করুন। ভিসার ফি এবং প্রক্রিয়াকরণ ফি আলাদা হতে পারে।

🔰বায়োমেট্রিক ডাটা প্রদান:
❗️ভিসা আবেদনকালে বায়োমেট্রিক ডাটা (আঙুলের ছাপ এবং ছবি) প্রদান করতে হতে পারে।

🔰ভিসা আবেদন প্রক্রিয়াকরণ:
❗️আপনার ভিসা আবেদন প্রক্রিয়াকরণ শুরু হবে এবং প্রয়োজন হলে অতিরিক্ত তথ্য বা সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে।

🔰ভিসা সংগ্রহ:
❗️আপনার ভিসা আবেদন অনুমোদিত হলে, আপনি ভিসা সেন্টার থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হতে পারে।

🔰ভিসা প্রত্যাখ্যান:
❗️যদি ভিসা আবেদন প্রত্যাখ্যান হয়, তবে আপনি কারণ জানতে পারবেন এবং পরবর্তীতে পুনরায় আবেদন করতে পারেন।

♦️নোট: ভিসা আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে, তাই সর্বদা সংশ্লিষ্ট দূতাবাস বা ভিসা সেন্টারের ওয়েবসাইট থেকে আপডেট তথ্য সংগ্রহ করুন।

Sheikh Express BD Mr. Raju Facebook Sylhet Voice of Sylhet

দৃষ্টি আকর্ষণ নোটিশ ✔️✔️আপনার আশে পাশে কোন শিশুর হার্ট এর সমস্যা থাকলে এবং  বয়স ২ বছর উর্ধ্বে শিশু রোগীর জন্মগত হার্টের ...
03/07/2024

দৃষ্টি আকর্ষণ নোটিশ ✔️✔️
আপনার আশে পাশে কোন শিশুর হার্ট এর সমস্যা থাকলে এবং বয়স ২ বছর উর্ধ্বে শিশু রোগীর জন্মগত হার্টের ছিদ্র থাকলে জরুরি যোগাযোগ করুন।
চিকিৎসাসেবা সম্পূর্ণ ফ্রী....মোবাইল: রিসিপসন ০১৭৮৭৪৮৭১১৭📞
ডা: ফারজানা তাজিন০১৭১৬৬৮৫০৬০📞
১৬ আগষ্টের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেট
এর রিসিপশন কাউন্টার এ যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

সবার কাছে অনুরোধ রইলো শেয়ার করে দিন আপনার টাইমলাইনে যদি কেউ সেবা নিতে পারে তাহলে সেই নেক কাজের ভাগীদার আপনি হবেন।
🟥⬛

কানাডা ভিজিট ভিসা নিয়ে সমগ্র সিলেটজুড়ে যে হাইপ উঠেছে, তাতে কিছু খুবজরুরি বিষয় জানা প্রত্যেক সিলেটী-বাংলাদেশীর জানা প্রয়ো...
01/07/2024

কানাডা ভিজিট ভিসা নিয়ে সমগ্র সিলেটজুড়ে যে হাইপ উঠেছে, তাতে কিছু খুবজরুরি বিষয় জানা প্রত্যেক সিলেটী-বাংলাদেশীর জানা প্রয়োজন মনে করছি। গ্রুপের সাথে অপ্রাসঙ্গিক হলেও প্রতারণা থেকে, বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য এই বিষয়গুলো প্রত্যেক কানাডা-ভিজিট প্রত্যাশীর জানা প্রয়োজন মনে করছি।
……………………………………….
কানাডা ভিজিট ভিসা যাঁরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে করাচ্ছেন, তাঁরা মনে চাইলে তিনটা বিষয়ে সতর্ক থাকবেন। যদি মনে না চায়, তাহলে আমারে দুইটা গালি দিয়া চলে যান, মাইন্ড করবো না।
০১. UCI Number of Client ID
এই নাম্বারটা আপনাকে যখন কানাডিয়ান অথরিটি (IRCC) আপনাকে প্রভাইড করবে, তখন আপনার জানা থাকা উচিত যে, এই নাম্বার আপনি মরে গেলেও আর চেঞ্জ হবে না। ভিজিটে রিফিউজ খান আর সাকসেসফুল হন, পরবর্তীতে আপনার এই নাম্বার লাগতেই পারে। ভিজিটে না হয়ে যদি পরে আপনার বা আপনার সন্তানের জন্য স্টাডি পারমিটে এপ্লাই করতে চান, তাহলে এই নাম্বার লাগবে। আপনি যদি এটা হারিয়ে ফেলেন, তাহলে কী পরিস্থিতির উদ্ভব হবে আল্লাহ মালুম।
সেজন্য নাম্বারটা আপনার এজেন্সির কাছ থেকে বা আপনার VFS-এ জমা দেওয়া ফাইল থেকে সংরক্ষণ করে রাখুন।
০২. লগিন এক্সেস:
লগিন এক্সেসকে তিন ভাগে ভাগ করা যায়।
* ইমেইল ও ইমেইলের পাসওয়ার্ড
* আবেদনকৃত ওয়েবসাইটের ইউজারনেম ও পাসওয়ার্ড
* ওয়েবসাইটে দেওয়া সিকিউরিটি কুয়েশ্চনগুলোর আনসার।
উপরে দেওয়া এই বিষয়গুলোর এক্সেস যদি আপনার কাছে না নিতে পারেন, ইভেন ভিসা হবার পরও, তাহলে ঝামেলায় পড়া লাগতে পারে। আর যদি এজেন্সির অযোগ্যতায় ভিসা না হয়, এবং আপনি পুনরায় এপ্লাই করতে চান, তাহলেও তো এগুলো লাগবেই। মনে রাখবেন, কোনো কম্পিউটার এক্সপার্ট বা ইমিগ্রেশনের কোনো বড়কর্তারও আপনাকে হেল্প করার মুরোদ থাকবে না, যদি এগুলার এক্সেস আপনার কাছে না থাকে। এগুলো অন্যের কাছে থাকা মানে আপনার কাছে আসলে কিছুই নেই, আপনি জাস্ট-এ-বোগাস।
০৩. ডকুমেন্টেশনের কপি:
খুব স্বাভাবিক ব্যাপার এটা যে, কোনো এজেন্সি যদি তার ডকুমেন্টেশন সিস্টেম কাস্টমারদের দিয়ে দেয়, এবং সেই ডকুমেন্টস অন্য এজেন্সির হাতে পড়ে, তাহলে তাদের সিক্রেট বলে কিছুই থাকবে না। ইভেন, কাস্টমার নিজেই যদি একটা এজেন্সি খুলে বসতে চায়, তাহলে দুতিনটা সেক্টরের কয়েকটা এক্সপার্ট লোক হায়ার করতে পারলেই ওইটা সম্ভব, ডালভাত একটা ব্যাপার।
কিন্তু, একজন সাধারণ এপ্লিক্যান্ট হিসেবে আপনার অধিকার আছে, এবং এটা জরুরি ব্যাপারও যে, আপনার কী কী সহায়-সম্পত্তি দেখানো হলো, কীভাবে দেখানো হলো, আপনার এডিশনাল ডকুমেন্টস (কো-কারিকুলার এক্টিভিটিজ) যা যা দেখানো হলো, সেগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকার দরকার আছে। নাহলে ভিসা হয়ে গেলেও ইমিগ্রেশনে আপনি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আর যদি ভিসা না হয়, এবং আপনি অন্য কোনো এজেন্সির মাধ্যমে আবারও আবেদন করতে চান (আমি আপনাকে এজেন্সি পাল্টাতে বলছি না, তবে যদি এজেন্সি রি-এপ্লাই করতে গড়িমসি করে বা খারাপ ব্যবহার করে, তাহলে তো সাধারণ মানুষেরও মাথা বিগড়ায়), অথবা ধরেন আপনি পরবর্তিতে স্টাডি ভিসায় এপ্লাই করতে চান, সেক্ষেত্রে তো আপনার সেইম ডকুমেন্টস হাতে থাকা লাগবে। নাহলে আগের ডকুমেন্টে দেখা গেলো, আপনি সিলেট শহরে তিনটা বিল্ডিংয়ের মালিক, আবার পরের ডকুমেন্টে দেখা গেলো, দিরাই-শাল্লার হাওরে দুইশো একর জমির মালিক আপনি; দুইটা এপ্লিকেশনে এরকম পরস্পরবিরোধীতা যখন দেখা যাবে, তখন স্বাভাবিকভাবেই আপনার ভিসা হবে কিনা, সে ব্যাপারে সন্দিহান হয়ে পড়া খুবই স্বাভাবিক।
আমার তিনটা এজেন্সিতে কাজের অভিজ্ঞতা বলে, যেকোনো এজেন্সিতে গেলেই তারা পয়লা জিজ্ঞেস করে, উদ্দীষ্ট দেশে আপনার কোনো রিফিউজ আছে কিনা। থাকলেও এপ্লাই করা যাবে, যদি আপনি ডাটা দিতে না পারেন। ডাটা দিতে না পারলে এজেন্সির প্রচেষ্টা জাস্ট একটা পণ্ডশ্রম হিসেবে পরিগণিত হবে, যে পরিস্থিতিতে কেউই পড়তে চাইবে না।
******************************************************
সো, এই পরিস্থিতিতে আমার সাজেশন কী?
সাজেশন হলো, আপনি যে এজেন্সির মাধ্যমেই ভিজিটের জন্য এপ্লাই করেন না কেন, আগেভাগেই শর্ত জুড়ে দেন, প্রয়োজনে ডিড-ডকুমেন্ট করেন যে, আপনাকে এই ডাটাগুলা যেন তারা প্রভাইড করে। না করলে যে এজেন্সি এগুলা দেবে, তাদের কাছে যান।
মনে রাখবেন, আপনার তথ্যে আপনার পরিপূর্ণ অধিকার আছে। আগের দুনিয়ায় জাল পাসপোর্ট বানিয়ে বিদেশ যাওয়া যেত, কিন্তু এই দুনিয়ায় পাসপোর্ট দূরে থাক, আপনার প্রত্যেকটা অতিক্ষুদ্র কাগজের টুকরাও একেকটা অ্যাম্বেসি স্টোর করে রাখতে পারে। সেই অনুমতি দিয়েই আপনি এপ্লিকেশনটা করছেন (কানাডিয়ান গভ. তো একবার বায়োমেট্রিক দিলে ১০ বছর সেটা প্রফেশনালি সংরক্ষণ করেই রাখে, না জানিয়ে আরো কত বছর রাখবে তার কী নিশ্চয়তা আছে?)।
আমি ছোটখাটো এক মানুষ, যা বুঝি তা বললাম। ভুলচুক হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ। আর ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক মানুষের তথ্য-অধিকারের পক্ষে সবসময়। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ হলেও আমি কাস্টমারকে জ্ঞানী ও বুঝদার বানানোর পক্ষে, যদিও প্রতারণা ছাড়া বড়লোক হওয়া কঠিন বিষয়। কিন্তু যখন শুনি একটা মানুষ তাঁর জমি বিক্রি করে একটা এজেন্সির হাতে বিদেশে যাবার জন্য টাকা তুলে দেয়, তখন প্রতারণা করে দ্রুত বড়লোক হবার ইচ্ছেটা পানি হয়ে যায়। প্রতারণার ১০১টা রাস্তা আমারও জানা আছে, কারো যদি শয়তানি কায়কারবারে পেইড সার্ভিস নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে একবার আকাম একটা দিয়ে দেখতে পারেন।
বাট, আল্লাহ সবাইকে সর্বোচ্চ হালাল ইনকামের তওফিক দিন। সবাইকে বুঝ দিন, ধৈর্য দিন, তওফিক দিন, যেন কোনো মানুষই আর প্রতারণার শিকার না হয়।

Sheikh Express BD

আপনি কি কানাডার ১০ বছরের মাল্টিপল এন্ট্রি  ভিসা প্রসেস করতে চান? তাহলে এই পোস্টটি কেবলই আপনার জন্য।কানাডা টুরিস্ট ভিসা র...
30/06/2024

আপনি কি কানাডার ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রসেস করতে চান?

তাহলে এই পোস্টটি কেবলই আপনার জন্য।

কানাডা টুরিস্ট ভিসা রেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জুলাই ও আগস্ট মাসে কারণ ২০২৩ সালের জুলাই ও আগস্ট মাসে প্রচুর ভিসা হয়েছে তাই এই দুই মাস প্রচুর ভিসা হওয়ার সম্ভাবনা।

কানাডায় ২০২৫ সাল পর্যন্ত ১০ লাখ মানুষ নিবে।

আমরা অনেকেই মনে করি কানাডার টুরিস্ট ভিসা পাওয়া বেশ কষ্ট সাধ্য। তবে বাস্তবতা হলো যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে এবং শক্তিশালী হয়ে থাকে তাহলে অন্যান্য দেশের তুলনায় কানাডার ভিসা পাওয়া আরও সহজ। সঠিক উপায়ে ফাইল প্রসেস হয়ে থাকলে ভিসা পাওয়ার সফলতা ইনশাআল্লাহ আসবেই।

সরাসরি সিলেটে দেখা করতে পারবেন।
মোবাইল : 0130314338 (WhatsApp)
প্রয়োজনে ঘুরে আসতে পারেন: Sheikh Express BD

Mr. Raju

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: ১. আবেদন ফরম পূরণ ✍️- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগ...
29/06/2024

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

১. আবেদন ফরম পূরণ ✍️
- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- **আবেদন ফরম প্রিন্ট**: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- **জাতীয় পরিচয়পত্রের ফটোকপি**: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- **জন্ম নিবন্ধন সনদের ফটোকপি**: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- **পূর্বের পাসপোর্টের ফটোকপি** (যদি থাকে)।
- **অন্যান্য ডকুমেন্ট**: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

৩. ফি জমা 💰
- **ফি**: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- **ফি রসিদ**: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

৪. আবেদন জমা 📬
- **আবেদন জমা**: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- **ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি**: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।
৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- **এসএমএস বা ইমেইল**: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- **সংগ্রহ**: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

#পাসপোর্ট Sheikh Express BD Facebook

অবকাশযাপনের চিন্তায় মগ্ন আমি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। Sheikh Express BD Facebook
26/06/2024

অবকাশযাপনের চিন্তায় মগ্ন আমি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

Sheikh Express BD Facebook

সবাই কেমন আছেন?
18/06/2024

সবাই কেমন আছেন?

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Raju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Raju:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Sylhet

Show All