TIMES of SUST

TIMES of SUST শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময় ও সংবাদ তুলে ধরার প্রচেষ্টায় TIMES of SUST এর পথচলা।

07/09/2024

আপনারা জেনে অবাক হবেন!
স্বর্ণা দাস সংখ্যালঘু না।
তাই তো তার ভারত ভ্রমণ দেখে কেউ কাঁদে না।

শ'হীদ মাওলানা খোবাইবের কবর।যাত্রাবাড়ী থানার সামনে পাঁচ তারিখে একটি ভিডিওতে দেখা যায় পুলিশ সাদা পাঞ্জাবি টুপি পরিহিত একজন...
07/09/2024

শ'হীদ মাওলানা খোবাইবের কবর।

যাত্রাবাড়ী থানার সামনে পাঁচ তারিখে একটি ভিডিওতে দেখা যায় পুলিশ সাদা পাঞ্জাবি টুপি পরিহিত একজন হুজুরকে লাঠি'চার্জ করে, তারপর দৌড় দিতে বলে।
ছেলেটা কিছুদূর দৌড়াতেই পিছন থেকে পুলিশ গু'লি করে। এবং ছেলে টি মাটিতে লু'টিয়ে পড়ে যায়। সেই ছেলেটিই খোবাইব।

এক‌ই মাদ্রাসায় পড়াশোনা করেছি।
আহ্, ছেলেটা সব সময় হাসি খুশি থাকেতো। তার মুখে হাসি কখনো শেষ হতো না। কেউ তাকে আঘাত করলেও হাসতো। আজ সেই হাসি মাখা চেহারা টা আমাদের মাঝে আর নেই।

খোবাইব, তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নেন। আমীন।

©Kazi Maksudur R. Shamim

আপনাদের আশেপাশে থাকা বস্ত্রহীন দের বস্ত্র দান করুন 🥱🤦
06/09/2024

আপনাদের আশেপাশে থাকা বস্ত্রহীন দের বস্ত্র দান করুন 🥱🤦

05/09/2024

ভারতের মৌমিতার জন্য মোমবাতি প্রজ্জ্বলন করে ফেলছিলেন আপনারা,

অথচ স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে।

এই মেয়েটার বয়স কত ছিলো জানেন? ১৪ বছর।

মেয়েটার একটা ছবি পত্রিকাতে এসেছে। বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া। স্বর্ণার স্কুলের টিচার জানিয়েছেন, স্বর্ণা খুব ভালো ছাত্রী ছিলো। খেলাধুলা আর ছবি আঁকাতেও সে খুব ভালো ছিলো।

জাতীয় সঙ্গীত নিয়ে কিছু বললে আপনার মন খারাপ হয়। কারণ এই গানের "মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি" লাইনটা আপনার প্রিয়।

আপনার দেশের ১৪ বছরের একটা বাচ্চা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে। লা*শ নিয়ে গেছে। এরচে মলিন বদন একটা দেশের জন্য আর কিছু পারে?

কিন্তু আপনার আমার চোখে অশ্রুটা কই?

নাকি আমাদের অশ্রু এতোটাই দামী যে গ্রামের এক সাধারণ কিশোরী, স্বর্ণা দাসের জন্য ঐটা খরচ করা যায় না?

©

যখন কেউ আমাকে বলে ‘আপনাকে অনেক মেয়েই গোপনে গোপনে স্টক/পছন্দ করে’ :Fact: Check Comment
04/09/2024

যখন কেউ আমাকে বলে ‘আপনাকে অনেক মেয়েই গোপনে গোপনে স্টক/পছন্দ করে’ :

Fact: Check Comment

উপাচার্য নিয়োগ হওয়ার আগ পর্যন্ত শাবিপ্রবির  প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক। (ডিন: স্কুল...
02/09/2024

উপাচার্য নিয়োগ হওয়ার আগ পর্যন্ত শাবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক। (ডিন: স্কুল অব ফিজিক্যাল সায়েন্স)

শীগ্রই ক্যাম্পাস খুলছে …

01/09/2024

গরীব মানুষের আবার চিঠি!
মাঝেমধ্যে গ্রামীণফোন যে ম্যাসেজ দেয় এই অনেক...

মারক এর আত্মপ্রকাশ.....
31/08/2024

মারক এর আত্মপ্রকাশ.....

31/08/2024

জুলাই-অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড আমি, লাউড & ক্লিয়ার ✊

দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন চাই!!
30/08/2024

দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন চাই!!

28/08/2024

পোলাপান যে কত দুষ্ট, ভিডিওটি না দেখলে বুঝবেন না? 🤣🤣🤣
ধন্যবাদ বিনোদন বন্ধু খান সাহেব‼️😄

28/08/2024

মানুষের বিপদে এগিয়ে গিয়ে, মানুষতে বিব্রত করবেন না।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাবিপ্রবি থেকে আন্দোলনে অংশগ্রহণ করে ১৮ জুলাই ২০২৪ তারিখে রুদ্র সেন নিহত হয়। সাস্টের প্রধান...
28/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাবিপ্রবি থেকে আন্দোলনে অংশগ্রহণ করে ১৮ জুলাই ২০২৪ তারিখে রুদ্র সেন নিহত হয়। সাস্টের প্রধান ফটকের নাম সাস্টিয়ানরা শহীদ রুদ্র তোরণ ঘোষণা করেছে। দিনাজপুরের এই চত্ত্বরটির নামও শহীদ রুদ্র চত্ত্বর করা হয়েছে। রুদ্র সেন ছিলো সাস্টের ২১-২২ সেশনের শিক্ষার্থী। ২১-২২ সেশনের শিক্ষার্থীরা ছিলো তার ব্যাচম্যাট, সবাই ক্যাম্পাসে ফিরলেও রুদ্র আর ক্যাম্পাসে ফিরবে না কখনো। রুদ্রকে ২১ ব্যাচের সবাই তাদের মাঝে অমর করে রাখতে ২১ ব্যাচের নামকরণ করেছে, 'রুদ্র-২১'। দিনাজপুরের এই কৃতি সন্তান ২৫শে ডিসেম্বর ২০০৩ তারিখে জন্ম গ্রহণ করে। এই অমর শহীদ রুদ্র শাবিপ্রবির সিইপি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলো। 🥹

real
27/08/2024

real

27/08/2024

সাস্ট উরুফে আখালিয়া বড় ইস্কুলে ভর্তি হতে আগামী সেশন থেকে দুটি পরীক্ষা নেয়া হবে। একটি পরীক্ষা ক্যাম্পাসে ভর্তির অন্যটি হল ভর্তির জন্য।

ল*জি*ক
25/08/2024

ল*জি*ক

আনসারলীগের হামলায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত।
25/08/2024

আনসারলীগের হামলায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত।

মেয়েরা ছেলেদের পক্ষে ন্যায় কথা বলায় তারা নাকি গালফ্রেন্ড লীগ। আর নিতে পারছি না, এভাবেই আনফলোতে শান্তি।
24/08/2024

মেয়েরা ছেলেদের পক্ষে ন্যায় কথা বলায় তারা নাকি গালফ্রেন্ড লীগ। আর নিতে পারছি না, এভাবেই আনফলোতে শান্তি।

24/08/2024

সমন্বয়কদের বক্তব্য বারবার চেঞ্জ হয়। এতে করে হলের শিক্ষার্থীদের অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে। বন্যার কঠিন পরিস্থিতিতেও তাই স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা অস্তিত্ব সংকটে .....

Cartoonist👑
23/08/2024

Cartoonist👑

Together we stand, together we rise.
23/08/2024

Together we stand, together we rise.

23/08/2024

Once a DALAL said this

এইখানে কিসের সিরিয়াল বলতে পারবেন?না, এইটা ভারতের ভিসার সিরিয়াল না কিংবা এইটা টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়ালও না। এইটা আহমদু...
23/08/2024

এইখানে কিসের সিরিয়াল বলতে পারবেন?

না, এইটা ভারতের ভিসার সিরিয়াল না কিংবা এইটা টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়ালও না। এইটা আহমদুল্লাহ সাহেবের আস-সুন্নাহ ফাউন্ডেশনে বন্যার্তদের ত্রাণ প্যাকেজিং এর স্বেচ্ছাসেবী হওয়ার সিরিয়াল।

আজকে ভোরের দৃশ্য এটি। কিন্তু এখানে দাড়িয়ে থাকা একজনও স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ পায় নি কারণ প্রয়োজনীয় স্বেচ্ছাসেবীর সংখ্যা পূর্ণ হয়ে গেছে আগেই। তাই সিরিয়ালে থেকেও চলে যেতে হচ্ছে অসংখ্য মানুষকে।

ফাউন্ডেশনটি মানুষের মনে এতটাই আস্থা জাগিয়েছে যে, এখানে মানুষ স্বেচ্ছায় শ্রম দেয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু অধিকাংশই সুযোগ পায় না। ফাউন্ডেশনটি একটু আগে তাদের পেইজে স্ট্যাটাস দিয়ে আর স্বেচ্ছাসেবী যেতে মানা করতে বাধ্য হয়েছে। কি মধুর এক দৃশ্য এটি। একটি ফাউন্ডেশনের এর চেয়ে সফলতা আর কি হতে পারে। আর্তমানবতার সেবায় আরো অনেকদূর এগিয়ে যাক সম্পূর্ন অরাজনৈতিক এই ফাউন্ডেশনটি।

চলমান এই বন্যায় বাংলাদেশের আপামর জনতা যেই ভালোবাসা নিয়ে, যেই মায়া নিয়ে বানভাসীদের পাশে দাঁড়াইছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে।

আমাদের ৫০টা রেসকিউ টিম প্রস্তুত, ৫টা টিমের জন্য লাইফ জ্যাকেট, টর্চ লাইট, রেইনকোট এবং গাম বুট রেডি আছে। আমাদের আরও লজিস্ট...
23/08/2024

আমাদের ৫০টা রেসকিউ টিম প্রস্তুত, ৫টা টিমের জন্য লাইফ জ্যাকেট, টর্চ লাইট, রেইনকোট এবং গাম বুট রেডি আছে।
আমাদের আরও লজিস্টিক সাপোর্ট প্রয়োজন।

সিলেট বিভাগের যেকোনো উপজেলা, ইউনিয়নে রেসকিউ টিম প্রয়োজন হলে যোগাযোগ করুন।
+8801789223362
+8801627714636
+8801889231895
+8801746696087

পেনিক হয়ে তথ্য যাচাই বাছাই না করে যোগাযোগ করবেন না দয়া করে।

23/08/2024

ছাপ্পান্ন হাজার বর্গমাইল মানচিত্রের অন্তর্ভুক্ত জনসাধারণ, পশু-পাখি, কীট-পতঙ্গ, নদী-নালা,পাহাড়-টিলা, গাছ-পালা সব একসাথে ভারতে মায়রে***
Barat Mata ki gay🔥
Gay hind.

22/08/2024

দেশপ্রেম এর নেশা মাদকের চেয়ে
মারাত্মক, আপনার ঘুম, নাওয়া খাওয়া
সব কেড়ে নিবে।

Address

Shahjalal University Of Science And Technology
Sylhet
3114

Website

Alerts

Be the first to know and let us send you an email when TIMES of SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Newspapers in Sylhet

Show All