06/03/2024
রমাদান আসছে, অধিক পরিমাণ Tang এর ব্যবহার বেড়ে যাবে।সারাদিন কষ্ট করে রোযা রেখে Tang এর শরবত বানিয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ করবে মুসলিম সমাজ। ভাবা যায় সারাদিনের ক্লান্তি শেষে ই হু দী দের জিনিস দিয়ে গলা ভিজাবো আর সে টাকা দিয়ে তারা আমাদের মারার জন্য অস্ত্র বানাবে?
তবে মনে রাখা প্রয়োজন যে কোক যেমন ই স রা য়ে লী প্রডাক্ট তেমনি Tang ও ই স রা য়ে লী প্রডাক্ট।সারা বছরে Tang যতটা না বিক্রি হয় রমাদান আসলে তার বিক্রি বেড়ে যায় শতগুণে।আর আমাদের জন্য উত্তম সময় এই Tang কে বয়কট করা।কারণ তারা হয়তো মুসলিমদের রোযার জন্য ট্যাং মজুদ রেখেছে। অর্থনৈতিক ধাক্কা দিন।কোকের সাথে ট্যাং বয়কট করার ঝড় তুলুন ইনশাআল্লাহ।
বয়কটের ঝড় তুলুন আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ।
~copied