আমার রাইয়্যান বাবা নিজে নিজে ফানি ভিডিও তৈরি করছে। কেমন হলো কমেন্ট করে সবাই জানান।
Sirajum Munir Nirjhar ভাই তুমি আগে ফানি ভিডিও করার আগে বুঝা উচিত ছিল ওরা সত্যি কি গোবিন্দগঞ্জ হাইস্কুলে ছাত্র।ছাতক উপজেলার মধ্যে আমাদের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় লাখ লাখ শিক্ষার্থীদের প্রানের স্পন্দন।তুমি শুধু গোবিন্দগঞ্জ স্কুল না বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার মানুষের মনে আগাত দিয়েছো,শুধু তুমার ব্যক্তিগত স্বার্থের জন্য।যত দ্রুত তুমাকে ক্ষমা চাওয়া উচিত।#Nirjhar#vedio#viral#Gobindagonj m/l high school #শিক্ষক #highlightseveryone
সিলেটের একটি আঞ্চলিক গান গেয়ে শোনাচ্ছেন আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তামান্না বেগম।। খুব সুন্দর কন্ঠ। সবাই শেয়ার করবেন।
গত দুদিন আগে শিক্ষামন্ত্রী শিক্ষকদের নিয়ে বেফাঁস মন্তব্য প্রতিবাদ করেন বর্তমান শিক্ষকদের সংগ্রামী নেতা ও বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ স্যার।স্যারের সাথে আমিও একমত পোষণ করছি।।#BTA#Teacher#BD#
নিজে গান তৈরি করে নিজে গান গেয়ে শোনাচ্ছেন আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রী তামান্না বেগম🫰
#highlights @Everyone
আমার বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রী। খুব মিষ্টি কন্ঠে গজল পরিবেশন করছে।সবাই তার জন্য দোয়া করবে🤍🖤🤎
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে কিছু কথা বললেন মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল চৌধুরী।
জাতীয়করণ আন্দোলন এর ভাইরাল ভিডিও।।
বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ স্যারের জ্বালাময়ী বক্তব্য। স্যালুট জানাই।
প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠি চার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এই না হলো একজন দেশপ্রেমিক রাজা।নিজের বিমানে করে আহত ফুটবলারকে চিকিৎসার জন্য জার্মানি পাঠিয়ে দিলেন সৌদির বাদশা সালমান। গোটা বিশ্বে প্রশংসা ভাসছেন তিনি।🇧🇩💕🇧🇩
আলহামদুলিল্লাহ❤️
ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথম বারের মতো পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে।
আই ফোনের পরিবর্তে আসছে ইলোন মাস্কের পাই ফোন💕
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
গোলাপগঞ্জ উপজেলার পূর্ব রেংগা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মাওলানা কবির আহমদ স্যারের একমাত্র পুত্র, রিসালাহ শিল্পীগোষ্ঠীর সদস্য, তালামীয নেতা রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী গতকাল সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন । দোয়া করি তার মা বাবা ও আত্মীয় স্বজনদের ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করেন। আমিন
প্রজাতন্ত্রের কর্মচারীরা অতি অল্প সময়ে পেনশনের টাকা পেলে ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা এই ক্ষেত্রে চরম ভোগান্তিতে।এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের টাকা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। নিজের কষ্টের টাকা ছুয়ে দেখা ও যেন এখানে দুঃস্বপ্ন।
দেখুন"এখন "টিভির রিপোর্ট।
অসাধারণ নেপালি শিক্ষক🙏❤️
#শিক্ষক_দিবস _২০২২ সফল হোক।।
ভিডিও সংগৃহীত।।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বরগুনায় এরই মধ্যে ভেঙ্গে পড়েছে গাছপালা....
সূত্র ঃসোনালী নিউজ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বরগুনায় এরই মধ্যে ভেঙ্গে পড়েছে গাছপালা, তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল
জীবনে যখনই তুমি পিছনে ফিরে তাকাবে দেখবে মা বাবা ই শুধু পাশে আছে, আর কোনো সম্পর্কের কোনো নিশ্চয়তা নেই।
🌺 ❤️🌼
মায়ের স্মৃতি স্মরণ করে পেইজ রাখলাম।। 💕💞💕
আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোছাঃ আরিফা আক্তারের নিজস্ব একটা কবিতা লিখা।
শেখ রাসেল জন্মদিন
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডঃ শামসুল আলম এমপি।।
কেন যেন এই প্রতিমন্ত্রী বক্তব্য শুনতে আমার খুব ভালো লাগে।ন্যায় নীতিমান একজন সফল প্রতিমন্ত্রী পলক স্যার।সব সময় সত্য কথা মহান সংসদে তুলে ধরেন। স্যালুট। 💞💕
বন্যার্ত মানুষ যে কত কষ্ট আছে নিজ চোখ দেখলাম।চোখ দিয়ে পানি পড়ছে আমার।ভিডিও টা সবাই শেয়ার করবেন প্লিজ।