Zakiganj Live-জকিগঞ্জ লাইভ

Zakiganj Live-জকিগঞ্জ লাইভ Zakiganj Itv Multimedia is the Most Popular and Most Viewed Online Channel From the North-Eastern Regio

জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার মামার ইন্তেকাল, প্রেসক্লাবের শোক নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ প্রেসক...
10/01/2026

জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার মামার ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার মামা মো. লুৎফুর রহমান (৫২) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুম মো. লুৎফুর রহমান জকিগঞ্জ পৌর এলাকার উত্তর বিলেরবন্দ গ্রামের বাসিন্দা। তিনি জকিগঞ্জ বাজারের পুরনো ধান-চাল ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. লুৎফুর রহমান বেশ কয়েকদিন ধরে নানাবিধ রোগে চিকিৎসাধীন ছিলেন। তাঁর জানাযার নামাজ শনিবার রাত ৯টায় বিলেরবন্দ লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এদিকে, লুৎফর রহমানে মৃত্যুতে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সামাজিক ও ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

04/01/2026

সোমবার ভোররাত ৪ টা ৪৯ মিনিটের দিকে সিলেটের বিভিন্ন এলাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।

ওমরাহ পালনে সৌদিআরবে জকিগঞ্জের কাউন্সিলর গভীর রাতে বাড়িতে ডাকাতিনিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবে...
01/01/2026

ওমরাহ পালনে সৌদিআরবে জকিগঞ্জের কাউন্সিলর গভীর রাতে বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পঙ্গবট গ্রামের বাসিন্দা, পৌর বিএনপি নেতা ও জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি শামিম আহমদের বসতবাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলর শামিম আহমদ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে বাড়িতে আত্মীয়-স্বজনরা অবস্থান করছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে
মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত শামীম আহমদের ঘরে প্রবেশ করে। পরে ঘরে অবস্থানরত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে এবং ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। তবে লুট হওয়া মালামালের প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। তবে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাককে কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার, থানায় জিডিনিজস্ব প্রতিবেদক:: ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর...
30/12/2025

জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:: ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারের অভিযোগে জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ ও জালালাবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এখলাছুর রহমান জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার করা এ জিডির নম্বর ১২১২।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৮ ডিসেম্বর মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলমের সঙ্গে তাঁর সাক্ষাৎ হলে একটি স্থিরচিত্র ধারণ করে তা ফেসবুকে পোস্ট করা হয়। পরবর্তীতে ওই ছবি ব্যবহার করে “দৈনিক ব্রেকিং নিউজ” নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর গ্রেফতার এবং অর্থের বিনিময়ে মুক্তির মিথ্যা তথ্য প্রচার করা হয়।

পোস্টে আরও দাবি করা হয়, উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় তাঁকে টাকার বিনিময়ে ছাড়িয়ে আনা হয়েছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জিডিতে উল্লেখ করা হয়।

সাংবাদিক এখলাছুর রহমান অভিযোগ করেন, এ ধরনের অপপ্রচারের মাধ্যমে তাঁর ব্যক্তিগত সুনাম, সামাজিক মর্যাদা ও সাংবাদিক হিসেবে পেশাগত পরিচিতি ক্ষুণ্ণ হয়েছে। একই সঙ্গে এতে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয়েছে। মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালবিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা ...
30/12/2025

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।

গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেয়া হয়।

বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবরণের পর দলের সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর ১৯৮৩ সালে তিনি দলের ভাইস-চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন।

আশির দশকে তৎকালীন সামরিক স্বৈরশাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। আপসহীন সংগ্রামের কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে খ্যাতি অর্জন করেন। এই দীর্ঘ আন্দোলনে তিনি সাত দলীয় জোট গঠন করেন এবং স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ না নেওয়ার দৃঢ় ঘোষণা দেন। এই দীর্ঘ লড়াইয়ে তাকে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সাতবার আটক ও গৃহবন্দী করা হয়েছিল।

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার সময়েই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনেন; যার মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং উপবৃত্তি কর্মসূচি উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে ৩০ বছরে উন্নীত করেন।

১৯৯৬ সালের জুন মাসের নির্বাচনে বিএনপি পরাজিত হলেও তিনি ১১৬টি আসন নিয়ে সংসদে বৃহত্তম বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি চারদলীয় জোট গঠন করেন এবং ২০০১ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় ২৯ নম্বরে স্থান দেয়।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। তিনি ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে যে কয়টি আসনে দাঁড়িয়েছেন, তার সবকটিতেই জয়লাভ করেছেন। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট গণতন্ত্রের প্রতি তার অবদানের জন্য তাঁকে ‘গণতন্ত্রের যোদ্ধা’ উপাধিতে ভূষিত করে।

২০১৮ সালে একটি বিতর্কিত মামলার রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। যদিও আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের মতে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। পরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে একে একে সব মামলায় খালাস পান বিএনপি চেয়ারপারসন।

সিলেট-৫ আসনে স্বতন্ত্রসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন দাখিলনিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-৫...
29/12/2025

সিলেট-৫ আসনে স্বতন্ত্রসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন— বিএনপি জোট মনোনীত মাওলানা উবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ (চাকসু মামুন), জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খান এবং জাতীয় পার্টি মনোনীত সাইফুদ্দিন খালেদ।

মনোনয়নপত্র দাখিলের সময় প্রত্যেক প্রার্থীর সঙ্গে তাঁদের নির্বাচনী এজেন্টসহ সংশ্লিষ্ট দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে মানুষের ঢলনিজস্ব প্রতিবেদক:: শাহ সূফী হযরত আল্লামা শুয়াইবুর...
25/12/2025

জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:: শাহ সূফী হযরত আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.)-এর ৭ম ঈসালে সাওয়াব মাহফিল গতকাল বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত প্রদান করেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.) ছিলেন এমন একজন আলেমে রব্বানী, যিনি জীবনের প্রতিটি কাজে দ্বীন ইসলামের ইলমের বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন। আল্লাহ পাক তাঁকে শরিয়তের ইলমের ফয়েজ ও বরকতে সমৃদ্ধ করেছিলেন, যা তিনি ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে অত্যন্ত সতর্কতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রয়োগ করেছেন। ইসলামের খেদমত ও দাওয়াতি কার্যক্রমে তাঁর অবদান অনন্য ও অনুসরণীয়। সূক্ষ্ম বিশ্লেষণ, শৃঙ্খলা এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে যেকোনো কাজ সম্পন্ন করা ছিল তাঁর নীতি—যা ওলি-আউলিয়াগণের জীবনবৈশিষ্ট্যের উজ্জ্বল দৃষ্টান্ত।

ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে আগের দিন থেকেই দেশ ও বিদেশ থেকে অসংখ্য মুরিদীন-মুহিব্বী জকিগঞ্জে আগমন করেন। আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর রুহানি ফয়েজ ও দোয়া লাভের আশায় ভক্ত-আশিকগণ তাঁর মাজার প্রাঙ্গণে দফায় দফায় মোনাজাতে অংশগ্রহণ করেন আনুষ্ঠানিকভাবে মাজার জিয়ারত, মিলাদ ও দোয়ার পর মূল মাহফিল শুরু হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন এবং জিকির-আযকার পরিচালনা, নসিহত প্রদান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মুফতি উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি। মাহফিল উপলক্ষে খতমে কুরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত ও খতমে খাজেগান সম্পন্ন করা হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক কার্যক্রম পরদিন ফজর পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

মাওলানা ডা. শাহ মো. ছাফিউর রহমান বালাউটি, মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা ফরিদ আহমদ ও মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে নসিহত প্রদান করেন— ভারতের উজানডিহী দরবারের মেঝো ছাহেব সাইয়্যিদ আল হাবিব খালেদ আহমদ মাদানী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোওর আলী, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রূহুল আমীন আফসারী, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সাইয়্যিদ মাওলানা আবু বকর আল হুসাইনি, মুফতি মাওলানা সাইয়্যিদ সালমান ফারসী আল হুসাইনি, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মো. হাবিবুর রহমান, দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ, মাসিক *পরওয়ানা*-র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, চান্দাইরপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছারওয়ারে জাহান, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী, ড. মাওলানা আহমদ হাসান গাজিপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল লতিফ, ছাহেবজাদায়ে রাঘবপুরী মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ, মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, হাফিজ মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ নেসারী, মাওলানা নুরুল আমান তানভীর, মুফতি মাওলানা মোযযাম্মিল হক মাছুমী, মাওলানা হাফিজ শফিকুর রহমান ও মাওলানা আমির হামজা ছালিম প্রমুখ।

মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব (রহ.) প্রতিষ্ঠিত ‘বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা’ থেকে হিফজ সম্পন্নকারী একাধিক হাফেজে কুরআনকে পাগড়ি প্রদান করা হয়। পাশাপাশি ‘আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাহফিল উপলক্ষে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর রচিত ‘ইস্তিগফার শরীফের ফজিলত ও আমল’, পাগড়ি বিতরণী স্মারক গ্রন্থ, স্মারকগ্রন্থ ‘তাযকিরা’ এবং ‘আল ইবতেহাজ’ প্রকাশ করা হয়।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মো. মাহবুবুর রহমান বালাউটি, সৈয়দ মো. শফিকুল হক রফিনগরী, লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী, পীরজাদা সাইয়্যিদ জাফর সাদিক আল হুসাইনি, হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, ছাহেবজাদায়ে বর্ণী মাওলানা মো. আব্দুল আলীম, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল গনী, মাওলানা মাশুকুর রহমান বালাউটি, হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান বালাউটি, কানাইঘাট উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, ইঞ্জিনিয়ার মাওলানা শাহ মুছাদ্দিকুর রহমান বালাউটি, মাওলানা শাহ মুনিবুর রহমান বালাউটি, প্রাক্তন ইউপি চেয়ারম্যান এম. এ. রশীদ বাহাদুর, সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আপ্তাব, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, মাস্টার কামাল হোসেন উজ্জ্বল, মাওলানা কবি মাহবুবুর রহীম, সিলচর আহলে সুন্নাহ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজিব বড় লস্কর, সিলচর বাঘাডহর ছাহেবের নাতি হাফিজ নুরুল কাশিম বড় লস্কর, ডা. নুরুল আমিন সজিব বড় লস্কর, ডা. মুজাক্কির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী খছরুজ্জামান চৌধুরী, মাওলানা জমির উদ্দিন, হাফিজ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, হাফিজ মোহাম্মদ আব্দুল হাছিব প্রমুখ।

জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমামনিজস্ব প্রতিবেদক।। সিলেটের জকিগঞ্জে অবৈধ ও দ্রুতগতির ট্রলির ধাক্কায় এক...
23/12/2025

জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক।। সিলেটের জকিগঞ্জে অবৈধ ও দ্রুতগতির ট্রলির ধাক্কায় এক মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার আটগ্রাম স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন কাজলসার ইউনিয়নের কাজিরপাতন গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে মাওলানা বদরুল ইসলাম (৫৫)। তিনি জগন্নাথপুর উপজেলার একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওলানা বদরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে জকিগঞ্জ–সিলেট সড়কে উঠলে দ্রুতগতির একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রলিটি জব্দে চেষ্টা চালানো হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

কাল মাইজকান্দি বায়তুন নূর জামে মসজিদের ওয়াজ মাহফিলে আসছেন প্রখ্যাত আলেম আলী আহমদ হুজাই নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ পৌর এল...
23/12/2025

কাল মাইজকান্দি বায়তুন নূর জামে মসজিদের ওয়াজ মাহফিলে আসছেন প্রখ্যাত আলেম আলী আহমদ হুজাই

নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ পৌর এলাকার দক্ষিণ মাইজকান্দি বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এই মাহফিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

এবারের মাহফিলের মূল আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন ভারত থেকে আগত প্রখ্যাত আলেম ও জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা আলী আহমদ হুজাই। বহুল পরিচিত এই দাঈ বাদ মাগরিব বয়ান উপস্থাপন করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লন্ডন প্রবাসী ও জামেয়াতুল খায়ের আল ইসলামিয়া, সিলেট-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, লন্ডন প্রবাসী ও সোনাসার জামেয়া দারুল এহসান মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা এনামুল হক।

মাহফিলে পর্যায়ক্রমে সভাপতিত্ব করবেন— জামেয়াতুল উলুমিয়া ইসলামিয়া মাদ্রাসা, সিলেট-এর ভাইস প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান, বায়তুন নূর জামে মসজিদের সভাপতি মাওলানা আব্দুস সবুর, মাইজকান্দি মাদরাসার নাইবে মুহতামিম মো. আবুল কালাম আজাদ।

এ ছাড়া মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আরও বেশ কয়েকজন বিশিষ্ট আলেম ও ইসলামি ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।

মাহফিলটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহল্লাবাসীর পক্ষ থেকে ছাদিকুর রহমান সকল ধর্মপ্রাণ মুসল্লিকে দলে দলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

জকিগঞ্জে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, নানা নির্দেশনা প্রদানএখলাছুর রহমান::সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজি...
22/12/2025

জকিগঞ্জে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, নানা নির্দেশনা প্রদান

এখলাছুর রহমান::সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেছেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাঁরা মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। বিশেষ করে মক্তব শিক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে, যা একটি সুস্থ ও আদর্শ সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখে।

সোমবার জকিগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও পরিদর্শন কর্মসূচিতে অংশগ্রহণকালে ইমাম ও খতিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা প্রশাসক ইমাম-খতিবদের সমাজ সংস্কারে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং তাঁদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সকাল ১০টায় জেলা প্রশাসক জকিগঞ্জ উপজেলায় পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ। পরে তিনি উপজেলা প্রশাসনের দপ্তরপ্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্মিত ছাদ বাগান উদ্বোধন করেন এবং সেখানে আয়োজিত মুনাজাতে অংশ নেন। পরে তিনি জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক সেবাব্যবস্থা, রোগীদের চিকিৎসা কার্যক্রম ও প্রশাসনিক বিষয়াদি ঘুরে দেখেন। হাসপাতাল ভবনে বেসরকারি এনজিও সংস্থা ‘প্রজন্ম’-এর কার্যক্রম ও টিকাদান কার্যক্রম বিষয়ে সরকারের সঙ্গে কোনো চুক্তি রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। একই সঙ্গে ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেওয়া জকিগঞ্জ উপজেলার ৬৪০ জন ব্যক্তির তালিকা দ্রুত দাখিলের নির্দেশ প্রদান করেন। দীর্ঘদিন ধরে চলমান জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন জেলা প্রশাসক।

এদিন জেলা প্রশাসক জুলাই আন্দোলন গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। পাশাপাশি সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ ও দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ক্ষুদ্রঋণের চেক হস্তান্তর করেন। এছাড়াও তিনি জকিগঞ্জ পৌরসভা ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি জকিগঞ্জ থানা ও কাস্টমঘাট পরিদর্শন করেন এবং পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন করেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি মাল্টা বাগান পরিদর্শন করে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে উৎসাহ প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

দিনের শেষভাগে জেলা প্রশাসক ভার্মি কম্পোস্ট প্রকল্প পরিদর্শন করেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কার্যক্রম ঘুরে দেখেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, কোষাধ্যক্ষ কেএম. মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তারা জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় ও জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরলে জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং পর্যায়ক্রমে স্থায়ী সমাধানের আশ্বাস দেন।

জকিগঞ্জে চাউলের ড্রামে ২১ হাজার ইয়াবা মজুদদুলাল  গ্রেফতারনিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২১ হাজ...
20/12/2025

জকিগঞ্জে চাউলের ড্রামে ২১ হাজার ইয়াবা মজুদ
দুলাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম দুলাল আহমদ (২৮)। তিনি জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল গ্রামের মৃত ছরকুম আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা রাতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পশ্চিম মাদারখাল এলাকার দুলাল আহমেদের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে আসামির বসতবাড়ির চাউলের ড্রামের ভেতরে সংরক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম থেকে মোট ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে দুলাল আহমদকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদিসিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসন...
18/12/2025

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ফেসবুক ভেরিফায়েড পেইজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে বলা হয়েছে, 'ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।'

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Address

Sylhet
Sylhet
3190

Alerts

Be the first to know and let us send you an email when Zakiganj Live-জকিগঞ্জ লাইভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakiganj Live-জকিগঞ্জ লাইভ:

Share