25/12/2025
জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক:: শাহ সূফী হযরত আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.)-এর ৭ম ঈসালে সাওয়াব মাহফিল গতকাল বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত প্রদান করেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.) ছিলেন এমন একজন আলেমে রব্বানী, যিনি জীবনের প্রতিটি কাজে দ্বীন ইসলামের ইলমের বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন। আল্লাহ পাক তাঁকে শরিয়তের ইলমের ফয়েজ ও বরকতে সমৃদ্ধ করেছিলেন, যা তিনি ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে অত্যন্ত সতর্কতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রয়োগ করেছেন। ইসলামের খেদমত ও দাওয়াতি কার্যক্রমে তাঁর অবদান অনন্য ও অনুসরণীয়। সূক্ষ্ম বিশ্লেষণ, শৃঙ্খলা এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে যেকোনো কাজ সম্পন্ন করা ছিল তাঁর নীতি—যা ওলি-আউলিয়াগণের জীবনবৈশিষ্ট্যের উজ্জ্বল দৃষ্টান্ত।
ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে আগের দিন থেকেই দেশ ও বিদেশ থেকে অসংখ্য মুরিদীন-মুহিব্বী জকিগঞ্জে আগমন করেন। আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর রুহানি ফয়েজ ও দোয়া লাভের আশায় ভক্ত-আশিকগণ তাঁর মাজার প্রাঙ্গণে দফায় দফায় মোনাজাতে অংশগ্রহণ করেন আনুষ্ঠানিকভাবে মাজার জিয়ারত, মিলাদ ও দোয়ার পর মূল মাহফিল শুরু হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন এবং জিকির-আযকার পরিচালনা, নসিহত প্রদান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মুফতি উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি। মাহফিল উপলক্ষে খতমে কুরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত ও খতমে খাজেগান সম্পন্ন করা হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক কার্যক্রম পরদিন ফজর পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
মাওলানা ডা. শাহ মো. ছাফিউর রহমান বালাউটি, মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা ফরিদ আহমদ ও মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে নসিহত প্রদান করেন— ভারতের উজানডিহী দরবারের মেঝো ছাহেব সাইয়্যিদ আল হাবিব খালেদ আহমদ মাদানী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোওর আলী, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রূহুল আমীন আফসারী, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সাইয়্যিদ মাওলানা আবু বকর আল হুসাইনি, মুফতি মাওলানা সাইয়্যিদ সালমান ফারসী আল হুসাইনি, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মো. হাবিবুর রহমান, দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ, মাসিক *পরওয়ানা*-র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, চান্দাইরপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছারওয়ারে জাহান, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী, ড. মাওলানা আহমদ হাসান গাজিপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল লতিফ, ছাহেবজাদায়ে রাঘবপুরী মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ, মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, হাফিজ মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ নেসারী, মাওলানা নুরুল আমান তানভীর, মুফতি মাওলানা মোযযাম্মিল হক মাছুমী, মাওলানা হাফিজ শফিকুর রহমান ও মাওলানা আমির হামজা ছালিম প্রমুখ।
মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব (রহ.) প্রতিষ্ঠিত ‘বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা’ থেকে হিফজ সম্পন্নকারী একাধিক হাফেজে কুরআনকে পাগড়ি প্রদান করা হয়। পাশাপাশি ‘আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাহফিল উপলক্ষে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর রচিত ‘ইস্তিগফার শরীফের ফজিলত ও আমল’, পাগড়ি বিতরণী স্মারক গ্রন্থ, স্মারকগ্রন্থ ‘তাযকিরা’ এবং ‘আল ইবতেহাজ’ প্রকাশ করা হয়।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মো. মাহবুবুর রহমান বালাউটি, সৈয়দ মো. শফিকুল হক রফিনগরী, লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী, পীরজাদা সাইয়্যিদ জাফর সাদিক আল হুসাইনি, হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, ছাহেবজাদায়ে বর্ণী মাওলানা মো. আব্দুল আলীম, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল গনী, মাওলানা মাশুকুর রহমান বালাউটি, হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান বালাউটি, কানাইঘাট উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, ইঞ্জিনিয়ার মাওলানা শাহ মুছাদ্দিকুর রহমান বালাউটি, মাওলানা শাহ মুনিবুর রহমান বালাউটি, প্রাক্তন ইউপি চেয়ারম্যান এম. এ. রশীদ বাহাদুর, সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আপ্তাব, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, মাস্টার কামাল হোসেন উজ্জ্বল, মাওলানা কবি মাহবুবুর রহীম, সিলচর আহলে সুন্নাহ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজিব বড় লস্কর, সিলচর বাঘাডহর ছাহেবের নাতি হাফিজ নুরুল কাশিম বড় লস্কর, ডা. নুরুল আমিন সজিব বড় লস্কর, ডা. মুজাক্কির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী খছরুজ্জামান চৌধুরী, মাওলানা জমির উদ্দিন, হাফিজ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, হাফিজ মোহাম্মদ আব্দুল হাছিব প্রমুখ।