sylhetnews5.com

sylhetnews5.com sylhetnews5.com

সহজেই বন্ধুত্ব করুন‘বন্ধু বিনে নাই যে গতি, কিবা দিবা কিবা রাতি’। ব্যক্তিগত জীবনেই হোক কিংবা কর্মক্ষেত্রে, এমন ছোট-বড় না...
05/01/2023

সহজেই বন্ধুত্ব করুন
‘বন্ধু বিনে নাই যে গতি, কিবা দিবা কিবা রাতি’। ব্যক্তিগত জীবনেই হোক কিংবা কর্মক্ষেত্রে, এমন ছোট-বড় নানা সমস্যার সমাধান করে দিতে পারে এই বন্ধুরাই। এ কথা জানলেও মানতে সমস্যা হয় অনেকের। কারণ, নিজে থেকে কথা বলতে পারেন না। উল্টো দিক থেকে অচেনা কেউ কথা বলতে এলেও অদ্ভুত এক জড়তা কাজ করে। অথচ, সরাসরি রক্তের যোগ না থাকলেও পরিবারের মানুষের পর, বিপদের দিনে যদি সকলের আগে যে বা যাঁরা পাশে থাকেন, তাঁরা বন্ধু। এ ক্ষেত্রে মনোবিদদের মত, বন্ধুত্ব করতে গেলে দু’তরফেরই সহযোগিতা দরকার। তবে নিজের দিক থেকেও ছোট ছোট কিছু বিষয়ে পরিবর্তন আনা জরুরি।
ব্যক্তিগত জীবনে কোন কোন বিষয়ে পরিবর্তন আনা জরুরি?

১) নিজের সমস্যা খুঁজে বের করুন
বন্ধুত্ব করার আগে, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের সমস্যাগুলো খুঁজে বার করা। আপনি কেমন, তা নিয়ে বন্ধুমহলে আলোচনা হলেও তা যেন আপনাকে স্পর্শ করতে না পারে।

২) নিজেকে গুরুত্ব দিন
কে আপনাকে গুরুত্ব দিল, আর কে দিল না, সে বিষয়ে মাথা ঘামানোর কোনও প্রয়োজনই পড়বে না, যে দিন থেকে আপনি নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করবেন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার ব্যক্তিত্বের আলোয় আলোকিত করে তুলুন চারিদিক।

৩) নিজের সমালোচনা করা বন্ধ করুন
নতুন কোনও মানুষের সঙ্গে প্রথম বার কথা বলতে অস্বস্তি হয় অনেকেরই। কারণ, তাঁরা নিজেদের দোষ-গুণ নিয়ে অনেক বেশি চিন্তিত। কখনও কখনও বন্ধু হিসেবে নিজেকে অযোগ্যও মনে করেন তাঁরা। এই অভ্যাস মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করে।

৪) নেতিবাচক চিন্তা নয়
নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা বন্ধ করে দিন। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ইতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করুন। আপনার কথা বলতে সমস্যা হয়, এই ভয় মন থেকে তাড়িয়ে দিন।

৫) সমাজমাধ্যমে পাওয়া বন্ধুদের বিশ্বাস করবেন না
বন্ধুত্বের প্রয়োজন অবশ্যই আছে। তবে সমাজমাধ্যমে পাওয়া বন্ধুদের কতটা বিশ্বাস করা যায়, তা একমাত্র আপনিই বুঝতে পারবেন।

মুখ-হাত রক্তে মাখামাখি দীপিকাআজ ৫ জানুয়ারি দীপিকা পাড়ুকোনের জন্মদিন। এই বিশেষ দিনে নতুন দীপিকার হদিস দিলেন শাহরুখ খান। ...
05/01/2023

মুখ-হাত রক্তে মাখামাখি দীপিকা
আজ ৫ জানুয়ারি দীপিকা পাড়ুকোনের জন্মদিন। এই বিশেষ দিনে নতুন দীপিকার হদিস দিলেন শাহরুখ খান। ‘পাঠান’ বিতর্কের মধ্যেই বিশেষ উদ্‌যাপন অভিনেত্রীর।
‘পাঠান’ বিতর্ক জারি। এর মধ্যেই ৩৭ তম জন্মদিন উদ্‌যাপন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। ৫ জানুয়ারি দীপিকার জন্মদিন। এক দিকে তাঁর ছবিকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে ধুন্ধুমার কাণ্ড। তাঁর মধ্যেই নিজের সহ-অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না শাহরুখ খান।
হাত-পায়ে রক্তের চিহ্ন। পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে দীপিকা। তাঁর এমনই অ্যাকশন অবতারের একটি ছবি পোস্ট করে শাহরুখ লেখেন, “আমার প্রিয় দীপিকা, আমি গর্বিত এই কয়েক বছরে তুমি নিজকে যে ভাবে তৈরি করেছ। তুমি এই ভাবেই নানা রূপে ধরা দিয়ে সকলের মন জয় করো,এটাই কামনা করব। শুভ জন্মদিন, অনেক ভালবাসা।”
অনেকেই আশা করেছিলেন, ‘পাঠান’ বিতর্ক নিয়ে অন্তত জন্মদিনের দিন কিছু বলবেন দীপিকা। তবে নায়িকার মুখে কুলুপ। যদিও এর মধ্যেই দর্শকের সঙ্গে কথোপকথনে মজেছিলেন শাহরুখ। কিন্তু এখনও পর্যন্ত দীপিকা কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ছবিতে দীপিকার বিকিনি পরা নিয়ে তৈরি হয়েছে বিস্তর আলোচনা। সেন্সর বোর্ডের তরফে ‘পাঠান’কে মেরামত করার নির্দেশ এসেছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) একটি বড় তালিকা পেশ করেছে। তবে কোথাও বলা নেই নায়িকার বিকিনি বদলাতে হবে কিংবা বিকিনির রং। সব কিছু ঠিক থাকলে শাহরুখ খানের অ্যাকশন ছবিতে দীপিকাকে সেই একই গেরুয়া বিকিনিতে দেখতে পাবেন দর্শক।
সূত্র: আনন্দ বাজার

নতুন রূপে প্রভাছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করছেন তিনি। নতুন ব...
05/01/2023

নতুন রূপে প্রভা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করছেন তিনি। নতুন বছরের প্রথম দিন থেকেই তাকে ছোটপর্দায় দেখা যাবে।
রোববার (১ জানুয়ারি) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ অ্যাটাক’। এতে ভিন্ন রূপে দেখা যাবে প্রভাকে। কমেডি ঘরানার ধারাবাহিক ‘বিবাহ অ্যাটাক’ রচনা করেছেন মারুফ রেহমান। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নাটকটির গল্পে দেখা যায়, রুস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন তাদের জামাইসহ রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে। বোনদের বিয়ে দেওয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পায়নি। রুস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে জামাই গ্রুপ। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না-এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
এতে আরও অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মো. আবুবকর রোকনসহ অনেকে।
প্রতি সপ্তাহে রোববার ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি।
সূত্র: অপরাজেয় বাংলা

ঘরোয়া উপায় ঠোঁট ফাটা দূর করুন শীতকাল মানেই শুষ্ক ত্বক, ঠোঁট ফাটা, খুশকি নানা সমস্যা।  সারাক্ষণ ঠোঁটটা শুকনো হয়ে থাকে। লি...
05/01/2023

ঘরোয়া উপায় ঠোঁট ফাটা দূর করুন
শীতকাল মানেই শুষ্ক ত্বক, ঠোঁট ফাটা, খুশকি নানা সমস্যা। সারাক্ষণ ঠোঁটটা শুকনো হয়ে থাকে। লিপ-বাম জাতীয় কিছু ব্যবহার আমাদের ঠোঁটকে সাময়িক স্বস্তি দেয় ঠিকই।
কিন্তু স্থায়ী স্বস্তি দেয় না। অথচ শীতকালের এই শুষ্ক ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার বহু উপায় বাড়িতেই রয়েছে।
জেনে নিন সেগুলো কী কী-
১) আমরা সকলেই জানি যে মধু খুবই ভালো অ্যান্টি ব্যাক্টেরিয়াজাত পদার্থ। এবং ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ত্বককে কোমল করতে সাহায্য করে, ত্বকের শুষ্ক হয়ে যাওয়া থেকে রোধ করে। এই দুটো জিনিস যদি একসঙ্গে ঠোঁটে ব্যবহার করা হয়, তাহলে তা ঠোঁটের জন্য উপকারীও হবে আবার ঠোঁট ফাটার সমস্যা থেকেও রেহাই মিলবে।
২) অ্যালোভেরা সবসময়েই ত্বকের জন্য খুবই উপকারী। অ্যালোভেরা শুষ্ক ঠোঁটকে নমনীয় করতেও সাহায্য করে। রোজ ঠোঁটে অ্যালোভেরা জেল ব্যবহার করলে শুষ্ক ঠোঁটের সমস্যা দূর হয়।
৩) ঠোঁট ফাটার সমস্যা দূর করতে অলিভ বা জলপাইয়ের তেলও খুবই উপকারী। দিনে ২ বার করে ঠোঁটে জলপাইয়ের তেল ব্যবহার করলে ঠোঁট কোমল এবং নমনীয় থাকে।
৪) নারকেল তেলে প্রচুর পরিমানে ফ্যাটি অ্যাসিড থাকে। তাই ঠোঁটকে শুষ্কতার হাত থেকে বাঁচাতে প্রত্যেকদিন ঠোঁটে নারকেল তেল ব্যবহার করুন।

মাছ নিজেই লাফিয়ে আসেশুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। যুক্তরাষ্ট্রের একটি নদীতে মাছ ধরতে বড়শি কিংবা জালের প্...
05/01/2023

মাছ নিজেই লাফিয়ে আসে
শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। যুক্তরাষ্ট্রের একটি নদীতে মাছ ধরতে বড়শি কিংবা জালের প্রয়োজন হয় না। মাছ নিজেই চলে আসবে আপনার কাছে। ভাবুন তো, মাছ ধরতে গিয়েছেন- কিন্তু মাছ নিজেই লাফিয়ে আপনার কাছে ধরা দিচ্ছে, বিষয়টি কেমন।
ভাবতে অবাক হলেও এমনটি ঘটে থাকে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের একটি গ্রামে।
গত প্রায় ১৭ বছর ধরে মাছ ধরার এমন প্রতিযোগিতা ‘রেডনেক ফিশিং টুর্নামেন্ট’-এর আয়োজন চলে আসছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে এ মাছ ধরার এমন প্রতিযোগিতায় অংশ নিতে।
বিশ্বের এই একটা স্থানেই মাছ আপনার কাছে ছুটে আসবে। মাছগুলো এমনভাবে নদীতে লাফালাফি করে, আপনার মনে হবে কেউ নদীতে পফ্টকর্ন ভাজছে।
দেখকে খুব আনন্দ লাগবে আপনার। কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে শত শত মানুষ ‘রেডনেক ফিশিং টুর্নামেন্ট’ -এ অংশ নিতে আসেন।

বছরে ৩৬৫ টি ম্যারাথনতার লক্ষ্য ছিলো ১.২১ মিলিয়ন ডলার সংগ্রহ করা। সেই লক্ষ্যে পৌঁছতেই এক ব্রিটিশ তহবিল সংগ্রহকারী ২০২২-এ...
05/01/2023

বছরে ৩৬৫ টি ম্যারাথন
তার লক্ষ্য ছিলো ১.২১ মিলিয়ন ডলার সংগ্রহ করা। সেই লক্ষ্যে পৌঁছতেই এক ব্রিটিশ তহবিল সংগ্রহকারী ২০২২-এর প্রতিদিনই এক একটি ম্যারাথনে অংশ নিয়েছেন। অবশেষে ২০২২ শেষ হবার সাথে সাথে তিনি পৌঁছেছেন নিজের অভিষ্ট লক্ষ্যে। নতুন বছরের প্রাক্কালে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কামব্রিয়ায় বৃষ্টির মধ্যে নিজের ৩৬৫ তম ম্যারাথন সম্পন্ন করেন ৫৩ বছর বয়সী গ্যারি ম্যাককি। সেইসঙ্গে উল্লাসে মেতে ওঠেন তিনি। তবে এই অর্থ তিনি নিজের জন্য সংগ্রহ করেননি, বরং ম্যারাথনে অংশ নিয়েছেন একটি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য। রবিবার মধ্যাহ্নের মধ্যে, তিনি ১,০৯৩,০০০ পাউন্ড সংগ্রহ করেছেন কামব্রিয়ার ক্যান্সার দাতব্য প্রতিষ্ঠান ' ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট অ্যান্ড হসপিসের হোম ওয়েস্ট' এর জন্য। এতগুলো ম্যারাথনে অংশ নেয়ার জেরে তার ২২ জোড়া জুতা একেবারে জরাজীর্ণ হয়ে গেছে। স্থানীয় পারমাণবিক প্ল্যান্ট সেলাফিল্ডে কাজ করার আগে তিন সন্তানের পিতা গ্যারি এর আগেও ২০২১ সালে ৯,৫০০ মাইলেরও বেশি দৌড়েছেন, তার প্রতিদিনের লক্ষ্য পূরণের জন্য। ফাইনালে দৌড় শেষ করার আগে গ্যারি জানান, '' পশ্চিম কামব্রিয়ানরা সবসময়েই আমার সাথে ছিলেন।
কিন্তু ক্যান্সার এমন একটি রোগ যা শুধুমাত্র ওয়েস্ট কামব্রিয়ানদের আঘাত করে না, এই রোগ সবাইকে প্রভাবিত করে। ''ম্যাকমিলান ক্যান্সার সাপোর্টের তহবিল সংগ্রহের নির্বাহী পরিচালক ক্লেয়ার রউনি বলেছেন, "গ্যারির কৃতিত্ব এবংস্বার্থত্যাগ সীমাহীন। ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য তিনি যা করেছেন তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করার পর্যাপ্ত শব্দ নেই। ''এই রানার ইংল্যান্ডের রাগবি ইউনিয়নের কোচ কেভিন সিনফিল্ড সহ উচ্চ-প্রোফাইল ব্যক্তিত্বদের সাথেও ম্যারাথনে অংশ নিয়েছেন। সিনফিল্ড বলেছেন, ''গ্যারি একজন উজ্জ্বল ব্যক্তিত্ব এবং তিনি যা করছেন তা সমর্থন করার জন্য কুম্বরিয়াতে তার সাথে থাকা আমার কাছে সম্মানের বিষয় ছিল''।

সূত্র : khaleejtimes

বরফে ঢাকা আমেরিকারেকর্ড ভাঙা শৈত্যপ্রভাবে কাবু উত্তর আমেরিকার অন্তত ২০ কোটি বাসিন্দা। খারাপ আবহাওয়ার জন্য আমেরিকায় কম পক...
25/12/2022

বরফে ঢাকা আমেরিকা
রেকর্ড ভাঙা শৈত্যপ্রভাবে কাবু উত্তর আমেরিকার অন্তত ২০ কোটি বাসিন্দা। খারাপ আবহাওয়ার জন্য আমেরিকায় কম পক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকেই কানাডা ও আমেরিকার বিভিন্ন এলাকায় তাপমাত্রা -৪৮ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে গিয়েছে।
আবহাওয়া দফতরের খবর, আমেরিকার টেক্সাস থেকে কানাডার কেবেক, এই ৩২০০ কিলোমিটার ধরে তাণ্ডব চালাচ্ছে এই তুষারঝড়। যার কবলে পড়ে আমেরিকায় ১৫ লক্ষ মানুষ কাল থেকে বিদ্যুৎহীন। বোমা বিস্ফোরণের মতোই মারাত্মক এর অভিঘাত বলে এই শৈত্যঝড়কে ‘বম্ব সাইক্লোন’ নাম দিয়েছেন আবহাওয়াবিদেরা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা-কানাডা সীমান্তবর্তী এলাকা ও গ্রেট লেক অঞ্চল। তুষারঝড়ে দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে মিনেসোটা, আইওয়া, বাফেলো, উইসকনসিন, মিশিগান ও নিউ ইয়র্কে। মন্টানায় কাল থেকে তাপমাত্রা -৪৮ থেকে -৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে ঘোরাফেরা করছে। পুরো বরফ ঢাকা মিশিগানের একা‌ংশ। সাউথ ডাকোটায় জনজাতির মানুষেরা জ্বালানির অভাবে জামাকাপড় পুড়িয়ে আগুন জ্বালিয়ে রাখার চেষ্টা করছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। আজ থেকে পেনসিলভেনিয়া ও মিশিগানে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। এ ছাড়া, নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ড ও নিউ জার্সির উপকূলবর্তী এলাকায় বন্যাও হচ্ছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচাল জানিয়েছেন, সাধারণ মানুষকে বিপদসঙ্কুল স্থান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে ন্যাশনাল গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে, ব্রিটিশ কলাম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড, গোটা কানাডার অবস্থাই শোচনীয়। তার মধ্যে উত্তর মেরু থেকে ঝোড়ো হাওয়া এসে দেশের উত্তরের পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে তুলেছে।

তুষারঝড়ের জন্য অসংখ্য পথ দুর্ঘটনার খবরও মিলছে। ওহায়োর রাস্তায় ৫০টি গাড়ি পরস্পরকে ধাক্কা মেরেছিল। এই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। ক্যানসাস ও নেব্রাস্কাতেও তুষারঝড়ের জন্য পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। তা ছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্ঘটনা ও ঠান্ডায় আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সারা দেশে মোট মৃতের সংখ্যা ১৯। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রদেশের প্রশাসন নয় গাড়ি চালানোর উপরে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, না হয়, সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছে, তাঁরা যেন নিতান্ত প্রয়োজন না হলে, বাড়ি থেকে বার না-হন।

গত কাল আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে মোট ৫৯০০টি উড়ান বাতিল করা হয়েছিল। শনিবার সকালে (স্থানীয় সময়) বাতিল করা হয় আরও ১৬০০ উড়ান। ফলে উৎসবের মরসুমে ঘরে ফিরতে পারছেন না বহু মানুষ, বানচাল হয়েছে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও।

যা চাইবেন তাই মিলবেশুধুমাত্র ছকভাঙা পোশাকে কী ভাবে প্রচারের আলো টেনে নিতে হয়, ভালই জানেন উরফি জাভেদ। কেউ কেউ সে সব পোশাক...
25/12/2022

যা চাইবেন তাই মিলবে
শুধুমাত্র ছকভাঙা পোশাকে কী ভাবে প্রচারের আলো টেনে নিতে হয়, ভালই জানেন উরফি জাভেদ। কেউ কেউ সে সব পোশাক নিয়ে শুরু করেন তুমুল সমালোচনা, অনেকেই আবার তাঁর ফ্যাশনের তারিফ করেন। কিন্তু বিতর্কে দমে যাওয়ার পাত্রী নন উরফি। কখনও তাঁর নিন্দকদের পাল্টা উত্তর দিয়েছেন, কখনও তাঁদের এড়িয়েও গিয়েছেন।
দিওয়ালি হোক বা বড়দিন, উরফির সাজে চমক থাকবে না, তা আবার হয় নাকি! বড়দিনে সান্টার বেশে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী!

লাল পোশাকে অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরানো দায়। খোলামেলা পোশাক পরেই উরফি বিখ্যাত। এ বারও তার অন্যথা হয়েনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। যেখানে দেখানে দেখা যাচ্ছে, লাল লেদার জাম্পস্যুট পরে রাস্তায় হেঁটে চলেছেন উরফি। তবে সেই জাম্পস্যুটেও ছিল উরফির 'বিশেষ' ছোঁয়া! জাম্পস্যুটের একটা পা কাটা! পোশাকটি হাইনেক হলেও বক্ষভাঁজ স্পষ্ট। পেটের কাছেও বেশ খানিকটা অংশ কাটা! ন্যুড মেক আপ আর লাল হাই হিল জুতোয় একেবারে বড়দিনের মেজাজে উরফি!

https://www.instagram.com/reel/CmlTgFmBmyO/?utm_source=ig_embed&ig_rid=b61eef64-2309-4e31-ab67-c7dbff6d89a0

ছবির নীচে উরফি লিখেছেন, ‘‘আপনাদের সান্টা এসে গিয়েছে! কী চাই বলুন!’’
উরফির সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে তুফান উঠেছে। ইনস্টাগ্রামে প্রায় আটত্রিশ লক্ষ অনুরাগী রয়েছেন উরফির। ইতিমধ্যেই ভিডিয়ো দেখে তাঁর নতুন অবতার পছন্দ করেছেন হাজার হাজার নেটাগরিক। মন্তব্য করার জায়গায় অনেকেই বাহবা দিয়ে সাহসী অবতারে তাঁর সাবলীল অভিব্যক্তির প্রশংসা করেছেন। তেমনই অনেকের কাছ থেকে ছুটে এসেছে কটাক্ষও। নিন্দকরা বলেছেন, এ ভাবে সমাজমাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছেন তিনি। শুধু প্রচারে থাকতেই নিজের শরীরকে ব্যবহার করছেন। (সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন)

কমছে কানাডার মেরু ভল্লুককানাডার পশ্চিম হাডসন বের পোলার বিয়ার বা মেরু ভল্লুক আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। গত পাঁচ বছরে সেখা...
25/12/2022

কমছে কানাডার মেরু ভল্লুক
কানাডার পশ্চিম হাডসন বের পোলার বিয়ার বা মেরু ভল্লুক আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। গত পাঁচ বছরে সেখানে মেরু ভল্লুক কমে গেছে প্রায় ২৭ শতাংশ। দেশটির এক সরকারি রিপোর্টে বলা হয়েছে, গত বছর এ এলাকায় ৬১৮টি প্রাণী বসবাস করতে দেখা গেছে, যেখানে ২০১৬ সালে সংখ্যাটা ছিল ৮৪২। খবর বিবিসি।
এ সময়ে নারী ও শিশু মেরু ভল্লুক সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। আর পুরুষ ভল্লুকের সংখ্যা কাছাকাছি একই রকম থাকতে দেখা গেছে। এভাবে ভল্লুক কমে আসার পেছনে মূল ভূমিকা পালন করেছে জলবায়ু পরিবর্তন। সারা বিশ্বের তুলনায় সুমেরু অঞ্চল এখন অনেক দ্রুত উষ্ণতার মুখোমুখি হচ্ছে। সেখানে ভল্লুকগুলো মূলত সিল শিকারের ওপর নির্ভরশীল। তবে এখন সামুদ্রিক বরফ অনেক দেরিতে তৈরি হচ্ছে এবং প্রতি বছর আগে আগে খুব দ্রুত গলে যাচ্ছে।

সংরক্ষণবাদী বিজ্ঞানীরা বলছেন, ২০৫০ সালের মধ্যে বরফবিহীন মৌসুমের দৈর্ঘ্য বৃদ্ধি ভল্লুকগুলোকে অনাহারের মুখে ঠেলে দেবে। কানাডা সরকারের রিপোর্ট বলছে, যেভাবে ভল্লুক কমার প্রবণতা দেখা যাচ্ছে তা অনেকটা প্রাণীটির ওপর জলবায়ু পরিবর্তনের জনসংখ্যাগত প্রভাবের দীর্ঘস্থায়ী ভবিষ্যদ্বাণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
একই সময়ে ওইসব তথ্যে সতর্কতা জানানো হয়েছে, যেন এভাবে ভল্লুক কমে আসা এবং সামুদ্রিক বরফ কমে আসার প্রবণতার মধ্যে সরাসরি সংযোগ না খুঁজে বের করা হয়। গত পাঁচ বছরের মধ্যে চার বছরেই বরফের বেশ ভালো অবস্থা দেখা গেছে। সেখানে আরো বলা হয়েছে, স্থানীয়ভাবে সিলের সংখ্যা এখানে বড় ভূমিকা রাখতে পারে। রিপোর্টে এটাও বলা হয়েছে, অনেক ভল্লুক পার্শ্ববর্তী অঞ্চলে অভিবাসী হয়ে যাচ্ছে।

স্তন্যপায়ী প্রাণীটি সবচেয়ে বড় জীবিত মাংসাশী প্রাণী যারা প্রতি শরত্কালে পশ্চিম হাডসন বে উপকূল থেকে মানিটোবা প্রদেশে চলে যায় সামুদ্রিক বরফে ফিরে আসার জন্য। এটিই বিশ্বের সবচেয়ে বেশি গবেষণা করা প্রাণী এবং তাদের অভিবাসনের ফলে লাখ লাখ ডলার আয় করা সম্ভব হয়। কারণ এ সময়ে মানিটোবার শহর চার্চিলকে বলা হয় ‘বিশ্বে মেরু ভল্লুকের রাজধানী’। সেখানে স্থানীয় ভল্লুক দেখার জন্য যে অর্থ আয় হয় বছরে তার মোট পরিমাণ দাঁড়ায় ৫৩ লাখ ডলারে। এ মৌসুমে মানিটোবার বাসিন্দারা সাধারণ অভ্যাসের অংশ হিসেবে সবসময় গাড়ির দরজা আনলক রাখে, যেন কেউ ভল্লুকের মুখোমুখি পড়লে দৌড়ে গাড়িতে উঠতে পারে।

হাডসন বে ঘিরে মৌসুমি সামুদ্রিক বরফের পরিমাণ বসন্তকালে আগে আগেই কমে যাচ্ছে এবং পরে শরত্কালে দেরিতে তৈরি হচ্ছে। ফলে ভল্লুকগুলোকে দীর্ঘ সময় খাবার ছাড়াই কাটাতে হচ্ছে। গবেষকরা এও বলছেন, বর্তমানে এসে মেরু ভল্লুক কমে আসার প্রবণতা বাড়তে দেখা গেছে। ২০১১-১৬ সালে কমেছিল মাত্র ১১ শতাংশ।

Address

Sylhet, Sylhet Division
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when sylhetnews5.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share