Zubia

Zubia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zubia, Digital creator, Sylhet.
(4)

(আসসালামু আলাইক)

বাংলাদেশ ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের সমস্ত তথ্য পেতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন।🙏💖

Business & Promotion -
[email protected]

লিজেন্ডস লিগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানখেলবেন দুবাই জায়ান্টসের হয়ে 🔥
28/12/2024

লিজেন্ডস লিগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান
খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে 🔥

২০০৮ সালে সাকিব আল হাসান এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য এশিয়া কাপের দল থেকে নিজের নাম বাদ দিতে বলেন, সে পরিক্ষার মাত্র দেড় ...
27/12/2024

২০০৮ সালে সাকিব আল হাসান এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য এশিয়া কাপের দল থেকে নিজের নাম বাদ দিতে বলেন, সে পরিক্ষার মাত্র দেড় মাস আগে বই কিনে পরে ৩.৯০ রেজাল্ট করেন, ওই সময় ৩.৯০ রেজাল্ট করা কিন্তু সহজ ব্যাপার ছিলো না, সবচেয়ে বড় কথা, তখনকার পাকিস্তানের অধিনায়ক ততকালীন বাংলাদেশের অধিনায়ক আশরাফুলকে জিগ্যেস করেছিলেন, তোমাদের সাকিব আল হাসান কোথায়, তখন আশরাফুল বলেছিলেন তার এইচএসসি পরীক্ষা চলে তাই দলে নেই, মালিক অবাক হয়ে বলেছিলেন, এমন একজন খেলোয়াড় আমাদের দলে থাকলে তাকে সার্টিফিকেট বাসায় গিয়ে দিয়ে হলেও দলে রাখতাম, সাকিব আল হাসান সবকিছুতেই অলরাউন্ডার, এটা তরুণ বয়স থেকেই 🇧🇩🔝

#বাংলাদেশ_ক্রিকেট_আমাদের_গর্ব_ও_অহংকার

বিপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ২ কোটি কিন্তু এক অনুষ্ঠানেই ফাতেহ আলি নেবেন সাড়ে ৩ কোটি..🚨নতুনত্বের ঘোষনা দিয়ে শুরু ...
23/12/2024

বিপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ২ কোটি কিন্তু এক অনুষ্ঠানেই ফাতেহ আলি নেবেন সাড়ে ৩ কোটি..🚨

নতুনত্বের ঘোষনা দিয়ে শুরু হওয়া বিপিএলে খানিক নতুনত্বের ছোঁয়াও মিলেছে। তবে, চ্যাম্পিয়ন দলের জন্য যেখানে বরাদ্দ ২ কোটি। সেখানে এক অনুষ্ঠানেই তিন ঘন্টার জন্য শিল্পী রাহাত ফাতেহ আলি খান নেবেন প্রায় সাড়ে তিন কোটি।

চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কি বাড়ানো উচিত বলে মনে করেন.??

তবে এই জয়ের একটা ক্রেডিট সাকিব্বাইরে দেওয়াই যায়৷ কারণ উনিই সর্বপ্রথম কেউ ছিলো যে কিনা বুঝছিলো টি২০তে ভালো করতে হইলে ইয়াং...
20/12/2024

তবে এই জয়ের একটা ক্রেডিট সাকিব্বাইরে দেওয়াই যায়৷ কারণ উনিই সর্বপ্রথম কেউ ছিলো যে কিনা বুঝছিলো টি২০তে ভালো করতে হইলে ইয়াং টিমই করতে পারবে। তাই ২০২২ এশিয়া কাপের পর উনি যতদিন ক্যাপ্টেন ছিলো কিছু প্লেয়ার দলে ঢুকতে পারে নাই। আর এই সময় বাংলাদেশ ইংল্যান্ড আর আফগানিস্তানের মতন দলরেও হারাইছে।

এই জন্যই এই পান্ডবের কাতারে উনারে কোনোদিন রাখতাম না।

STRIKE RATE 362.5 🔥আবারও ব্যাট হাতে দুর্দান্ত সাকিব, দারুণ এক ইনিংসে দলের ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখলেন।ব্যাটার সাকিব ৮ ...
18/12/2024

STRIKE RATE 362.5 🔥

আবারও ব্যাট হাতে দুর্দান্ত সাকিব, দারুণ এক ইনিংসে দলের ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখলেন।
ব্যাটার সাকিব ৮ বলে ২৯* 💚😯

৪ চার এবং ৩ ছক্কায় ১৯ বলে সাকিবের ৪৩ রান! 💥মোসাদ্দেকের ১ ওভারে নিয়েছে ১৭ রান
17/12/2024

৪ চার এবং ৩ ছক্কায় ১৯ বলে সাকিবের ৪৩ রান! 💥
মোসাদ্দেকের ১ ওভারে নিয়েছে ১৭ রান

বাংলা টাইগারর্সের এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান জানিয়েছেন...
16/12/2024

বাংলা টাইগারর্সের এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান জানিয়েছেন...

১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবস!যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, জাতির সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদে...
16/12/2024

১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবস!

যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, জাতির সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা 💗💗

"প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যাক বিজয়ের চেতনা,
এগিয়ে যাক স্বপ্নের 🇧🇩 বাংলাদেশ🇧🇩"

আজকের ম্যাচে সেরা ক্যাচ ধরার পুরষ্কার পেলেন সাকিব
15/12/2024

আজকের ম্যাচে সেরা ক্যাচ ধরার পুরষ্কার পেলেন সাকিব

অসাধারণ, অনন্য, অতুলনীয়, ক্রিকেটের মোনালিসা,শৈল্পিক ক্রিকেটার,বিশ্বের সেরা বেটার🤣🤣
14/12/2024

অসাধারণ, অনন্য, অতুলনীয়,
ক্রিকেটের মোনালিসা,শৈল্পিক ক্রিকেটার,
বিশ্বের সেরা বেটার🤣🤣

সবাই আমার বান্ধবী সামিয়া জন্য দোয়া করবেন, প্রথমবারে মতো তার পুত্র সন্তান জন্ম নিয়েছে,আলহামদুলিল্লাহ মা বেবি দুইজনই ভালো ...
12/12/2024

সবাই আমার বান্ধবী সামিয়া জন্য দোয়া করবেন, প্রথমবারে মতো তার পুত্র সন্তান জন্ম নিয়েছে,
আলহামদুলিল্লাহ মা বেবি দুইজনই ভালো আছে।

1, 1, 4, 6, 6, lb1, 1, 1Unbeaten ✅Match-winning ✅A good day with the bat for Shakib Al Hasan!
11/12/2024

1, 1, 4, 6, 6, lb1, 1, 1

Unbeaten ✅
Match-winning ✅

A good day with the bat for Shakib Al Hasan!

কয়েকটা ছক্কা চার মেরে ১০ বলে ১৩ রান করে আউট 🙄
11/12/2024

কয়েকটা ছক্কা চার মেরে ১০ বলে ১৩ রান করে আউট 🙄

একজন অলরাউন্ডারের দুটি দিক থাকে:প্রথমত, ইতিবাচক দিক—আপনি ব্যাট এবং বল উভয়েই ইম্প্যাক্টফুল পারফরম্যান্স দিতে পারেন।দ্বিত...
10/12/2024

একজন অলরাউন্ডারের দুটি দিক থাকে:

প্রথমত, ইতিবাচক দিক—আপনি ব্যাট এবং বল উভয়েই ইম্প্যাক্টফুল পারফরম্যান্স দিতে পারেন।
দ্বিতীয়ত, ক্ষতিকর দিক—আপনার প্রভাব নেতিবাচকও হতে পারে!

মেহেদি হাসান মিরাজ তার অধিনায়কত্বের প্রথম দুই ম্যাচেই জয়ের মুখ দেখেননি, এবং দুঃখজনকভাবে তার উপর অনেকটাই দোষটা বর্তায়। আরও দুঃখের বিষয় হলো, তিনি ফর্মে নেই এমন নয়। তিনি পারফর্ম করছেন, রান করছেন, উইকেট নিচ্ছেন, তবুও বাংলাদেশ জিততে পারছে না।

মূল সমস্যা হলো তার খেলার ধরন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মিরাজ অত্যন্ত ধীরগতিতে খেলেছেন এবং ৬৬ (১১৯) রানের ইনিংস খেলেছেন। শারজাহর পিচ ধীরগতির ছিল, তবে প্রায় ১২০ বল খেলে স্ট্রাইক রেট ৬০-এর নিচে রাখলে তা দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলে না। অন্যদিকে, মাহমুদউল্লাহ ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন, তবে সেটাও বৃথা যায়। বল হাতে মিরাজ ছিলেন আরও হতাশাজনক; ধীরগতির উইকেটে ১০ ওভারে ৫৬ রান দিয়েছেন।

তার অধিনায়কত্বে দ্বিতীয় ম্যাচেও কিছুই পরিবর্তন হয়নি। এবার এটি ছিল ব্যাটিংয়ের জন্য স্বর্গসম পিচ। তেমন কোনো চাপও ছিল না। তানজিদ চমৎকার একটি শুরু এনে দিয়েছিলেন। কিন্তু মিরাজ গতি কমিয়ে দেন, ফলে আফিফকে তাড়াহুড়ো করে শট খেলতে হয়, যিনি সিংগেল নিয়ে ভালোভাবেই খেলছিলেন। মিরাজ তার ইনিংস শেষ করেন ৭৪ (১০১) রানে। পিচ এবং পরিস্থিতি বিবেচনায়, এই ৭৪ (১০১) তার ৬৬ (১১৯)-এর চেয়েও খারাপ ছিল। বল হাতে, ব্যাটিং সহায়ক পিচে তিনি তেমন কিছুই করতে পারেননি।

আমরা মিরাজকে মিরপুরে ভারতের বিপক্ষে ৮৩ বলে সেঞ্চুরি করতে দেখেছি। আমরা তাকে এশিয়া কাপে ওপেন করতে নেমে ৯৪ স্ট্রাইক রেটে সেঞ্চুরি করতে দেখেছি। তাহলে এখন মিরাজের কী হয়েছে? এটি কি অধিনায়কত্বের চাপ? কারণ যাই হোক, এ ধরনের ইনিংস সমালোচনার দাবি রাখে। তার খেলার ধরনই বাংলাদেশের হারার কারণ হচ্ছে, যদিও তিনি পারফর্ম করছেন। আশা করি, মিরাজ এই সমালোচনাগুলো গুরুত্ব সহকারে নেবেন এবং আরও ভালো মানসিকতা নিয়ে খেলবেন। এতে মিরাজ উপকৃত হবেন, বাংলাদেশও উপকৃত হবে।

সমালোচনা করা হয়তো একটু তাড়াতাড়ি হবে, কারণ মাত্র দুইটি ম্যাচ হয়েছে, তবে গঠনমূলক সমালোচনার চর্চা সবসময়ই প্রশংসনীয়।

নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং অন্য কাউকে মিথ্যাচার বা গীবত...
05/12/2024

নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং অন্য কাউকে মিথ্যাচার বা গীবত করে না।

বছরের শেষ আর কিছু দিন এটুকু কথাই বলতে চাই যে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে চাইলে উপহার হিসেবে চোখের জল ব্যতীত আর কিছুই পাওয়া যায় না!

আইপিএলে সাকিবের ৫ ম্যাচ এমন দেখে একদল ওয়াটার বয় ওয়াটার বয় বলে ঠাট্টা করত নেন ভাই আপনারা যা পক্ষ থেকে সেই ঠাট্টা করতে আসছ...
05/12/2024

আইপিএলে সাকিবের ৫ ম্যাচ এমন দেখে একদল ওয়াটার বয় ওয়াটার বয় বলে ঠাট্টা করত

নেন ভাই আপনারা যা পক্ষ থেকে সেই ঠাট্টা করতে আসছেন সেই বান্দা নিজেই তার প্রাইম টাইমে ২ বছর আইপিএলে পানি দিয়ে মানবসেবা করত😅

চাইলে আরও আছে🥳

সুবিধাবাদি দের কোনো শত্রু হয় না, এরা সকল জায়গায় ফিট হয়ে যায়।বাংলাদেশের তথাকথিত সেরা ওপেনারের দিকে তাকান। শেখ হাসিনার আমল...
02/12/2024

সুবিধাবাদি দের কোনো শত্রু হয় না, এরা সকল জায়গায় ফিট হয়ে যায়।

বাংলাদেশের তথাকথিত সেরা ওপেনারের দিকে তাকান। শেখ হাসিনার আমলে কিছুদিন পর পর শেখ হাসিনার সাথে দেখা করতে গেছে।

তাকে তৈল মর্দন করে পোস্ট ও দিয়েছে, সর্ব শেষ কান্নাকাটি করে অবসর নেওয়ার পর, শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙ্গেছে।
৩ আগস্ট গনভবনে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছে, গনভবনের এন্ট্রি খাতা তাই বলে।

কিন্তু উনি এখন সবচেয়ে বড় সম্বনয়ক। তার ফ্যান বয় তাকে সেফ জোনে রেখে সাকিব কে নিয়ে খেলতেছে।

সে এখন পাকা বিএনপিও সেজেছে, উনি এখন জিয়া ক্রিকেট টূর্নামেন্টের উদ্ভোধক। উনি এখন বাফুফে নিয়েও ভাবেন উনাকে ফুটবল ম্যাচেও দেখা যায়, উপদেষ্টার সাথে। সামনে তারেক রহমান আসলে তার সাথে দেখা যাবে। জামায়াত আসলে দাঁড়িও রেখে দিতে পারে, সুবিধা নেওয়ার জন্য।

এরকম বন্ধু আপনার সার্কেলে থাকলে এড়িয়ে চলুন।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Zubia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zubia:

Videos

Share