AhoNa 's Dairy

AhoNa 's Dairy পাগলির পাগলামি.....")
(1)

ওইখানে কারে দেখা যায়???👀😌 ゚
21/06/2024

ওইখানে কারে দেখা যায়???👀😌

রংধনুর রঙে নয়, নয় ঝর্ণা ধারাতেতোমার উপমা খুজি দু চোখের তারাতে🦋🥹
20/06/2024

রংধনুর রঙে নয়, নয় ঝর্ণা ধারাতে

তোমার উপমা খুজি দু চোখের তারাতে🦋🥹

Big shout out to my newest top fans! 💎 Showrov Roy, Ankeeta Dey, Nova Dey Mohona, Rashida AkterDrop a comment to welcome...
19/06/2024

Big shout out to my newest top fans! 💎 Showrov Roy, Ankeeta Dey, Nova Dey Mohona, Rashida Akter

Drop a comment to welcome them to our community, fans

19/06/2024

Sometimes I cannot explain sadness ... Why am I sad? ... Why? ... No words can answer this ... I just feel this way !!

~||ফুলপ্রেমীদের হাবভাব একটু অদ্ভুত ই হয়,। কোথাও ফুল দেখলে থমকে যাওয়া,একপলকে তাকিয়ে থাকা, অজানা কারণে হেসে উঠা, ইত্যাদি ই...
19/06/2024

~||ফুলপ্রেমীদের হাবভাব একটু অদ্ভুত ই হয়,। কোথাও ফুল দেখলে থমকে যাওয়া,একপলকে তাকিয়ে থাকা, অজানা কারণে হেসে উঠা, ইত্যাদি ইত্যাদি...... এই যে বিচিত্র রকমের অনুভূতি কী জানান দেয় বলতে পারেন? আপনার মাঝে একজন প্রানবন্ত মানুষ লুকিয়ে রয়েছে। চলুন না,জীবনের ব্যস্ততার মাঝে একটু প্রকৃতির মাঝে হাঁরাই..! জোর করে না হেঁসে এই আনন্দের মাঝে হেঁসে ই দেখুন না, স্বর্গীয় সুখ উপলব্ধি করতে পারবেন।কারণ প্রকৃতিপ্রেমীরাই পারে প্রকৃতরূপে হাসতে..~||

19/06/2024

জীবনকে সহজভাবে দেখলেই জীবন সুন্দর 🌸🌿

বেঁচে থাকার লড়াইয়ে উষ্ণ মরুর বালিকায়,বাবা তুমি ছায়া হয়েছো, একা দাঁড়িয়ে তাই।
17/06/2024

বেঁচে থাকার লড়াইয়ে উষ্ণ মরুর বালিকায়,
বাবা তুমি ছায়া হয়েছো, একা দাঁড়িয়ে তাই।

আমি রোবট হতে চাই। যার হৃদয় নেই, মস্তিষ্ক নেই, অনুভূতি নেই, ব্যথা নেই, যার কিছুই নেই।
16/06/2024

আমি রোবট হতে চাই। যার হৃদয় নেই, মস্তিষ্ক নেই, অনুভূতি নেই, ব্যথা নেই, যার কিছুই নেই।

হুমায়ূন আহমেদ বলেছিলেন "প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবেই, এটাই হয়তো প্রকৃতির নিয়ম"😊💔
16/06/2024

হুমায়ূন আহমেদ বলেছিলেন "প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবেই, এটাই হয়তো প্রকৃতির নিয়ম"😊💔

16/06/2024
16/06/2024

এই পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিবাদ হচ্ছে চুপ থাকা,😊

16/06/2024

রাতে আকাশের দিকে তাকালে লক্ষ কিলোমিটার দুরের ওই চাঁদকেও দেখা যায়।
অথচ তীব্র ইচ্ছে থাকার পরেও আমি তোমায় দেখতে পাই না।
তাহলে কি তোমার আর আমার দুরত্ব চাঁদের থেকেও বেশি।

লেখা:মুহাম্মদ মাসুদ

ভালোবাসার টানে  ফিরে আসি বার বার তোমার কাছে,জানিনা কতো দিন চলন শক্তি থাকবে? বলে ফেলো সবই যা কিছু আমাকে বলার আছে। ছবি ~ স...
16/06/2024

ভালোবাসার টানে ফিরে আসি বার বার
তোমার কাছে,
জানিনা কতো দিন চলন শক্তি থাকবে?
বলে ফেলো সবই যা কিছু আমাকে বলার আছে।
ছবি ~ সংগৃহিত

16/06/2024

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো। প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation ও ছিলো। কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে recharge করার সুযোগ হতনা। তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হত। তখন একটা 's' লেখার জন্য keypad টাকে বার চারেক press করতে হত। তবু কেও বিরক্ত হতনা। SMS বড় হয়ে গেলে তাকে কেটে কুটে ছোট করে পাঠাতে হত। তখন green tick নিয়ে ঝামেলা হতনা। অনলাইন না অফলাইন দেখার সুযোগও ছিলো না। ছিলো প্রতিটা sms এর পর দুই তিন মিনিটের অপেক্ষা। রাতের good night আর সকালের good morning বলার জন্য আলাদা করে sms বাঁচিয়ে রাখা। তখন emoji ছিলো না। আবেগ গুলোকে অনুভবে বুঝে নিতে হত। তখন শব্দের দাম ছিলো, আবেগের দাম ছিলো, অপেক্ষার দাম ছিলো, efforts এর দাম ছিলো।।

© Rupak Roy

কিভাবে দেখো??
16/06/2024

কিভাবে দেখো??

😒
15/06/2024

😒

15/06/2024

২০২২ এর শুরুটা বাজে ভাবে শুরু হলেও ভালোই দিন কাটছিলো কিন্তু মাঝখানে ২২ সালের বন্যায় পরে সবাই ই বিধ্বস্ত ছিলাম।খুব একটা ভালো দিন কাটানো সম্ভব হয় নি তখন।আস্তে আস্তে সব ঠিক হয় ২২ সালের শেষের কিছুদিন ভালোই কাটে, তখন বন্ধুদের সংখ্যাও ছিলো অনবদ্য। আর কলেজের বন্ধুগুলোও ছিলো অনেক বেশি আপন। তখন জীবনকে এক আলাদাভাবে চিনতাম। জীবনের এতো মারপেঁচ কখনো বুঝি নাই। তখন মনে হতো ২০২২ খুব খারাপ একটা সাল যা আমার জীবনে যেনো আর না আসে। কিন্তু আজকের দিনে গিয়ে কোথাও না কোথাও মনে হচ্ছে সেই ২০২২ ই খুব ভালো ছিলো। সবাই মিলে সুখেদুঃখে থাকতে পারতাম। জীবন এখনকার মতো জটিলতায় ভরা ছিলো না।ছোট্ট জীবনের সেরা সময় আমি আমরা ২০২২ এই কাটিয়েছি🖤

আমার এক ফ্রেন্ড ছিলো প্রচন্ড ইন্ট্রোভার্ট। ওর কাজিনের সাথে ওর প্রেম ছিলো। কিন্তু ওর কাজিন ওকে ছ্যাঁকা দেয়। ও অনেক ভেঙ্গে...
15/06/2024

আমার এক ফ্রেন্ড ছিলো প্রচন্ড ইন্ট্রোভার্ট। ওর কাজিনের সাথে ওর প্রেম ছিলো। কিন্তু ওর কাজিন ওকে ছ্যাঁকা দেয়। ও অনেক ভেঙ্গে পড়ে। আমি তখন ওকে সময় দিতাম। অফিস শেষে আর উইকেন্ডে দেখা করতাম, একসাথে কফি খাইতাম। আমি সর্বোচ্চ চেষ্টা করতাম কীভাবে ওর মন ভালো রাখা যায়। এর জন্যে অনেক উইয়ার্ড জিনিসও করতাম। ও হাসলে আমার ভালো লাগতো।

তারপর ও ঢাবিতে ইভিনিং এমবিএতে ভর্তি হয়। ওইখানে এক মেয়েকে ওর ভালো লাগে। ওদের মধ্যে প্রেম প্রেম সম্পর্ক হয়। কিন্তু মেয়েটা আগাইতে পারে না কারণ মেয়েটার একটা এক্স বয়ফ্রেন্ড ছিলো ঢাকা কলেজের। সে মেয়েটাকে তাদের বিশেষ মুহুর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেইল করতো। তখন আমার বন্ধু আমার সাহায্য চায়। আমি ছাত্রলীগের এক ভাইয়ার কাছে বিষয়টা বলে ওদের ব্যাপারটা সলভ করে দেই। তারপর ওদের মধ্যে নিশ্চিন্তে প্রেম হয়ে যায়।

প্রেম হয়ে যাওয়ার পরে ওরা সারাদিন একসাথে টাইম পাস করে। আমার সাথে উইকেন্ডেও আর দেখা হয় না। আমিও কিছু মনে করি না। কারণ আমার লাইফে তখন অন্যান্য ঘটনা চলতে থাকে।

হঠাৎ করেই ফেসবুকে একদিন দেখি ওদের বিয়ের ছবি। এটাও দেখি আমাদের ওই ব্যাচের প্রায় সব বন্ধুবান্ধবই দাওয়াত পাইছে। আমি ওই ছবিতে একটা লাভ দিয়ে কংগ্রাচুলেশনস লিখে কমেন্ট করি।

ও সাথেসাথে আমাকে মেসেজ দেয়,
"তোমার কথা একদম মাথাতেই ছিলো না, হুট করে বিয়ে হয়ে গেছে তো, এখন ছোট করে হইছে, পরে বড় প্রোগ্রাম হইলে অবশ্যই দাওয়াত পাইবা।"

আমিও ওকে একটা রিপ্লাই দেই,
"Many people have used me but I have to say you are one of the best."🙂

©

15/06/2024

তবুও একা লাগে না কিছুতেই। বরং ভালোই লাগে এসব অনাদরের হাহাকার, গভীর রাতের ফুঁপিয়ে উঠা, সকালের বিষণ্ণতা, দুপুরের অবহেলা আর বিকেলের মন খা'রাপ!

_ ★_

15/06/2024

মনে করলেও মনে করা বারণ🌸

14/06/2024

জীবনের বিচ্ছিরি দুইটা মুহুর্ত "যখন আপনি ভীষণ কান্না করতে চান কিন্তু চোখ দিয়ে পানি বের হয় না কোনো মতেই আবার যখন আপনি কোনো ভাবেই কাঁদতে চান না ঠিক ওই টাইমেই সবার সামনে চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি পরতে থাকে!'
মানুষ সবসময় তুচ্ছ বিষয়ে সহজে কান্না করতে পারে। কঠিন বিষয়ে পারে না!'🌸🩶

14/06/2024

অবচেতন মনে আপনার সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার জন্য স্রষ্টাকে দোষারোপ করবেন না।আপনার সাথে যা হয়, আপনার কর্মফল ব্যতিত কিছু না।ঈশ্বর ছাড় দেন,ছেড়ে দেন না।কষ্ট হলে তার সামনে বসুন, সব খুলে বলুন,কাঁদুন,মন হালকা হবে।সৃষ্টিকর্তার সাথে নিজের একটা ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করতে পারলে ইহকাল ও পরকাল শান্তিময় হবে....।

লিখায়ঃ আমাদের অর্থী❤️

13/06/2024

মানুষ চিনতে ভুল করার ব্যাপারে কোনো অ্যাওয়ার্ড থাকলে,আমার ঘর ট্রফি দিয়ে ভর্তি থাকতো!🙂😴

13/06/2024

হাসিখুশি থাকা মানুষটাও কবে চুপ হয়ে মৃত্যু পথ বেছে নেয় কখনো বলা যায় না...")

13/06/2024

স্যারের উপর ক্রাশ খাওয়ার ব্যাপার টা জস..! এইটা তে আপনি সবসময় স্যারকে দেখতে থাকবেন স্যারের খারাপ ব্যবহারও আপনার ভালো লাগবে। স্যারের মিষ্টি কথা ও আপনার ভালো লাগবে। আবার স্যারকে অন্য মেয়েদের সাথে দেখলেও আপনার হিংসা লাগবে। এক কথায় ওই সময়টায় আপনার শুধু মনে হবে স্যার শুধু আপনার। তাকে অন্য কারো সাথে সহ্য করতে পারছেন না আবার কাউকে বলতেও পারছেন না।এই ব্যাপার টাহ অনেক জস অনেক..."

13/06/2024

মেনে নিতে পারলেই জীবন উরন্ত পাখির মতো সুন্দর ❤️
জীবনের সকল মুহূর্ত মেনে নিতে শিখুন দেখবেন আপনি ভালো থাকবেন✨

Big shout out to my newest top fans! 💎 Ankeeta Dey, Nova Dey Mohona, Rashida Akter
13/06/2024

Big shout out to my newest top fans! 💎 Ankeeta Dey, Nova Dey Mohona, Rashida Akter

12/06/2024

"তুমি ছবিতে যেমন বাস্তবে তেমন নাহ" প্রায় প্রত্যেক মেয়েকেই এমন ডায়লগ অনেকবারই শুনতে হয়েছে!

কিন্তু আসল কথা হচ্ছে ছবিতে সবসময়ই মানুষ চেষ্টা করে সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করতে! কার ঠ্যাকা পরেছে সারাক্ষণ সুন্দর করে সেজে থাকার?

বাস্তবের বেশির ভাগ মেয়েদেরই গালে পিম্পল, চোখের নিচে ডার্ক সার্কেল, এলোমেলো চুল থাকে, গায়ে ফুলের সুগন্ধ নিয়েও কোনো মেয়ে জন্মায় না, পারফিউম ছাড়াও গায়ের একটা আলাদা গন্ধ থাকে!

সেই গন্ধে কখনো নাক কুঁচকে গেলে ভালোবাসা বাদ দাও ভাই, বাজার থেকে পুতুল কিনে এনো, পিকচার পারফেক্ট পাবে!❤️

সংগৃহীত ❤️

Address

Bagbari
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when AhoNa 's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share