Shahalam Sajeeb

Shahalam Sajeeb অতি সাধারণ কিন্তু অভিমানী .....

চেষ্টার কোন ত্রুটি করেনি, তারপরও ফেরাতে পারলেন না, মারা গেছেন তনীর স্বামী।আল্লাহতালা উনাকে বেহেস্তবাসী করুক, আমিন।
15/01/2025

চেষ্টার কোন ত্রুটি করেনি, তারপরও ফেরাতে পারলেন না, মারা গেছেন তনীর স্বামী।

আল্লাহতালা উনাকে বেহেস্তবাসী করুক, আমিন।

15/01/2025

I gained 990 followers, created 121 posts and received 7,864 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Shout out to my newest followers! Excited to have you onboard! Kazi Aladin, Salim Uddin Rizvi, Sadid Hasan Sharif, Khan ...
15/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Kazi Aladin, Salim Uddin Rizvi, Sadid Hasan Sharif, Khan Mashud, Md H. Jumel, Azad Sheikh, Maktum Hasan, Sobuj Khan, MD Jilhaj Bissas, Md Sakib Khan, Atiqur Rahman, Masud Shah

With Childhood Friend ....
13/01/2025

With Childhood Friend ....

🎉 Facebook recognised me as a top rising creator this week!
13/01/2025

🎉 Facebook recognised me as a top rising creator this week!

একই মা এবং একই ছেলে, শুধু মাঝখানে কেটে গেছে ৫৪টি বছর (১৯৭০-২০২৪)।
13/01/2025

একই মা এবং একই ছেলে, শুধু মাঝখানে কেটে গেছে ৫৪টি বছর (১৯৭০-২০২৪)।

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ......
08/01/2025

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ......

কিয়ানু চার্লস রিভস। এই ভদ্রলোক পৃথিবীর যে-কোনোকিছুই কেনার ক্ষমতা রাখেন; কিন্তু, প্রতি ভোরে ঘুম থেকে জেগে, তিনি একমাত্র ত...
07/01/2025

কিয়ানু চার্লস রিভস। এই ভদ্রলোক পৃথিবীর যে-কোনোকিছুই কেনার ক্ষমতা রাখেন; কিন্তু, প্রতি ভোরে ঘুম থেকে জেগে, তিনি একমাত্র তাই ছুঁতে ছোটেন, যা, কেনা যায় না।

অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, এবং সঙ্গীতশিল্পী কিয়ানু চার্লস রিভস, নিউইয়র্কের একটি ক্লাবে নির্ধারিত সময়ের কুড়ি মিনিট দেরিতে পৌঁছলেন। ক্লাবটিতে যে-পার্টিটা চলছে, সেটি তাঁর নতুন মুভি'র প্রতি উৎসর্গ করা। ক্লাবের বাইরে, অঝোর বৃষ্টির নিচে, দাঁড়িয়ে আছেন তিনি, চুপচাপ। ভিতরে যেতে দেওয়া হচ্ছে না তাঁকে, সিকিউরিটি গার্ডরা চিনতে পারেনি। এর ক'দিন পরে, ক্লাবটির মালিক বলেছিলেন— "আমি জানতামই না কিয়ানু ক্লাবের বাইরে দাঁড়িয়ে আছেন, কবে তাঁকে ভিতরে প্রবেশের অনুমতি দেবে কেউ সে-আশায়! কাউকেই তিনি পরিচয় দেননি।"

কিয়ানু। চিরকাল যাতায়াত করলেন গণপরিবহনে চড়ে, সময়ে ঝুলেঝুলে। রাস্তার ধারে ভিক্ষে করছে ঘরবাড়িহীন কোনো নিঃস্ব, কিয়ানু তার পাশে গিয়ে বসে থেকেছেন, গল্প করেছেন, উঠে আসার আগে দুখী মানুষটির মুঠোয় গুঁজে দিয়েছেন অপ্রত্যাশিত পরিমাণের অর্থের নোট। কেউ জানে না, কে এই লোক? আপনি যদি তাঁকে চিনে থাকেন, প্রায়ই আপনার চোখে পড়বে— পার্কের বেঞ্চিতে বসে হটডগ চিবুচ্ছেন তিনি, অপরিচিত বুড়োবুড়ি-শিশুদের হলাহলের পাশে।

কিয়ানু। দুনিয়ার বিস্ময়কর চলচ্চিত্র 'দ্য ম্যাট্রিক্স'-এর একটি সিক্যুয়েল শেষে, চলচ্চিত্রটির প্রত্যেক স্টান্টম্যানকে একটি করে মোটরবাইক কিনে দিয়েছিলেন। তাঁকে বলতে শুনেছিলাম আমরা— "এঁদের স্কিলই, এই মুভির প্রাণ।"

'দ্য ম্যাট্রিক্স'-এর কস্টিউম ডিজাইনার ও কম্পিউটার সায়েন্টিস্টদের বেতন তাঁর কাছে মনে হয়েছিলো— চলচ্চিত্রটির উত্তুঙ্গ জনপ্রিয়তা এবং এর নেপথ্যে ওই উল্লিখিত ব্যক্তিদের মেধা ও শ্রমের তুলনায় যথার্থ নয়। অতএব, সেই মুভি থেকে প্রাপ্ত তাঁর পারিশ্রমিকের সিংহভাগ তিনি তুলে দিয়েছিলেন এঁদের হাতে।

তাঁর মুভি 'দ্য ডেভিল'স অ্যাডভোকেট'-এ কিংবদন্তী অভিনেতা আল পাচিনোকে আমন্ত্রণের খরচ যোগাতে, তিনি কমিয়ে ফেলেছিলেন নিজের বেতন।

'দ্য লেক হাউজ' চলচ্চিত্রটায় অভিনয়ের সময়, দু'জন কস্টিউম সহকারীর আলাপ তাঁর কানে এসেছিলো ফিসফাসে, যাদের একজন কাঁদছিলো হুহু করে, পরদিন কুড়ি হাজার ডলার শোধ করতে না-পারলে ঋণের ঘরটি হারিয়ে পরিবার নিয়ে পথে বসতে হবে বলে। সেই পরদিন, লোকটির ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে গিয়েছিলো। হ্যাঁ, কিয়ানু রিভস।

প্রত্যেকেই মানুষ হিসেবে জন্মায়, কিন্তু মানুষ হয়ে বেঁচে থাকতে পারে— অল্প ক'জন।

১৯৬৪'র সেপ্টেম্বরের ২ তারিখ জন্মেছিলো শিশুটি। বয়স যখন তিন বছর, বাবা পরিত্যাগ করলো তাকে। এরপর, ছেলেটি বড়ো হয়েছিলো তিনজন সৎপিতার ভিন্ন তিন বাড়িতে। ছেলেটির ডিসলেক্সিয়া। তার স্বপ্ন ছিল হকি প্লেয়ার হওয়ার, যে-স্বপ্ন চুরমার হয়ে যায় মারাত্মক একটি দুর্ঘটনায় প্রায় মৃত্যুর মুখোমুখি পড়ে যাওয়ার ফলস্বরূপ। জন্মমুহূর্তেই তাঁর কন্যাশিশু মারা যায়। ক'দিন পরেই মারা যান সেই কন্যার মা, গাড়ি-অ্যাক্সিডেন্টে। প্রায় একই সময়ে মারা যান তাঁর প্রাণের বান্ধব, সুখদুঃখের সাথী— রিভার ফিনিক্স। তাঁর বোনের শরীরে ধরা পড়ে লিউকেমিয়া।

ভেঙ্গে পড়েননি কিয়ানু। বোনের চিকিৎসা চলাকালীন ওই দীর্ঘ সময়ে, কোনো চলচ্চিত্রেই অভিনয় করলেন না তিনি, বসে থাকতেন বোনের বিছানার পাশে। একদিন, বিখ্যাত 'দ্য লিউকেমিয়া ফাউন্ডেশন' গড়ে তুললেন কিয়ানু, বোনের চোখের ভিতরের বেদনা বুকের ভিতরে বয়ে; যে-ফাউন্ডেশনে নিয়মিত অর্থ যোগান দেওয়ার প্রয়োজনে আজও অভিনয় করে চলেন লোকটি। শুধুমাত্র 'দ্য ম্যাট্রিক্স' মুভির আয় থেকেই, সাড়ে সাত কোটি মার্কিন ডলার দান করেছেন কিয়ানু, বিভিন্ন হাসপাতালে, এবং অন্যান্য চ্যারিটিতে, মানুষের জন্য।

বডিগার্ড? নেই। বিলাসবহুল একটি বাড়ি? না, নেই। নিউইয়র্ক শহরের রাস্তায়, সাবওয়েতে, গণপরিবহনে, আজও আপনি দেখতে পাবেন, দুনিয়ার দুর্ধর্ষ এক চলচ্চিত্র অভিনেতাকে, মিলিয়োনিয়ার, তীব্র প্রতিভাধর, ঝুলছেন গাড়ির ভিতরে দাঁড়িয়ে, হাঁটছেন ফুটপাত ধরে, পৃথিবীর মানুষকে দেখছেন তিনি, দেখছেন মানুষের বিচিত্র জীবনগুলোকে, অবাক দৃষ্টিতে, জলভরা চোখে। হ্যাঁ, তিনি কিয়ানু রিভস। ইচ্ছে করলেই যিনি জগতের সবচেয়ে দামী প্লেনটি কিনে পৃথিবী ঘুরতে পারেন।

২০১০ সাল। কিয়ানু'র জন্মদিন। ফুটপাত ধরে হাঁটতে-হাঁটতে, একটি ছোট্ট বেকারির সামনে এসে, ঢুকে পড়লেন তিনি। কিনলেন ছোট্ট একটি পেস্ট্রি-বান, এবং একটি মোমবাতি। মোমবাতিটি বানের উপরে বসিয়ে, বেকারি থেকে বেরিয়ে, সামনের ফুটপাতে দাঁড়িয়ে তৃপ্তি নিয়ে খেলেন। এবং, তাঁকে চিনতে পেরে যে-ই দাঁড়িয়ে হাত বাড়ালো করমর্দনের কিংবা সামান্য হাই-হ্যালোর ইচ্ছেয়, প্রত্যেককেই এক কাপ করে কফি পানের অনুরোধ করলেন তিনি। অথচ, সেদিন দুনিয়ার সব মিডিয়া জুড়ে তাঁর জন্মদিন পালিত হচ্ছে হইহল্লায়, তাঁর ঘরে গণমাধ্যমকর্মীদের ভিড়। তিনি নেই। ফুটপাত ধরে হাঁটছেন, মানুষের বুকের ধার ঘেঁষে।

১৯৯৭ সালের এক সকালে, লস এঞ্জেলেসের একজন ফটোসাংবাদিক একটি আকস্মিক ছবি তুলে হইচই ফেলে দিয়েছিলো— দুনিয়া-কাঁপানো অভিনেতা কিয়ানু রিভস মাফলারে মুখটি ঢেকে রেখে একজন গৃহহীন লোকের পাশে বসে খাচ্ছেনদাচ্ছেন, গল্প করছেন, হাসিঠাট্টায় মেতে রয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে!

মাঝেমাঝে, খুব ভাগ্যবান হোন যদি, আপনি সেইসব মানুষের সাক্ষাৎ পাবেন, যাঁরা বুকের ভিতরে তীব্র ভাঙন নিয়ে বেঁচে আছেন, এবং বেঁচে আছেন দুনিয়ার অন্য কাউকেই অমন ভাঙনের মুখে পড়তে না-দেওয়ার তীব্র বাসনায়। তাঁরা ভাঙাচোরা মানুষ, তাঁরা মানুষের জন্য ছুটতে থাকা মানুষ।

কিয়ানু চার্লস রিভস। এই ভদ্রলোক পৃথিবীর যে-কোনোকিছুই কেনার ক্ষমতা রাখেন; কিন্তু, প্রতি ভোরে ঘুম থেকে জেগে, তিনি একমাত্র তা-ই ছুঁতে ছোটেন, যা, কেনা যায় না।



পোষ্টটি ভাল লাগলে পেজে ফলো দিবেন আশাকরি।

06/01/2025

গ্রামীণ সৌন্দর্য ও জীবনযাপন আসলেই অনেক মনোমুগ্ধকর, যা দেখলেই মনটা জুড়িয়ে যায় ....

03/01/2025

আমার বাপ চাচারা ছাত্রলীগ করেছেন, আমরাও করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ছাত্রলীগ করবে ইনশাআল্লাহ ....

প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালবাসা।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

আওয়ামী রাজনীতির শুদ্ধতম পুরুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদের প্রতিকৃতি সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে অতল শ্রদ্ধা।
03/01/2025

আওয়ামী রাজনীতির শুদ্ধতম পুরুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদের প্রতিকৃতি সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে অতল শ্রদ্ধা।

ইতিহাসের এইদিনে ....... ৩ জানুয়ারি ১৭৮২ ইংরেজি, ইতিহাসের এইদিনে জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আমাদের প্রিয় সিলেট। প্রিয় ...
03/01/2025

ইতিহাসের এইদিনে .......

৩ জানুয়ারি ১৭৮২ ইংরেজি, ইতিহাসের এইদিনে জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আমাদের প্রিয় সিলেট। প্রিয় জন্মভূমি সিলেট।

১৮৭৪ সাল পর্যন্ত এ জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল। সিলেট পৌরসভার সৃষ্টি করা হয় ১৮৭৮ সালে। ১৮৯৭ সালের ১২ জুন এক মারাত্মক ভূমিকম্প গোটা শহরটিকে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। পরবর্তীতে ধ্বংসস্তূপের ওপর গড়ে উঠে ইউরোপীয় ধাঁচের আরও সুন্দর ও আধুনিক শহর। ১৮৯০ এর দশকের শেষ ভাগে বেশ কিছু রাস্তাঘাট তৈরি করা হয়।

১৯১২-১৫ সালে আসাম বেঙ্গল রেলওয়ের একটি শাখা সিলেটের সাথে সংযুক্ত হলে দেশের অন্যান্য অংশের সাথে সিলেটের বিচ্ছিন্নতার প্রকৃত অবসান ঘটে। চা শিল্পের কারণে বিশ শতকের প্রথম দিকে সিলেট শহরের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। ১৯৫০ ও ১৯৬০ দশকে প্রবাসী সিলেটিদের এবং সিলেট শহর দ্রুত নগরায়ন ঘটতে থাকে এবং বর্তমানে ও তা অব্যাহত রয়েছে।

১৯৪৭ এর আগ পর্যন্ত (১৯০৫-১৯১১ পর্যন্ত বঙ্গভঙ্গ সময়ের কালটুকু বাদ দিয়ে) সিলেট আসামের অংশ ছিল। ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় গণভোটের মাধ্যমে সিলেট জেলা তদানীন্তন পূর্ব পাকিস্তানের সাথে সম্পৃক্ত হয়। তখন প্রশাসনিক ভাবে সিলেট ছিল চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। ১৯৮৩-৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠন এর সময় বৃহত্তর সিলেট জেলাকে ০৪ (চার) টি নতুন জেলায় বিভক্ত করা হয়। এই নতুন জেলাগুলো হলো : সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। ১৯৯৫ সালের ১ আগস্ট সিলেট দেশের ষষ্ঠ বিভাগ হিসেবে মর্যাদা পায় এবং মূলত বৃহত্তর সিলেট জেলার সীমানাই নতুন সিলেট বিভাগের আওতাভুক্ত করা হয়।

বর্তমানে সিলেট জেলায় ১২ টি উপজেলা, ৪টি পৌরসভা নিয়ে গঠিত। ১২ টি উপজেলা হচ্ছে- বালাগঞ্জ, বিশ্বনাথ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, সিলেট সদর, দক্ষিণ সুরমা ও জকিগঞ্জ।

বর্তমানে সিলেট জেলার আয়তন ৩,৪৯০.৪০ বর্গ কি.মি.। উত্তরে ভারতের খাসিয়া-জৈইন্তা পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা উপস্থিত।

সিলেটে রয়েছে বহু ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যার মধ্যে গড়দুয়ার ঢিবি, গায়েবী মসজিদ, হযরত শাহজালাল (র.) ও শাহ্পরানের (র.) দরগাহ, আবু তোরাব মসজিদ, নবাবী মসজিদ, আখালিয়ার মুঘল মসজিদ, ঢাকাদক্ষিণ মন্দির, তিন মন্দির ইত্যাদি উল্লেখযোগ্য।

এছাড়াও সিলেটে রয়েছে প্রাকৃতিক ও কৃত্রিম বহু দর্শনীয় স্থান ও স্থাপনা। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী সিলেটের দর্শনীয় স্থান পরিদর্শনে আসেন।

স্বপ্নের কত রঙ, আকাঙ্ক্ষার কত আঙ্গিক, বাঁচার আকুতি কত হৃদয়বিদারক .... হাতবিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু 'যদি আমা...
02/01/2025

স্বপ্নের কত রঙ, আকাঙ্ক্ষার কত আঙ্গিক, বাঁচার আকুতি কত হৃদয়বিদারক ....

হাতবিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু 'যদি আমার হাতগুলো ঠিক থাকতো।'
পা ছাড়া লোকের সাধ, 'যদি একদিন চলতে পারতাম অন্যদের মতন।'
অন্ধের স্বপ্ন 'যদি একটাবারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রঙ' কিংবা বোবার সব আকাঙ্ক্ষা যেনো 'একটু কথা বলতে পারা।'

আপনি যখন লিখাটা পড়ছেন, ঠিক এই মূহুর্তে মৃত্যুশয্যায় হাজারও মুমূর্ষের আর একটা মাত্র নিঃশ্বাস নেয়ার হাহাকার। এই হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকেও ভুলিয়ে দেয় .....

বাংলাদেশের ইতিহাসকে যেভাবেই ঢেলে সাজান, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা এতো সহজ নয় ....?
02/01/2025

বাংলাদেশের ইতিহাসকে যেভাবেই ঢেলে সাজান, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা এতো সহজ নয় ....?

Happy new year 2025 ....
01/01/2025

Happy new year 2025 ....

প্রতাপশালী সূর্যেরও গ্রহণ লাগে, সুতরাং নত হও মহাপ্রভুর কাছে।মানুষের জন্য অহংকার নয় ......
30/12/2024

প্রতাপশালী সূর্যেরও গ্রহণ লাগে, সুতরাং নত হও মহাপ্রভুর কাছে।
মানুষের জন্য অহংকার নয় ......

কেন জানি না বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে ? দেশে থাকলে মনে করে বিদেশে সুখ, মিডলইস্টে গেলে ...
27/12/2024

কেন জানি না বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে ?

দেশে থাকলে মনে করে বিদেশে সুখ, মিডলইস্টে গেলে ভাবে ইউরোপে সুখ, ইউরোপে থাকলে ভাবে লন্ডন -আমেরিকা-কানাডায় সুখ, সেখানে গেলে ভাবে ধুর ছাই; দেশই ভালো ছিলো ....

এভাবে ‘সুখ’ নামের মরীচিকার পেছনে ছুটতে ছুটতে জীবনকেই একসময় ছুটি দিয়ে দেয় মানুষ।

অথচ সুখটা হওয়ার কথা ছিলো কেবল অনুধাবনের বিষয়। সুখটা নিজের চিন্তা ভাবনার মাঝে খুঁজে এবং সর্বোপরি মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে হবে .....

Address

Sylhet
3120

Telephone

+8801711348448

Alerts

Be the first to know and let us send you an email when Shahalam Sajeeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahalam Sajeeb:

Videos

Share