সত্যের বার্তা

সত্যের বার্তা পেইজে গান,বাউল গান, গ্রামের দৃশ্য, কমে? Dhaka,Bangladesh

01/11/2024
🗣️ হ্যালো কুলাউড়া।আপনি কি বেকার❓দক্ষতার অভাবে ইন্টারভিউ এর বোর্ড থেকে বাতিল হয়ে যাচ্ছেন❓পড়ালেখা শেষ করেছেন অথচ চাকরি ...
30/10/2024

🗣️ হ্যালো কুলাউড়া।
আপনি কি বেকার❓
দক্ষতার অভাবে ইন্টারভিউ এর বোর্ড থেকে বাতিল হয়ে যাচ্ছেন❓
পড়ালেখা শেষ করেছেন অথচ চাকরি পাচ্ছেন না❓
কোন সমস্যা নেই......
নিজেই গড়ুন নিজের ক্যারিয়ার🏅
আপনাকে গড়ে তোলার জন্য Talent It Institute - ট্যালেন্ট আইটি ইন্সটিটিউট নিয়ে এসেছে 👇

✅ 𝗣𝗿𝗼𝗳𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝗹 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲
♦️ অফার ফি: ৪,০০০/- টাকা মাত্র।

এই কোর্সটি করার পর, আমার মনে হয় না আপনি বেকার থাকতে পারেন।
নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন।
নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করুন।
আপনাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗡𝘂𝗺𝗯𝗲𝗿:
𝟬𝟭𝟳𝟱𝟱-𝟯𝟵𝟭𝟴𝟱𝟮
🏠 ভর্তির জন্য যোগাযোগ করুন:
👇
ট্যালেন্ট আইটি ইন্সটিটিউট।
আমেনা মিষ্টি ঘরের উপরে,
৩য় তলা, কুলাউড়া।

📱মোবাঃ- 𝟬𝟭𝟳𝟱𝟱-𝟯𝟵𝟭𝟴𝟱𝟮
[ কারিগরি আইসিটি বাংলাদেশ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান ]

২৮ তম বর্ষের কালী প্রতিমার শুভ উদ্বোধন হলো, উদ্বোধন করলেন মাননীয়া মন্ত্রী শশী পাঁজা।আজ ২৯ শে অক্টোবর মঙ্গলবার, ঠিক সন্ধ...
29/10/2024

২৮ তম বর্ষের কালী প্রতিমার শুভ উদ্বোধন হলো, উদ্বোধন করলেন মাননীয়া মন্ত্রী শশী পাঁজা।

আজ ২৯ শে অক্টোবর মঙ্গলবার, ঠিক সন্ধ্যা সাতটায়, অবিনাশ কবির স্ট্রিটের সংযোগস্থলে, লায়ন ইউথ ক্লাবের ২৮ তম বর্ষের কালি প্রতিমার শুভ সূচনা হলো, শুভ সূচনা করেন মাননীয়া মন্ত্রী ও বিধায়িকা শশী পাঁজা। উপস্থিত ছিলেন দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি মহাশয়। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রতিমার শুভ সূচনা করা হয়। এরপর অতিথিদের উত্তরীয়, ব্যাচ পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান।।

মঞ্চে উপস্থিত ছিলেন, মাননীয়া মন্ত্রী ও বিধায়িকা শশী পাঁজা, পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি, পুজোর উদ্যোক্তা আকাশ সাউ, মৃৎশিল্পী বুম্বাদা, ক্লাবের সদস্য রাহুল , সমর রায়, বাবু, রাজ, সুরজ ,শম্ভু, মনি, ভিশান, কৃষ্ণা, বঙ্কিম, গীতা, অজয় সহ সকল সদস্যবৃন্দ। ও সদস্যবৃন্দ।

লায়ন্স ইউথ ক্লাব , শুধু পুজোয় করে না, এমন একটা পরিবেশের মধ্যে এই পুজো ২৮ তম বর্ষ ধরে চালিয়ে এসেছে, সেখানকার সহযোগিতা পেয়ে, কারণ পুজোটি হওয়ায় সম্পন্ন রেড এলাকায়, যেখানে মেয়েরা খুব কষ্টে দিন কাটায় বলে জানা যায়। এর পাশে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই লায়ন্স উইথ ক্লাব, অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার মতো ২৪ ঘন্টা তারা পাশে থাকেন, রাতে ভিতে বিপদ হলেই ছুটে যান তাদের পাশে। ভাই সবার কাছে এই লাইনস ক্লাব প্রিয় হয়ে উঠেছে।

আজ লায়ন্স ক্লাব প্রায় ১০০ জন মানুষের হাতে শাড়ি ও শীত বস্ত্র তুলে দেন।, তারা বলেন আমরা ২০০০ এরও বেশি মানুষকে বসিয়ে অন্য ভোগ খাওয়ায়, সবাইকে একসাথে মিলিত করি।

২৮ তম বর্ষ ধরে, এই প্রতিমা একইভাবে পূজিত হয়ে আসছে, প্রতিমার রূপ সিদ্ধেশ্বরী কালী রূপে প্রতিষ্ঠিত হয়। এবং একই মৃত শিল্পী ২৮ বৎসর ধরে এই প্রতিমার রূপদান করে থাকেন। এই কালী প্রতিমা এতটাই জাগ্রত যে এর কোন রূপ নতুন করে সৃষ্টি করা যায় না বলে জানান, চেষ্টা করতে গিয়েও বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন। এই মাকে সবাই মানত করে থাকেন।

ক্লাবের উদ্যোক্তা জানান, সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই, আমরা এগিয়ে চলতে পেরেছি, পাশে থাকতে পারি, আর সবার সহযোগিতায়, আমরা একটা একটা করে সম্মান ছিনিয়ে নিতে পারছি।, আজ আমরা দৈনিক দুরন্ত বাংলা, এপার বাংলা ওপার বাংলার... শক্তি সম্মান ২০২৪ এ ভূষিত করলেন, আমাদেরকে আরো কিছুটা পথ এগিয়ে দিল, মনের দিক থেকে, আমাদেরকে এইভাবে উৎসাহিত করার জন্য দৈনিক দুরন্ত বাংলা ও সৃষ্টি চ্যানেলকে অশেষ ধন্যবাদ জানাই, ভাবে যেন আমাদের পাশে থাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায়। ধন্যবাদ জানাই সঞ্চালক মৌমিতাদিকে, যেভাবে আমাদের পুজোকে পরিচালনা করলেন। সবার পুজো আনন্দে কাটুক, ভালো কাটুক, আর দীপাবলি হয়ে উঠুক রঙিন আলোর রসনায়ে। সবাই আসুন প্রতিমা দর্শন করুন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা

29/10/2024
27/10/2024

কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নে পানির কুয়াতে পড়া গরু ফায়ার সার্ভিসের দক্ষতায় উদ্ধার

27/10/2024

জুড়িতে পিয়াজু বিক্রি করে প্রতিদিন ২০ হাজার ইনকাম

25/10/2024

সৌর বিদ্যুৎ ও টিউবওয়েল প্রতারণায় যুবকের শেষ রক্ষা হলো না! কুলাউড়ায় একাধিক মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতানোর চেষ্টা, কিন্তু পুলিশের জালে আটক। পুরো ঘটনার বিস্তারিত দেখুন ভিডিওতে।"

25/10/2024

ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির মেধা ভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

ম্যাগাজিনের জন্য লেখা আহবাননবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৭ বছর উদযাপনে ম্যাগাজিনের জন্য লেখা আহবান। লেখা পাঠ...
24/10/2024

ম্যাগাজিনের জন্য লেখা আহবান

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৭ বছর উদযাপনে ম্যাগাজিনের জন্য লেখা আহবান।

লেখা পাঠানোর শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৪

লেখা পাঠানোর জন্য যোগাযোগ
ড. রজত কান্তি ভট্টাচার্য
আহবায়ক, প্রকাশনা উপ কমিটি
মোবা: ০১৭১২ ৫৬৬৩০৬

শহীদুল ইসলাম তনয়
সদস্য সচিব, প্রকাশনা উপ কমিটি
মোবা: ০১৭১৭ ০২০৮৯৩

উদযাপন হবে উৎসবে, আয়োজক হবো সবাই মিলে।

24/10/2024

সত্যের বার্তা কুলাউড়ার স্টাফ রিপোর্টার কন্ঠে অসাধারণ একটি গজল।

24/10/2024

কুলাউড়া থেকে বড়লেখা, উন্নত সকালে কলার হাটে জমজমাট বেচাকেনা

24/10/2024

সত্যের বার্তা কুলাউড়া অফিস

17/10/2024

সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ, যা সুরমা নদীর উপর অবস্থিত, রাতের বেলায় অত্যন্ত মনোরম দৃশ্য তৈরি করে। ব্রিজটির আলোকসজ্জা রাতে এক আকর্ষণীয় পরিবেশ সৃষ্টি করে এবং এটি নদীর উপর প্রতিফলিত হয়ে একটি মনোমুগ্ধকর দৃশ্যপট উপস্থাপন করে। সুরমা নদীর তীরে অবস্থিত কিং ব্রিজের আশেপাশে রাতে মানুষের চলাচল ও নানা কার্যকলাপও দেখা যায়, যা সিলেট শহরের সংস্কৃতি এবং জীবনধারার এক চমৎকার প্রতিফলন।

13/10/2024

আগামীকাল থেকে আপনাদের
সাথে হবে আলোচনা,
আগামীকালের বিষয়: বাজারের দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি✅
সময় : সকাল ১২:৩০ মিনিট

13/10/2024
13/10/2024

সরকার পতনের পরে বেশ কয়েকদিন ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা ব্রিজের টোল ফি বন্ধ ছিল কিন্তু গত কয়েকদিন থেকে আবার পূর্বের নিয়মে নেওয়া হচ্ছে টোল ফি।

13/10/2024

লাফিয়ে/লাফিয়ে/বাড়ছে সবজির দাম

13/10/2024

চৈতালী সংঘ আয়োজনে প্রতিমা বি'র্সজনের মধ্যে দিয়ে কুলাউড়া শেষ হলো শারদীয় দুর্গা উৎসব..!

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

বিশ্বাস হলো বড় সম্পদ।।

বিশ্বাস হলো বড় সম্পদ।।