23/12/2024
যারা বাসায় নিজে নিজে IELTS প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের রুটিনটি শেয়ার করলামঃ-
#শুরুর ৩০ দিন করণীয়ঃ-
Basic Grammar (১মাসেই শেষ করতে হবে)
List of Basic Grammar :-
1/ Sentence Structure:- ৫ দিন
2/ Tense:- ১ দিন
3/ Prepositions:- ২ দিন
4/ Conjugation of Verb :- ১ দিন
5/ Articles :- ২ দিন
6/ Subject- Verb Agreement :- ২ দিন
7/ Modals and Auxiliary Verbs :- ২ দিন
8/ Question Formation :- ১ দিন
- Yes/no questions.
- Wh- questions.
9/ Basic Punctuation :- ১ দিন
10/ Passive Voice :- ২ দিন
11/ Gerunds and Infinitives :- ৪ দিন
12/ Synonyms and Paraphrasing :- এই পার্ট প্রতিদিন প্র্যাকটিস করতে হবে।
> এই টপিকগুলো যে কোনো গ্রামার বই থেকে ধারণা নিলেই হবে।
> এর জন্য আপনারা ১ মাসের টার্গেট নিতে পারেন, প্রতিটি টপিক গড়ে ৩ দিনে শেষ করতে হবে।
> খাতায় লিখে লিখে পড়লে বেশি মনে থাকে (মুখস্থ না করে বুঝে পড়তে হবে)
এরপরেই আসল প্রিপারেশন শুরুঃ-
#পরের ৩০ দিন করণীয়ঃ-
Cambridge 10-19 পর্যন্ত প্র্যাক্টিস করতে হবে ২ মাসে।
প্রতিদিন সকালেঃ- একটা রিডিং টেস্ট, তারপর একটা লিসেনিং টেস্ট এনালাইসিস করে করে পড়তে হবে
বিকেলেঃ- স্পিকিং (Makkar Speaking বই থেকে) প্রথম কয়েক বার পড়ে টপিক বুঝার চেষ্টা করবেন৷ তারপর আয়নার সামনে প্র্যাক্টিস করবেন, তারপর ভিডিও করবেন, এতে ল্যাকিংস খুঁজে পাওয়া ইজি হবে, তারপর সে অনুযায়ী ইম্প্রুভ করবেন।
রাতেঃ- রাইটিং টাস্ক ১ এবং ২ লিখবেন
১ মাসে আপনার ৩০ টা রিডিং টেস্ট, লিসেনিং টেস্ট, রাইটিং টাস্ক প্র্যাক্টিস হবে।
এই ১ মাস প্র্যাক্টিসের পরে আপনি আপনার লেভেল বুঝতে পারবেন, তারপর একটা কোচিং সেন্টারে মক টেস্ট দিবেন।
চাইলে আমাদের অফিসে এসেও দিতে পারেন।
"English Adda" ইংলিশ আড্ডা
লোকেশনঃ- সিলেট পলিটেকনিক মেইন গেইট (সেলফি ব্রিজের নিচে), দক্ষিণ সুরমা, সিলেট। Follow Our page & Youtube Channel "English Adda"
#শেষের ৩০ দিন করণীয়ঃ-
লাস্টের ১ মাস আপনার ল্যাকিংস যেসব জায়গায়, সেগুলো খুঁজে খুঁজে প্র্যাক্টিস করবেন। এই এক মাস আপনি শুধু নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করবেন।
সবচেয়ে জরুরি হলো নিয়মিত প্র্যাক্টিস করা, নিয়মিত সঠিক ওয়েতে প্রিপারেশন নিলে আপনি নিজেই আপনার অগ্রগতি বুঝতে পারবেন।
IELTS Tips & Tricks এর জন্য আমাদের সাথেই থাকুন।
আপনার IELTS Journey সহজ হোক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।