Fultali Shaheb Bari ফুলতলী ছাহেব বাড়ী

Fultali Shaheb Bari ফুলতলী ছাহেব বাড়ী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fultali Shaheb Bari ফুলতলী ছাহেব বাড়ী, Media/News Company, W9QQ+H2M, রোড, Kajalsar, Sylhet.

জাতীয় প্রেসক্লাবে 'সংবিধান সংস্কার: আমাদের ভাবনা' শীর্ষক সেমিনারে বক্তারাসংবিধানে ইসলামকে নৈতিক দিকনির্দেশনার ভিত্তি হিস...
17/12/2024

জাতীয় প্রেসক্লাবে 'সংবিধান সংস্কার: আমাদের ভাবনা' শীর্ষক সেমিনারে বক্তারা
সংবিধানে ইসলামকে নৈতিক দিকনির্দেশনার ভিত্তি হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে
--
আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে-আহমদ হাসান ফুলতলী

জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান সংস্কার : আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ট একটি দেশ। ঐতিহাসিক ও ধর্মতাত্ত্বিক দিক থেকে এদেশে ইসলাম সুপ্রতিষ্ঠিত। তাই এদেশের সংবিধানে ইসলামকে নৈতিক দিকনির্দেশনার ভিত্তি হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। রাষ্ট্রধর্ম ইসলামকে বহাল রাখার পাশাপাশি কুরআন ও সুন্নাহ পরিপন্থি কোনো আইন প্রণয়ন না করার বিষয়টিও সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
বক্তারা আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর, ২০২৪) জাতীয় প্রেসক্লাবে বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের উদ্যোগে ‘সংবিধান সংস্কার: আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
পরিষদের আহবায়ক মাওলানা কবি রূহুল আমীন খানের সভাপতিত্বে ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিমকোর্টের মাননীয় বিচারপতি সৈয়দ এ.বি. মাহমুদুল হক। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। মূল বক্তব্য উপস্থাপন করেন এরফোর্ট ইউনিভার্সিটি, জার্মানি’র পিএইচডি গবেষক মারজান আহমদ চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সৈয়দ এ.বি. মাহমুদুল হক বলেন, এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। আমিও ব্যক্তিগতভাবে ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান। আমাদের পূর্বপুরুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন। তাই ইসলামের প্রতি আমাদের হৃদয়ের টান রয়েছে। তিনি মূল প্রবন্ধে উপস্থাপিত প্রস্তাবসমূহকে সুন্দর আখ্যায়িত করে বলেন, সংবিধান সংস্কারাধীন রয়েছে। এতে আমরা অনেক ভালো কিছু প্রত্যাশা করি।

মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইতিহাসের নানা বাঁক অতিক্রম করে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। ইতিহাস সাক্ষী, এদেশের মানুষ সময়ে সময়ে শোষণ, বঞ্চণা, নির্যাতন-নিপীড়ন ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ২০২৪ এর জুলাই বিপ্লব ইতিহাসের সে ধারারই অংশ। জুলাই বিপ্লবের পর নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার ও উন্নয়নে নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। সংবিধান সংস্কারের জন্য গঠন করেছেন ‘সংবিধান সংস্কার কমিশন’। এ কমিশন দেশের সকল নাগরিকের নিকট থেকে সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও প্রস্তাব আহ্বান করেছে। সে আহ্বানে সাড়া দিয়ে আমরা হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) এর বিপ্লবী চেতনা উজ্জীবনের লক্ষ্যে গঠিত ‘বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ’ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে গত ২৩ নভেম্বর ১৯ দফা প্রস্তাব পেশ করেছি। আমাদের দাবি, সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করতে হবে, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আমীর মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী, চরমোনাই আহছানাবাদ রশিদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর সভাপতি ড. এ কে এম মাহবুবুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মুহাম্মদ ঈসা শাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোঃ রূহুল আমীন, বিশিষ্ট আলিমে দ্বীন মুফতী আবু নছর জিহাদী, মহাখালী দারুল উলূম হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, দারুল ফিকর ওয়াল ইফতা আল-ইসলামী বাংলাদেশ’র সদস্য সচিব মাওলানা আবু সালেহ মুহাম্মদ কুতবুল আলম, মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার পোস্ট ডক্টোরাল ফেলো ড. ফয়জুল হক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ এস এম মনোয়ার হোসেন।

সেমিনারে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল হক, গোড়ান নাজমুল হক কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমরানুল হক, মোহাম্মদপুর গাউসিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আ. ন. ম. মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ গোপালদী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এবিএম আব্দুস সালাম, বঙ্গভবন জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল কবির, টাঙ্গাইল তাফিজিয়া দরবার শরীফের পীরজাদা সৈয়দ মাহবুব, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর সভাপতি ইমাদ উদ্দীন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ইকরাম কুতুবি, ঢাকা মহানগর সহ-সভাপতি আতিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক আহমদ রায়হান ফারহি, জার্মানি বার্লিনের বাইতুল মুকাররামের খতিব মাওলানা হেলাল উদ্দীন সিরাজী, শাহনুর প্রপার্টিজ লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার নাইমুল হক খান প্রমুখ।

মূল প্রবন্ধে সংবিধান সংস্কারে ১৯ দফা প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে- সংবিধানের প্রস্তাবনায় “সর্বশক্তিমান আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব” ও ইসলামকে নৈতিক দিকনির্দেশনার ভিত্তি হিসেবে স্বীকৃতি প্রদান, রাষ্ট্রধর্ম ইসলামকে বহাল রাখা, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বিলোপ, কুরআন ও সুন্নাহ পরিপন্থি কোনো আইন প্রণয়ন না করা, আলিম-উলামা ও ইসলামী আইনজ্ঞদের সমন্বয়ে ‘ইসলামিক আইডোলজি কাউন্সিল’ গঠন করা, এলজিবিটিকিউ বা ট্রান্সজেন্ডারের মতো বিষয় অধিকার হিসাবে অন্তর্ভুক্ত না করা, মুসলমানদের বিবাহ, তালাক, উত্তরাধিকার ও অন্যান্য পারিবারিক বিষয় পূর্ণরূপে ইসলামী নীতি অনুসারে পরিচালনার স্বীকৃতি প্রদান, জাতীয় শিক্ষা কমিশন গঠন, পাঠ্যক্রমে বাধ্যতামূলক ইসলামী শিক্ষা অন্তর্ভুক্তি, ইসলামী অর্থনীতি ও শ্রম অধিকার বাস্তবায়ন, সুদমুক্ত ব্যাংক ব্যবস্থা প্রবর্তন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা বিধানসহ ধর্মীয় ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করার সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। প্রস্তাবসমূহ উল্লেখ করার সাথে সাথে এগুলোর ঐতিহাসিক ও ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটের পাশাপাশি ক্ষেত্রবিশেষে অন্যান্য দেশের আইন, সংবিধান ও প্রাসঙ্গিক বিষয়ের উদাহরণও আনা হয়েছে। “সর্বশক্তিমান আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব” এর ক্ষেত্রে বলা হয়েছে, মৌরতানিয়া, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন রাষ্ট্রের সংবিধানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী স্রষ্টার সার্বভৌমত্বের কথা বিভিন্ন পরিভাষায় প্রযুক্ত হয়েছে। রাষ্ট্রধর্মের কথাও মালয়েশিয়া, তিউনিসিয়া, ডেনমার্ক, আইসল্যান্ড-এর সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে।

15/12/2024
হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৭তম ঈসালে সাওয়াব মাহফিলে সবাই আমন্ত্রিত।
14/12/2024

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৭তম ঈসালে সাওয়াব মাহফিলে সবাই আমন্ত্রিত।

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৭তম ঈসালে সাওয়াব মাহফিল ২০২৫ সফলের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প...
13/12/2024

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৭তম ঈসালে সাওয়াব মাহফিল ২০২৫ সফলের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব ফুলতলী।

সভায় হযরত হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলীসহ ছাহেব কিবলাহ (র.) এর মুরিদীন মুহিব্বীনবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩ ডিসেম্বর ২০২৪
সোবহানীঘাট, সিলেট।

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল-২০২৫ সফলের লক্ষ্যে মতবিনিময় সভায় আপনারা আমন্ত্রিত।
08/12/2024

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল-২০২৫ সফলের লক্ষ্যে মতবিনিময় সভায় আপনারা আমন্ত্রিত।

আজ শুক্রবার মসজিদ আল মোস্তফা (মাদানী এভিনিউ) ঢাকায় জুমার নামাজ পূর্ব আলোচনা ও খুতবাহ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আ...
25/10/2024

আজ শুক্রবার মসজিদ আল মোস্তফা (মাদানী এভিনিউ) ঢাকায় জুমার নামাজ পূর্ব আলোচনা ও খুতবাহ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক, হাইকোর্ট মাজার মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

২৫.১০.২০২৪
গুলশান, ঢাকা।

তালামীযে ইসলামিয়ার উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বাংলাদেশ আনজুমানে তালামীযে ...
12/10/2024

তালামীযে ইসলামিয়ার উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র উদ্যোগে ময়মনসিংহের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর ২০২৪, শনিবার এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সদস্য মো. হাবিবুর রহমান, সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ, ময়মনসিংহ জেলা সভাপতি মো. শামছউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জুনাইদ আল হাবিব, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সোলাইমান কবির, সদস্য মো. সাকিবুল ইসলাম আশিক, মো. শাহিন মিয়া ও জাওহার আহমদ প্রমুখ।

আজ ফুলতলী কমপ্লেক্স ঢাকায় বিশেষ খানকা মাহফিলে তালিম তারবিয়ত প্রদান করেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হয...
08/10/2024

আজ ফুলতলী কমপ্লেক্স ঢাকায় বিশেষ খানকা মাহফিলে তালিম তারবিয়ত প্রদান করেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।

০৮.১০.২০২৪
ফুলতলী কমপ্লেক্স, ঢাকা।

মুনতাখাবুস সিয়র পাঠ প্রতিযোগিতা-২০২৪
05/10/2024

মুনতাখাবুস সিয়র পাঠ প্রতিযোগিতা-২০২৪

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মৌলভীবাজার জেলা শাখা কতৃক ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতি...
28/09/2024

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মৌলভীবাজার জেলা শাখা কতৃক ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

২৮.০৯.২০২৪
মৌলভীবাজার।

ছাদিছ জামাতের ফলাফল আগামীকাল ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টায় প্রকাশিত হবে ইনশা আল্লাহ।
26/09/2024

ছাদিছ জামাতের ফলাফল আগামীকাল ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টায় প্রকাশিত হবে ইনশা আল্লাহ।

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সোবহানীঘাটে সহীহ বুখারী শরীফের দরস প্রদান করছেন উস্তাযুল উলামা ওয়াল...
24/09/2024

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সোবহানীঘাটে সহীহ বুখারী শরীফের দরস প্রদান করছেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বড় ছাহেব ফুলতলী।

২৪.০৯.২০২৪
সোবহানীঘাট, সিলেট।

15/09/2024

LIVE | আনজুমানে আল ইসলাহ ইউকের আয়োজনে লন্ডনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল

GRAND EID MILAD UN NABI (SAW) MAHFIL in London. Organised by Anjumane Al Islah UK

Chief Guest: Shaykh Dr. Abdul Hakim bin Muhammad Al-Anees [Member of the Senior Scholars Council at the Department of Islamic Affairs and Charitable Activities in Dubai]

সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিতরাসুল সা. সারা দুনিয়ার সকল মানুষের জন্য আদর্শআধ্যাত্মিক রাজধ...
15/09/2024

সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত
রাসুল সা. সারা দুনিয়ার সকল মানুষের জন্য আদর্শ

আধ্যাত্মিক রাজধানী পূণ্যভূমি সিলেট নগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৪) অনুষ্ঠিত হয়েছে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ‘মুবারক র‌্যালি’। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেট আয়োজিত এ র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আগত অতিথিবৃন্দ। বাদ যুহর র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্রজনতার কণ্ঠে উচ্চারিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম- এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে তুলে।

র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্বমানবতার এক চরম ক্রান্তিলগ্নে এ পৃথিবীতে আগমন করেছিলেন। পাপে-তাপে পরিপূর্ণ পৃথিবীর বুকে তিনি ন্যায়-ইনসাফ, সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। মানুষে মানুষে সকল ভেদাভেদ দূর করে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে তিনি যে সমাজ কায়েম করেছিলেন পৃথিবীর ইতিহাসে এর দৃষ্টান্ত বিরল। তিনি স্থান-কাল নির্বিশেষে সারা দুনিয়ার সকল মানুষের জন্য আদর্শ। তাঁর আদর্শের আলোকে সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের এগিয়ে আসতে হবে।
বক্তারা আরো বলেন, রাসূলে পাক (সা.) এর শুভ জন্মের মাসে আনন্দ প্রকাশ করা সারা দুনিয়ার মুসলমানদের কর্মসূচিরই অংশ। রাসূল (সা.) এর জন্মের ইতিহাস, জীবনাদর্শ, জীবনের বিভিন্ন শিক্ষণীয় দিক আলোচনা করে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার অনন্য সুযোগ এটি। রাসূলে পাক (সা.) এর শিক্ষা ও জীবনাদর্শ আমরা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে পেয়েছি। তাই তাদের কাছেও আমরা ঋণী। বর্তমান সময়ে কিছু মানুষ আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবিমূলক কথা বলছে। এটি রাসূলে পাক (সা.) এর আদর্শ থেকে মুসলমানদেরকে সরানোর অপচেষ্টা কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। বক্তারা সালফে সালেহীন ও আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথে রাসূল (সা.) এর আদর্শে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনের আহবান জানান।

র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী এর চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হুসাইন আহমদ এর পরিচালনায় র‌্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী, মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, অর্থ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

র‌্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান সাকের এর স্বাগত বক্তব্যে সূচিত র‌্যালিপূর্ব আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আলমগীর হোসেন, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, ভাদেশ্বর মডেল ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, অধ্যাপক বাছিত ইবনে হাবিব, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মো. জাহেদুর রহমান, আনজুমানে আল ইসলাহ’র সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, মারুফ আহমদ, কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসরুর হাসান জাফরী, সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, মো. আব্দুল জলিল, আব্দুস সামাদ আজাদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের, সহ-অফিস সম্পাদক জামাল আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছাদেকুর রহমান, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ, সাবেক কেন্দ্রীয় সদস্য এনাম উদ্দিন আহমদ, ইসলাম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য- এম. শামছ উদ্দিন, মো. গাউছুল আলম, সাইফুল্লাহ বিন নামর, রেজাউল করিম, হাবিবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতি মো. ইমাদ উদ্দিন তালুকদার, মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, হবিগঞ্জ জেলা সভাপতি আমিমুল ইহসান তাহছিন, শাবিপ্রবি সভাপতি জুবেল আহমদ, কিশোরগঞ্জ জেলা সভাপতি মো. আরিফুল হুসাইন, সিলেট মহানগর সহ-সভাপতি মাহমুদুল হাসান, ঢাকা মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান বাপ্পি, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, মাহবুব খান, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি লাবিবুর রহমান লাভলু, ফয়জুল ইসলাম, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সূফি, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নাসির খান, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শাবিপ্রবি সাধারণ সম্পাদক জিবান আহমদ প্রমুখ।

সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা: তালামীযে ইসলামিয়া আয়োজিত ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালিকে সফল ও সার্থক করে তোলা সহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম মনোয়ার হোসেন ও সদস্য সচিব হুসাইন আহমদ। তারা র‌্যালির কারণে নগরবাসীর যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

15/09/2024

সিলেটে তালামীযে ইসলামিয়ার মুবারক র‌্যালী

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর রাবে ও খামিছ জামাতের ২০২৪ সনের ফলাফল প্রকাশিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার ...
14/09/2024

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর রাবে ও খামিছ জামাতের ২০২৪ সনের ফলাফল প্রকাশিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার লতিফিয়া কারী সোসাইটির বার্ষিক সভা ফুলতলীতে অনুষ্ঠিত হয়। এসময় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের জেনারেল সেক্রেটারী, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলীর কাছ থেকে লতিফিয়া কারী সোসাইটির দায়িত্বশীলগণ রাবে ও খামিছ জামাতের ফলাফল গ্রহণ করেন।

সোসাইটির দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে নাজিম ছাহেবগণ শাখা কেন্দ্রের ফলাফল সংগ্রহ করবেন।

ফলাফল সীটে নাম ও ঠিকানায় কোন ভুল পরিলক্ষিত হলে ফলাফলের ফটোকপিসহ ২৫ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে কেন্দ্রিয় অফিসে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। এরপর সংশোধনীর আবেদন গৃহীত হবে না।

উল্লেখ্য যে, ছাদিছ জামাতের ফলাফল
কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে ইনশা আল্লাহ।

মীলাদুন্নবী (সা.) র‍্যালি বাস্তবায়ন কমিটি সিলেটের হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাযার যিয়ারত সম্পন্ন উপমহাদেশ...
05/09/2024

মীলাদুন্নবী (সা.) র‍্যালি বাস্তবায়ন কমিটি সিলেটের হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাযার যিয়ারত সম্পন্ন

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ১১ রবিউল আউয়াল (১৫ সেপ্টেম্বর) সিলেট নগরীতে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মুবারক র‌্যালি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেটের হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাযার যিয়ারত ও মুরশিদে বরকত হযরত আল্লামা বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সাথে সাক্ষাত সম্পন্ন হয়েছে। ৫ সেপ্টেম্বর '২৪, বৃহস্পতিবার র‌্যালি বাস্তবায়ন কমিটি হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাযার যিয়ারত শেষে মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সাথে সাক্ষাত করে দুআ ও দিকনির্দেশনা গ্রহণ করেন।

মাযার যিয়ারত শেষে মুনাজাত করেন আনজুমানে আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
এসময় উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, র‍্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, র‍্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ উদ্দীন তালুকদার, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সায়িদ মোহাম্মদ আশিক ও জকিগঞ্জ উপজেলা সভাপতি মো. আলিম উদ্দীন প্রমুখ।

Address

W9QQ+H2M, রোড, Kajalsar
Sylhet
3100

Website

https://tasneembd.org/, http://www.fultalifoundation.org/

Alerts

Be the first to know and let us send you an email when Fultali Shaheb Bari ফুলতলী ছাহেব বাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fultali Shaheb Bari ফুলতলী ছাহেব বাড়ী:

Videos

Share