SANDHANI Sylhet MAG Osmani Medical College Unit

  • Home
  • Sylhet
  • SANDHANI Sylhet MAG Osmani Medical College Unit

SANDHANI Sylhet MAG Osmani Medical College Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SANDHANI Sylhet MAG Osmani Medical College Unit, TV Channel, New medical Road, Sylhet.

যে ভাবে পথচলা শুরু :
মেডিকেল ও ডেন্টাল ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।মানুষের জন্য ভালবাসা নিয়ে শুরু হয়েছিল সন্ধানীর পথচলা ১৯৭৭ সালের ৫ফেব্রুয়ারী । এক দরিদ্র বন্ধুকে সাহায্য করার প্রয়াসে ঢাকা মেডিকেল কলেজে এম. বি.বি.এস. অধ্যয়নরত ৬ জন ছাত্র কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মিলিত হন। পরবর্তীতে তাদের এই উদ্যোগ সাংগঠনিক রূপ লাভ করে –গঠিত হয় সন্ধানী।

১৯৭৭ সালের ১৯ মার্চ নামকরণ

করা হলেও উদ্যোগ গ্রহণের দিনটি অর্থাৎ ৫ ফেব্রুয়ারী ১৯৭৭ কেই সন্ধানী প্রতিষ্ঠার দিবস হিসাবে ধরা হয়।রচিত হয় সুনির্দিষ্ঠ গতনতন্ত্র।এভাবে শুরু হয় সন্ধানীর প্রাথমিক যাত্রা। ১৯৭৮ সালে ৩য় বর্ষে অধ্যয়ন কালে ঐ মহৎপ্রাণ ৬ বন্ধু ব্লাডব্যাঙ্কে কাজ করার সুযোগ পান।তারা লক্ষ্য করেন নিরাপদ রক্ত পরিসঞ্চালনের অপ্রতুল চিত্র,রক্ত সংগ্রহনের অব্যবস্থা ও অমানবিক অবস্থা এবং সুস্থ মানুষকে রক্তদানের ব্যাপারে উৎসাহিত করার জন্য কর্মসূচীর অনুপস্থিতি। তখনই স্বেচ্ছায় রক্তদান আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয় সন্ধানী। আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদানের সূচনা হয় ১৯৭৮ সালের ২রা নভেম্বর।১৯৭৮ সালের শেষ ভাগ থেকেই সন্ধানী মরণোত্তর চক্ষুদানের জন্য আন্দোলন শুরু করে। পরবর্তীতে ১৯৯৪ সালের ২রা নভেম্বরকে তৎকালীন বাংলাদেশ সরকার প্রতি বছর স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়।

১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সুদীর্ঘ সময় আদর্শগত কোনরকম বিচ্যুতি ছাড়াই সততা,নিরবিচ্ছন্নতা এবং মূল লক্ষ্যের প্রতি একাগ্রতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।সন্ধানী বাংলাদেশের প্রধান দুটি সমস্যা যথাক্রমে নিরাপদ রক্তের সরবরাহ ও কর্নিয়া জনিত অন্ধত্ব সমস্যা সমাধানে গণসচেতনতা সৃষ্টির রূপকার , সূচনাকারী এখনও পর্যন্ত প্রধান কর্ণধার।
সন্ধানী সিওমেক ইউনিটঃ

আমাদের কলেজে- সন্ধানীর আনুষ্ঠানিক প্রকাশ ঘটে পাঁচ বছর পরে-১৯৮২ সালে।১৯৮২ সালের ফেব্রুয়ারীতে তৎকালীন সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে গঠিত এগার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আত্মপ্রকাশ করে।আহবায়ক ও সদস্য সচিব ছিলেন মঞ্জুর রশিদ এবং আহসান মাহমুদ। ঐ কমিটির সদস্য আদিলুজ্জামান,মুজিব,তাসনিম ও ফয়েজ কবীরের অবদান অনস্বীকার্য। প্রিয় এই প্রাঙ্গনে সন্ধানী তার প্রথম কার্যক্রম শুরু করে কলেজ চত্বরে ডাক্তার ও ছাত্রদের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে।

আব্দুল হাকিম ড্রাগ ব্যাংক :
সন্ধানী ,সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ ইউনিট হাসপাতাল ও হাসপাতালের বাইরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূ্ল্য ঔষধসামগ্রী ও পথ্য করে অধ্যাপক আব্দুল হাকিম ড্রাগ ব্যাঙ্কের মাধ্যমে ।দরিদ্র ও অসহায় রোগীদের হাতে ঔষধ ও পথ্য পৌঁছে দেবার লক্ষ্যে ড্রাগ ব্যাঙ্কের যাত্রা শুরু ১৯৮৬ সালের সেপ্টেম্বর।পরবর্তীতে ১৯৮৯ সালে ড্রাগ ব্যাঙ্কের নামকরণ করা হয় শ্রদ্ধেয় প্যাথলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান মরহুম অধ্যাপক আব্দুল হাকিম স্যারের নামে ‘অধ্যাপক আব্দুল হাকিম ড্রাগ ব্যাংক’

সন্ধানীর লক্ষ্য ও উদ্দেশ্য :


→জনগণকে স্বেচ্ছায় রক্তদানের উৎসাহ প্রদান ও উদ্বুদ্ধকরণ।
→মরণোত্তর চক্ষুদানে জনগণকে উৎসাহ প্রদান ও উদ্বুদ্ধকরণ।
→হাসপাতালের গরীব ও অসহায় রোগীদের আর্থিক ও অন্যান্য
সাহায্য যেমন :ঔষধ,পথ্য,রক্ত ইত্যাদি
→মেডিকেল ও ডেন্টাল কলেজে গরীব ছাত্র-ছাত্রীদের মাসিক বা
এক কালীন আর্থিক ও অন্যান্য সাহায্য প্রদান।
→ভাক্সিনেশন প্রোগ্রাম।
→ স্বাস্থ্য পরিসংখ্যান।
→বিভিন্ন সেবামূলক কারযক্রমে অংশগ্রহন।

সন্ধানীর অর্জন :
• জুয়েল মেমোরিয়াল মেডেল - ১৯৮৬
• আসফ-উদ-দৌলা মেমোরিয়াল মেডেল - ১৯৮৮
• রিয়াল এডমিরাল মাহবুব আলী খান গোল্ড মেডেল - ১৯৯১
• কমনওয়েলথ ইয়ুথ সার্ভিস এওয়ার্ড - ১৯৯৫
• ওডিএ, ইউকে এওয়ার্ড – ১৯৯৫
• বাংলাদেশ মেডিকল টিচার্স এসোসিয়েশন ফেডারেশন এওয়ার্ড - ১৯৯৫
• ইবনে সিনা ট্রাস্ট এওয়ার্ড - ২০০৩
• স্বাধীনতা পুরস্কার - ২০০৪
• রফিকুল ইসলাম ব্যাংকিং এওয়ার্ড -২০০৪
• BMANA award-Bangladesh Medical Association North America Achievement Award -২০১০

আজ ৫-ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ  ইউনিটের পক্ষ থেকে সিলেট চৌহাট্টায় অবস্থিত ...
05/06/2023

আজ ৫-ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে সিলেট চৌহাট্টায় অবস্থিত ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয় এবং বিদ্যালয়ের ছাত্রদের মাঝে গাছের চারা উপহার প্রদান করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ধানী সিওমেক ইউনিটের সম্মানিত উপদেষ্টা ৫২ তম ব্যাচের ডা. মো: শাহ্জান আলী, সাধারণ সম্পাদক মো: জাকারিয়া হোসেন, সহ সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, অর্থ সম্পাদক সুমাইয়া কবির তরফদার সুপ্তি, ছাত্র কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল নাবিল,ড্রাগ ব্যাংক সম্পাদক সাইফুল ইসলাম শাহারিয়া এবং অন্যান্য সন্ধানীয়ানরা।এছাড়া কর্মসূচিটিতে স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজের
শহীদ ডা. শামসুদ্দিন আহমদ মেডিকেল ছাত্রাবাসেও কিছু গাছের চারা রোপণ করা হয়।

আসুন পরিবেশ রক্ষার্থে সবাই বৃক্ষরোপণ করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি।

জয় হোক সন্ধানীর
জয় হোক মানবতার।

বিশ্ব পরিবেশ দিবস -২০২৩ সফল হোক।
04/06/2023

বিশ্ব পরিবেশ দিবস -২০২৩ সফল হোক।

সন্ধানী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক ২৩/০৫/২০২৩ইং তারিখ সিলেট সিটি সেন্টার শপিং সিটি জিন্দাবাজার এলাকা...
23/05/2023

সন্ধানী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক ২৩/০৫/২০২৩ইং তারিখ সিলেট সিটি সেন্টার শপিং সিটি জিন্দাবাজার এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান,ভ্যাক্সিনেশন ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়।

বিকাল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে। উক্ত কর্মসূচিতে মোট ৩ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। এছাড়াও ১ জনের হেপাটাইটিস বি স্ক্রিনিং ও ভ্যাক্সিনেশন করা হয় এবং ২১ জনের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ধানী সিওমেক ইউনিটের সম্মানিত উপদেষ্টা ৫২ তম ব্যাচের ডা. মো: শাহ্জান আলী, সাধারণ সম্পাদক মো: জাকারিয়া হোসেন, ছাএ কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল নাবিল এবং অন্যান্য সন্ধানীয়ানরা।

এর পূর্বে কর্মসূচিটি উপলক্ষে গত ২০/০৫/২০২৩ ইং তারিখ সিলেট সিটি সেন্টার শপিং সিটিতে মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদান ও ভ্যাক্সিনেশন সম্পর্কে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি,যেই প্রতিষ্ঠানটি অনেক অন্ধ মানুষের চোখে আলো ফিরিয়ে আনতে মরণোত্তর চক্ষুদানে দীর্ঘদিন ধরে কাজ...
22/05/2023

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি,যেই প্রতিষ্ঠানটি অনেক অন্ধ মানুষের চোখে আলো ফিরিয়ে আনতে মরণোত্তর চক্ষুদানে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ডা: মনিলাল আইচ লিটু, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইএনটি বিভাগ,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল স্যারকে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় স্যার সন্ধানী সিওমেক ইউনিটের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর❤️❤️

৮ ই মে 'বিশ্ব থ্যালাসেমিয়া দিবস' উপলক্ষে সন্ধানী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজন করা হয় একটি স্বেচ্...
10/05/2023

৮ ই মে 'বিশ্ব থ্যালাসেমিয়া দিবস' উপলক্ষে সন্ধানী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজন করা হয় একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

০৯-০৫-২৩ ইং তারিখে সিলেট নগরীর বন্দরবাজারে অবস্হিত মধুবন সুপার মার্কেটে সন্ধানী সিওমেক ইউনিটের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসুচির আয়োজন করা হয়। দুপুর ২ টা থেকে শুরু হয়ে বিকাল ৬ টা পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে।উক্ত রক্তদান কর্মসুচিতে মোট ৭ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

রক্তদান কর্মসুচিতে উপস্হিত ছিলেন সন্ধানী সিওমেক ইউনিটের সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাছান, রোগী কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, ড্রাগ ব্যাংক সম্পাদক সাইফুল ইসলাম শাহারিয়া সহ অন্যান্য সন্ধানীয়ানরা।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর।

৮ মে,বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে 'সন্ধানী' সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে হাসপাতাল এবং কলেজে প...
09/05/2023

৮ মে,বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে 'সন্ধানী' সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে হাসপাতাল এবং কলেজে পোস্টারিং এর মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার অভিযান এবং সিলেটের মধুবন সুপার মার্কেটে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি করা হয়।


থ্যালাসিমিয়া একটি মারাত্মক জন্মগত রোগ। কোন পরিবারে স্বামী-স্ত্রী দুজনেই যদি থ্যালাসিমিয়া রোগের বাহক হন তবে তাদের সন্তানদের এই রোগ হতে পারে। বিয়ের আগে থ্যালাসিমিয়া বাহক কিনা জানলে সন্তানদের মধ্যে রোগটি সহজেই প্রতিরোধ করা যায়।

তাই তিনটি মূল প্রতিপাদ্যকে সামনে রেখে—‘সচেতন হোন, প্রচার করুন এবং যত্ন নিন’ (Be Aware. Care. Share)। আসুন, আমরা শিক্ষাকে সমৃদ্ধ করার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আরো অগ্রসর হই।

জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর❤️

থ্যালাসেমিয়া,এমন একটি জিন ঘটিত রোগ যাতে আক্রান্ত ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে হয় কিন্তু সচেতনতার মাধ্যমে ...
08/05/2023

থ্যালাসেমিয়া,এমন একটি জিন ঘটিত রোগ যাতে আক্রান্ত ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে হয় কিন্তু সচেতনতার মাধ্যমে রোগটিকে প্রতিরোধ করা সম্ভব।
থ্যালাসেমিয়া আক্রান্ত বেশিরভাগ রোগীই শিশু।৮ ই মে, ২০২৩। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।এই বিশেষ দিনে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পরিদর্শন,তাদের মাঝে উপহার বিতরণ এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়।এসময় সিওমেক হাসপাতালের পরিচালক,সন্ধানী সিওমেক ইউনিটের সম্মানিত উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল ডা:মাহবুবুর রহমান স্যার,পেডিয়াট্রিক্স বিভাগীয় প্রধান এবং কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা:মুজিবুল হক স্যার,শিশু বিভাগের রেজিস্টার ডা:বেনজামিন স্যার,ডা:অপরাজিতা ম্যাম,উপদেষ্টা ডা:বিপ্লবী দত্ত,তানিয়া আক্তার এবং সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি রাজিয়া সুলতানা মুক্তা সভাপতি ফারজানা ইয়াসমিন শান্তা, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক মারুফ হাছান সহ অন্যান্য সন্ধানীয়ানরা উপস্থিত ছিলেন।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ❤️

'সচেতন হই, প্রচার করি, যত্ন নেই'আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।থ্যালাসেমিয়া হলো একটি বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ। এসব র...
07/05/2023

'সচেতন হই, প্রচার করি, যত্ন নেই'

আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।

থ্যালাসেমিয়া হলো একটি বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ। এসব রোগী সাধারণত ছোট বয়স থেকেই রক্তস্বল্পতায় ভোগে। কেননা এদের শরীরে
প্রয়োজনীয় পরিমাণ রক্ত উৎপাদন হয় না, তাই প্রতি মাসে রক্তের প্রয়োজন হয় |
বাংলাদেশে বর্তমানে প্রতি ১৪ জনে একজনের থ্যালাসেমিয়ার বাহক রয়েছে, আর ৭০ হাজারের বেশি শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতিবছর ছয় হাজার শিশু বিভিন্ন রকমের থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করছে।
কিন্তু বিয়ের আগে রক্ত পরীক্ষা করলে সন্তান থ্যালাসেমিয়া মুক্ত থাকবে | এমনকি বাবা বা মা রোগের বাহক কিনা এটা জানলেও সন্তান কে এই রোগ থেকে মুক্ত রাখা যায় |
এই রোগের চিকিৎসা হল নিরাপদ রক্ত নেওয়া ও আয়রন চিলেশন | এছাড়াও অস্থিমজ্জা প্রতিস্থাপন ও জিন থেরাপি যা বায়বহুল | সুতরাং থ্যালাসেমিয়া রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম |

জয় হোক মানবতার
হয় হোক সন্ধানী'র।

আর্ত মানবতার সেবায় সন্ধানী সিওমেক ইউনিট মানুষের কাছে এক আস্থার নাম।সন্ধানী রোগীদের কেবল রক্ত দিয়েই নয় নানাবিধ ভাবে সহযোগ...
06/05/2023

আর্ত মানবতার সেবায় সন্ধানী সিওমেক ইউনিট মানুষের কাছে এক আস্থার নাম।সন্ধানী রোগীদের কেবল রক্ত দিয়েই নয় নানাবিধ ভাবে সহযোগীতা করে আসছে।
সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে CKD(Chronic Kidney Disease) তে আক্রান্ত হুসেইন আহমেদ কে ৩১৫০৳ মূল্যের albutin ইনজেকশন দেয়া হয় আর ১০০০৳ নগদ অর্থ সাহায্য দেয়া হয়।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ❤️❤️

মানুষ মানুষের জন্যহৃদয় হৃদয়ের জন্য❤️❤️পবিত্র ঈদ উল ফিতরের দিন সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ...
22/04/2023

মানুষ মানুষের জন্য
হৃদয় হৃদয়ের জন্য❤️❤️

পবিত্র ঈদ উল ফিতরের দিন সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
মানবতার সেবায় মানুষের আস্থার প্রতীক সন্ধানী।সুখে দুঃখে সবসময়ই মানুষের পাশে থেকেছে সন্ধানী সিওমেক ইউনিট।এবার পবিত্র ঈদ উল ফিতরের দিন অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় সন্ধানী সিওমেক ইউনিট। এসময় সন্ধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি রাকিব আলী, সন্ধানী সিওমেক ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন, ৫৮ তম ব্যাচের সদস্য রুপন দেব উপস্থিত ছিলেন।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর❤️

সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা। পরিবাররের সকলকে নিয়ে ঈদ হয়ে উঠুক আন...
21/04/2023

সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা। পরিবাররের সকলকে নিয়ে ঈদ হয়ে উঠুক আনন্দময় এবং উৎসবমুখর।
ঈদ মোবারক।

"জয় হোক মানবতার
জয় হোক সন্ধানী-র"

সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট দীর্ঘদিন ধরেই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্ত, ওষুধ ও আর্থিকভাবে সাহা...
20/04/2023

সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট দীর্ঘদিন ধরেই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্ত, ওষুধ ও আর্থিকভাবে সাহায্য করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ইদ উল ফিতর এর আনন্দ সবার সাথে ভাগ করে নিতে সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট ঈদের উপহার প্রদান করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে।

থ্যালাসেমিয়া একটি জিনঘটিত রক্তস্বল্পতা জনিত রোগ এবং যার চিকিৎসা ব্যায়বহুল। আমাদের দেশে বেশিরভাগ থ্যালাসেমিয়া রোগী নিম্নবিত্ত পরিবারের। তাই এবার
ইদ-উল-ফিতর উপলক্ষে তাদের মাঝে ইদ এর উচ্ছ্বাস ছড়িয়ে দিতে সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে ঈদ এর নতুন জামা উপহার প্রদান করে। এই আনন্দঘন অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন সন্ধানী সিওমেক ইউনিটের সম্মানিত উপদেষ্টা ডা. জাবেদ মিনহাজ ছিদ্দিকী, ডা. মোহাম্মদ শাহ্জান আলী, ডা. সালমা বেগম, ডা. আফরিন জাহান আইয়ুব, ডা. সানিয়া ইসলাম, ডা. কাউছার আলী, সাধারণ সম্পাদক মো: জাকারিয়া হোসেন, সহ সাধারণ সম্পাদক মাসুদুল হাসান এবং ৫৭ তম ব্যাচের সদস্য আসিফ আহমদ । তাদের উপস্থিতিতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় ইদের নতুন জামা বিতরণ অনুষ্ঠান।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ।

রমযান মাস সিয়াম সাধনার মাস। এ মাসের ফযিলত অনেক বেশি৷ হাদিসে এসেছে, “কোনো রোযা পালনকারীকে যে লোক ইফতার করায় সে লোকের জন্য...
17/04/2023

রমযান মাস সিয়াম সাধনার মাস। এ মাসের ফযিলত অনেক বেশি৷ হাদিসে এসেছে, “কোনো রোযা পালনকারীকে যে লোক ইফতার করায় সে লোকের জন্যও রোযা পালনকারীর সম পরিমাণ সওয়াব রয়েছে। কিন্তু এর ফলে রোযা পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।”

পবিত্র এ মাসে সন্ধানী সিওমেক ইউনিটের উদ্যোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উত্তর পার্শ্বে, বড়গুল আখালিয়ায় অবস্থিত জামেয়া ইসলামিয়া রইছুল উলূম মাদরাসা ও এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদরাসার ৮০ জন ছাত্র-ছাত্রী ও এতিম বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উক্ত মাহফিলে সন্ধানী সিওমেক ইউনিটের সম্মানিত উপদেষ্টা ডা. মোহাম্মদ শাহ্জান আলী,ডা. কাউছার আলী, ডা. এস এম মইনুল কবির,তানিয়া আক্তার, সভাপতি ফারজানা ইয়াসমিন শান্তা, সহ সভাপতি মো: লিয়াকত হোসেন রাকিব, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাছান সহ অন্যান্য সন্ধানীয়ানগণ উপস্থিত ছিলেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইয়ান মুহিবুর রহমানের বড় ভাইয়ের মৃত্যুতে সন্ধানী সি...
08/04/2023

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইয়ান মুহিবুর রহমানের বড় ভাইয়ের মৃত্যুতে সন্ধানী সিওমেক পরিবার গভীরভাবে শোকাহত।

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ২৮ তম ব্যাচের সম্মানিত উপদেষ্টা ডাঃজহিরুল ইসলাম বায়েজিদ স্যারের আম্মার ম...
30/03/2023

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ২৮ তম ব্যাচের সম্মানিত উপদেষ্টা ডাঃজহিরুল ইসলাম বায়েজিদ স্যারের আম্মার মৃত্যুতে সন্ধানী সিওমেক ইউনিট পরিবার গভীর ভাবে শোকাহত।

মহান স্বাধীনতা ২০২৩ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দক্ষিণ সুরমাতে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক...
27/03/2023

মহান স্বাধীনতা ২০২৩ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দক্ষিণ সুরমাতে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজিত হয়।
১৯৭১ সালের ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলার এই স্বাধীনতা।স্বাধীনতার এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দক্ষিণ সুরমায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করে বর্তমান সময়ের রক্তযোদ্ধা সন্ধানী সিওমেক ইউনিট।অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন,রোগী কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান সহ ৬০ ব্যাচের সন্ধানীয়ান সামি,ধ্রুব,মরিয়ম এবং এনি উপস্থিত ছিলেন।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর...
26/03/2023

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতা।স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সন্ধানী সিওমেক ইউনিটের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ❤️

"এক সাগর রক্তের বিনিময়ে  বাংলার স্বাধীনতা আনলে যারা,আমরা তোমাদের ভুলবনা"বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়ে...
25/03/2023

"এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলবনা"

বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল বাংলার বুকে।
সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়, সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।
বর্তমান সময়ের রক্তযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর❤️

23/03/2023

পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের অফিস সন্ধ্যা ৬ টা থেকে ৮ টার পরিবর্তে সন্ধ্যা ৭টা থেকে ৯ টা খোলা থাকবে।

মানুষ মানুষের জন্যহৃদয় হৃদয়ের জন্য❤️এই মতবাদে বিশ্বাসী বৃহত্তর সিলেটের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী সিলেট এমএজি ওসমান...
28/02/2023

মানুষ মানুষের জন্য
হৃদয় হৃদয়ের জন্য❤️
এই মতবাদে বিশ্বাসী বৃহত্তর সিলেটের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'কিন' এর আয়োজনে ২৮ ফেব্রুয়ারি,২০২৩ ইং এ একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এর আয়োজন করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

রক্তের চিকিৎসা কেবল রক্তই।এর কোন বিকল্প নেই।তবে এই রক্ত একজন সুস্থ স্বাভাবিক মানুষ ৪ মাস অন্তর অন্তর দিতে পারবে।সন্ধানী সিওমেক ইউনিটের সহযোগিতায় এবং শাবিপ্রবি এর স্বেচ্ছাসেবী সংগঠন কিন এর আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ধানী সিওমেক ইউনিটের উপদেষ্টা ডাঃবিপ্লবী দত্ত,তানিয়া আক্তার, মরিয়ম বেগম এবং সিওমেক ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি রাজিয়া সুলতানা মুক্তা, সভাপতি ফারজানা ইয়াসমিন শান্তা,সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন,সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন সহ অন্যান্য সন্ধানীয়ানরা।তারই সাথে কিন এর সদস্যরা উপস্থিত ছিলেন।কর্মসূচিতে মোট ১৯ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।ভাষার মাসে সকল রক্ত যোদ্ধাদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালবাসা।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ❤️❤️

নব নেতৃত্বের সঞ্চার সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটে।মানবসেবায় অসামান্য অবদান রাখা,স্বাধীনতা পদক প্রাপ্ত স...
27/02/2023

নব নেতৃত্বের সঞ্চার সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটে।
মানবসেবায় অসামান্য অবদান রাখা,স্বাধীনতা পদক প্রাপ্ত সংগঠন সন্ধানী।সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ২০২২-২০২৩ সেশনের কমিটি গঠিত হয়।নবগঠিত কমিটিতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে রাজিয়া সুলতানা মুক্তা,সভাপতি ফারজানা ইয়াসমিন শান্তা,সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন সভায় নির্বাচিত হন।
নব নেতৃত্বের সঞ্চারে এগিয়ে চলুক মানবতার সেবায় সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর❤️❤️
https://www.dialsylhet24.com/2023/02/27/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%93%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be/

শুভ জন্মদিন সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট।২৫ ফেব্রুয়ারি সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের...
26/02/2023

শুভ জন্মদিন সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট।
২৫ ফেব্রুয়ারি সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জাকজমকপূর্ণ আয়োজন করা হয়।এসময় প্রধান অতিথির আসন অলংকৃত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইঞা স্যার।এছাড়া বিশেষ অতিথি হিসাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃশিশির রঞ্জন চক্রবর্তী স্যার উপস্থিত ছিলেন।অতিথিবৃন্দ সন্ধানী সিওমেক ইউনিটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এছাড়া অনুষ্ঠানে সিওমেক ইউনিটের উপদেষ্টা ডাঃআরাফাত ইসলাম শুভ,ডাঃসামিরা আকন্দ,ডাঃগাজী সারিম,ডাঃসালমা বেগম,ডাঃআল-আমিন,ডাঃআফরিন জাহান আইয়ুব,ডাঃসানিয়া ইসলাম,মরিয়ম বেগম সহ অন্যান্য সন্ধানীয়ানরা উপস্থিত ছিলেন।
সন্ধানীয়ানদের উপস্থিতিতে এক অনন্য মিলনমেলায় পরিণত হয় অফিস।
এগিয়ে চলুক মানবতার সেবায় মানুষের মাঝে সন্ধানী।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ❤️❤️

২৫ এ ফেব্রুয়ারি ২০২৩ ইং,সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সন্ধানীয়ানদের প্রত...
24/02/2023

২৫ এ ফেব্রুয়ারি ২০২৩ ইং,সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সন্ধানীয়ানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা।
শুভ জন্মদিন সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট।
মানবতার সেবায় দীর্ঘ ৪০ বছর পার করে ৪১ এ পদার্পন করলো সন্ধানী সিওমেক ইউনিট। মানবসেবায় এক মূর্ত প্রতীক হিসাবে সন্ধানী সিওমেক ইউনিট সর্বজন বিদিত।এভাবেই মানুষের মাঝে, মানুষের সাথে সেবামূলক কাজের মাধ্যমে ছড়িয়ে পড়ুক সন্ধানীর আলোর জ্যোতি।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ❤️❤️

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ২০২২-২০২৩ সেশনের নবগঠিত কমিটির পক্ষ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ...
22/02/2023

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ২০২২-২০২৩ সেশনের নবগঠিত কমিটির পক্ষ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃশিশির রঞ্জন চক্রবর্তী স্যারকে ফুলেল শুভেচ্ছা প্রদান।
মানবতার কল্যাণে সন্ধানী সিওমেক ইউনিট সিলেটবাসীদের এক আস্থার প্রতীক।নতুন নেতৃত্বের ধারাবাহিকতায় নবগঠিত কমিটির সভাপতি ফারজানা ইয়াসমিন শান্তা,সহ-সভাপতি লিয়াকত হোসেন রাকিব,সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন সহ অন্যান্য সন্ধানীয়ানরা অধ্যক্ষ স্যারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
অধ্যক্ষ স্যার সন্ধানী সিওমেক ইউনিটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ❤️❤️

ভ্যাক্সিনেশন সপ্তাহ!!সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী (২৫ ফেব্রুয়ারি, ২০২৩) উপলক...
22/02/2023

ভ্যাক্সিনেশন সপ্তাহ!!
সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী (২৫ ফেব্রুয়ারি, ২০২৩) উপলক্ষে ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ভ্যাক্সিনেশন সপ্তাহ!
আর্তমানবতার সেবায় এক অনন্য নাম সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট। ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভ্যাক্সিনেশন সপ্তাহের আয়োজনে,
💉হেপাটাইটিস বি ফ্রি স্ক্রিনিং (৫৮-৬০ তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য)

💉হেপাটাইটিস-বি স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশন

💉জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে প্যাপিলো ভ্যাক্সিনেশন

💉টিটি ভ্যাক্সিনেশন

💉ভ্যাক্সিনেশনের সময় প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ৮ টা সন্ধানী অফিসে।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ❤️❤️

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃশিশির রঞ্জন চক্রবর্তী স্যার,এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃমুজ...
17/02/2023

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃশিশির রঞ্জন চক্রবর্তী স্যার,এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃমুজিবুল হক স্যারকে সন্ধানী সিওমেক ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এসময় সন্ধানী সিওমেক ইউনিটের সম্মানিত উপদেষ্টা ডাঃনাহিদা জাফরিন তুলি,সহকারী অধ্যাপক,মেডিসিন বিভাগ, ডাঃজাবেদ মিনহাজ সিদ্দিকী,ডাঃমুশফিকুর রহমান পিন্টু এবং কেন্দ্রীয় প্রতিনিধি রাজিয়া সুলতানা মুক্তা, সভাপতি ফারজানা ইয়াসমিন শান্তা, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন সহ অন্যান্য সন্ধানীয়ানরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ স্যার সন্ধানীর সার্বিক মঙ্গল কামনা করেন এবং সন্ধানীর পাশে থাকবার আশা ব্যক্ত করেন।তাদের হাত ধরেই দুরন্ত গতিতে এগিয়ে যাক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পথ চলা।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ❤️❤️

৫ ফেব্রুয়ারি ১৯৭৭,কয়েকজন স্বপ্নবাজ মেডিকেল শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করে সন্ধানী।খুব অল্প সময়ের মাঝেই সন্ধানী হয়ে ...
09/02/2023

৫ ফেব্রুয়ারি ১৯৭৭,কয়েকজন স্বপ্নবাজ মেডিকেল শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করে সন্ধানী।খুব অল্প সময়ের মাঝেই সন্ধানী হয়ে উঠে মানুষের মাঝে এক আস্থার প্রতীক।
সন্ধানীর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং এ, সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, কেক কাটা এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আয়োজনে সন্ধানী সিওমেক ইউনিটের উপদেষ্টা ডা: বিপ্লবী দত্ত সহ সন্ধানীয়ানদের পদচারণায় মুখরিত হয় হাসপাতাল প্রাঙ্গন।মানবসেবায় এভাবেই এগিয়ে চলুক সন্ধানীর পথচলা।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর❤️❤️

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি হেলথ ক্যাম্প আয়োজন ক...
07/02/2023

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি হেলথ ক্যাম্প আয়োজন করা হয়।

স্বাস্থ্য সেবায়, রক্তের প্রয়োজনে মানুষের মাঝে আস্থার প্রতীক সন্ধানী।সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট তাই সাস্টে, কিন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আয়োজন করে হেলথ ক্যাম্প।ক্যাম্পে মোট ৮১ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।ক্যাম্পে সন্ধানী সিওমেক ইউনিটের উপদেষ্টা ৫০ তম ব্যাচের ডা:মধুসূদন পাল,৫৫ তম ব্যাচের ডা:কাউছার আলী সহ অন্যান্য সন্ধানীয়ানরা উপস্থিত ছিলেন।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর❤️❤️

শীতার্ত মানুষদের মাঝে ভালবাসার উষ্ণতা নিয়ে সিলেটের বটেশ্বর বেদে পল্লীতে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট। শ...
06/02/2023

শীতার্ত মানুষদের মাঝে ভালবাসার উষ্ণতা নিয়ে সিলেটের বটেশ্বর বেদে পল্লীতে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট।

শীতের তীব্রতায় যখন পুরো দেশ বিপর্যস্ত, তখন বটেশ্বর পীরের বাজার বেদে পল্লীতে ৩৫ টি পরিবারের মাঝে কম্বল,শীতবস্ত্র এবং পোষাক বিতরণ করে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট।এসময় উপদেষ্টা ডাঃজাবেদ মিনহাজ সিদ্দিকী, ডাঃআল-আমিন এছাড়াও সন্ধানীয়ানদের মাঝে ফারজানা ইয়াসমিন শান্তা, জাকারিয়া হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কেবল রোগীদের মাঝে রক্তের সন্ধান দেওয়াই সন্ধানীর কার্যক্রম নয়।প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে সন্ধানীর অবদান অনস্বীকার্য।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর।

May the New Year bring you happiness, peace, and prosperity. Wishing you a joyous 2023!
31/12/2022

May the New Year bring you happiness, peace, and prosperity. Wishing you a joyous 2023!

গত ২১/১২/২০২২ তারিখে সন্ধানী সিওমেক ইউনিটের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক, সিলেট কর্তৃক আয়োজিত হয় একটি 'স্বেচ্ছায় রক্তদান কর...
23/12/2022

গত ২১/১২/২০২২ তারিখে সন্ধানী সিওমেক ইউনিটের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক, সিলেট কর্তৃক আয়োজিত হয় একটি 'স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী'। উক্ত কর্মসূচীতে স্বেচ্ছায় রক্তদান করেন ব্যাংকে কর্মরত কর্মকর্তাগণ।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক তানিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক মরিয়ম বেগম সহ অনান্য সন্ধানীয়রা। সর্বোপরি সকলের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়।

জয় হোক মানবতা'র
জয় হোক সন্ধানী'র।

22/12/2022

সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটে পর্যাপ্ত পরিমাণ O+ve, A+ve, B+ve রক্ত মজুদ আছে। রক্তের প্রয়োজনে যোগাযোগ করুনঃ
01671-994334
01911-404396

বিশেষ দ্রষ্টব্য: এখানে বদলির মাধ্যমে রক্ত আদান প্রদান করা হয়। কোন প্রকার আর্থিক লেনদেনের মাধ্যমে রক্ত আদান প্রদান হয় না।

সন্ধানী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক লতিফ সেন্টারে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। গতকা...
20/12/2022

সন্ধানী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক লতিফ সেন্টারে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল ১৯/১২/২০২২ ইং তারিখে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় অবস্থিত লতিফ সেন্টারে সন্ধানী সিওমেক ইউনিটের উদ্যোগে একটি রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ১২ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে। রক্তদান কর্মসূচিতে মোট ২ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। এছাড়াও ১২ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ধানী সিওমেক ইউনিটের সাংগঠনিক সম্পাদক মরিয়ম বেগম, রোগী কল্যাণ সম্পাদক জাকারিয়া পল্লব সহ অন্যান্য সন্ধানীয়ানরা।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানী'র।

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে মাধবপুর এসোসিয়েশন সিলেট এর পক্ষ থেকে ইউনিভার্সাল কলেজ, চৌহাট্টা, সিলেটে একটি আলোচনা সভা ও ব...
18/12/2022

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে মাধবপুর এসোসিয়েশন সিলেট এর পক্ষ থেকে ইউনিভার্সাল কলেজ, চৌহাট্টা, সিলেটে একটি আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা আয়োজন করা হয়। এমন মহৎ আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প এবং ব্লাড গ্রূপিং প্রোগ্রাম করে পাশে ছিল সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট।

সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলামন প্রোগ্রামে শিশু, স্কুল কলেজ শিক্ষার্থী সহ নানা বয়সের ৩৪ জনের রক্ত গ্রুপিং নির্ণয় করা হয়। রক্তের গ্রূপ নির্ণয় করে তা তৎক্ষণাৎ ব্যক্তিকে লিখিত ভাবে অবহিত করা হয়। এছাড়া উপস্থিত স্কুল কলেজের শিক্ষার্থীদের রক্তশূন্যতা, রক্ত বাহিত রোগের ব্যাপারে সচেতন ও রক্তদানে উৎসাহ প্রদান করা হয়। এছাড়াও প্রোগ্রামের আরেকটি অংশ হিসেবে হেলথ ক্যাম্পের মাধ্যমে ডা. মো. আব্দুল কাদির, ডা. রিজওয়ানা মিরজা ও ডা. আসাদুজ্জামান রাকিব অসংখ্য রোগীকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ এখলাসুর রহমান
অধ্যক্ষ, আনোয়ার খান মেডিকেল কলেজ, ঢাকা
চেয়ারম্যান, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ, সিলেট

এমন মহৎ দিনে মহৎ উদ্যোগে মানুষের সেবা করতে পেরে সন্ধানী ধন্য ও কৃতজ্ঞ।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর❤️

আগামীকাল থেকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হতে যাওয়া দ্বিতীয় পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য সন্ধানী সি...
17/12/2022

আগামীকাল থেকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হতে যাওয়া দ্বিতীয় পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া রইল।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে  সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন কর্মসূচি।দ...
16/12/2022

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন কর্মসূচি।

দেশ স্বাধীন করার লক্ষ্যে এবং দেশের সেবায় নিবেদিত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানী'র ♥️

“এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারাআমরা তোমাদের ভুলব না।”১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস, আমাদের বিজয়ের দিন।১৯...
15/12/2022

“এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনল যারা
আমরা তোমাদের ভুলব না।”

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস, আমাদের বিজয়ের দিন।
১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বপ্নের স্বাধীনতা। সুদীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ।

আনন্দের এই দিনে সন্ধানী সিওমেক ইউনিটের পক্ষ থেকে সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃশামীম আক্তার মিমি ম্যামকে সন্ধান...
15/12/2022

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃশামীম আক্তার মিমি ম্যামকে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

আর্তমানবতার সেবায় সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট মানুষের মাঝে এক আস্থার নাম।সংগঠনটির পক্ষ থেকে অধ্যাপক ডাঃশামীম আক্তার মিমি ম্যামকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। ম্যাম এসময় সন্ধানী সিওমেক ইউনিটের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। এসময় সম্মানিত উপদেষ্টা জাবেদ মিনহাজ সিদ্দীকি, ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা ইয়াসমিন শান্তা, সাধারণ সম্পাদক তানিয়া আক্তার, সাংগাঠনিক সম্পাদক মরিয়ম বেগম সহ অন্যান্য সন্ধানীয়ানরা উপস্থিত ছিলেন।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর❤️

সন্ধানী সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ৪র্থ মাসিক সভা গত ০২-১২-২০২২ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়।সন্ধানী বাংলাদে...
04/12/2022

সন্ধানী সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ৪র্থ মাসিক সভা গত ০২-১২-২০২২ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়।

সন্ধানী বাংলাদেশের স্বাস্থ্যখাতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশের একমাত্র স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান।

সন্ধানী সিওমেক ইউনিটের এই ৪র্থ মাসিক সভার শুরুতে সম্মানিত উপদেষ্টাগণ, ২০২১-২২ সেশনের কার্যকরী পরিষদের সদস্যরা সহ অনান্য সদস্যরা তাদের পরিচয় প্রদান করেন। এরপর পূর্ববর্তী সভার সিন্ধান্তসমূহ নিয়ে আলোচনা করা হয়। আর এই সভাতে কার্যকরী পরিষদের সম্পাদকরা তাদের রিপোর্ট পেশ করেন এবং উপদেষ্টাগণ তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

৪র্থ এই মাসিক সভায় উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা ডা. শাহজাহান আলী, ডা. কাউছার আহমেদ, ডা সানিয়া ইসলাম। এছাড়াও অনান্য সন্ধানীয়রা উপস্থিত ছিলেন।

সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট এর আয়োজনে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রক্তের গ্রুপিং  হ...
10/11/2022

সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট এর আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রক্তের গ্রুপিং হেপাটাইটিস-বি এর ভ্যাকসিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ৬ নভেম্বর ২০২২
অনুষ্ঠান টি দুপুর ২ টা থেকে ৫ টা অবধি চলমান ছিলো। অনুষ্ঠানে ব্লাড গ্রুপিং, হেপটাইটিস বি ভ্যাকসিনেশন এবং সবাইকে রক্তদানে উৎসাহিত করা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। এছাড়াও আমাদের সৌভাগ্য হয়েছিলো SUST এর ছাত্র ছাত্রী দ্বারা পরিচালিত KIN(কিন ) স্কুলের বাচ্চাদের সাথে সাক্ষাৎ করার যা আমাদের অনুষ্ঠানটিকে আরো সার্থক ও আনন্দময় করে তোলে।

"জয় হোক মানবতার
জয় হোক সন্ধানী'র ❤️

Address

New Medical Road
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when SANDHANI Sylhet MAG Osmani Medical College Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SANDHANI Sylhet MAG Osmani Medical College Unit:

Videos

Share

Category

Nearby media companies



You may also like