সিলসিলায়ে ফুলতলী ওয়ার্ল্ড sɪʟsɪʟᴀʜ ғᴜʟᴛᴏʟɪ ᴡᴏʀʟᴅ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • সিলসিলায়ে ফুলতলী ওয়ার্ল্ড sɪʟsɪʟᴀʜ ғᴜʟᴛᴏʟɪ ᴡᴏʀʟᴅ

সিলসিলায়ে ফুলতলী ওয়ার্ল্ড sɪʟsɪʟᴀʜ ғᴜʟᴛᴏʟɪ ᴡᴏʀʟᴅ তরীকায়ে মুহাম্মদীয়া-Torikaye Muhammadia
(13)

10/11/2023

ফুলতলী সাহেবের ছেলে হুসাম উদ্দীন চৌধুরী ফুলতলী'র গুরুত্বপূর্ণ আলোচনা | ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা

06/11/2023

নবীর প্রতি ভালোবাসা থাকলে মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলতো না | মুফতি মানজুর হোসাইন খন্দকার সাহেব, ঢাকা

04/11/2023

২৬ জানুয়ারি ২৪ ইংরেজি, (রোজঃ শুক্রবার)
শানে মুস্তফা স. মহা সম্মেলন,
স্থানঃ রাখাল গন্জ বাজার সংলগ্ন মাঠ,
মোগলা বাজার দঃ সুরমা সিলেট।

04/11/2023

২৮ শে জানুয়ারী ২০২৪ ইং
কুলাউড়ার ঐতিহাসিক আলালপুরের মাহফিল।

02/11/2023

সিলেটি আঞ্চলিক ওয়াজ শিহাব উদ্দিন আলিপুরী হুজুরের নতুন ওয়াজ ২০২৩ | Maulana M***i Shihab Uddin Alipuri

31/10/2023

কওমী আলিম মাওঃ নজরুল ইসলাম কাসেমী কী বলেন রাসূল সা. কবরে জীবিত নাকী মৃত? মাওলানা মুফতি মখলিছুর রহমান আজাদী সাহেব, ঢাকা

31/10/2023

স্বাধীনতার ৫০ বছরে সংসদের ভিতরে ও বাইরে ইমামদের পক্ষে এমন কথা কেউ বলে নি।
আল্লামা ডক্টর মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী আজ বাংলাদেশের সাড়ে ৩ লক্ষ মসজিদের ৭ লক্ষ ইমাম মুয়াজ্জিনের হৃদয়ের কথাটি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যাক্তির সামনে ব্যাক্ত করেছেন।

অতএব, সাধু সাবধান! অতি পন্ডিতি করতে গিয়ে এ দেশের দরিদ্র ইমাম মুয়াজ্জিন দের বিরোধিতা করো না।
মনে রাখবে, তিনি শাইখুল হাদীস তার কাছে হাদীসের মতন আছে আর সেটা হলো

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"مَنْ بنى لِلَّهِ مَسْجِدًا بنى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ

রাসুল সাঃ বলেন, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের আশায় একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মান করবেন।

তারপরও যদি তার ভূল হয় সেটা ইজতিহাদী খতা। জাতীর বৃহৎ স্বার্থে যদি নারী নেত্রীত্বের সাথে ঐক্য করা যায়, নারীর সাথে মুসাফাহা করা যায় তবে আর এটা কতটুকুই বা সে তুলনায়?

27/10/2023

বড় ছাহেব ফুলতলী কত বড় আল্লাহর ওলী শুনুন | মাওলানা মর্তুজা আলী আমানতপুরী | Mowlana Mortuz Ali Amanat Puri

27/10/2023

আমরা নাকী জিলাপি সুন্নি | ওয়াবিদের চরম ধুলাই | মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী..

26/10/2023

শয়তান কীভাবে মানুষকে বোকা বানায় | Maulana Mortuz Ali Amanatpuri

26/10/2023

সিলেটি সুর সম্রাট এর কন্ঠে মিলাদ কিয়াম, মাওলানা শহিদুল হক হোসেন পুরী।

26/10/2023

সুমধুর কণ্ঠে দেশ সেরা কিয়াম | Des Sera Kiam

23/10/2023

হিন্দুদের পূজায় মুসলমানের উপস্থিত বেশি | মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী

19/10/2023

পতাকার সম্মানে দাঁড়ানো যায়, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত ফতুয়া কিতার দায় | মাওলানা মরর্তুজ আলী সাহেব আমানতপুরী

19/10/2023

ফি*লি*স্তি*নের মুসলমানদের জন্য দোয়া ও সহযোগিতা প্রয়োজন | মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

18/10/2023

হে যুগের হাতেম তাঈ ❤️
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব) ফুলতলী।

16/10/2023

রাসূলের ভালোবাসা সিক্ত দুনিয়া | মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব, বড়লেখা..

15/10/2023

জিলাপি সুন্নি বলায় ক্ষেপে গিয়ে জন্মের ধূলাই করলেন | M***i Mokhlisur Rahman Azadi..

15/10/2023

এরা নামাজে একটা আর খুতবায় আরেকটা | মাওলানা মুফতি শেহাব উদ্দিন সাহেব আলীপুরি,অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল ডিগ্রি মাদ্রাসা |

আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ্ব🤲।আল্লামা ফুলতলী ছাহেব (রহঃ) এর সুযোগ্য নাতী, সুপ্রিমকোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব, ঢা...
14/10/2023

আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ্ব🤲।

আল্লামা ফুলতলী ছাহেব (রহঃ) এর সুযোগ্য নাতী, সুপ্রিমকোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারি অধ্যাপক আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলির দ্রুত সুস্থতা কামনা করি, আমিন।

13/10/2023

ফিলিস্তিনের মুসলমানদের জন্য অশ্রুভেজা মোনাজাত | মাওলানা মুফতি শেহাব উদ্দিন আলিপুরী

13/10/2023

রাসূল (স.) এর সৌন্দর্য | মুফতি শেহাব উদ্দিন সাহেব আলীপুরি, অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল ডিগ্রি মাদ্রাসা

12/10/2023

মিলাদুন্নবী পালন করার পক্ষে দলিল ভিত্তিক আলোচনা | মুফতি সিরাজুল ইসলাম ফারুকী | M***i Sirajul Islam Faruki | Sylheti Waz

M***i Sirajul Islam Faruki | মুফতি সিরাজুল ইসলাম ফারুকী

মসলকের সকল উলামায়ে কেরামের আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ! ধন্যবাদ

সিলেটের যে কোনো জায়গায় আপনাদের প্রোগ্রাম সরাসরি লাইভ ও ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৭০৫১৩৭০৮৪

12/10/2023

প্রথমে এনায়েতুল্লাহ আব্বাসিকে মাথায় তুলেনিল আর এখন এনায়েতুল্লাহ আব্বাসি যখন মিলাদুন্নবী পক্ষে কথা বললেন তারা কী বলে।
টাকা পেলে মিলাদ জায়েজ নইলে বেদআত ফতোয়া | মাওলানা মুফতি শেহাব উদ্দিন আলিপুরী

09/10/2023

ফুলতলী মসলকে ভন্ডামির স্থান নেই | জিকিরে লাফালাফি ফালাফালি নেই | মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

07/10/2023

মীলাদুন্নবী (স.) উপলক্ষে শিন্নী খাওয়া যাবে না | ওয়াবিদের চরম ধুলাই | মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী | লক্ষণাবন্দ ক্লাব কেন্দ্রীয় জামে মসজিদ।

07/10/2023

শুধু ১২ই রবিউল আউয়াল নয় ফুলতলী মাসলাকে মাসব্যাপী কর্মসূচি হয়॥ মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী ॥ মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী॥আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী

07/10/2023

সাহাবীদের যুগে মিলাদুন্নবী (সাঃ) ছিলো না, তাহলে আমরা কেন উদযাপন করব । ঈদে মিলাদুন্নবী (সা.)। আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।

04/10/2023

দেওবন্দীদের কিতাব থেকে দলিল ভিত্তিক আলোচনা | মীলাদুন্নবী ﷺপূর্ব ছিল | মুফতি গিয়াস উদ্দিন ফুলতলী

04/10/2023

ঈদে মিলাদুন্নবী সাঃ) মাহফিল নিয়ে M***i Gias Uddin Chowdhury Fultoli সাহেবের দলিল দিয়ে ওয়াহাবিদের দাঁত ভাঙ্গা জবাব

04/10/2023

কওমি বক্তা জুনায়েদ আল হাবিবের মিথ্যা বানোয়াট বক্তব্যের দাঁত ভাঙ্গা জবাব | M***i Belal Ahmed Saheb

***i_Belal_Ahmed

#জুনায়েদ_আল_হাবিব

02/10/2023

আবু লাহাবের শেষ পরিণতি | মুফতি আব্দুল মন্নান সাহেব ইলাইগঞ্জী

02/10/2023

নবীর দুরুদ-মিলাদ পড়তাম ইনো কেনো বেদআত ফতোয়া আনতাম | মাওলানা মরর্তুজ আলী আমানতপুরী

02/10/2023

সিলেটি আঞ্চলিক ভাষায় নতুন ওয়াজ | Maulana Shohidul Hoque Saheb

তুমি ❝মিলাদ❞'রে বিদাত কইরায়❓আর ১হাজার টাকা দিলে ৭০বার মিলাদ পড়বায় 🤔তোমার ঈমান অইলো ১হাজার টাকার ঈমান👍আজ সেই প্রমাণ নি...
01/10/2023

তুমি ❝মিলাদ❞'রে বিদাত কইরায়❓
আর ১হাজার টাকা দিলে ৭০বার মিলাদ পড়বায় 🤔
তোমার ঈমান অইলো ১হাজার টাকার ঈমান👍

আজ সেই প্রমাণ নিচের ছবিতে 👇

এ রকম বক্তব্য দেন কী করা উচিত এই বক্তব্য বলে মিলাদুন্নবী বেদাত আর অখন টাকার কাছে বিক্রি হয়ে ঠিক ও মিলাদুন্নবী মাহফিলে ওয়...
30/09/2023

এ রকম বক্তব্য দেন কী করা উচিত এই বক্তব্য বলে মিলাদুন্নবী বেদাত আর অখন টাকার কাছে বিক্রি হয়ে ঠিক ও মিলাদুন্নবী মাহফিলে ওয়াজ করে।

29/09/2023

মাজার বেচা কেনা হয় | মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি,হযরত আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী, ফুলতলী তার এক বয়ানে কথা প্রসঙ...
28/09/2023

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি,
হযরত আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী, ফুলতলী তার এক বয়ানে কথা প্রসঙ্গে বলেছিলেন,
তুমি ❝মিলাদ❞'রে বিদাত কইরায়❓
আর ১হাজার টাকা দিলে ৭০বার মিলাদ পড়বায় 🤔
তোমার ঈমান অইলো ১হাজার টাকার ঈমান👍

আজ সেই প্রমাণ নিচের ছবিতে 👇

28/09/2023

দেওবন্দীদের কিতাব থেকে মীলাদুন্নবীর দলিল ভিত্তিক আলোচনা | মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী।।

সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে ঈদে মীলাদুন্নবী...
28/09/2023

সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

রাসুল (সা.) এর আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) র‍্যালি বাস্তবায়ন কমিটি সিলেট'র উদ্যোগে আয়োজিত ২৭ সেপ্টেম্বর (বুধবার) আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেট নগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র‌্যালি’। এ র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অতিথিবৃন্দ। বাদ যুহর শুরু হয় র‌্যালি। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসুল ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম, এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে। র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) জগতের জন্য আল্লাহর রহমত। তাঁর আগমনে পৃথিবী অন্ধকার থেকে আলোর পথ পেয়েছিল। তিনি দুনিয়া ও আখিরাতের সরদার। তিনি শুধুমাত্র নবুওয়াত প্রকাশের পরে নয় বরং বাল্যকাল থেকেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন মযলুমদের আশ্রয়স্থল। তায়েফের ময়দানে তিনি নির্যাতিত হয়েছিলেন। কিন্তু তায়েফবাসীদের কখনো বদদুআ দেননি। তিনি ছিলেন মানবতার শিক্ষাদাতা। তিনি বদরের যুদ্ধে যুদ্ধবন্দিদের সাথে যে মানবতা দেখিয়েছেন তা পৃথিবীর মানবতার ইতিহাসে অবিস্মরণীয়। তারা বলেন, আল্লাহর নবী (সা.) এর আলোচনা বিদআত নয় বরং উত্তম। শুধু তাই নয়, এটি সুন্নাতে এলাহি ও সুন্নাতে সাহাবা। উম্মতে মুহাম্মদীর আমল আল্লাহর হাবীব (সা.) এর দরবারে পৌঁছানো হয়। তাদের সালাত ও সালাম তাদের পরিচয়সহ তুলে ধরা হয়। পৃথিবী আজ বিপর্যস্ত। বর্তমানের মতো এত ঘন ঘন বিপর্যয় পৃথিবীতে পূর্বে দেখা যায়নি। একদিকে পৃথিবীব্যাপী দিকে দিকে অশান্তি, অপরদিকে গযবের ব্যাপকতা। এসব কিছু থেকে মুক্তির সমাধান রয়েছে উসওয়ায়ে মুসতাফায়। আমাদের ঘরে-বাহিরে, চিন্তা-চেতনায় রাসূল (সা.) এর আদর্শ অনুসরণ করা প্রয়োজন। তাঁর অনুসরণ ব্যতিত আল্লাহকে পাওয়ার কোনও পথ নেই। তাঁর উসওয়াকে ব্যক্তিজীবন ও সমাজজীবনে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর হাবীবের আলোচনা, তাঁর আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে। আমাদেরকে তাঁর উম্মতের পরিচয় বহন করতে হবে। তাঁর সৌন্দর্যের পরিচয় বহন করতে হবে। যে সকল অসামাজিকতা আমাদের উপর চাপানো হচ্ছে, শয়তানের তাবেদার বানানোর যে দুরভিসন্ধি চলছে; এগুলো থেকে বেঁচে থাকতে রাসুল (সা.) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। আমরা তাঁর উসওয়ার দিকে যত ধাবিত হবো, ততো আমাদের পরিবার ও সমাজ সুন্দর হবে।

র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আতিকুর রহমান সাকের এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে র‍্যালিতে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, ভারতের উজানডিহির সৈয়দ শামীম আহমদ আল মাদানী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, অর্থ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম ও শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।

র‌্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক এস এম মনোয়ার হোসেন এর স্বাগত বক্তব্যে সূচিত র‌্যালিপূর্ব আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, তায়্যিবা ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মারজান আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল জলিল, আব্দুস সামাদ আজাদ, অর্থ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সহ-অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী, মারুফ আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সাবেক কেন্দ্রীয় সদস্য এনাম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সদস্য- ইসলাম উদ্দিন চৌধুরী, মো. গাউছুল আলম, শোয়েব আহমদ, এম. কাওছার আহমদ, মো. ছাদেকুর রহমান, রুহুল হুদা চৌধুরী রাহেল, শাহেদ আহমদ।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি ইমাদ উদ্দিন তালুকদার, সিলেট পশ্চিম জেলা সভাপতি কুতুব আল ফরহাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, সুনামগঞ্জ জেলা সভাপতি মুহাইমিনুল হক, হবিগঞ্জ জেলা সভাপতি আমিমুল ইহসান তাহছিন, কিশোরগঞ্জ জেলা সভাপতি মো. আরিফুল হুসাইন, সিলেট মহানগর সহ-সভাপতি এম শামছ উদ্দিন, মো. আশিকুর রহমান, আতিকুল ইসলাম রেদওয়ান, আলী আহমদ চৌধুরী, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি মো. রেজাউল করিম, হাবিবুর রহমান, সিলেট পূর্ব জেলা সহ সভাপতি লাবিবুর রহমান লাভলু, ফখরুল ইসলাম, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নাসির খান, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, শাবিপ্রবি সাধারণ সম্পাদক জুবেল আহমদ প্রমুখ।

সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা: তালামীযে ইসলামিয়া আয়োজিত ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালিকে সফল ও সার্থক করে তোলা সহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ হোসাইন ও সদস্য সচিব আতিকুর রহমান সাকের। তারা র‌্যালির কারণে নগরবাসীর যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when সিলসিলায়ে ফুলতলী ওয়ার্ল্ড sɪʟsɪʟᴀʜ ғᴜʟᴛᴏʟɪ ᴡᴏʀʟᴅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Media in Sylhet

Show All