Hasan Mahmud

Hasan Mahmud পেইজটি টেকনিক্যাল ইস্যুতে ফেইসবুক আইডির বিকল্প হিসেবে কাজ করবে। Just for professional & Personal Information
(1)

সিনিয়র স্টাফ নার্স পদে চাকুরির ২ বছর পূর্ণ হলে এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে স্থায়ীকরণের জন্য চাহিত সকল প্রত্যয়ণপত্র ...
14/08/2023

সিনিয়র স্টাফ নার্স পদে চাকুরির ২ বছর পূর্ণ হলে এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে স্থায়ীকরণের জন্য চাহিত সকল প্রত্যয়ণপত্র ও প্রয়োজনীয় কাগজাদির বিবরন।

বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক সমস্যায় যেসকল কর্মকর্তাগণ ভুগছেন এই  গাইডলাইনটা শেয়ার করে রাখুন। বায়োম...
11/10/2022

বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক সমস্যায় যেসকল কর্মকর্তাগণ ভুগছেন এই গাইডলাইনটা শেয়ার করে রাখুন।

বায়োমেট্রিক হাজিরা নিয়ে বিভিন্ন কর্মস্থলে বিভিন্ন রকম হয়রানি করা হয়। ডে-অফ প্রদান করা হয় না। সকাল-বিকাল রাত্রে আলাদা আলাদা মেট্রিক ফিঙ্গার প্রিন্ট প্রদান করতে দেয়া হয় না। সবাইকে সকালে বায়োমেট্রিক হাজিরা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। বিভিন্ন রকম আইন-কানুন দেখিয়ে হয়রানি করা হয়।

আজ আপনাদের জ্ঞাতার্থে বায়োমেট্রিক সিস্টেম এর নিয়মাবলী সবটুকু তুলে ধরা হলো। এখন যদি কেউ আপনাদেরকে এ ব্যাপারে কোন ধরনের হয়রানি করে এই নোটটা তাদেরকে দেখাবেন দেখায় বলবেন এই নোট অনুযায়ী আমি সাক্ষর করব এবং আপনি বায়োমেট্রিক মেশিনে এই নোট অনুযায়ী ফাংশনগুলো একটিভ করুন কখনো আমার সাক্ষর এ এবসেন্ট আসবে না।

09/09/2022

পদের নাম সিনিয়র স্টাফ নার্স :
আমাদের এখনো পর্যন্ত কোনো গেজেট প্রকাশিত হয় নাই, বিধায় গেজেট-এর ব্যবহার আমাদের কর্মক্ষেত্রে এখনো সেইভাবে শুরু হয় নাই। মেডিকেল অফিসারগণের পদোন্নতি থেকে নিয়ে সর্বক্ষেত্রে গেজেটের কপি চাওয়া হয়।

আমাদের গেজেট প্রকাশ 2021 সালে নিয়োগপ্রাপ্ত বিপিএসসি ব্যাচ ৩-এর কর্মকর্তাগণকে দিয়ে শুরু হয়েছে। ভবিষ্যতে সকল কাজে গেজেটের কপি সাবমিট করা প্রয়োজন পড়তে পারে বিধায় উক্ত গেজেটের প্রথম পেজ, 376 এবং 377 নাম্বার পেইজ, প্রার্থীর নিজের নামের পেইজ এবং 533 নম্বর পেইজ প্রিন্ট করে রেখে দিন।

ভবিষ্যতে যেকোনো কাজেই গেজেট প্রয়োজন পড়বে আশা করি। গেজেট লিংক দেয়া হল।

04/12/2021
25/11/2021

E-Return Basic

আয়করের ঝামেলা একদম কমে আসছে! আয়কর রিটার্ন দাখিল করুন অনলাইনে।আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন আপনার জন্য আয়কর পুরণ করা অত্য...
13/10/2021

আয়করের ঝামেলা একদম কমে আসছে! আয়কর রিটার্ন দাখিল করুন অনলাইনে।

আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন আপনার জন্য আয়কর পুরণ করা অত্যান্ত সহজ। আপনি এবার যা এন্ট্রি করবেন আপনার সম্পদ তাই থাকবে। পরবর্তী সময়ে এর সাথে আপনি বার্ষিক আয় যোগ করবেন তা হবে আপনার নীট সম্পত্তি। এভাবে আপনার সম্পত্তি বেড়েই যাবে।

প্রথম বছরে আপনি যা দেখাবেন তাতে কোন জটিলতা নেই কিন্তু এর পরে আপনি নতুন করে কিছু যোগ করতে গেলে তার প্রমানক দাখিল করতে হবে। আয় ও ব্যায়ের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। সুতারাং প্রথমবার দাখিলের সময় আপনি ভাল একটা সম্পত্তির মালিক হিসেবেই রিটার্ন দাখিল করুন।

সম্পদ বেশি হলেই আপনাকে আয়কর দেয়া লাগবে তা কিন্তু নয়! এক বছরে আপনার আয় বেশি হলেই আপনি আয়কর দিতে হবে। এ ক্ষেত্রে প্রথম বছরে আপনি সম্পদ বেশি দেখান। এবং লিখে রাখুন পরবর্তী বছরে আপনি এই সম্পদ সঠিকভাবে এন্ট্রি করা লাগবে।

আপনি ঘাটতি-তে এসে 'জিরো' রাখুন।
ধন্যবাদ।
https://etaxnbr.gov.bd/ #/user-panel

হিরো আলম কবে বিক্রয় হবে? না কেনার জন্য না! কার দাম বেশি তা দেখার জন্য!
02/07/2021

হিরো আলম কবে বিক্রয় হবে?
না কেনার জন্য না!
কার দাম বেশি তা দেখার জন্য!

বিশ্বাস করুন এটা আপনার আমার আমাদের টাকা! আমরাই ফেরৎ পাচ্ছি! আন্তর্জাতিক ঋনের টাকায় আমাদের বেতন হয় না।  আমাদের বেতন হয় ট্...
04/06/2021

বিশ্বাস করুন এটা আপনার আমার আমাদের টাকা!
আমরাই ফেরৎ পাচ্ছি!
আন্তর্জাতিক ঋনের টাকায় আমাদের বেতন হয় না। আমাদের বেতন হয় ট্যাক্সের টাকায়!
🇧🇩🤲🇧🇩🤲🇧🇩

উভয়পক্ষ নিজেদের বিজয়ী ঘোষণা করলে এর পতিক্রিয়া সাধারণত ভাল হয় না!
21/05/2021

উভয়পক্ষ নিজেদের বিজয়ী ঘোষণা করলে এর পতিক্রিয়া সাধারণত ভাল হয় না!

ঈদ উল ফিতর -২০২১আকাশের নিচে ছাতা হিসেবে আছে এই গুটিকয়েক অপরিনত গাছ!তার পরেও অনুভূতিটা চমৎকার!  আলহামদুলিল্লাহ!
19/05/2021

ঈদ উল ফিতর -২০২১
আকাশের নিচে ছাতা হিসেবে আছে এই গুটিকয়েক অপরিনত গাছ!
তার পরেও অনুভূতিটা চমৎকার!
আলহামদুলিল্লাহ!

ধন্যবাদ স্যার।সরকার আপনাকে হাইটেক একটা সেক্টরে দিয়েছেন। আশা করি সেখানেও আপনি সফল কর্মকর্তা হিসাবে থাকবেন। যদিও আপনি চাচ্...
27/04/2021

ধন্যবাদ স্যার।
সরকার আপনাকে হাইটেক একটা সেক্টরে দিয়েছেন। আশা করি সেখানেও আপনি সফল কর্মকর্তা হিসাবে থাকবেন। যদিও আপনি চাচ্ছিলেন কোন পুরুষ অধ্যুষিত সেক্টরে লীড করতে। কিন্তু সরকার আপনাকে নারী ও শিশু সেক্টরের নিরাপদ আমানতদার মনে করেছেন। আপনাকে অভিনন্দন। ভাল থাকবেন স্যার।

নতুন পরিচালক স্যারকে একদল অভিনন্দন জানাতে যাবে ফুল দিতে যাবে। কব্জা না করতে পারলে পেছনে লাগবে। এভাবেই চলবেন তারা। কিন্তু আমরা ভাল না করলে ধন্যবাদ বা অভিনন্দন জানাতে পারব না।

আগামী ৫০ বছরে সেক্টর উন্নয়নে যারা কোন কাজে হাত দিবেন আপনার স্বক্ষরিত একটা পত্র ঐ ফাইলে দেখতে পাবেন। হাজার হাজার নিজের স্বাক্ষর একটা অধিদপ্তরের ফাইলে নিকট অতিতের কোন অধিদপ্তরের পরিচালক করেছেন কি না আমি জানি না।

মোহাম্মদ আবদুল হাই পিএএ

মোহাম্মদ আবদুল হাই পিএএ

কর্মক্ষেত্রে আপনার অধিকার ও প্রয়োজনের কথা জানাতে পারেন সম্পুর্ণ গোপনীয় ভাবে।জরিপের ভিত্তিতে আমাদের কর্মক্ষেত্রে সম্মুখিন...
20/04/2021

কর্মক্ষেত্রে আপনার অধিকার ও প্রয়োজনের কথা জানাতে পারেন সম্পুর্ণ গোপনীয় ভাবে।
জরিপের ভিত্তিতে আমাদের কর্মক্ষেত্রে সম্মুখিন হওয়া সমস্যার আলোকে নার্সিং সার্ভিস এর উন্নয়নের চেষ্ঠা করা হবে।নার্সিং সার্ভিসের উন্নয়নে লিংকে প্রবেশ করে আপনার প্রত্যাশা, প্রাপ্তি এবং সমস্যাবলী জানাতে পারেন। অধিকাংশ ফলাফলের ভিত্তিতেই সমাধানের চেষ্ঠা করা হবে বলে আমরা মনে করি।

https://www.abf2007.org/redcap/surveys/?s=47EHYMK9KE

জরুরি প্রয়োজনে ID কার্ড প্রয়োজন হলে আপনার প্রতিষ্টানের MIS-DGHS (HRIS) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারির কাছ থেকে...
19/04/2021

জরুরি প্রয়োজনে ID কার্ড প্রয়োজন হলে আপনার প্রতিষ্টানের MIS-DGHS (HRIS) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারির কাছ থেকে আপনার নিজস্ব ID CARD (QR CODE & কম্পিউটার জেনারেটেড) নিতে পারেন।

হাসপাতালের আইডি কার্ড নেই বা প্রিন্ট হচ্ছেনা বলার সুযোগ নেই। প্রয়োজনে পরিসংখ্যানবিদ বা পরিসংখ্যান এর কাছ থেকে প্রিন্ট কপি নিয়ে রেখে দেন। কালার প্রিন্ট বা প্লাস্টিক এভেইলেবল না থাকলে সাদাকালো প্রিন্ট নিয়ে লেমিনেশন করে নিতে পারবেন।

এই কার্ডে কোন কর্তৃপক্ষের স্বাক্ষর প্রয়োজন নেই। এটি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের অধিনস্থ সকল কর্মকর্তা কর্মচারিদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের লগো সম্বলিত করে তৈরী করা।

এটি যাচাই করার জন্য যাচাইকারির যাচাই করার সরকারি অনুমতি এবং MIS-DGHS এর এক্সিস থাকা লাগবে। তা ছাড়া যাচাইকারি এটি যাচাইয়ে তার অনুমতি নেই মর্মে লজ্জিত হবেন।

আপনি এর সফটকপি নিয়েও নিজের মতো ডিজাইনে প্রিন্ট করতে পারেন। তবে প্রিন্ট করার আগে অবশ্যই QR CODE অবিকৃত আছে কি না যাচাই করে নিবেন। মনে রাখবেন এটাই আপনার অথোরিটির ই-স্বাক্ষর।

(সংযুক্তঃ QR CODE অবিকৃত রেখে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তার ই-আইডি কার্ডের কপি)

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share