Iqra Tv

Iqra Tv Welcome to "Iqra Media" page, Please LIKE, SHARE VIDEO's, & POSTS with your Friends to support us. Thank you

19/06/2023
13/05/2023

°
- যেকোনো পরিস্থিতিতে সবকিছু,আলহামদুলিল্লাহ বলে হাসি মুখে মেনে নিলেই শান্তি!'❤️🥀

°

রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লেগেছে।
17/04/2023

রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লেগেছে।

বৃষ্টি প্রার্থনা করে আস সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীতে ইস্তিসকার সালাত আদায়...
17/04/2023

বৃষ্টি প্রার্থনা করে আস সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীতে ইস্তিসকার সালাত আদায়...

12/04/2023

___🕋 সূরা ইখলাসের ফজিলত 🕋__

সূরা ইখলাসের ফজিলত সম্পর্কিত হাদিসঃ-

❣️হাদিস নংঃ-০১
রাসূল (সাঃ) বলেন,
"নিঃসন্দেহে সুরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য।’’
---------------(বুখারী হা/৫০১৩,৬৬৪৩,৭৩৭৪)

❣️হাদিস নংঃ-০২
রাসূল (সাঃ) বলেন,
“যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার পাঠ করবে আল্লাহ তা'য়ালা ঐ ব্যক্তিকে এক খতমের সমান নেকী দান করবেন।"
---------------(বুখারী,মুসলিম হা/৮১১)

❣️হাদিস নংঃ-০৩
রাসূল (সাঃ) বলেন,
" যে ব্যক্তি “সুরা ইখলাসকে ভালবাসে, সে আল্লাহর ভালবাসা এবং জান্নাত লাভ করবে।”
----------------(বুখারী হা/৭৩৭৫,মুসলিম হা/৮১৩)

❣️হাদিস নংঃ-০৪
রাসূল (সাঃ) বলেন,
"যে ব্যক্তি “সুরা ইখলাস দশবার পাঠ করবে পাঠকারীর জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করা হবে।”
----------------(সহীহুল জা’মে হা/ ৬৪৭২)

আল্লাহ্ তা'য়ালা আমাদের সবাইকে উপরোক্ত হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন,আমিন।

12/04/2023

আয়িশা (রা.) বলেন, আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল! আমি যদি বুঝতে পারি, কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে ওই রাতে কী বলবো?’ নবিজি বলেন, তুমি বলো—

اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

[আল্লাহুম্মা ইন্নাকা ‘আফুউ-উন, তু‘হিব্বুল ‘আফওয়া ফা’অ্ফু ‘আন্নী]

অর্থ: হে আল্লাহ্! তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো। অতএব, আমাকে ক্ষমা করে দাও। [আহমাদ, আল-মুসনাদ: ৬/১৮২; হাদিসটি সহিহ]

শত বছরের ঐতিহ্যে লালিত মুরারীচাঁদ (এমসি)  কলেজ সিলেট এর অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় আবুল আনাম মোঃ রিয়াজ মহোদয়কে আন্তরিক  অভিন...
12/04/2023

শত বছরের ঐতিহ্যে লালিত মুরারীচাঁদ (এমসি) কলেজ সিলেট এর অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় আবুল আনাম মোঃ রিয়াজ মহোদয়কে আন্তরিক অভিনন্দন।

সমাজসেবী মাও. আব্দুল আজিজ আর নেই! জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলার সহ-সভাপতি, ঝিংগাবাড়ী ইউনিয়ন জমিয়তের সভা...
11/04/2023

সমাজসেবী মাও. আব্দুল আজিজ আর নেই!

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলার সহ-সভাপতি, ঝিংগাবাড়ী ইউনিয়ন জমিয়তের সভাপতি, ঝিংগাবাড়ী ইউপির আগতালুক নিবাসী মাও.আব্দুল আজিজ সাহেব আর নেই ( ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

বিগত ২০২২ সালের ৫ই জানুয়ারী ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনয়নে খেজুরগাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মাও: আব্দুল আজিজ।

তিনি ছিলেন স্থানীয় পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও সীমাবাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি।

গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্টাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই, ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
11/04/2023

গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্টাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই, ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন না আরিফুল হক চৌধুরী।
11/04/2023

সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন না আরিফুল হক চৌধুরী।

এভাবেই শুরু হোক...
11/04/2023

এভাবেই শুরু হোক...

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির খালপার পশ্চিম মহল্লা নিবাসি মাওলানা শরিফ ব...
10/04/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির খালপার পশ্চিম মহল্লা নিবাসি মাওলানা শরিফ বিন এ লতিফ এর ছোট ছেলে গতকাল ইফতারের আগ মুহুর্তে পুকুরের পানিতে ডুবে ইন্তেকাল করেছে।
ছেলেটির বয়স মাত্র ১৬ মাস।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তার মা-বাবাসহ
পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন।

09/04/2023

কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্তের নামাজের সময় অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে
(“আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকা লাহু; ওয়া-আশহাদু আন্না মুহাম্মাদান আব্‌দুহু ওয়া রাসুলুহু” পড়ে) তার জন্যে আটটি জান্নাতের সমস্ত দরজা খোলা হবে বা খুলে যাবে। সে ব্যক্তি সেচ্ছায় যে কোন জান্নাতে প্রবেশ করতে পারবে।
সুবহানাল্লাহ

ইফতারের পর হার্ট এ্যাটার্ক করে মারা গেলেন কানাইঘাটের তরুণ আবুল হাসনাতসারাদিন রোজা রেখে ইফতারের পর হার্ট এট্যার্ক করে মৃ...
08/04/2023

ইফতারের পর হার্ট এ্যাটার্ক করে মারা গেলেন কানাইঘাটের তরুণ আবুল হাসনাত

সারাদিন রোজা রেখে ইফতারের পর হার্ট এট্যার্ক করে মৃত্যুবরণ করলেন কানাইঘাটের তরুণ আবুল হাসনাত(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ভাটিদিহি গ্রামের হুসন মহরির মেজো ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
জানা যায়, শনিবার নিজ বাড়ীতে ইফতারের পর বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত কানাইঘাট হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
অত্যন্ত মেধাবী, প্রতিভাবান, নম্র-ভদ্র, অমায়িক এ তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় উমরগঞ্জ ঈদগাহ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্টিত হবে।

জকিগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় মায়ের মৃত্যু, ছেলে গুরুতর আহত... সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পশ্চিমে গ্রামীণ ...
07/04/2023

জকিগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় মায়ের মৃত্যু, ছেলে গুরুতর আহত...

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পশ্চিমে গ্রামীণ ব্যাংকের পাশে শুক্রবার ইফতারের পর রাস্তায় থেমে থাকা একটি ট্রাকের সাথে মটর সাইকেল আরহী ধাক্কা দিলে, মটর সাইকেলে থাকা মা ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের সিলেট পাঠালে রাস্তায় মায়ের মৃত্যু হয়। জানা যায়, উপজেলার সোনাসার কজাপুর গ্রামের শফিক আহমদ এর ছেলে মাসুম আহমদ( ৩৫) পেশায় রাজমিস্ত্রী। শুক্রবার তার এক আত্মীয়র বাড়ি থেকে ইফতার শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

06/04/2023

১৮ কোটি টাকা ব্যয়ে বুরহান উদ্দিন রাস্তা (গোলাপগঞ্জ অংশ) প্রসস্তকরণ সহ মেরামত কাজের স্কীম অনুমোদিত হয়ে টেন্ডার প্রক্রিয়াধীন।

কানাইঘাটের মন্তাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীতে গরু পার করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দিঘীরপার পূর্ব ইউপির দর্পনগর পশ...
06/04/2023

কানাইঘাটের মন্তাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীতে গরু পার করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দিঘীরপার পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) এর আব্দুর রব এর লাশ পাওয়া গেছে। উল্লেখ্য- আজ বৃহস্পতিবার সকাল অনুমান ১০টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ আব্দুর রবকে উদ্ধারের জন্য দিনভর চেষ্টার পর বিকাল ৪টার দিকে সুরমা নদীতে তার লাশ পাওয়া যায়।

06/04/2023

ইফতারের পর হার্ট এটাক বাড়ছে :
সতর্ক হতে হবে:
ইফতারের পর হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়ার হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।অনেকে হার্ট এটাকের ব্যাথা কে ভুল করে এসিডিটির পেইন মনে করে এন্টাসিড বা ইনো খেয়ে আরো বেশী অসুস্থ হয়ে বা তীব্র বুকের ব্যাথা নিয়ে রমজান মাসে সন্ধ্যা বেলা ইফতারির পর চিকিৎসক এর চেম্বারে বা হসপিটালের ইমারজেন্সী বিভাগে চলে আসেন। ইসিজি করার পর প্রতীয়মান হয় যে উনার হার্ট এটাক হয়েছে এবং ততক্ষণে জটিলতা বেড়ে যায়।

যেকোনো ভারী খাবার দাবারের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। প্রচুর খাবার একসাথে গেলে সেগুলোকে সামাল দেয়ার জন্য পাকস্থলীকে তার কাজ অনেক বেশি বাড়িয়ে দিতে হয়। বেশি কাজ মানেই বেশি শক্তি। এই অতিরিক্ত শক্তির জন্য তার রক্তও দরকার হয় বেশি। কিন্তু এই রক্ত সে পাবে কই?
পাকস্থলীর মোটামোটি কাছের প্রতিবেশী যেহেতু হার্ট, তখন হার্টকে স্যাক্রিফায়েস করতে হয় বেশ খানিকটা রক্ত। আর ঠিক তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা।

রোজায় সারাদিন না খেয়ে আমরা স্বাভাবিকভাবেই বেশ ক্ষুধার্ত থাকি। ব্রেইন বারবার সিগনাল পাঠাতে থাকে - খাবার দাও, খাবার দাও।
টেবিলে সাজানো সুস্বাদু সব খাবার আর ব্রেইনের সিগনালের ফাঁদে আমরা খুব সহজেই ধরা পড়ে যাই। গোগ্রাসে প্রচুর খাবার গিলতে থাকি।
তারপর আমাদের অজান্তেই শরীরের মধ্যে চলতে থাকে আন্তঃপ্রতিবেশী রক্ত আদান-প্রদান। কখনো কখনো হজম প্রক্রিয়াকে তরান্বিত করতে শরীরের বিভিন্ন অর্গান বা অংগ থেকে পাকস্থলী বা স্টম্যাক এর দিকে রক্তের ডাইভারসন হয়, এর মাঝে হৃদপিন্ড বা হার্ট অন্যতম যেখানে রক্ত চলাচলে স্বল্পতা ঘটে।ফলশ্রুতিতে ভারী খাবার দাবারের ২ ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় চারগুণ।

তাই, ইফতারে খাবার কম খান। দরকার হলে অল্প অল্প করে ২/৩ বারে খান।
নিজের স্বজনদের খাবারের দিকেও খেয়াল রাখুন।

Collected

24/03/2023

-কত সুন্দর একটি বাক্য...!

🌸 لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ الله(ﷺ)__🥰🌺
- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)-🥰🌸

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়িতে অবস্থিত ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুল , গাছবাড়ি, কান...
11/03/2023

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি।

সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়িতে অবস্থিত ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুল , গাছবাড়ি, কানাইঘাট, সিলেট-এ শূন্য পদে ০১ (এক) জন সহকারী শিক্ষক আবশ্যক।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি, নিজ হাতে লেখা আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এইচএসসি/সমমান।
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখঃ
১৫/০৩/২০২৩ খ্রি.।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
প্রধান শিক্ষক
ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুল
গাছবাড়ি, কানাইঘাট, সিলেট।
মোবাইল নং :
০১৭২০১৮৭৭০৯ (প্রধান শিক্ষক)
০১৭১৫-০১১৫২৩
০১৭১২-৩১৮৫৩৬

সিলেট ৬ আসনে সংসদ নির্বাচন করতে চান সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন।
10/03/2023

সিলেট ৬ আসনে সংসদ নির্বাচন করতে চান সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন।

08/03/2023

আগামীকাল বৃহস্পতিবার কানাইঘাট উপজেলায় সকাল ৮.০০ থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

Address

Bashir Complex, Laldighirpar Road
Sylhet
3100

Telephone

+8801710993572

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqra Tv:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Sylhet

Show All