ঘুড়ি-Ghuri

ঘুড়ি-Ghuri নিত্যনতুন,তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী সব পরিবেশনা পেতে পেজে লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকুন।

ঘুড়ি একটি সেরা অনলাইন প্লাটফর্ম , যা নিজস্ব ভিডিও এবং বর্তমান পরিবেশের নানা চিত্র তুলে ধরতে সক্রিয়।পারিপার্শ্বিক মতামত ও সহোযোগিতায় আমাদের সাথেই থাকুন।

জাপানের এশিমা ওহাশি সেতু। বিশ্বের অন্যতম ভয়ানক সেতু বলা হয় এটিকে।সেতুটি দেখতে একেবারে রোলার কোস্টারের মতো। বিশ্বের সবচেয়...
23/02/2024

জাপানের এশিমা ওহাশি সেতু। বিশ্বের অন্যতম ভয়ানক সেতু বলা হয় এটিকে।

সেতুটি দেখতে একেবারে রোলার কোস্টারের মতো। বিশ্বের সবচেয়ে খাড়া সেতুগুলোর মধ্যে এটিও পড়ে। জাপানের লেক নাকাওমি নদীর ওপর তৈরি এ সেতু সাকাইমিনাতো ও মাৎসু শহরকে যুক্ত করেছে।

প্রতিদিনের যাতায়াতের জন্যই নির্মিত এটি। একে পর্বতাকৃতির সেতুও বলা হয়।
৪৪ মিটার উঁচু, সেতুটির দৈর্ঘ্য ১.৪৪ কিমি. ও প্রস্থ ১১.৩ মিটার।

‘মাগো, ওরা বলে,সবার কথা কেড়ে নেবেতোমার কোলে শুয়েগল্প শুনতে দেবে না।বলো, মা, তাই কি হয়?তাইতো আমার দেরী হচ্ছে।তোমার জন্য ক...
20/02/2024

‘মাগো, ওরা বলে,
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা, তাই কি হয়?
তাইতো আমার দেরী হচ্ছে।
তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ফিরবো।
লক্ষ্মী মা রাগ ক’রো না,
মাত্রতো আর কটা দিন।’

সাংবাদিক ইলিয়াস গ্রেফতার।
19/02/2024

সাংবাদিক ইলিয়াস গ্রেফতার।

16/02/2024

শিশু শিল্পি সুস্মিতা।

16/02/2024

তোরা কুঞ্জ সাজাও গিয়া
আসবে শ্যাম কালিয়া।
শিল্পি: আলো দেবি।

#সংগীত_অনুষ্ঠান

সাহায্যের হাত বাড়িয়ে দিন।মানুষ মানুষের জন্য। আসসালামু আলাইকুম -প্রিয় ভাই,ও  বন্ধুগন  চরিপাড়া উচ্চ বিদ্যালয়ের  SSC ব্যাচ(...
16/02/2024

সাহায্যের হাত বাড়িয়ে দিন।

মানুষ মানুষের জন্য।

আসসালামু আলাইকুম -প্রিয় ভাই,ও বন্ধুগন চরিপাড়া উচ্চ বিদ্যালয়ের SSC ব্যাচ( ২০০৭) এর ছাত্র শ্রদ্ধেও আবু-হাসনাত মরন ব্যধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন,পারিবারিক আর্থিক অবস্থা ভাল না থাকায় মানবিক সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। তাই আপনারা যে যা পারেন উনার চিকিৎসা করাতে টাকা পয়সা দিয়ে শরীক হোন।🙏🙏

টাকা পাঠানোর মাধ্যম:মো: জিল্লুর রহমান SSC ব্যাচ (২০০৭) চরিপাড়া উচ্চ বিদ্যালয়।

01711422151 (BKash personal)
01717140591 (Nagad personal)
017171405912 (Roket personal)
01717140591 ( SureCash per)
01717140591 (Celfin)

A/C Name: MD. JILLUR RAHMAN
A/C no: 2050 248 02 01800617
Islami Bank, Kanaighat Branch,Sylhet.

বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণ করা তিন পার্বত্য জেলার মধ্যে আধুনিক মানের সড়ক এটি !! লোকেশন: আলীকদম পোয়ামুহুরী হয়ে থানচি স...
13/02/2024

বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণ করা তিন পার্বত্য জেলার মধ্যে আধুনিক মানের সড়ক এটি !!
লোকেশন: আলীকদম পোয়ামুহুরী হয়ে থানচি সড়ক !!
বান্দরবান পার্বত্য জেলা। ছবিটি আজ পড়ন্ত বিকেলে ধারণ করা।

12/02/2024

বদলে যাচ্ছে সিলেট ঢাকা মহাসড়ক। সিলেট বাসীর জন্য সুখবর।

08/02/2024

★বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জ্বলসে গেছে এক ব্যাক্তির শরীর।

কানাইঘাট উপজেলার বড়দেশ বাজারে বিদ্যুৎপৃষ্ঠে পুড়ে গেছে এক জকজন বিদ্যুতের কাজের লোকের শরীর
পরে সহকর্মীরা তাকে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে উদ্ধার করেন।

আন্তর্জাতিক ক্রিকেট মাঠে এমন উদাহরণ একটাই। ছেলে হিতেশ মোদী ক্রিকেট খেলতেন কেনিয়ার হয়ে। বাবা সুভাষ মোদী ছিলেন আম্পায়ার। ২...
08/02/2024

আন্তর্জাতিক ক্রিকেট মাঠে এমন উদাহরণ একটাই। ছেলে হিতেশ মোদী ক্রিকেট খেলতেন কেনিয়ার হয়ে। বাবা সুভাষ মোদী ছিলেন আম্পায়ার। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে হিতেশ মোদীর বিরুদ্ধে এলবিডাব্লিউয়ের(LBW) সিদ্ধান্ত দিয়েছিলেন বাবা সুভাষ মোদী। বোলার ছিলেন বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা।

আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ছেলের বিরুদ্ধে বাবার এলবিডাব্লিউ সিদ্ধান্তের একমাত্র ঘটনা। যা রেকর্ড হিসাবে এখনো টিকে আছে।

06/02/2024

সংরক্ষিত মহিলা আসনের টিকিট কিনতে আ'লীগ অফিসে নায়িকা অপু।

05/02/2024

নোয়াখালীর সুবর্ণচরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত মামলার রায় আজ।

সময় টিভি নিউজ।

03/02/2024

শীতের পিটা-পুলি
চিতই পিটা
স্থান: কানাইঘাট বাজার
#শীতের
#পিটা
#চিতই_পিটা

কুয়াশা ভেজা সাজ সকালে সিলেট কদমতলী বাস টার্মিনাল।❣️
29/01/2024

কুয়াশা ভেজা সাজ সকালে সিলেট কদমতলী বাস টার্মিনাল।
❣️

মাশরাফিকে খেলানো নিয়ে সমালোচনার জবাব দিলেন সিলেটের মালিক।
26/01/2024

মাশরাফিকে খেলানো নিয়ে সমালোচনার জবাব দিলেন সিলেটের মালিক।

রাম মন্দির উদ্ভদনে যাননি তিন খান।
23/01/2024

রাম মন্দির উদ্ভদনে যাননি তিন খান।

আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল‍্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা। ১২০ বছর আগে, খাজা সলিমুল্ল...
22/01/2024

আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল‍্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা।

১২০ বছর আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন‍্য। তখন সেটার নাম বুয়েট ছিলো না। ছিলো ঢাকা সার্ভে স্কুল। সেটাকে তিনি রূপ দিলেন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। (খাজা সলিমুল্লাহার বাবার নাম ছিলো আহসানউল্লাহ)

১৯০৮ সালে পূর্ব বাংলার প্রাদেশিক সভায় বিনা বেতনে বাধ‍্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি তুলেন তিনি। —চিন্তা করা যায়!

পূর্ব বাংলায় কোন ইউনিভার্সিটি নেই। সলিমুল্লাহ সেটা মানতে পারলেন না। কি করা যায়, সে নিয়ে ভাবতে থাকলেন। ১৯১২ সালের ২৯ জানুয়ারি, তখনকার ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। হার্ডিঞ্জের সামনে দাবি নিয়ে দাঁড়ানোর মতো সাহস পূর্ব বাংলায় যদি কারো থাকে, সেটা একমাত্র সলিমুল্লাহর। তার বয়স তখন চল্লিশ বছর। সে সময়ের ১৯ জন প্রখ‍্যাত মুসলিম লিডার নিয়ে তিনি হার্ডিঞ্জের সাথে দেখা করেন। বিশ্ববিদ‍্যালয়ের প্রথম দাবি তুলেন। সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হলো।

সলিমুল্লাহ ছিলেন আদ‍্যোপান্ত শিক্ষানুরাগী। পূর্ব বাংলায় শিক্ষার বিস্তারের জন‍্য, পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠিকে শিক্ষিত করার লক্ষ‍্যে তিনি বহু বৃত্তি, বহু প্রকল্প চালু করেন। ঢাকা বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা এবং ঢাকা সার্ভে স্কুলকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপ দেয়া ছিলো তার সবচেয়ে উল্লেখযোগ‍্য অবদান।

শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তাহলে পূর্ব বাংলার সেই মেরুদণ্ড তৈরিতে সলিমুল্লাহর চেয়ে বড়ো ভূমিকা সম্ভবত বিংশ শতকে খুব বেশি কেউ রাখেনি। অথচ সেই মানুষটাকে নিয়ে আমাদের সমাজে তেমন আলোচনা দেখি না। স্মরণসভা দেখি না। কষ্ট হয় কিছুটা!

মাত্র ৪৩-৪৪ বছর বয়সে তিনি মারা যান। আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো পূর্ব বাংলার শিক্ষার জন‍্য আরো বহুকিছু করে যেতেন।

নবাব স‍্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের মৃত‍্যুবার্ষিকী আজ (১৬ জানুয়ারি)। তার প্রতি বিনম্র শ্রদ্ধা।

সরকারের তত্বাবধায়নে দেশের প্রতিটি বিভাগে ন্যূনতম একটি করে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।
18/01/2024

সরকারের তত্বাবধায়নে দেশের প্রতিটি বিভাগে ন্যূনতম একটি করে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when ঘুড়ি-Ghuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘুড়ি-Ghuri:

Videos

Share


Other Social Media Agencies in Sylhet

Show All