Kushiara TIMES

Kushiara TIMES .
(2)

20/06/2024

আবু সুফিয়ান উজ্জ্বল সাহেবের পক্ষ থেকে কুশিয়ারা ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হচ্ছে ।।

20/06/2024

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের বন্যা পরিস্থিতি।।

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা হাফিজিয়া দাখিল মাদরাসা আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও অসহায়দের...
19/06/2024

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা হাফিজিয়া দাখিল মাদরাসা আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও অসহায়দের খোঁজ খবর নেন ৮ নং ওয়ার্ডের মেম্বার জনাব বিলাল আহমেদ সাহেব ও বাদেপাশা হাফিজিয়া দাখিল মাদরাসা র মেনেজিং কমিটির শিক্ষা দরদী সদস্য জনাব আব্দুল কালাম সাহেব,,এসময় উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সদস্য জনাব হারুন আহমেদ রুকন সাহেব। বন্যায় আশ্রিত অসহায় পরিবার গুলোকে সার্বিক সহোযোগিতার আশ্বাস দেন ৮নং ওয়ার্ডের মেম্বার জনাব বিলাল আহমেদ সাহেব ও শিক্ষা দরদী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল কালাম সাহেব।
এসময় উনারা অনুরোধ করেন যে ৭/৮/ নং ওয়ার্ডের যারা বন্যায় ঘরে পানি উঠে গেছে বাড়িতে বসবাস করতে কষ্ট হচ্ছে তারা সবাই সরকার ঘোষিত বাদেপাশা হাফিজিয়া দাখিল মাদরাসা আশ্রয় কেন্দ্র আসেন এখানে পরিবার ও ব্যাচেলার থাকার সুব্যবস্থা আছে।।

এই মহিষ গুলা বাদেপাশা বিলে পাওয়া গেছে, মালিক পক্ষ কে যোগাযোগ করার জন্য অনুরুধ রইল।।ঠিকানাঃ বাদেপাশা, ডেপুটি বাজার,গোলাপগ...
18/06/2024

এই মহিষ গুলা বাদেপাশা বিলে পাওয়া গেছে, মালিক পক্ষ কে যোগাযোগ করার জন্য অনুরুধ রইল।।
ঠিকানাঃ বাদেপাশা, ডেপুটি বাজার,গোলাপগঞ্জ,, সিলেট।।
মোবাইলঃ 01776 073566/ 01323467586।।

18/06/2024

গোলাপগঞ্জ এর ভাদেশ্বর টু কাদিপুর,গোয়াসপুর রাস্তা বন্যায় পানিতে প্লাবিত রাস্তা,বর্তমান পরিস্থিতি 😰

সিলেটে এর বর্তমান বন্যা যেন বাইশের বন্যা থেকে আরো ভয়াবহ রূপ ধারণ করছে। কুশিয়ারা নদী পানি অতিরিক্ত মাত্রায় বাড়ার কারনে অগণিত জায়গায় বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে।

ইয়া রাব্বাল আলামীন,রহম করুন।সবাইকে হেফাযতে রাখুন। আমীন।।

*ঈদের দিন সকালে মুশলধারে বৃষ্টি কারনে পানির নীচে সিলেট শহর। ⏰ ঈদের সকাল আজ ভোর ৫:০০-৬:৩০ মিনিটে তুলা হয়েছে।ঈদের সকাল সিল...
17/06/2024

*ঈদের দিন সকালে মুশলধারে বৃষ্টি কারনে পানির নীচে সিলেট শহর। ⏰ ঈদের সকাল আজ ভোর ৫:০০-৬:৩০ মিনিটে তুলা হয়েছে।

ঈদের সকাল সিলেট প্লাবিত।ইয়া মাবুদ! ঈদের দিনে বৃষ্টি ও বন্যায় ডুবলো সিলেট শহর।

আল্লাহ আমাদের সিলেট এর অতিরিক্ত বৃষ্টি এবং বন্যা থেকে আপনি সাহায্য করুন আমীন*

17/06/2024

ঈদের দিন সকালে মুশলধারে বৃষ্টি।ঈদ মোবারক 🌙ঈদের সকাল সিলেট প্লাবিত।ইয়া মাবুদ! ঈদের দিনে বৃষ্টি ও বন্যায় ডুবলো সিলেট শহর।

আল্লাহ আমাদের সিলেট এর অতিরিক্ত বৃষ্টি এবং বন্যা থেকে আপনি সাহায্য করুন আমীন

16/06/2024

~ 𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦 ~ تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ
(তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
🕋🕌 ঈদ মোবারাক ❤️🌙
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা

11/06/2024
10/06/2024

সিলেট মেজরটিলায় পাহাড় ধ্ব-সে ২ বছরের শিশুসহ ৩ জন মাটি,চাপায় মৃত্যু 😰 ইন্না-লিল্লাহ 😭

ভূমি ধ্বসের দায় কেউ এড়াতে পারেন না:- 🎙️সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশন

এই চারটি গরু বিক্রি হবে,, একেবারে ন্যাচারাল ঘরোয়া ভাবে লালনপালন করা হয়েছে,, আগ্রহী ক্রেতাগন নিম্ন নাম্বারে যোগাযোগ করার ...
05/06/2024

এই চারটি গরু বিক্রি হবে,, একেবারে ন্যাচারাল ঘরোয়া ভাবে লালনপালন করা হয়েছে,, আগ্রহী ক্রেতাগন নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরুধ রইল।।
ঠিকানাঃ বাদেপাশা,, ডেপুটি বাজার,,গোলাপগঞ্জ,, সিলেট।
মোবাইলঃ 01323467586 / 01616389265।।।

03/06/2024

বন্যা পরিস্থিতি নিয়ে কুশিয়ারা টাইমসের লাইভ।

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি। নগরীর অগণিত এলাকা পানির নিচে! আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা! রহম করুন। সবাইকে হেফাযতে রাখুন...
03/06/2024

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি। নগরীর অগণিত এলাকা পানির নিচে! আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা! রহম করুন। সবাইকে হেফাযতে রাখুন। আমীন।

03/06/2024

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি।
নগরীর অগণিত এলাকা পানির নিচে!
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা! রহম করুন। সবাইকে হেফাযতে রাখুন। আমীন।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের মরহুম হাজী শরীফ উদ্দিন সাহেবের বাড়ির সামনের কার্ল ভার্ট হইতে শান্তির বাজা...
31/05/2024

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের মরহুম হাজী শরীফ উদ্দিন সাহেবের বাড়ির সামনের কার্ল ভার্ট হইতে শান্তির বাজার ব্রিজ পর্যন্ত রাস্তার গার্ড ওয়ান সহ সিসি ও আর সি সি ঢালাইয়ের কাজ চলিতেছে,, যাহা জননেতা জনাব নুরুল ইসলাম নাহিদ এম পি সাহেবের বরাদ্দ কৃত কাজ,, আজ শুক্রবার বাদ জুমা সেই কাজ পরিদর্শনে আসেন ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব উপাধ্যক্ষ জাহিদ হোসাইন সাহেব, এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের মেম্বার জনাব বিলাল আহমেদ সাহেব,, উপস্থিত ছিলেন, বাদেপাশা ডেপুটি বাজার সি এন জি স্টেন্ডের সভাপতি জনাব আব্দুস ছামাদ জাহেদ সাহেব,
উপস্থিত ছিলেন জনাব হাফিজ শিব্বির আহমেদ সাহেব,
উপস্থিত ছিলেন জনাব হাফিজ ফয়জুর রহমান সাহেব,,
উপস্থিত ছিলেন মাওলানা জসীমউদ্দিন রাহমানী,
এসময় কাজের অবস্থা ঘুরে ঘুরে দেখান সাইট ঠিকাদার সাহেব।

বিশেষ দ্রষ্টব্যঃ রাস্তার কাজের সার্থে আগামীকাল সকাল থেকে
এই শান্তির বাজারে যাওয়ার মেইন রাস্তা সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকিবে,, এতে নদী পারের বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।
অনুরোধক্রমেঃ চেয়ারম্যান সাহেব,, ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন।
মেম্বার সাহেব,, ৮ নং ওয়ার্ড।।

❤️❤️❤️❤️💐🍒অভিনন্দন ❤️❤️❤️❤️🫒🌽🍑🍅🍎🍍সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের শেখ নিদাই পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট ব...
30/05/2024

❤️❤️❤️❤️💐🍒অভিনন্দন ❤️❤️❤️❤️🫒🌽🍑🍅🍎🍍
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের শেখ নিদাই পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক শিক্ষানুরাগী, মায়া গ্রুপের স্বত্বাধিকারী, বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন সংস্থার সম্মানিত অর্থ সম্পাদক, জনপ্রিয় অনলাইন মিডিয়া কুশিয়ারা টাইমসের উপদেষ্টা,জনাব আব্দুল কালাম সাহেব বাদেপাশা হাফিজিয়া দাখিল মাদরাসার নব ঘটিত মেনেজিং কমিটির শিক্ষাদরদী সদস্য নির্বাচিত হওয়ায় কুশিয়ারা টাইমসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার এই দায়িত্ব পাওয়া আশা করি দ্বীনি প্রতিষ্ঠানের খিদমতে অনেক সহায়ক হবে, সঠিক ভাবে দায়িত্ব পালন করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।

উজান মেহেরপুর জামে মসজিদ এর জন্য ইমাম ও খতিব আবশ্যক/ প্রয়োজনশিক্ষাগত যোগ্যতা :- কামিল/ফাজিল। দারুণ ক্বিরাত মজিদিয়া ফুলতল...
26/05/2024

উজান মেহেরপুর জামে মসজিদ এর জন্য ইমাম ও খতিব আবশ্যক/ প্রয়োজন

শিক্ষাগত যোগ্যতা :- কামিল/ফাজিল। দারুণ ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাষ্টের খামিছ স্তরের ক্বারী সাব হতে হবে

সিলেট জেলার অন্তগত গোলাপগঞ্জ উপজেলার ৮ নং ভাদেশ্বর ইউনিয়ন এর উজান মেহেরপুর জামে মসজিদ এর জন্য, ইমাম ও খতিব প্রয়োজন

➖▪️সম্মানী বা হাদিয়া আলোচনা সাপেক্ষে▪️➖

➖যোগাযোগঃ জনাব বদরুদ্দোজা সাহেব➖
সেক্রেটারি উজান মেহেরপুর জামে মসজিদ।।
☎️মোবাইল নাম্বার:-01716910968 📞

25/05/2024

দাখিল পরীক্ষায় উত্তির্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪।
স্থানঃ মেহেরপুর আনসারুল উলুম আলিম মাদরাসা,, শরিফগন্জ, গোলাপগঞ্জ, সিলেট।।
সভাপতিত্ব করছেনঃ মাওলানা হাবিবুর রহমান সাহেব,,
সভাপতি অত্র মাদরাসার মেনেজিং কমিটি।।
প্রধান অতিথিঃ জনাব সৈয়দ মিসবাহ উদ্দিন সাহেব।
বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও কার্যনির্বাহী সদস্য জেলা আওয়ামিলীগ।।
বিশেষ অতিথিঃ জনাব গোলাম রাব্বানী মজুমদার,,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,গোলাপগঞ্জ।
বিশেষ অতিথিঃ জনাব এম এ মুমিত হীরা সাহেব,,
সাবেক চেয়ারম্যান ১১ নং শরিফগন্জ।
বিশেষ অতিথিঃ জনাব এম কবির উদ্দিন সাহেব,,
চেয়ারম্যান ১১ নং শরিফগন্জ ইউ পি।
বিশেষ অতিথিঃ উপাধ্যক্ষ জাহিদ হোসাইন সাহেব,,
চেয়ারম্যান ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন।
বিশেষ অতিথিঃ জনাব আলিম উদ্দিন বাবলু সাহেব,,
প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা আওয়ামিলীগ।
বিশেষ অতিথিঃ জনাব লুৎফর রহমান সাহেব,
সভাপতি পনাইরচক দ্বী পাক্ষিক উচ্চ বিদ্যালয়।।

20/05/2024

সৎপুর মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ মেগা ফাইনাল বাদেপাশা ফ্রেন্ডস ড্রাগন ফুটবল একাদশ
বনাম 🆚 বনাম
পাকশাইল বন্ধু মহল ফুটবল একাদশ

🏟️স্থানঃ এনাম উদ্দিন সাবেক চেয়ারম্যান
বাড়ি সংলগ্ন মাঠ,সৎপুর

⏰তারিখঃ২০-৫-২০২৪ সবাই লাইভটি শেয়ার করবেন

বাদেপাশা সতুন মর্দন নিবাসী,, ফ্রান্স প্রবাসী জনাব বশির উদ্দিন চৌধুরী রাজু সাহেবের পক্ষ থেকে বাদেপাশা ইউনিয়ন পরিষদে একটি ...
16/05/2024

বাদেপাশা সতুন মর্দন নিবাসী,, ফ্রান্স প্রবাসী জনাব বশির উদ্দিন চৌধুরী রাজু সাহেবের পক্ষ থেকে বাদেপাশা ইউনিয়ন পরিষদে একটি ল্যাপটপ দান করা হয়েছে।।

কোরবানির ঈদের জন্য চারটি গরু বিক্রি হবে। স্থানঃ বাদেপাশা দক্ষিণ পাড়া, গোলাপগঞ্জ, সিলেট।মালিকের নাম ও মোবাইল নাম্বার। তাজ...
15/05/2024

কোরবানির ঈদের জন্য চারটি গরু বিক্রি হবে।
স্থানঃ বাদেপাশা দক্ষিণ পাড়া, গোলাপগঞ্জ, সিলেট।
মালিকের নাম ও মোবাইল নাম্বার।
তাজুল ইসলাম / এমাদ আহমেদ। আগ্রহী ক্রেতাগন তাড়াতাড়ি যোগাযোগ করুন।। ০১৩২৩ ৪৬৭৫৮৬/ ০১৭২৯৯২২৩৮৬।।
বিশেষ দ্রষ্টব্যঃ ঈদের আগ পর্যন্ত মালিক গরু লালন পালনের দায়িত্ব নিবে।।

কুশিয়ারা টাইমস এর প্রতিনিধি, স্নেহের ভাতিজা আব্দুল আজিম এর মোবাইল ফোন টি কিছুক্ষন আগে সিলেট মাউন্ট এডোরা হাসপাতাল থেকে স...
14/05/2024

কুশিয়ারা টাইমস এর প্রতিনিধি, স্নেহের ভাতিজা আব্দুল আজিম এর মোবাইল ফোন টি কিছুক্ষন আগে সিলেট মাউন্ট এডোরা হাসপাতাল থেকে সি এন জি করে আসার পথে হারিয়ে গিয়েছে,, যদি কোন ভাই মোবাইল টি পেয়ে থাকেন তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।।
01323467586
বিঃ দ্রঃ সিম উটানো ও মোবাইল সংগ্রহ করা পর্যন্ত আব্দুল আজিমকে ফোন করে কেউ পাবেন না।

আলহামদুলিল্লাহ,,  দিনশেষে সবাই একই জায়গায় মিলিত হলাম।। সবার জন্য শুভ কামনা রইল, ভালো থেকো সকল প্রিয় মানুষগুলো।।
13/05/2024

আলহামদুলিল্লাহ,, দিনশেষে সবাই একই জায়গায় মিলিত হলাম।। সবার জন্য শুভ কামনা রইল, ভালো থেকো সকল প্রিয় মানুষগুলো।।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০ উত্তর বাদেপাশা ইউনিয়নের কোনাগাও মানব কল্যাণ সংগঠনের নামে কে বা কাহারা ষড়যন্ত্র করে একই ...
10/05/2024

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০ উত্তর বাদেপাশা ইউনিয়নের কোনাগাও মানব কল্যাণ সংগঠনের নামে কে বা কাহারা ষড়যন্ত্র করে একই নামে আই ডি খুলে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এবিষয়ে মূল সংগঠন কোনাগাও মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে,, এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

08/05/2024

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ইং...
নির্বাচন এর ভোট গননা ও ফলাফল সরাসরি

08/05/2024

বাদেপাশা ডেপুটি বাজারে
মোট ভোট ১০৭৫.
আনারস ৮২৩
দোয়াত কলম ২১৩
ঘোড়া ৩৯।।

Address

Sylhet
3162

Telephone

+8801323467586

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kushiara TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushiara TIMES:

Videos

Share


Other Sylhet media companies

Show All