On The Way To Light

On  The Way To Light "নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না। কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না"

গল্পটা পুরো পড়ুন! 🙏🐀-একটি ইঁদুর এক চাষীর ঘরে বাসা বেঁধে ছিল। একদিন ইঁদুরটি দেখলো চাষী আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জ...
06/06/2023

গল্পটা পুরো পড়ুন! 🙏

🐀-একটি ইঁদুর এক চাষীর ঘরে বাসা বেঁধে ছিল।
একদিন ইঁদুরটি দেখলো চাষী আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছেন।
ইঁদুর ভাবলো থলের ভিতর নিশ্চয়ই কোনো খাবার আছে, তাই সে গুটি গুটি পায়ে এগুলো।
এগিয়ে দেখলো সেটা খাওয়ার কিছু নয়, সেটা ছিল একটা ইঁদুর ধরার ফাঁদ।

-ফাঁদ দেখে ইঁদুর পিছাতে থাকলো। ইঁদুরটি বাড়ির পিছনের খোপে থাকা পায়রাকে গিয়ে বলল- জানো আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে !! এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল-
তাতে আমার কি?
আমি কি ওই ফাঁদে পড়তে যাব না কি?

-নিরাশ হয়ে ইঁদুরটি মুরগীকে গিয়ে একই কথা বলল। মুরগী ইঁদুরকে হেয় করে বলল- 'যা ভাই, এটা আমার কোনো সমস্যা নয়।'

-ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে মাঠে গিয়ে ছাগলকে শোনালো। ছাগল শুনে হেসে লুটোপুটি খেতে থাকলো আর বললো, এটা তোকে মারার ফাঁদ, আমিতো আর সেখানে আটকা পড়ে মরবো না, যা এখান থেকে!!!
কেউ তার কথার গুরুত্ব দিলনা, তার সহযোগীতায় কেউ এগিয়ে এলোনা।

-সেই দিন রাত্রে 'ফটাস' করে একটি শব্দ হলো, ফাঁদে
একটি বিষাক্ত সাপ আটকে গিয়েছিল। অন্ধকারে চাষীর স্ত্রী সাপের লেজকে ইঁদুর ভেবে বের করলো, আর সাপটি তাকে ছোবল মারল।

-অবস্থা বেগতিক দেখে চাষীটি ওঝাকে ডাকলো।
ওঝা তাকে পায়রার মাংস খাওয়ানোর পরামর্শ দিল।
পায়রাটি এখন রান্নার হাঁড়িতে।

-চাষীর স্ত্রীর এই সংবাদ শুনে তার বাড়িতে আত্মীয়
স্বজন এসে হাজির হল। তাদের খাওয়ার বন্দোবস্তের
জন্য মুরগীকে জবাই করা হল।
মুরগী বেঁচারিও এখন রান্নার হাঁড়িতে।

-দিন দুই পর চাষীর স্ত্রী মারা গেল। আর তার অন্তোষ্টিক্রিয়ার কিছু দিন পরে ছাগলটিকেও জবাই করা হল।
ছাগলও হাঁড়িতে রান্নার জন্য চলে গেল।

ইঁদুর তো আগেই পালিয়ে ছিল, দুর..বহুদূর।

কি শিক্ষা পেলাম আমরা ...??
যদি কেউ আপনাকে তার সমস্যার কথা শোনায় আর
আপনি ভাবেন যে এটাতো আমার সমস্যা নয়, যার সমস্যা তার ব্যাপার!
তবে একটু দাঁড়ান, আর একবার ভালো করে
চিন্তা করুন, আপনার অবস্থাও কখনো এমন হতে পারে.!!! মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। সমাজের একটা
অংশ, একটি ধাপ বা পর্যায়। একজন নাগরিক যদি বিপদে থাকেন তবে পুরো দেশ বিপদে পড়তে পারে!!

মনে রাখবেন,
মানুষ মানুষের জন্য
আর মানবতা সবার জন্য!

21/05/2023

আমি কবর বলছি 🙂

সবর মানে কেবল শারীরিক আঘাত কিংবা প্রিয়জন হারানোর বেদনায় ধৈর্য ধরা নয়! অতি আপন জনের কুটিল হাসি, মিষ্টি ধারালো কথা এবং নীর...
19/05/2023

সবর মানে কেবল শারীরিক আঘাত কিংবা প্রিয়জন হারানোর বেদনায় ধৈর্য ধরা নয়! অতি আপন জনের কুটিল হাসি, মিষ্টি ধারালো কথা এবং নীরব বাঁকা চাহনিকে এক আল্লাহর জন্য দাঁতে দাঁত চেপে সহ্য করাও তো সবর!
সব রক্তের সম্পর্ক আপন হয় না! সব রক্তের রং ও লাল নয়! হৃদয়ের রক্তক্ষরণের যে কোনো রং নেই! কারো সাধ্যও নেই তা পড়ে নেওয়ার! যিনি না বলা কথাও শুনেন, যিনি বোবার ভাষাও বোঝেন! তাঁর ফয়সালার অপেক্ষার নাম-ই তো সবর!

কবরের দিকে তাকালে পৃথিবী সকল আয়োজন  বৃথা মনে হয় । 🤨
09/05/2023

কবরের দিকে তাকালে পৃথিবী সকল আয়োজন বৃথা মনে হয় । 🤨

একজন স্বামী তার স্ত্রীর ছায়া হয়ে পাশে বসে আছে, ব্যাপার টা সুন্দর! ❤️🌸
16/04/2023

একজন স্বামী তার স্ত্রীর ছায়া হয়ে পাশে বসে আছে, ব্যাপার টা সুন্দর! ❤️🌸

11/12/2022

-Sᴜʙʜᴀɴᴀʟʟᴀʜ 🥀🌿🌼

13/10/2022
Allah Is The Best Creator ❤️
06/10/2022

Allah Is The Best Creator ❤️

Address

Sylhet

Telephone

+8801676526056

Website

http://www.google.com/, http://www.google.com/, http://www.google.com/

Alerts

Be the first to know and let us send you an email when On The Way To Light posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to On The Way To Light:

Videos

Share

Nearby media companies