Digital Newsletter

Digital Newsletter Digital Newsletter is an innovative marketing agency that provides unique digital solutions in worldwide.

22/03/2024

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগে এবং ইবাদত পরে।

এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি, চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোন উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদরাসায় বড় অংকের টাকা দান করে, গরীব এতিমখানায় খাইয়ে, বিভিন্ন দাতব্য সংস্থায় দানখয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম হয়ে যাবে।
সুত্র :সংগ্রহ

ড্রপ শিপিং কি এবং কেন?সহজ কথায় বলতে গেলে-ড্রপ শিপিং = জিরো ইনভেসমেন্ট এ ব্যবসা+ফ্রিল্যান্সিং।বর্তমানে ড্রপ-শিপিং ব্যবসা...
07/01/2024

ড্রপ শিপিং কি এবং কেন?

সহজ কথায় বলতে গেলে-
ড্রপ শিপিং = জিরো ইনভেসমেন্ট এ ব্যবসা+ফ্রিল্যান্সিং।

বর্তমানে ড্রপ-শিপিং ব্যবসা জনপ্রিয়তায় শীর্ষে। এই জনপ্রিয়তার কিছু সুবিধাজনক কারণ রয়েছে। সাধারণত অন্য ব্যবসার তুলনায় ড্রপ-শিপিং ব্যবসা সহজ ও ঝামেলা মুক্ত।

যেহেতু ড্রপ-শিপার (বিক্রেতা) কে পণ্য মজুদ, রক্ষণাবেক্ষণ ও কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেয়া, এই কাজগুলো করতে হয় না। আবার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন রকম খরচও হয় না, ঝুঁকিও কম।

কম দামে পণ্য কিনে বেশি দামে বিক্রয় করা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো- নিজের বাসায় থেকে এমনকি যেকোনো জায়গা থেকে অনলাইন স্টোরকে রক্ষণাবেক্ষণ যায়।

যাদের বিজনেস করার মতো যথেষ্ট আর্থিক সঙ্গতি নাই, চাকরিও করেন না, বেকার। তারাও একটিমাত্র পেজ খুলে বা ওয়েবসাইট খুলে নিজেই করতে পারেন মিলিয়ন টাকার ফ্রিল্যান্সিং সিস্টেমের এই বিজনেসটি।

দরকার শুধুমাত্র আগ্রহ একাগ্রতা প্রচন্ড ইচ্ছা এবং এজন্য শুধুমাত্র ইন্টারনেটসহ একটি কম্পিউটার থাকলেই হবে।

এইসব কারণেই ড্রপ-শিপার এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আমাদের দেশেও ব্যবসাটি সম্পর্কে অনেকেই আগ্রহী হয়ে উঠেছে, সফলতাও পেয়েছে।

আপনাদের সবার আশীর্বাদে আমরাও ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে ভাবছি। আমাদের নিজস্ব কিছু প্রোডাকশন এর উপর কাজ করছি গত ৩ বছর ধরে. সেটার মার্কেটিং করার জন্য এ সিস্টেমের শরণাগত হচ্ছি।

আপনারা বর্তমান আয়ের পাশাপাশি পার্ট টাইম হিসেবে এটাকে গ্রহণ করতে পারেন। পরে যদি ভালো লাগে ফুল টাইম হিসেবে নিতে পারেন।

আমরা যথাযথ প্রশিক্ষণ দিয়ে আপনাদের সাথে এ বিষয়ে সমস্ত রিসোর্স শেয়ার করব। আশা করি ছয় মাসের মধ্যে সেরা একটি রেজাল্ট পাবেন।

আমি আবারও বলছি- এটা একটি জিরো ইনভেস্টমেন্ট ব্যবসা। সুতরাং, কোন প্রকার টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র আগ্রহ ছাড়া।

10/04/2022
13/01/2022
https://www.facebook.com/397291553950937/posts/1643650429315037/
13/01/2022

https://www.facebook.com/397291553950937/posts/1643650429315037/

সার্চ ইঞ্জিন সবসময় নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করে৷ ফলে এই পদ্ধতিতে সাইট র‍্যাংক করানো সম্ভব হলে তা দীর্ঘস্থায়ী ও কার্যকর হয়ে থাকে। White Hat SEO - এর ২টি অংশ।

ON page Optimization:

হোয়াইটহ্যাট এসইও বলতে একটি ওয়েবসাইটের অভ্যন্তরীন গঠন এসইও ফ্রেন্ডলি করা। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গাইডলাইন মেনে সাইটের বিভিন্ন দিক নিয়ে কাজ করা। যেমনঃ সাইট ম্যাপ, কি ওয়ার্ড, মেটা ট্যাগ, পোস্ট অপটিমাইজেশন, ইউআরএল স্ট্র্যাকচার ইত্যাদি।

OFF Page Optimization:

সাইটের বহির্ভূত এসইও সংক্রান্ত কাজগুলোকে অফপেজ অপটিমাইজেশন বলে। অফপেজ অপটিমেইজেশনের কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ লিংক বিল্ডিং, সোশ্যাল বুকমার্কিং, গেস্ট ব্লগিং, ফোরাম পোস্টিং।

Ultimate Career Progress এর জন্য আমাদের Diploma in Digital Marketing প্রোগ্রামে আপনি শিখতে পারবেন Trendy Digital Marketing tactics & strategy.

বিস্তারিত জানতে চাইলে ভিজিট করুন :
https://careershubbd.com/professional-diploma-in-digital-marketing/

যোগাযোগ করুন : +880 1810-003871

12/01/2022
11/01/2022

Marketing is a vital process for entrepreneurs because no venture can become establish and grow without marketing skills. Entrepreneurs must differentiate their company's product or service so its distinctiveness and value are clear to the customer. You need the following skills:

• Communication.
• Sales.
• Focus.
• Ability to Learn and grow.
• Business Strategy.

Grab the opportunity to develop your marketing skills and start your digital entrepreneurial journey. Thanks.

11/01/2022

According to a study by the Oxford Internet Institute (OII), Bangladesh is the largest online employment sources and the position of Bangladesh is just below than India and one of top of the United States.

Countries like Pakistan, The Philippines, United Kingdom, Canada, Germany, Russia, Italy, Spain are also behind than Bangladesh.

On account of the internet, people are driving themselves towards Digital Entrepreneur.

Now, we are involving in direct sales and marketing activities around the world by using internet. It's a great opportunity to become a world business leader.
Thanks!

11/01/2022

অনলাইন মার্কেটিং এখন আর বিকল্প কোনো মার্কেটিং পদ্ধতি নয়; বরং বর্তমান সময়ের একটি প্রধান এবং সবচেয়ে কার্যকরী মার্কেটিং পদ্ধতি আর বর্তমান যুগে অনলাইন মার্কেটিং স্মার্ট একটি পেশা।

অনলাইন মার্কেটিংয়ে সফলতা পাওয়ার জন্য হতে হবে ক্রিয়েটিভ এবং স্মার্ট মার্কেটার। তবে সফল মার্কেটার তৈরির জন্য পর্যাপ্ত রিসোর্স অর্থাৎ গাইডলাইন এখনো খুবই কম। তাই আপনাদের পাশে আছি আমরা, সঠিক ও মানসম্পন্ন সার্ভিস প্রদানে সর্বদা অঙ্গীকারবদ্ধ।

টার্গেট বুস্টিং করলেই সেল হবে, এই ধারণার উপর এখনো অনেক মানুষ বিশ্বাস রাখছে। যদিও বাস্তব প্রেক্ষাপটে এই টেকনিকগুলো খুব বেশি কার্যকর হচ্ছে না। মুলত টার্গেট বুস্টিং যে শুধুমাত্র কোনো ব্র্যান্ডকে মানুষের কাছে পরিচিত করতেই সহযোগিতা করে, এটা শুধু তারাই বোঝে যাদের দীর্ঘদিনের সেলস বা বিক্রয় বিষয়ে কাজের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।
সবাইকে ধন্যবাদ!

10/01/2022
10/01/2022

Address

North Bagbari
Sylhet
3100

Telephone

+8801716102989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Newsletter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Newsletter:

Share