Shilpo Bari - শিল্প বাড়ি

Shilpo Bari - শিল্প বাড়ি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shilpo Bari - শিল্প বাড়ি, Digital creator, Sylhet.

নিডল সেটহুক সেট সিজর ২ পিস
07/01/2025

নিডল সেট
হুক সেট
সিজর ২ পিস

আড়ং কটন টুপিস কুর্তি কুর্তিঃ আড়ং কটনসাইজঃ ৩৮,লং ৪০দামঃ ৮৫০ টাকালোকেশন সিলেট ডেলিভারি চার্জ এডভান্স করে অর্ডার কনফার্ম কর...
07/01/2025

আড়ং কটন টুপিস কুর্তি
কুর্তিঃ আড়ং কটন
সাইজঃ ৩৮,লং ৪০
দামঃ ৮৫০ টাকা

লোকেশন সিলেট
ডেলিভারি চার্জ এডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে।

আড়ং কটন ২ পিস ফ্রী সাইজ দাম - ৯০০/-
06/01/2025

আড়ং কটন ২ পিস
ফ্রী সাইজ
দাম - ৯০০/-

♦️বাচ্চাদের জন্যে লার্জ প্লে কার্পেট , প্লাস্টিক/PVC টা না কিন্তু । ♦️ মেটারিয়াল - ক্রিস্টাল ভেলভেট , সফট আর কমফোর্টেবল...
26/12/2024

♦️বাচ্চাদের জন্যে লার্জ প্লে কার্পেট , প্লাস্টিক/PVC টা না কিন্তু ।

♦️ মেটারিয়াল - ক্রিস্টাল ভেলভেট , সফট আর কমফোর্টেবল ।

♦️Anti slip,anti dust

♦️SIZE 200*300CM

6.5*10 feet

♦️SIZE 120*160 CM

4*5 feet

♦️Lowest SIZE 80*120cm

2.5*4 feet

♦️লিমিডেট প্রি ওর্ডার।

♦️Last day 28th Dec

আপনার খারাপ সময়ে যে মানুষ টা আপনার সব কথা মন দিয়া শুনে, আপনারে মেন্টাল সাপোর্ট দেয়; ওই মানুষ টা রে রাইখা দেন, এইসব মানুষ...
16/12/2024

আপনার খারাপ সময়ে যে মানুষ টা আপনার সব কথা মন দিয়া শুনে, আপনারে মেন্টাল সাপোর্ট দেয়; ওই মানুষ টা রে রাইখা দেন, এইসব মানুষ আল্লাহর তরফ থেকে আপনার জন্য গিফট ❤️

©

মানুষ কতো পারফেক্ট চায় আসলেই কি সত্যি বলতে কেউ পারফেক্ট হয়? সৃষ্টিকর্তা কাউকেই হয়তো পারফেক্ট করে না। আসলে মানুষ যেরকম...
16/12/2024

মানুষ কতো পারফেক্ট চায় আসলেই কি সত্যি বলতে কেউ পারফেক্ট হয়? সৃষ্টিকর্তা কাউকেই হয়তো পারফেক্ট করে না। আসলে মানুষ যেরকম ই হোক নিজেকে কখনো নিজের কাছে ছোট করে দেখতে হয় না, মানুষ আপনাকে কোন দৃষ্টিতে দেখলো সেটা নিয়েও ভাবতে হয় না। আপনি যেমন তেমনই যথেষ্ট, আপনার প্রতিটা ভাঁজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এ সবই আপনার গল্পের অংশ। 😊❤️‍🩹

15/12/2024
15/12/2024

ইগনোর করার একটা নিয়ম আছে!!
সাধারণত যার প্রতি আপনি দুর্বল, সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন। ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করেন। কিন্তু সে ততদিনে বুঝে যায় এ মানুষকে ইগনোর করলেও এ আমার কাছেই ফিরে ফিরে আসবে। এর আর কোথাও যাওয়ার নেই। তাই সে ইচ্ছা করে আপনাকে রেসপন্স দেয় না। টেকেন ফর গ্র্যান্টেড নেয়। লেট রিপ্লাই দেয়, কথা বলায় অনীহা দেখায়, ব্যস্ততা, বাহানা ইত্যাদি দেখাতে থাকে।।

এবার মজার ব্যাপার হলো এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া আপনি যেদিন থেকে বন্ধ করবেন, আর ফোন করবেন না, মেসেজ করবেন না, দেখা করবেন না, খোঁজ নেবেন না, ফিরে যাবেন না, সেদিন থেকে হয় সম্পর্কটাই শেষ হয়ে যাবে। নয়তো আপনি ওই মানুষটার পজিশনে চলে যাবেন আর ওই মানুষটা আপনার পজিশনে..!!

Available লিলেন ২ পিস ৮৫০/-
15/12/2024

Available
লিলেন ২ পিস
৮৫০/-

কটন ইয়ার্ন পার বলে ৫০ গ্রাম করে আছে মোট ৬০০ গ্রাম আছে এখানে,  সব একসাথে নিতে হবে।
24/11/2024

কটন ইয়ার্ন
পার বলে ৫০ গ্রাম করে আছে
মোট ৬০০ গ্রাম আছে এখানে, সব একসাথে নিতে হবে।

কটন ইয়ার্ন পার বল ৫০ গ্রাম করে ৬০০ গ্রাম  একসাথে নিতে হবে
24/11/2024

কটন ইয়ার্ন
পার বল ৫০ গ্রাম করে
৬০০ গ্রাম একসাথে নিতে হবে

হুক সেট ৫০০/-
24/11/2024

হুক সেট ৫০০/-

যদি তুমি সুন্দর মনের মানুষ হও, জীবনে ভেঙে গেলেও বেঁচে থাকার কৌশলটা শিখে নাও তবে তোমার জীবনের ভাঙ্গা টুকরো গুলো কাজে লাগি...
16/06/2024

যদি তুমি সুন্দর মনের মানুষ হও,
জীবনে ভেঙে গেলেও বেঁচে থাকার কৌশলটা শিখে নাও তবে তোমার জীবনের ভাঙ্গা টুকরো গুলো কাজে লাগিয়ে জীবনকে সুন্দর বানাতে পারো।
তবে তা তখনই সুন্দর হবে, যখন তুমি মন থেকে জানবে ও বিশ্বাস রাখবে নিজের উপর ।আসলেই তুমি একজন সৎ মানুষ।
তখন ভাঙ্গা টুকরো গুলো ও তোমার জীবনের গহনা হয়ে যাবে।

#কপি_পোস্ট

15/06/2024

এমন কিছু মানুষ থাকবে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আপনার ভালো সময় বলেন আর খারাপ সময় কোন কিছুতে থাকবে না কিন্তু খুঁটে খুঁটে আপনার ভুল ধরতে এসে কমেন্ট করবে।

আরেক শ্রেণীর যারা আছে খারাপ সময়ে এসে মজা নিবে, সুযোগ নিবে, খোঁচাবে।

যারা আপনার ভালো এবং খারাপ সময়ে পাশে থাকে বা খারাপ সময়টাতে আপনার সঙ্গে থাকে তাদের কখনও ভুলা যায় না। তারা জীবনের একটা অংশ হয়ে যায়।

আমি এমন সব মানুষ পেয়েছি কেউ বড় বোন আছে পাশে আছে কেউ বন্ধু হয়ে অথচ তার মাঝে অনেকে আমাকে আজও দেখেনি সরাসরি কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আমি তাদের কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো।

কেউ সারাজীবন বেঁচে থাকেনা কিন্তু তার কথা গুলো থেকে যায়। একজন মানুষের ব্যবহার বলে দেয় সে কেমন হবে। ভালো কাজ সব সময় ভালো হয়ে ফিরে আসে আর খারাপ কাজ খারাপ ভাবেই ফেরত আসে।

সময় একরকম যায় না, ঘুরে ফিরে। খারাপ সময় আসেই মানুষ চেনার জন্য। তাই কারো ভালো করতে না পারলেও খারাপ চাইবেন না।

সাহেদা বেগম

13/06/2024

সুন্দর ব্যাবহার আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনাকে কেউ প্রকাশ্যে অপমান করে কিন্তু তাকে অপমানের হাজার কারণ থাকা সত্ত্বেও আপনি আপনার মুখ বন্ধ রেখেন এবং নিরব থাকেন তখন আপনি হয়ে ওঠেন সবচেয়ে সুন্দর মানুষ। ওরা আপনাকে দূর্বল ভাবতে পারে, কিন্তু বিশ্বাস করুন আপনি দূর্বল নন, আপনি তাদের মধ্যে সবচে শক্তিশালী ব্যাক্তি।

একদিন সেই মানুষটি তার আচরণের জন্য অনুশোচনায় ভুগবে, আপনার কাছে এসে ক্ষমা চাইবে এবং আপনাকে বলবে যে আপনি তার দেখা সনচেয়ে নম্র মানুষ। এই নম্রতা একটা গুন। এই গুনের জন্য সবাই গোপনে আপনাকে হিংসা করবে।

সুতরাং মানুষ আপনার সম্পর্কে পিছনে অথবা সামনে যা-ই বলুক না কেন তাদের সাথে তর্কে জড়াবেন না। মনে রাখবেন চুপ থাকার চেয়ে বড় কোন প্রতিশোধ পৃথিবীতে আর একটিও নেই। আপনি শুধু আপনার মুখ বন্ধ রাখুন এবং হাসুন। আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন এবং এর প্রতিদান তিনি নিজে দিবেন। ইনশাআল্লাহ।

12/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

এখন আর ভেঙে পড়ি না। পরিস্থিতি যেমনই হোক শান্ত থাকি। ওখান থেকেই শান্তি খুঁজে নেয়ার চেষ্টা করি।চাকরিটা পাইনি নাই? ওইটা আমা...
12/06/2024

এখন আর ভেঙে পড়ি না। পরিস্থিতি যেমনই হোক শান্ত থাকি। ওখান থেকেই শান্তি খুঁজে নেয়ার চেষ্টা করি।

চাকরিটা পাইনি নাই? ওইটা আমার ছিলোই না। সমস্যা নাই পরেরবার হবে। ওই সুযোগটা মিস করলাম? সুযোগটা আমার অনুকূলে ছিলো না। পরেরবার সুযোগ আসলে আর হাত ছাড়া করবো না।

কেউ ঘৃণা করতেছে? করুক। কেউ পিছনে বদনাম করতেছে? করুক। কেউ দূরত্ব নিতে চাচ্ছে? ঠিক আছে ব্যাপার না। কেউ ছেড়ে চলে যেতে চাইছে? ঠিক আছে যাক।

আমি বিশ্বাস করি যা-কিছু আমাদের সাথে হয় তা আমাদের ভালোর জন্যই হয়। আমি চুপচাপ থাকি, দেখি, শুনি। আমি মেনে নেই, আমি ক্ষমা করি, কিন্তু ভুলে যাই না কিছুই। মেনে নেওয়ার মত তৃপ্তির আর কিছুতে নেই। জীবনের বাস্তবতা একবার মেনে নিতে শিখে গেলে বাকী জীবনে আর কারোর সহানুভূতির প্রয়োজন পড়ে না।

- আরিফ হুসাইন

😁
11/06/2024

😁

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Shilpo Bari - শিল্প বাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shilpo Bari - শিল্প বাড়ি:

Videos

Share