Asad Ahmed

Asad Ahmed Hello, I am Asad Ahmed.

25/04/2021

"প্রেম পাখির মতো সরল। বাসা বাধার মতো গাছ পেলে আকাশ ছেড়ে নেমে আসে।"
.. রুদ্র গোস্বামী।

20/03/2021
15/10/2020

"প্রতিটি মানুষ একটা বন্ধ দরজার মতো। বাইরে থেকে ঠিকঠাক একটা টোকা না পেলে সে কখনও তার ভেতর খোলে না।"
.. রুদ্র গোস্বামী

11/09/2020

"ভালোবাসা কোনো প্রসাধন নয়
ভালোবাসা হৃদয়ে রাখার রাজমুকুট".. রুদ্র গোস্বামী।

28/08/2020

"নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।"

04/08/2020

এমন কোনো রাত নেই যার ভোর হবে না। এমন কোনো দুঃখ নেই যা সময়ে ফিকে হয়ে আসবে না।

__বার্নার্ড জোসেফ

02/07/2020

"তোমাকে নিয়ে আমার কোনো স্বপ্ন নেই
তুমি তো স্বপ্ন নও, তুমি স্বপ্নের থেকেও সুন্দর
আরও অন্য কিছু।"

—রুদ্র গোস্বামী

01/07/2020

“একটি মেয়ে প্রেমিক হিসেবে তাকেই চায়, যার কাছে সে সহজ হতে পারে। প্রয়োজনে যাকে সে, যা ইচ্ছে তাই বলতে পারে। আবার ভালোও বাসতে পারে।”

—রুদ্র গোস্বামী (জল পেরোচ্ছে রোদ্দুর)

30/06/2020

লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট,
প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।

- রবীন্দ্রনাথ ঠাকুর

30/06/2020

পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? যার
কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর সবচেয়ে
সুখী মানুষ।

__হুমায়ূন আহমেদ

27/06/2020

আমার জলেই টলমল করে আঁখি,
তোমার চোখের অশ্রু কোথায় রাখি।
~নির্মলেন্দু গুন!

27/06/2020

অপেক্ষা করতে করতে আতশবাজির মতো কখন যে ফুরিয়ে গেছি,
তোমার ঈশ্বরও জানেন না।
অথচ আঁধার পেরোবার আগে,
তোমার আমাকে আকাশভরা সূর্যোদয় দেবার কথা ছিল।
~রুদ্র গোস্বামী

26/06/2020

“বিয়ে করার যে কি ঝামেলা, বিয়ে না করলে বুঝবেন না।”
—হুমায়ূন আহমেদ (অন্যদিন)

24/06/2020

ভালোবাসা জানে আমি কি প্রচণ্ড কাঙাল।
সে ডাক দিলে আমি ছুটে যেতে পারি সব ফেলে।

-রুদ্র গোস্বামী

24/06/2020

“জীবন সম্পর্কে আমার সমস্ত অভিজ্ঞতা আমি মাত্র তিনটা শব্দে বলে দিতে পারি -‘জীবন চলেই যায়’।”
—রবার্ট ফ্রস্ট

24/06/2020

“প্রেম হচ্ছে একটি পড়ন্ত তাল, কখন কার মাথায় পড়ে বলা যায় না।”
—সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

22/06/2020

মনে আনন্দ থাকলে শরীর ভালো থাকে। শরীরের প্রাণবিন্দু হলো মন।
—হুমায়ূন আহমেদ (মেঘের ছায়া)

20/06/2020

পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? যার
কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর সবচেয়ে
সুখী মানুষ।

_হুমায়ূন আহমেদ

19/06/2020

অতি বুদ্ধিমতী মেয়েরা সুখ বের করে নিতে জানে।
বোকা মেয়েগুলোই বেছে বেছে দুঃখ কুড়ায়।

~হুমায়ূন আহমেদ

18/06/2020

আধখানা স্বপ্নে আছি আধখানা শ্রমে
আধখানা প্রেমে আর আধেক অপ্রেমে।
‌- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্

17/06/2020

আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়।
ভালো না বেসে থাকতে পারি না বলে ভালোবাসি।
—শীর্ষেন্দু মুখোপাধ্যায়

15/06/2020

আমার প্রতিটি বিষণ্ণতাই আসলে,
তুমি কাছে না থাকা একটি রোগ।

-রুদ্র গোস্বামী

13/06/2020

কুড়ি বছর পার হওয়া মেয়েরা খুব হিসেবি। তারা চট করে কারো প্রেমে পড়েনা।
—হুমায়ূন আহমেদ (অন্ধকারের গান)

13/06/2020

মুখ বলছে চলে যাও, চোখ বলছে থাকো,
দুটি কূল ঠিকই আছে—ভাঙা শুধু সাঁকো।

-ইমতিয়াজ মাহমুদ

11/06/2020

“বাঙ্গালীরা কখনো কাউকে বিশ্বাস করে না! এমনকি এরা ঘুমন্ত মানুষকেও ডেকে বলে, ‘কিরে ঘুমাচ্ছিস’?”
—হুমায়ূন আহমেদ

10/06/2020

মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না।
আঘাত করে মনুষ্যত্বের মরণ দেখিলে।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

10/06/2020

" কেউ একজন বোধহয় থাকা দরকার যাকে সব কিছু বলা যায়।"

__হুমায়ূন আহমেদ

10/06/2020

পুরুষের প্রেম নারীকে কাঁদায়, আর নারীর প্রেম পুরুষকে উন্নত করে।

___প্রবোধকুমার স্যানাল

08/06/2020

যারা আগে বিয়ে করেছে, তারা হতাশ, সংসারের ঘানি টেনে ক্যারিয়ার গড়তে পারে নাই।

যারা বিয়ে করেনাই, তারা হতাশ, ক্যারিয়ার গড়তে গিয়ে সংসার গড়তে পিছিয়ে গেছে।

যারা প্রাইভেট জব করছে তারা হতাশ, ছুটি নাই, চাকরির নিরাপত্তা নাই।

যারা সরকারি চাকরি করছে তারা হতাশ, গ্রামগঞ্জে থাকতে হয়, শহরের সুবিধা পায় না, সময় কাটে না।

যারা দেশে থাকে তারা হতাশ, যোগ্যতানুযায়ী চাকরি নাই, এত জ্যাম, মূল্যবান সময়গুলা সব রাস্তাতেই দিতে হয়।

যারা বিদেশ থাকে, তারা হতাশ, সব সুবিধা আছে কিন্তু আত্মীয় স্বজন কেউ নাই।

রহমান সাহেব বেহেস্তে আছে, উনিও হতাশ, এত আঙ্গুর, খেয়ে শেষ করা যাচ্ছে না, তার ওপর পাঁচ নাম্বার হুর পরীটা একটু বেশি কথা বলে!

(সংগৃহীত)

"বাংলাদেশের কোনো মেয়ে বেলীফুলের মালা হাতে নিয়ে রেগে থাকতে পারে না।এই ফুলের গন্ধের ভিতর কিছু আছে, ঝপ করে রাগ কমিয়ে দেয়। "...
06/06/2020

"বাংলাদেশের কোনো মেয়ে বেলীফুলের মালা হাতে নিয়ে রেগে থাকতে পারে না।
এই ফুলের গন্ধের ভিতর কিছু আছে, ঝপ করে রাগ কমিয়ে দেয়। "
____ হুমায়ূন আহমেদ

06/06/2020

“ কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ প্রেমের কবিতা লিখে রেখেছে আকাশে
সেই ভালোবাসার কবিতা এই বৃষ্টি, এই ভরা বর্ষা।”

-মহাদেব সাহা

05/06/2020

Girlfriend রে তোমরা বউ ভাবো,
আমিও ছোটবেলায় কোকাকোলা কে মদ ভাবতাম।

04/06/2020

"এই যে বাইরে হু হু ঝড়, এর চেয়ে বেশী
বুকের মধ্যে আছে। "

__সুনীল গঙ্গোপাধ্যায়

31/05/2020

তুমি কি আমার আকাশ হবে?
মেঘ হয়ে যাকে সাজাবো
আমার মনের মতো করে।

28/05/2020

যে লোক কম কথা বলে বা চুপ থাকে সে লোক অনেক বিপদ থেকে মুক্ত

—আল হাদিস

26/05/2020

"আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না"

—চার্লি চ্যাপলিন

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asad Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asad Ahmed:

Videos

Share