Text Everyday

Text Everyday Learning text it's a very helpful for the everyone it's a very good for us.

01/10/2022

আগামী 2023 সালের মার্চের 23 তারিখে ১ম রোজা শুরু হবে আলহামদুলিল্লাহ !🌸

21/09/2022

বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেনঃ

১। অ্যাংগেজমেন্টের আংটি পড়ানো = খ্রিস্টান রীতি
২। গায়েহলুদ = হিন্দু রীতি
৩। যৌতুক = হারাম। মানুষ বলে সামাজিক রীতি
৪। ঝাকজমক লাইটিং = লোক দেখানো রীতি

৫। ২০০-৩০০ লোক নিয়ে বরযাত্রা = শ্বশুরবাড়ির উপর জুলুম রীতি
৬। বিশাল অংকের মোহরানা ধরা হয় কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নাই = মুনাফিকি রীতি।

★আপনার বিবেকের কাছে প্রশ্ন____

★আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন?-
আপনি কী মরেছেন?

★গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন?-
তার কি পা নেই?'

★বর মুখে রুমাল দিবে কেন?
লজ্জা বেশি?
পুরুষ হয়ে এতই লজ্জা !
আপনাকে বিয়ে করতে কে বলেছে?

★বরকে হাত ধোয়াতে হবে কেন?
সে নিজে হাত ধোয়ে কখনো খায়নি??
নাকি তার হাতে প্যারালাইজড!!

★মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি?
তাহলে এই আয়োজনটা করতে কে বলেছে আপনাকে?

★ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন?
আরে তোমার ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাইতাছেন
কেন?- নাকি ছেলে বিক্রি করছেন?
বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে।.

★মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করাতে হবে কেন?-
মেয়ের মুখের উপর কী ঠাডা পরছে নাকি?

★নতুন বউকে পর পুরুষ কোলে নিবে কেন ?-
তাঁর পায়ে কী গেঁজ আছে যে খোঁড়ায় হাটে !'

★দুলা ভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন?
নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন?
নাকি চরিত্রের দোষ আছে!!!!

★দুলা ভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে কেন?-
বাড়ির ছেলেরা কী হিজড়া হয়ে গেছে?
★নতুন বউয়ের রুম সাজাতে ছেলেরা কেন?

মেয়েরা কী হিজড়া হয়ে গেছে?'
অনাচার গুলো আর কারো নয়___আমাদেরই তৈরী!
আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি!

★তাই আসুন আমরা সবাই মিলে এসব শরিয়াত বিরোধী ও ফালতু সামাজিক রীতি নীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি_____ইনশা আল্লাহ্‌.....

আল্লাহ আমাদের সবাইকে এসব কুপ্রথা পরিহার করার তৌফিক দান করুন।।
# #আমি আলহামদুলিল্লাহ এগুলো ব্যক্তি গত ভাবে এরিয়ে চলেছি সাদ্যমতে❤️ আপনিও চেষ্টা করুন,,,,

14/09/2022

Recitation the surah-Fatiha....

Send a message to learn more.

02/09/2022

প্রতিটা মেয়ের কি স্বপ্ন থাকে জানেন!

সে এমন একজন জীবনসঙ্গী চায় যার মাঝে তাঁর বাবার প্রতিচ্ছবি খুঁজে পায়, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, নিঃসন্দেহে নিঃসংকোচে যার সাথে সারাজীবন কাটিয়ে দেয়া যায়_🥰💝

02/09/2022

vivo company fantastic অায়োজন flying camera. ♥️♥️

30/08/2022

ক্যারিয়ার গড়ার সময় কখনো চেহারার দিকে তাকাতে নেই। ভালো ক্যারিয়ার হলে চেহারা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কিন্তু ভালো ক্যারিয়ার না হলে অনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায়। আবার ভালো চেহারার সবসময় দাম নাও থাকতে পারে। কিন্তু ভালো ক্যারিয়ারের সবসময় ও সর্বকালে দাম বিদ্যমান।

ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

Mind iT......

30/08/2022

🦋

-️༎-𝐌𝐲 𝐅𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 𝐇𝐞𝐫𝐨"প্রিয়

নবী হযরত মুহাম্মদ (সাঃ)༎-❤️🕋🌻

🦋

28/08/2022

ঝগড়া করুন,ভুল করুন,দোষ করুন কিন্তু সম্পর্কগুলো নষ্ট করবেন না। একে অপরের সঙ্গে মন খুলে কথা বলুন, ঝামেলা মিটিয়ে নিন। অনেক সময় একটা সম্পর্ক নষ্ট করা মানে শুধুমাত্র সময় আর বিশ্বাস'ই নষ্ট করা... যদি ভুল থাকে তা সংশোধন করুন এবং অপর মানুষটার ভুলগুলো ধরিয়ে দিন,তাকেও সংশোধন করার সুযোগ দিন।

একটা দুটো ভুলের জন্য ভাববেন এই মানুষ বদলালে এমন ভুল আর হবে না, মানুষ বদলে দেখবেন সেখানেও হাজার ভুল। আমরা সবাই ভুল করি, কেউ পার্ফেক্ট না..

কোনো সম্পর্ক নষ্ট করার আগে নিজেদের কাটিয়ে আসা মুহূর্তগুলোকে মনে করুন, বিপদে আপদে নিজেদের পাশে থাকার প্রতিশ্রুতিগুলো মনে করুন,ভাবুন কী করে আপনারা এতটা পথ একসঙ্গে এসেছেন!

ক্ষণিকের রাগ অভিমানে হুটহাট করে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন না, হুটহাট করে হাত ছেড়ে দেবেন না। হতেই পারে একদিন সেই সম্পর্ক আর সেই মানুষটার দিকে তাকিয়ে আপনি আফসোসে ভেতর ভেতর শেষ হয়ে যাবেন অথচ সেই সম্পর্ক আবার ফিরে পাওয়ার জন্য আর কোনো পথ'ই খোলা থাকবে না!

আফসোস বড় যন্ত্রনাময় !

~ সঙ্গীতা বাইন ☘️

27/08/2022

🍂~ থাক না কিছু দূরত্ব
দ্বীনের পথে চলার জন্য.....💝🥀

🍂~ থাক না কিছু একাকিত্ব
রবের কাছে যাওয়ার জন্য.....🙂🥀

🍂~ যাক না হারিয়ে সে সব কিছু
যার বিনিময়ে রবকে আরও কাছে পাওয়া যায়!💝🥀

🍂~ হোক না ত্যাগ সেইসব কিছুর,
যা আমাকে আমার রবের আরও প্রিয় করে তুলবে..💝🥀

🍂~ রবকে আপন করে পাওয়ার,
যে আনন্দ,যে তৃপ্তি,যে আবেগ,যে অনুভূতি,
তা পৃথিবীর সব কিছুকে হার মানায়...💝🥀

🍂~ কিছু না বলার কথা না বলাই থাকুক, আমার রবের ফয়সালার অপেক্ষায়...💝🥀

🍂~ কিছু প্রাপ্তির খাতা না হয় শুন্যই থাকুক,
আমার রবের ইচ্ছের তাগিদে।💝🥀

🍂~ হোক না এই পথ শুধু.......
"আমার আর আমার রবের মধ্যেই সীমাবদ্ধ"..🙂🥀💓

26/08/2022

25/08/2022

💖পুরুষদের ৪ বিয়ে করা সুন্নাত এইটা তো
সবাই জানেন কিন্তু বাকিগুলা কী জানেন..?

১. বয়স্ক মহিলাকে বিবাহ করা সুন্নাত।
২. ডিভোর্সী নারীকে বিবাহ করা সুন্নাত।
৩. বিধবা নারীকে বিবাহ করা সুন্নাত।
৪. স্ত্রীর সাথে রান্না করার কাজে, পরিস্কারের কাজে, ধোয়া-মোছার কাজে সহায়তা করা সুন্নাত।
৫. ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নাত।
৬. স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নাত।
৭. স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নাত।
৮. স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নাত।
৯. স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং তাকে যখন প্রয়োজন হয় স্বান্তনা দেওয়া সুন্নাত।
১০. স্ত্রীর সাথে খেলা করা, গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত।
১১. স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নাত।
১২. স্ত্রীকে সুন্দর নাম নিয়ে ডাকা সুন্নাত।
১৩. পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নাত।
১৪. স্ত্রীর পিতা-মাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নাত।
১৫. স্ত্রীর এটো খাবার খাওয়া সুন্নাত।
১৬. স্ত্রীর অভিমান ভাঙ্গানো সুন্নাত।
১৭. স্ত্রীর কোলে শুয়ে কুর'আন তিলাওয়াত করা সুন্নাত।
১৮. স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত।

অনেক পুরুষই আছেন, যারা এগুলোর একটা সুন্নাতও পালন করতে রাজি হন না।

কিন্ত ৪ বিয়ের সুন্নাতটা পালন করতে তারা সদা প্রস্তুত।
বাকিগুলা জেনে তারপরে ৪টা বিয়া কইরেন..আর সব স্ত্রীকে আলাদা বাসস্থান, সমান অধিকার না দিলে কেয়ামতের ময়দানে শুয়ে শুয়ে খোড়ায়ে যেতে হবে রবের সামনে, পারবেন তো?

স্ত্রীর অধিকারগুলা ভালোভাবে আদায় করেন,
দুনিয়াটা জান্নাত হবে পরকালটাতেও রবের সান্নিধ্য পাবেন ইনশাআল্লাহ...❤️

আল্লাহ তাআ'লা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন।🥀

it's a very helpful habit. in success solution please accept to your life...
21/08/2022

it's a very helpful habit. in success solution please accept to your life...

17/08/2022

কারো ফিলিংস নিয়ে মজা নিও না!😓
বিচ্ছেদের যন্ত্রণা মৃ!!ত্যুর চেয়েও ভয়ংকর'!😅💔🥀

12/08/2022
12/08/2022

যে মানুষগুলো অল্পতেই কেঁদে ফেলে, তারা খুব ইমোশনাল ও রাগী হয়। তবে, তারা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। নিজেরা শতবার কাঁদলেও অন্যদের খুব একটা কাঁদায় না। তাদের মনটা অনেক বিশাল ও পরোপকারী হয়ে থাকে। তারা মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে এবং আপন করে নেয়। যদিও দিন শেষে তারাই মানুষের কাছ থেকে কষ্টটা বেশি পেয়ে থাকে। মানুষ তাদেরই সবচেয়ে বেশি ঠকায়।

10/08/2022

আমি দুটো জিনিস খুব মেনে চলি

১. যেটা অন্য কারো সেটা আমি চাইনা
২. যেটা আমার সেটা অন্যকারো হতে দেই না!🙂

10/08/2022

যখন তোমার সব থাকে, রূপ যৌবন, অর্থ, ক্ষমতা, নাম যশ সম্মান, তখন কেউ এসে তোমাকে ভালোবাসার কথা বললে তাকে বিশ্বাস না করাই শ্রেয়।

ভালোবাসা প্রমাণিত হয় যখন কিছুই থাকেনা, একেবারে কিছুই থাকেনা। না রূপ, না যৌবন, না অর্থ, না খ্যাতি!

অথচ কী আশ্চর্য! আমরা সবাই এই ভুলটিই বারবার করে বসি। যখন সব থাকে তখন আমরা অভিনয়কে ভালোবাসা ভেবে ফেলি আর যখন আমাদের কিছুই থাকেনা, তখন আমরা ভালোবাসার জন্য কাঙ্গাল হয়ে মরি।

বেশীরভাগ মানুষই ভালোবাসা চিনতে ভুল করে!! তাই আবেগ নয়, বিবেক দিয়ে ভালবাসার মানুষগুলোকে খুঁজে নিন!

07/08/2022

এই দুনিয়ার জীবনটা ধোকা ছাড়া কিছুই নয়

সূরা - আল হাদিদ (আয়াত-২০)🌸

ব্যাখ্যা"""
[১] كُفَّارٌ (কাফের) এখানে কৃষক বা চাষীদেরকে বলা হয়েছে। কারণ, তার আভিধানিক অর্থ হল, গোপনকারী। কাফেররা অন্তরে আল্লাহ ও পরকালের অস্বীকৃতি গোপন রাখে, তাই তাদেরকে কাফের বলা হয়। আর কৃষকদের ক্ষেত্রে এই শব্দ এই জন্য ব্যবহার করা হয়েছে যে, তারা জমিতে বীজ বপন করে। অর্থাৎ, তা মাটির তলায় গোপন করে থাকে। (ওরা অস্বীকার দ্বারা সত্য ঢাকে, আর এরা মাটি দ্বারা বীজ ঢাকে।) [২] এখানে পার্থিব জীবনকে সত্বর ক্ষয় হয়ে যাওয়ার ব্যাপারে ফসলের সাথে উপমা দেওয়া হয়েছে। অর্থাৎ, যেভাবে ফসল শ্যামল ও সবুজবর্ণ হয়ে উঠলে, দেখতে বড়ই চমৎকার লাগে, কৃষকরা তা দেখে অত্যন্ত আনন্দিত হয়। কিন্তু তা শীঘ্রই শুকিয়ে পীতবর্ণ হয়ে খড়কুটায় পরিণত হয়, ঠিক এইভাবে দুনিয়ার সাজ-সজ্জা, সন্তান-সন্ততি এবং অন্যান্য সমস্ত জিনিস মানুষের অন্তরকে খুশীতে ভরে দেয়। কিন্তু নশ্বর এ জীবন কিছু দিনের জন্য; এর স্থায়িত্ব নেই। [৩] অর্থাৎ, কাফের ও অবাধ্যজনদের জন্য; যারা দুনিয়ার ক্রীড়া-কৌতুকেই মগ্ন থাকে এবং এটাকেই তারা জীবনের আসল লক্ষ্য মনে করে। [৪] অর্থাৎ, ঈমানদার ও অনুগত বান্দাদের জন্য। যারা দুনিয়াকেই সবকিছু ভাবে না, বরং তাকে অস্থায়ী, ধ্বংসশীল এবং পরীক্ষাগার ভেবে আল্লাহর নির্দেশানুযায়ী জীবন-যাপন করে। [৫] তার জন্য, যে এর প্রতারণায় পড়ে থাকে এবং পরকালের জন্য কিছুই সঞ্চয় করে না। পক্ষান্তরে যে দুনিয়ার এই জীবনকে আখেরাত অর্জনের জন্য ব্যবহার করে, তার জন্য এই দুনিয়াই এর থেকেও উত্তম জীবন লাভের মাধ্যম হয়।

07/08/2022

বিদায়ী হজ্বে রাসূল সাঃ দুটি জিনিষ রেখে গেছেন,,

تَرَكْتُ فِيْكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوْا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا : كِتَابَ اللهِ وَ سُنَّةَ رَسُوْلِهِ

আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব (কুরআন) ও আমার সুন্নাহকে রেখে গেলাম , যদি তোমরা এ দু’টোকে আঁকড়ে থাকো, তবে কখনো বিপথগামী হবে না.

সভ্যতা ধ্বংস ততক্ষণে হবেনা, যতক্ষন এই দুটি বিষয় আঁকড়ে ধরবে।

07/08/2022

- বেপর্দা নারী যদি নায়িকা হতে পারে____🤗🥀

- তবে পর্দাশীল নারী গুলো সব ইসলামের শাহজাদী_🌺🥰

07/08/2022

এটাই ইসলামিক জীবন দারুন একটি দৃশ্য মনকে উড়িয়ে নিয়ে যায়।
,🌼🌹🥀😍🖤

07/08/2022

❝তোমরা ভেবে দেখেছ কি,
কোনো এক ভোরে যদি পানি ভূ-গর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে কে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি?❞

📖 [ সূরা মুলকঃ~ ৩০ ] 📖
,

06/08/2022

মনের সকল কথা,দুঃখ,যাতনা,অভিযোগ একান্তে নিভৃতে সিজদায় পড়ে মহান রবকে বলার মধ্যে একপ্রকার প্রশান্তি আছে! চেষ্টা করে দেখুন।

Abdul_Hakim

05/08/2022

وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ

পরিস্কারভাবে আল্লাহর বাণী পৌছে দেয়াই আমাদের দায়িত্ব।
(সূরাঃ ইয়াসীন, আয়াতঃ ১৭)

04/08/2022

যখনই কোন আত্মহত্যার খবর শুনি কোরআনের এই আয়াতগুলো খুব অর্থপূর্ণ হয়ে উঠে..!!😥😥

⭕"আল্লাহ্ কষ্টের পর সুখ দিবেন!"
- সূরা ত্বলাক: ৭

⭕"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি!"
- সূরা ইনশিরাহ: ৬

⭕"আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহ্'র সমীপেই নিবেদন করছি!"
- সূরা ইউসুফ: ৮৬

⭕"জেনে রেখো, আল্লাহ্'র সাহায্য নিকটে!"
- সূরা বাক্বারা: ২১৪

⭕"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহ্'র রহমত থেকে নিরাশ হয় না!"
- সূরা ইউসুফ: ৮৭

⭕"আল্লাহ্ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না!"
- সূরা বাক্বারা: ২৮৬

⭕"এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের!"
- সূরা বাক্বারা: ১৫৫

⭕"হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর! নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন!"
‌‌ - সূরা বাক্বারা: ১৫৩

⭕"হে আল্লাহ্! আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি!"
- সূরা মারইয়াম: ৪

আল্লাহ্ আমাদের সকল মুসলমানদের কে দ্বীনি সহীহ বুঝ দান করুন, আমিন🤲🤲

31/07/2022

যদি তুমি চাও, তুমি যা পছন্দ কর আল্লাহ সর্বদা তোমাকে তা দান করুক, তাহলে তুমিও আল্লাহর জন্য সর্বদা সেই কাজ কর যা তিনি পছন্দ করেন।

ইমাম আহমদ বিন হাম্বল রহ.

30/07/2022

কেউ যখন আপনার কাছে সাহায্য চায়, তখন সেটাকে এভাবে ভাবুন— 'সে হয়তো আপনার কাছে সাহায্য চাইতে আসার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা তাকে আপনার ঠিকানা জানিয়ে দিয়েছেন'।

30/07/2022

একটা অভিজ্ঞতা share করি সবার সাথে .

একজন মানুষ ছিল আমার life এ.
অনেক কিছু করেছি এই মানুষটার জন্য সব কিছু Share করতাম এর সাথে but শেষ পর্যন্ত ওই মানুষটা আমাকে বলে আমার কথা ভালো লাগেনা।
আমার voice শুনতে তার problem হয় অনেক কষ্ট হয়।
আমি খুব সরল মানুষ আর নাহলে অনেক শক্ত মানুষ।
So একজন মানুষের কষ্ট হয় আমার জন্য এ জন্যই এই মানুষটার কাছ থেকে বিদায় নিলাম।

30/07/2022

- 𝐓𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 𝐈𝐧 𝐓𝐡𝐞 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐈𝐬 𝐅𝐫𝐢𝐞𝐧𝐝𝐬𝐡𝐢𝐩𝐬 😊✨
- 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐅𝐫𝐢𝐞𝐧𝐝𝐬𝐡𝐢𝐩 𝐃𝐚𝐲 🥀❤️✨

- বন্ধুত্বের সম্পর্ক কখনো শেষ হয় না 🌸
- শুধু সময় এর সাথে তাল মিলিয়ে এখন অনেকের সাথে দেখা হয়না,ভালো থাকুক সকল বন্ধুরা!❤️🥰🥀

Address

Sylhet
3170

Alerts

Be the first to know and let us send you an email when Text Everyday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Text Everyday:

Videos

Share

Nearby media companies



You may also like