Life With EmRa

Life With EmRa 'নিজের পরিচয় বাড়াতে হলে, ভিড় থেকে আলাদা হওয়া ভিষণ প্রয়োজন '
Please Follow My Business page- Obiha By Emra Marma
(1)

14/12/2024

সবাই মিলে গিয়েছিলাম নতুন রেস্টুরেন্টে।
ডেকোরেশন কেমন?
খাবার কোয়ালিটি কেমন?
১০ কত দিব 🥱🥱🥱🥱
সব থাকবে ভিডিও তে।

Place - Bhojon Bilash Restaurant

Emra Marma Obiha By Emra Marma Ubashing Marma

14/12/2024

সকাল সকাল মন খুশি করার জন্য হাজির পার্সেল ❤️

ধন্যবাদ Paris Beauty

আরো অনেক প্রোডাক্ট নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু স্টকে ছিল না এজন্য নিতে পারিনি।
ভবিষ্যতে নেয়ার ইচ্ছে আছে ❤️

13/12/2024

মারমা ট্রেডিশনাল বিয়ে ❤️
রাতের বিয়ে অনুষ্ঠান 🌻🌻
ছোট ভাইয়ের বিয়েতে সবাই

Obiha By Emra Marma

09/12/2024

শীতের সন্ধ্যায় সবসময় বাচ্চারা চাই ভাজাপোড়া খেতে, তাই তাদের বানিয়ে দিলাম চিকেন হারিয়ালি কাবাব।
ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন



Emra Marma

03/12/2024

হেন্ডপেইন্ট শাড়ি ও ব্লাউজ

প্রি- অর্ডার করতে ইনবক্স করুন Obiha By Emra Marma আমার বিজনেস পেজে।

21/11/2024

ছেলে বিয়ে দিয়ে সুন্দরী বউমা পেয়ে গেলাম 🤐

নিজের গ্রামের বিয়ে র অনুষ্ঠানের কিছু মুহূর্ত

Emra Marma

17/11/2024

আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে কোনটা পছন্দ
সমুদ্র নাকি পাহাড়?
আমি এক কথায় বলে ফেলি - সমুদ্র.
সমুদ্র আমার বরাবরই অনেক পছন্দ, সমুদ্রের ঢেউ সৌন্দর্য যেন আমাকে সবসময় ডাকে।
যার যার আমার মত সমুদ্র পছন্দ তারাও এই সমুদ্রবিলাস শাড়িটা অর্ডার করতে পারেন ।
শাড়ি পড়তে পছন্দ না করলে গাউন, কামিজ, টপসের মধ্যেও কাজ করে দেওয়া যাবে।
অর্ডার করতে ইনবক্স করুন

16/11/2024

চিনিং পূজ (শনি পূজা)
আমাদের মারমা সমাজে অনেকেই চিনিং পূজ করে থাকেন।
পূজার অনেক নিয়ম কানুন থাকে।
সব ভিডিও করতে না পারলে কিছু টা করেছি।
ছোটবেলার সেই মধুর শৈশবে আজকে ফিরে গেলাম

Emra Marma Obiha By Emra Marma

15/11/2024

মারমা ট্রেডিশনাল বিয়ে 🎆
স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকা মিলে গিয়েছিলাম।

31/10/2024

গরীবের আবার হ্যালোউইন 👻🎃
নিজেরে নিজে আয়নায় দেখলেই ডরাইয়া যাই 😝😛

30/10/2024

জীবনের শর্টকাট নেয়া 🥲, অ্যাক্সিডেন্ট ও মজাদার পেপে লাকসুঃ 😋😋😋😋😋

#ভর্তা

29/10/2024

বাজারে সবজি এবং জিনিসপত্রের যে দাম
সময় থাকতে একটা সবজি বাগান করা উচিত ও সাথে তেল ও মসলা ছাড়া রান্না খাওয়া শিখা উচিত।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Emra Marma, Shahnaz Sayed, বামং মারমা, M...
29/10/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Emra Marma, Shahnaz Sayed, বামং মারমা, Mongsweching Marma, Hlayaching Chowdhury Tina, Hla Marma, Mohammed Kamrul Hussain, Mateu Marma, Nusrat Jebin, Sui Thui Marma

28/10/2024

ফেসবুকের ভাইরাল রেসিপি টা বাসায় বানিয়ে খেলাম।
এত মজা হবে কল্পনা ও করি নি।
একে তো সর্দি জ্বর তার মাঝে এত মজার খাবার 😋😋😋😋😋

28/10/2024

মেটার এই বছরের ম্যাসিভ আপডেট রিলিজ হবার কথা ছিলো ২৮.১০.২০২৪ তারিখে।মেটা যখনই তাদের নতুন ফিচার রিলিজ করে তখন সকল মেটা ইউজারদের কিছু সমস্যা প্রতীয়মান হয়,আর সেগুলি নিয়ে চিন্তায় পড়েন আপনারা।

এই সময়ে যে সকল সমস্যা দেখা দিতে পারে-

1️⃣ ফেসবুক পেজকে দেখা যাবে,সার্চ করলে আসবে কিন্তু লিংকে ক্লিক করলে পাবেন না।

2️⃣ পেজের লাইক ও ফলোয়ার সংখ্যা কম দেখাতে পারে।

3️⃣ রিভিউ কম দেখাতে পারে কিংবা শো নাও করতে পারে।

4️⃣ ফেসবুকের সকল এডস এর রেজাল্টে তারতম্য দেখা দিতে পারে।

5️⃣ ম্যাসেঞ্জারে কিংবা বিজনেস সুইটে ম্যাসেজ আদান-প্রদান করতে সমস্যা হতে পারে।

6️⃣ ম্যাসেঞ্জারে প্রিভিয়াস চ্যাট হিস্ট্রি না পেতে পারেন।

7️⃣ ফেসবুক আইডি ও পেজে নানাবিধ নতুন ফিচার দেখিতে পারেন।

8️⃣ এড দেয়া সকল পেজ যখন আপনার সামনে আসবে, তখন নিচে ছোট্ট করে তাদের পেজে লাইক সংখ্যা শো করবে এটা নতুন আপডেট।

9️⃣ পেজের একচুয়াল ফাংশনে ঝামেলা হতে পারে।

🔟 প্রোফাইল ও কভারের ইমেজ সাইজে সমস্যা হতে পারে।

এমন কিছুতে বিচলিত হবেন না।যেকোন জায়গায় কাজ করতে গেলে কিছু সমস্যা হয় সেগুলি আমাদেরকে মোকাবিলা করেই আগাতে হয়।

ফেসবুক তার সকল আপডেট দেয় মুলত তাদের ব্যবহারকারীদের সুবিধার জন্যই।

কপি পোস্ট - ICT care

26/10/2024

সময় থাকতে বাসায় বানিয়ে খেয়ে নিনি,সিজন গেলে ই শেষ।
আমার লাইফে সব থেকে মজাদার ভর্তা

#ভর্তা

Address

Sylhet

Telephone

+8801722701000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life With EmRa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies