Life With EmRa

Life With EmRa 'নিজের পরিচয় বাড়াতে হলে, ভিড় থেকে আলাদা হওয়া ভিষণ প্রয়োজন '
Please Follow My Business page- Obiha By Emra Marma

রিওভাইরাস কতটা আতঙ্কের, এর লক্ষণ কী? যুগান্তর ডেস্কপ্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম★ রিওভাইরাস কতটা আতঙ্কের, এর লক্ষ...
11/01/2025

রিওভাইরাস কতটা আতঙ্কের, এর লক্ষণ কী?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম

★ রিওভাইরাস কতটা আতঙ্কের, এর লক্ষণ কী?

দেশে প্রথমবার রিওভাইরাস (রেসপিরেটরি এন্টারিক অরফান ভাইরাস) শনাক্ত হয়েছে। পাঁচজনের শরীরে এই ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।

শীতকালে রিওভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। হাঁচি-কাশির মাধ্যমে এটা ছড়ায়। জানা গেছে, ১৯৫০ সালে বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয়।

রিওভাইরাস এমন একটি ভাইরাস, যা সাধারণত প্রাণী বা মানুষের মধ্যে অন্ত্রের সংক্রমণ সৃষ্টি করতে পারে। পানির মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস; যা শিশুদের ডায়রিয়া বা জ্বরের সৃষ্টি করে। ভাইরাসটি শরীরে প্রবেশের ৩-৬ দিনের মধ্যেই উপসর্গ দেখা দেয়। তবে এ ভাইরাস তুলনামূলকভাবে কম ভয়াবহ ও সাধারণত সহজেই চিকিৎসা করা যায়।

★ যেসব লক্ষণ দেখে রিওভাইরাস চিনবেন :

ডায়রিয়া-পানি জাতীয় পাতলা মল, যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়।

জ্বর-শরীরের তাপমাত্রা বেড়ে যায়।

বমি- বমি করা, বিশেষ করে খাবার খাওয়ার পর।

পেটে ব্যথা- অন্ত্রের অস্বস্তি বা পেটের ব্যথা।

শক্তি কমে যাওয়া- শরীর দুর্বল অনুভূতি বা ক্লান্তি।

★ কতটা মারাত্মক?

রিওভাইরাস সাধারণত মারাত্মক নয়। তবে এটি গুরুতর ডিহাইড্রেশন বা পানিশূন্যতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে শিশুদের মধ্যে। সেক্ষেত্রে সঠিক চিকিৎসা না পেলে এটি জীবনহানির কারণ হতে পারে। তবে এটি সঠিক সময়ে চিকিৎসা নিলে ভালোভাবে নিরাময়যোগ্য।

এ ভাইরাস সংক্রমণ কারও কারও ক্ষেত্রে মারাত্মক হতে পারে। সেক্ষেত্রে নিউমোনিয়া, এমনিক এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা।

রিওভাইরাসের প্রতিরোধের জন্য টিকা (রিওভাইরাস ভ্যাকসিন) আছে, যা শিশুদের জন্য দেওয়া যেতে পারে। এছাড়া হাত ধোয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা ও খাবারের সুরক্ষা এ ভাইরাসের সংক্রমণ কমাতে সহায়ক।

সূত্র: মেডসক্যাপ

03/01/2025

ঠান্ডায় জমতেছি

02/01/2025

আমার ছোট বোন কনফিউজড রানী কিন্তু আদরের কিউটি ❤️❤️

মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়,এ জন্য মন খুলে হাসুন, প্রিয় মানুষদের সাথে সময় কাটান ❤️❤️❤️নতুন বছরে একট...
02/01/2025

মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়,এ জন্য মন খুলে হাসুন, প্রিয় মানুষদের সাথে সময় কাটান ❤️❤️❤️

নতুন বছরে একটি সুন্দর মূহুর্ত 🌻🌻

নতুন বছর শুরু হোক নতুন আশা, নতুন লক্ষ্যে। আপনি সর্বদা সুখী ও সফল হন, এই কামনাই রইল। নতুন বছরের শুভেচ্ছা সবাই কে🌼🌼Happy N...
01/01/2025

নতুন বছর শুরু হোক নতুন আশা, নতুন লক্ষ্যে। আপনি সর্বদা সুখী ও সফল হন, এই কামনাই রইল।
নতুন বছরের শুভেচ্ছা সবাই কে🌼🌼

Happy New Year 2025🌺🌺🎉

31/12/2024

শামুক 😋😋😋😋

পৃথিবীতে যা ই সমস্যা থাকুক না কেন , হাতে এক কাপ গরম চা থাকলে, আনেক কঠিন সমস্যার ও সমাধান পাওয়া যায় শুভ সকাল
31/12/2024

পৃথিবীতে যা ই সমস্যা থাকুক না কেন , হাতে এক কাপ গরম চা থাকলে, আনেক কঠিন সমস্যার ও সমাধান পাওয়া যায়

শুভ সকাল

30/12/2024

ওরা কি খেলছে নামও জানি না 🤣🤣
সবাই বড় ভাই বোনদের ছেলে মেয়ে।
এক একজন কিউটের ডিব্বা।

30/12/2024

ভোর বেলা করা ভিডিও 🙂
আমার কিছু ফুলের গাছ

জীবনটা অনেক সুন্দর, শুধু আপনার চোখটা সে সৌন্দর্য দেখার মত হওয়া উচিত। শুভ সকাল
30/12/2024

জীবনটা অনেক সুন্দর, শুধু আপনার চোখটা সে সৌন্দর্য দেখার মত হওয়া উচিত।

শুভ সকাল

27/12/2024

ক্রিসমাস ডে তে কোথায় ঘুরতে গেলাম আমরা ❤️👻❤️👻

25/12/2024

জীবনে তো কত বাঁশ খেয়েছি আমরা, সেই বাঁশের যন্ত্রণা জীবন ভর বয়ে যায় 😂আজকে বাঁশ দিয়ে আপনাদেরকে অনেক মজার একটা জিনিস খাবার দেখাবো

সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল

আপনাদের এলাকায় এই পিঠা কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন

#আদিবাসী #পিঠা

23/12/2024

সত্যিকারের ভালবাসা আমাদের জীবনে সুন্দরভাবে এগিয়ে চলার অর্থ এবং আনন্দ যোগ করে, পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যেন জীবনের প্রতিটি মুহূর্তকে আরও মূল্যবান করে তোলে।

স্ত্রীদের যথেষ্ট পরিমাণে সময় দিন, ছোটো বড় সকল বিষয় নিয়ে আলোচনা করুন, দেখবেন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না ।

আমি কখনো কারোর কোন কাজে বদনাম করতে বা হাসি ঠাট্টা করতে পছন্দ করি না। আসলে এটা আমার একটা স্বভাব । ধরেন একটা মানুষ কোন একট...
22/12/2024

আমি কখনো কারোর কোন কাজে বদনাম করতে বা হাসি ঠাট্টা করতে পছন্দ করি না।
আসলে এটা আমার একটা স্বভাব ।
ধরেন একটা মানুষ কোন একটা কাজ করছে, ১০০ জন মানুষ একদিকে কাজ করছে আর সে একা অন্যদিকে কাজ করছে।
আপনি তাকে হাসি ঠাট্টা করলেন মশকরা করলেন কাজের বদনাম করলেন অনেক কথা শোনালেন।
নিচের হিংসা অহংকার সবকিছু তুলে ধরলেন আপনার ব্যবহারের মধ্যে।

৩/৪ নছর পরে দিনশেষে আপনি নিজেই সেই কাজটা শুরু করে দিলেন,
কারণ এই ৩/৪ বছরে আপনি বুঝতে পেরেছেন এই কাজের মধ্যে অনেক সাফল্য ও টাকা আছে।
আবার নির্লজ্জের মত যে মানুষকে এত বছর আগে অপমান করেছেন তাকেই বলছেন আপনাকে সাহায্য করতে .

এসব মানুষকে কি বলা যায় বলেন তো?

22/12/2024

সময় দাঁড়ায় না, আমরাও থেমে থাকি না। কিন্তু মাঝে মাঝে একটু পিছনে তাকিয়ে দেখা দরকার, কতটা পথ চলে এলাম, কতটা শিখলাম, কতটা বদলালাম।

Emra Marma

19/12/2024

সাবধান 🫣 সাবধান 🫣
এই ভর্তা টা কেউ বাসায় বানাবেন না, যদি একবার বানিয়ে ফেলেন তাহলে সবাই শুধু আপনাকে বারবার অনুরোধ করবে এই ভর্তাটা বানানোর জন্য।

নিজের সবজি বাগানের সবজি দিয়ে এত মজার একটা ভর্তা বানিয়েছি, একবার বানিয়ে খেলে বার বার খেতে মন চাইবে সবার।

#ভর্তা পাহাড়ের জীবন -Explore The Hill Life. Obiha By Emra Marma

18/12/2024

👉 চুলে কালার করে চুল নষ্ট করে ফেলেছেন?
👉 চুলের আগা ফাটছে ও চুল মাঝ খান থেকে ছিড়ে যাছে ?
👉চুল পড়া কমছে না, নতুন চুল গজাচ্ছে না,আবার অনেকের চুল লম্বা হওয়া থেমে গেছে?
👉 প্রচুর পরিমাণে খুশকি, আর সাদা সাদা ময়লা দানা জমে ঘা হয়ে যাছে মাথায়?
তাহলে ভিডিও টা আপনাদের জন্য 🙂

আজ কে আপনাদের সাথে যে ম্যাজিক হেয়ার অয়েল এর রেসিপি শেয়ার করতে যাছি তা আপনার চুলের ১০০% কাজ করবে ও সব সমস্যা দূর করবে।

চুল কতটা লম্বা করে তার ২/৩ মাসে টা ভিডিওর শেষে আমার ছবি দেখেই বুঝতে পারবেন

Address

Sylhet

Telephone

+8801722701000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life With EmRa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share