31/12/2024
আসসালামু আলাইকুম ওয়া রাহিমাহুল্লাহি ওয়া বারাকাতুহ,সম্মানিত প্রিয়জন, বন্ধু বান্ধব, ফেবুতে সকল বন্ধু বান্ধব সহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা🤍
★২৪ সালে আজকেই মঙ্গলবার ৩১ডিসেম্বর সময় রাত ৯;৫৯ আর বাকি কয়েক্ঘন্টা (২) ১ লা জানুয়ারি (২৫) সাল আগত - জানিয়ে দিলাম স্বাগত.
কষ্টে ২৪ (১)
★চব্বিশে অনেক ভাই অনেক কষ্ট দিয়েছেন, টাকা পয়সা সহ স্বার্থপরতায় অথবা আচরণ - হিংসা- অহংকার-সব মিলেই কষ্ট পেলাম, তাদের রিপিট করতে চাই না করবও না, তবে ক্ষমাী আশংকাও কম, যারা ক্ষমার যোগ্য করে দেবো!যারা না দেবো না।
কষ্টো ২৪ (২)
★অনেকে ক্ষুদ্র মানুষ অবহেলা - ঘৃণা - করে থাকেন করেন,মানুষ সব সমান নয়, কারো শত্রু কারো বন্ধু কারো প্রিয় কারো অপ্রিয়,যাই হোক অবশেষ এই যে,তাদের কে আপাতত কিছু বলছি না, মনে সব রেঁখেই ২৫শে পা-রাখছি পথ চলা শুরু করছি,কখনও তাদের প্রতিরোধ করতে পারি যদি তাদের সম পরিমান হই,তবে নমনীয় হয়ে নিশ্চুপে ভদ্রতায় প্রতিরোধ করব গড়ব! তাদের মতই মিথ্যা বানোয়াট সহ ফাও ফাও নয়,,, ধাক্কা আবার দেবে যদি তখন ধাক্কা দেবেই!
প্রিয়জন
★আমার প্রিয় অপ্রিয় সকলের কাছে আবদার আমি যদি কোন ভুল করে থাকি, আমাকে করে দিবেন,আমি অধম ক্ষমা প্রার্থী! আর হ্যা যদি এমন ডা করি যে ক্ষমা পাবো না ক্ষমা না করার অনুরোধ, জাযাকাল্লাহ।
★------★
★যাক চব্বিশে অনেক শিখেছে জেনেছি, চিনতে পেরেছি বড় হয়েছি, (যদিও আবার সিঙ্গেল কেও আবার খোচা মাইরো না) পরিচিত হয়েছি, তবে সফল হতে পারিনি এই! সফল হব কবে বাকী আছে তবেই কবে পূরণ হবেই!?
★আমাদের জীবনের দিন ফুড়াচ্ছে ফুড়িয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পেরেছি!আখিরাতের জন্য?
জীবনে কিছু করতে পারি নি শুধু জমিয়েছি পাপের বাহার,মেতে উঠেছি খিষ্ট্রান মিশনারিতে! বরবরতায় জীবন যাপন করছি, আছি দুনিয়ার রংতামায়!!
এসব থেকে বেড়িয়ে মাওলার কাছে মাফি চাই 🤲 আল্লাহপাক যেনো আমাদের সকল গুনাহ ক্বসুর মাফ করে দেন,জেনে না জেনে গোপনে প্রকাশে, কাউকে কষ্ট দিয়ে যত সব অতীতের পাপ করেছি ক্ষমা করে দেন,হে-মাওলা!আমিন
★আমরা সচেতন হই জীবন থেকে হারিয়ে ২৪ সাল গেলেই, ২৫ সাল আমাদের জীবনে সুন্দর সফল সুশৃঙ্খল ভয়ে আনুক,সবাইযেনো নামাজ বাদ না দেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পড়ব পড়ার তাওফিক দিন ইয়া আল্লাহ🤲আমিন
চব্বিশ তোমায় ভুলি কী করে!তোমায় ভুলব না ভুলতে পারি না, তোমাকে ঘিরে সুখ দূঃখ আশা ভালোবাসা স্থেহ মায়া মমতা, দেশ প্রেম চারিদকে বিজয়ের হাসি বিজয়ের ফুল ইসলামের সুবা তাস দেখিয়েছো পেয়েছি!
★ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, দোয়া করুন বেশি বেশি, আল্লাহর কাছে পানা চান ক্ষমা চান ভবিষ্যতে সুন্দর করার প্রস্তুতি নিন, মানুষের সেবায় সদা নিয়োজিত থাকুন ফি আমানিল্লাহ 🤍
বিঃদ্রঃ কাঁচা হাতের লিখা ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন জাযাকুমুল্লাহ