Tune Bangladesh

Tune Bangladesh CEO/Tune Bangladesh // Director /Sa Nasheed Band

আসসালামু আলাইকুম ওয়া রাহিমাহুল্লাহি ওয়া বারাকাতুহ,সম্মানিত প্রিয়জন, বন্ধু বান্ধব, ফেবুতে সকল বন্ধু বান্ধব সহ শুভাকাঙ্ক্ষ...
31/12/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহিমাহুল্লাহি ওয়া বারাকাতুহ,সম্মানিত প্রিয়জন, বন্ধু বান্ধব, ফেবুতে সকল বন্ধু বান্ধব সহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা🤍

★২৪ সালে আজকেই মঙ্গলবার ৩১ডিসেম্বর সময় রাত ৯;৫৯ আর বাকি কয়েক্ঘন্টা (২) ১ লা জানুয়ারি (২৫) সাল আগত - জানিয়ে দিলাম স্বাগত.

কষ্টে ২৪ (১)
★চব্বিশে অনেক ভাই অনেক কষ্ট দিয়েছেন, টাকা পয়সা সহ স্বার্থপরতায় অথবা আচরণ - হিংসা- অহংকার-সব মিলেই কষ্ট পেলাম, তাদের রিপিট করতে চাই না করবও না, তবে ক্ষমাী আশংকাও কম, যারা ক্ষমার যোগ্য করে দেবো!যারা না দেবো না।

কষ্টো ২৪ (২)

★অনেকে ক্ষুদ্র মানুষ অবহেলা - ঘৃণা - করে থাকেন করেন,মানুষ সব সমান নয়, কারো শত্রু কারো বন্ধু কারো প্রিয় কারো অপ্রিয়,যাই হোক অবশেষ এই যে,তাদের কে আপাতত কিছু বলছি না, মনে সব রেঁখেই ২৫শে পা-রাখছি পথ চলা শুরু করছি,কখনও তাদের প্রতিরোধ করতে পারি যদি তাদের সম পরিমান হই,তবে নমনীয় হয়ে নিশ্চুপে ভদ্রতায় প্রতিরোধ করব গড়ব! তাদের মতই মিথ্যা বানোয়াট সহ ফাও ফাও নয়,,, ধাক্কা আবার দেবে যদি তখন ধাক্কা দেবেই!

প্রিয়জন

★আমার প্রিয় অপ্রিয় সকলের কাছে আবদার আমি যদি কোন ভুল করে থাকি, আমাকে করে দিবেন,আমি অধম ক্ষমা প্রার্থী! আর হ্যা যদি এমন ডা করি যে ক্ষমা পাবো না ক্ষমা না করার অনুরোধ, জাযাকাল্লাহ।

★------★

★যাক চব্বিশে অনেক শিখেছে জেনেছি, চিনতে পেরেছি বড় হয়েছি, (যদিও আবার সিঙ্গেল কেও আবার খোচা মাইরো না) পরিচিত হয়েছি, তবে সফল হতে পারিনি এই! সফল হব কবে বাকী আছে তবেই কবে পূরণ হবেই!?

★আমাদের জীবনের দিন ফুড়াচ্ছে ফুড়িয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পেরেছি!আখিরাতের জন্য?
জীবনে কিছু করতে পারি নি শুধু জমিয়েছি পাপের বাহার,মেতে উঠেছি খিষ্ট্রান মিশনারিতে! বরবরতায় জীবন যাপন করছি, আছি দুনিয়ার রংতামায়!!
এসব থেকে বেড়িয়ে মাওলার কাছে মাফি চাই 🤲 আল্লাহপাক যেনো আমাদের সকল গুনাহ ক্বসুর মাফ করে দেন,জেনে না জেনে গোপনে প্রকাশে, কাউকে কষ্ট দিয়ে যত সব অতীতের পাপ করেছি ক্ষমা করে দেন,হে-মাওলা!আমিন

★আমরা সচেতন হই জীবন থেকে হারিয়ে ২৪ সাল গেলেই, ২৫ সাল আমাদের জীবনে সুন্দর সফল সুশৃঙ্খল ভয়ে আনুক,সবাইযেনো নামাজ বাদ না দেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পড়ব পড়ার তাওফিক দিন ইয়া আল্লাহ🤲আমিন

চব্বিশ তোমায় ভুলি কী করে!তোমায় ভুলব না ভুলতে পারি না, তোমাকে ঘিরে সুখ দূঃখ আশা ভালোবাসা স্থেহ মায়া মমতা, দেশ প্রেম চারিদকে বিজয়ের হাসি বিজয়ের ফুল ইসলামের সুবা তাস দেখিয়েছো পেয়েছি!

★ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, দোয়া করুন বেশি বেশি, আল্লাহর কাছে পানা চান ক্ষমা চান ভবিষ্যতে সুন্দর করার প্রস্তুতি নিন, মানুষের সেবায় সদা নিয়োজিত থাকুন ফি আমানিল্লাহ 🤍

বিঃদ্রঃ কাঁচা হাতের লিখা ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন জাযাকুমুল্লাহ

30/12/2024

আজ রাত ২৪ চব্বিশ সালের শেষ রাত শেষ তাহাজ্জুদ শেষ ফজর!

ইয়া আল্লাহ আমাকে/আমাদের সকল পাপ গুনাহ গুলো ক্ষমা করে দাও / সদা সত্যের পথে হক্বের উপর অটল থাকার তাওফিক দাও 🤲 পাঁচ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত সহ তোমাকে সন্তুষ্টির জন্য যেন ইবাদাত সমূহ করতে পারি সে তাওফিক দাও, ইয়া রাহমানুর রাহিম🤲আমিন

30/12/2024

বিপ্লবীরা হারে না.....
বিপ্লব অমর হউক🔥

30/12/2024

আসসালামু আলাইকুম, প্রিয় শুভাকাঙ্ক্ষী সকল কেমন আছেন!? 🤍

মানুষ জনপদে নিষ্ঠুর চরম মনুষ্যত্বহীন  ঘটনা টি আমাদের সিলেট!সিলেট,গোয়াইনঘাট,সারীঘাট দক্ষিণ পাড় বেলচা সমিতির পাশে একটা কুপ...
28/12/2024

মানুষ জনপদে নিষ্ঠুর চরম মনুষ্যত্বহীন

ঘটনা টি আমাদের সিলেট!

সিলেট,গোয়াইনঘাট,সারীঘাট দক্ষিণ পাড় বেলচা সমিতির পাশে একটা কুপের মধ্যে একটি লা/শ পাওয়া গেছে।
লা/শটি এখনও সনাক্ত করা হয় নি।

ইয়া আল্লাহ,আমাদের সমাজমকে বুঝার তাওফিক দাও,আমিন

গতকাল প্রোগ্রাম থেকে ফেরার পথে এক্সিডেন্ট করে এখন আহনাফ খালিদ ICU তে আল্লাহগো খালিদকে আমাদের মাঝে ফিরিয়ে দাও🙏খালিদের জন্...
28/12/2024

গতকাল প্রোগ্রাম থেকে ফেরার পথে এক্সিডেন্ট করে এখন আহনাফ খালিদ ICU তে

আল্লাহগো খালিদকে আমাদের মাঝে ফিরিয়ে দাও🙏
খালিদের জন্য সবার কাছে দোয়া চাই।

27/12/2024

صَــــــــــــــــلَّی اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

সে হয়তো ভাবছে কি ক্ষতি করলাম। ক্ষুধার্ত ছিলাম খাবার চেয়েছি চোখে ঘুম ছিল তাই তোমার বাসার আঙ্গিনায় ঘুমিয়ে পড়লাম তাই লো...
26/12/2024

সে হয়তো ভাবছে কি ক্ষতি করলাম। ক্ষুধার্ত ছিলাম খাবার চেয়েছি চোখে ঘুম ছিল তাই তোমার বাসার আঙ্গিনায় ঘুমিয়ে পড়লাম তাই লোহার খাঞ্চার দিয়ে আমার পেটে ছিদ্র করে দিলা,আমার তো জ্ঞান নাই যে ডাক্তারের কাছে যাবো,এখন শুধু বসে বসে মৃত্যুর অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোন অপশন নাই। ভালো থেকো দুনিয়ার মানুষ তোমাদেরকে আর কখনো কষ্ট দিব না এবং তোমাদের বেঁচে যাওয়া খাবারের অংশগুলো নিয়ে বাড়াবাড়ি করব না তোমাদের থেকে চির বিদায় নিয়ে চলে যাচ্ছি উপরওয়ালার কাছে।😥😭😭


ক্ষুধার্তকুকুর 😭

জীবন মানেই উপভোগ
26/12/2024

জীবন মানেই উপভোগ

25/12/2024

আসসালামু আলাইকুম, কেমন আছেন?

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো,"বাবা, আমি মানুষের মাংস খাব!"শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব।...
24/12/2024

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো,"বাবা, আমি মানুষের মাংস খাব!"

শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো ।

বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"

বাপ বলল --অপেক্ষা কর বাবা!

শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়?

এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা! কয়েকশ মানুষের লাশ পড়ে গেল! তখন গাছের ডাল থেকে নেমে বাপ-বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।

বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো ?"

শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানিয়েছেন...! "

বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন, কতগুলো নীরিহ লোক মারা গেল , রাজনীতি করলেই পারতে!

বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো! ধর্মটা আবেগের যায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক! তুমি আজই খেতে চেয়েছিলে! রাজনীতি টা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামেনা!

বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা"

শকুন-"আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে!!

কপি:....

22/12/2024

লাইভ 🔴

20/12/2024

সাদিয়ানি'নিষিদ্ধের দাবি ও ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

৪৩ নং ওয়ার্ড, টঙ্গী, গাজিপুর,ঢাকা, বাংলাদেশ

18/12/2024

আজ বৈঠকে সাদপন্থীদের স'ন্ত্রা'সী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবী জানালেন, ইবনে শাইখুল হাদিস হাফিঃ।

সবাই শেয়ার করে ছড়িয়ে দিন

18/12/2024

সাদপন্থীদের গভীর রাতের হামলায়, আমার ২ জন ভাই শহীদ হয়েছেন,🥲
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

15/12/2024

নারী নেতৃত্ব ছাড়া-জীবনের প্রথম বিজয় দিবস,
১৬ই ডিসেম্বর
বিজয় দিবসের শুভেচ্ছা 🤍

Address

An Noor Tawar Kanaighat Uttor Bazar Kanaighat . Sylhet
Sylhet

Telephone

+8801908307695

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tune Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tune Bangladesh:

Videos

Share

Category