29/12/2025
ফাহিম-আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি’র
শীর্ষে কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল
------------------------------------------------------
কানাইঘাট প্রতিনিধিঃ
ফাহিম-আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষায়, উপজেলার প্রাথমিক শিক্ষাঙ্গণে নতুন এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল। জানা যায় কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার ২৫৪ টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সম্মিলিত ভাবে প্রথম স্থান অর্জন করে কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল। কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রাজিব দাস ঝলক জানিয়েছেন তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছেন। তিনি জানান এ সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং পুরো কানাইঘাট অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বিদ্যালয়ের এই অর্জনে শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিয়মিত পাঠদান, পরিকল্পিত একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্বাবাধন এবং সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই এই সাফল্যের মূল চাবিকাঠি। এতে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ও সচেতন অংশ গ্রহণ এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলেছে। “শিক্ষার্থীদের মেধা বিকাশে তারা সব সময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করেন। এই সাফল্য তাদের সেই প্রচেষ্টারই স্বীকৃতি।” তারা এই অর্জনের জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি জানিয়েছেন কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল শুধু ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তিতেই নয়, বরং হামিদা ফাউন্ডেশন, রফিকুল ফাউন্ডেশন, রওশনা ফরিদ ফাউন্ডেশন, কানাইঘাট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, প্রজন্ম প্রত্যাশা, ঢাকনাইল সমাজ কল্যাণ, নয়াগ্রাম সমাজ কল্যাণ ও কিশোর কণ্ঠসহ বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় কানাইঘাট উপজেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।