পবিত্র ঈদ-উল-আয্হা ২০২৪ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা।
সিলেট সদর উপজেলার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এভাবে একে একে ১৪টি ট্রাক আটকের দৃশ্য দেখা যায়। এসব ট্রাকে রয়েছে ভারতীয় চিনি যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর সেতু কুশিয়ারা নদীর তীরে
বাসে বই বিক্রি করছিলেন কবি নিজেই। বাস্তবতা নিয়ে লেখা কবিতা এবং তাঁর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, উনার আবৃতি শুনে বইটি কিনে ছিলাম।অসাধারন কবিতা, কবিতার ছন্দ, আর সংলাপ।
কবি কে শ্রদ্ধা জানাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন.
কবি/লেখক এর মোবাইল নম্বর 01949549456
জীবন প্রদীপ নিভিয়ে গেলে শেষ বসতি মাটির ঘর কোন বন জঙ্গল বা বাড়ির কোনে।
সেই জীবন নিয়ে আমাদের কত্ত অহংকার
সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের অভিযানে ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামের আজির উদ্দিন (৫০) ও রাজনগর এলাকার আহমদ আলী (৪৫)।
জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে পাশ্ববর্তী উপজেলা জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের লহরী গ্রামে একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। খবর পেয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী একদল পুলিশ সদস্যদের নিয়ে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের গোদামঘাট কোনাপাড়া এলাকায় চলে যান। সেখানে সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরীর বাড়ির সামনে থেকে ২ জন ডাকাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে বিশ্বনাথ থানায় পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আশর
বুলবুলি বুলবুলিরে মোহাম্মদের সান তুই গেছিলি রে |
শিল্পী:খাদিজা ভান্ডারী
সিলেটের হোল্ডিং ট্যাক্স নিয়ে কথা বলছেন, সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র Anwaruzzaman Chowdhury
একটি মসজিদ থাকার পরেও পাশাপাশি আরেকটা মসজিদ নির্মান করেছে পুরনো মসজিদের জায়গা দখল করে উদ্দেশ্য একটাই মসজিদের সভাপতি/মোতাওয়াল্লী হওয়া,দেশে-বিদেশে মসজিদ কমিটি নিয়ে বিভিন্ন সংবাদ পাওয়া যায়, কোন মসজিদের কমিটিতে একই পরিবারের ৩/৪ টা থাকে, একটা সভাপতি, একটা সেক্রেটারি, আরেকটা কোষাধ্যক্ষ, অন্যটা সদস্য ইত্যাদি, কোন কোন মসজিদে সভাপতি থাকে সবকিছুর মালিক, কমিটি করে লুকিয়ে, গুন্ডা পান্ডা হিংসুকের সাহায্য নিয়ে, কেউ মানলে মানুক সে সভাপতি সেক্রেটারি, কেউ মসজিদের টাকা আত্মসাৎ করে,কেহ নির্বাচন করে কেহ নিজ স্বার্থে খরচ করে। মানুষের লিল্লাহর টাকা সহজে খরচ করা যায় কোন হিসাব দেওয়া লাগে না।
মসজিদ নিয়ে বিভ্রান্তি ছড়ানে ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারীদের আল্লাহ হেদায়েত করুন।।
জানিনা আপনি কে, নাম কি, কোথায় বাড়ি,
আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক তার সাথে সব বাবা মাকে ভালো রাখুক।আমিন
ভিডিও: অনলাইন থেকে সংগ্রহ
ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে ইউনিক স্পোর্টস সেন্টার ইনডোর এর শোভ উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী
সিলেট, সিলেটের প্রতি ভালোবাসা, সিলেট বাংলাদেশ 🇧🇩🇱🇷
সৌদি আরব মদিনায় অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টেবল। বাংলাদেশ সহ বিশ্বের ১৮০ টি দেশ এতে অংশগ্রহণ করে এতে আমন্ত্রণ পান পায়ে হেঁটে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া কুমিল্লা জেলার নাংগলকোট এর আলিফ মাহমুদ
আলিফ মাহমুদ বলেন এতো বড় অনুষ্ঠানে উপস্থিত হওয়া ও সুন্দর উপহার পাওয়ার জন্য ধন্যবাদ জানান মদিনা ইউনিভার্সিটিকে।
তিনি আরো বলেন এর আগে কখনো মঞ্চে উঠা হয়নি কিন্তু আল্লাহর রহমতে এই প্রথম এই বিশাল মঞ্চে উঠলাম তাও আবার প্রায় ১৯০ দেশের বিভিন্ন রংবেরঙের মানুষের সামনে । এতো গুলো মানুষের সামনে যখন আমার দেশের নাম উচিয়ে বলে সবাই একসাথে হাতের তালি দিয়ে আমার নাম বলে ডেকে যে সম্মান আমার দেশকে জানিয়েছেন এটা আমার চিরজীবন মনে থাকবে কারন আমার জন্য আজ এতো গুলো মানুষের সামনে নিজের দেশের নাম শুনতে পাড়া এটা আসলে ভাগ্যের বিষয়।
#madinaunivercity
নাজাত ইসলামী মারকাজের শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন Founder & former chairman jameya madaniya welfare Trust uk, an noor welfare trust [CEO] বিশিষ্ট লেখক, মোটিভেশনাল স্পিকার, ইসলামিক কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব Tajul Islam খতিব তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। এই সময়ে শিক্ষকদেরকে উদ্দেশ্যে করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তৃতা দান করেন।
ভিডিও: শেখ কাসিম আকরাম
প্রবাসী নিয়ে কিছু মানুষের চিন্তা ভাবনা।
ভিডিও: আমিনুর রহমান জুন্নুন
ধান বোঝাই পাওয়ার টিলার ট্রাক্টর একটি কর্দমাক্ত রাস্তা দিয়ে যাচ্ছে
#powertillertractor
গানের কথা🇧🇩🇮🇳
পরানের বন্ধুরে বলবো কি তোরে
আমার ক্ষেতের সোনার ধান খাইলো ইন্দুরে
মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতা শরনার্থী ক্যাম্পে বাংলাদেশের লোকসঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায় এবং পাশে বিখ্যাত কণ্ঠ সঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া।
ভিডিও ক্রেডিট :- Mannan Khandkar.
নগদে নগদ সাকিব আল হাসান ও জায়েদ খান