Sylhet BD View

Sylhet BD View সিলেট বিডি ভিউ 🖼️সাহিত্য এবং জীবনঘনিষ্ঠ যে কোনো বিষয়ে সুন্দর ও সাবলীল প্রকাশ আল্লাহ তাআলার এক বিরাট নিআমত।

কাউন্সিলর আজাদ
29/06/2024

কাউন্সিলর আজাদ

প্রেস বিজ্ঞপ্তি:সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘট.....

আপনাদের সেবায় নিয়োজিত
29/06/2024

আপনাদের সেবায় নিয়োজিত

আইফেল টাওয়ারের আদলে নির্মিত জ্যাকব টাওয়ার। উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার এটি। ১৬ তলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারটি ভোলা জেল...
27/06/2024

আইফেল টাওয়ারের আদলে নির্মিত জ্যাকব টাওয়ার। উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার এটি। ১৬ তলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত। এর প্রতিটি তলায় ৫০ জন ও পুরো টাওয়ারে ৫০০ জন দর্শক অবস্থান করতে পারবেন। আধুনিক এই জ্যাকব ওয়াচ টাওয়ারে পর্যটকদের জন্যে রয়েছে সিঁড়ি দিয়ে চূড়ায় উঠার পাশাপাশি ১৬ জন ধারণ ক্ষমতা সম্পন্ন স্বচ্ছ গ্লাসের ক্যাপসুল লিফট। ২২৫ ফুট উচ্চতার এই টাওয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আকর্ষণীয় ও উঁচু টাওয়ার।

সম্পূর্ন স্টিল কাঠামোতে তৈরি এই টাওয়ার ৮ মাত্রার ভূমিকম্প সহনশীল। টাওয়ারের চারদিকে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ গ্লাস। ১৭তম তলায় আছে বিনোদনের ব্যবস্থা। বাইনোকুলারের সাহায্যে আপনি ১০০ বর্গকিলোমিটার পর্যন্ত টাওয়ারের চতুর্দিকের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ভোলার চারপাশে মনপুরা দ্বীপ, চর কুকরী-মুকরী দ্বিপ, ঢালচর, তারুয়া সৈকত, বঙ্গোপসাগর ও পটুয়াখালী হাইরেজুলেশন এই বাইনোকুলারের মাধ্যমে সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। টাওয়ারেই রয়েছে বিশ্রাম, প্রাথমিক চিকিৎসা ও খাওয়ার ব্যবস্থা। এই টাওয়ারে প্রবেশের জন্যে জনপ্রতি ১০০ টাকা প্রবেশ ফি লাগবে।

সংগৃহিত

ধৈর্য্য ধরে বিড়াল ছানা খুঁজে বের করুন। কোন বিল্ডিংয়ে আছে
27/06/2024

ধৈর্য্য ধরে বিড়াল ছানা খুঁজে বের করুন। কোন বিল্ডিংয়ে আছে

ভারী বৃষ্টিতে ভিজে মুসল্লীদের সাথে ঈদের নামাজ পড়লেন সিসিক মেয়রভারী বৃষ্টিতে ভিজে মুসল্লীদের সাথে ঈদের নামাজ পড়লেন সিসিক ...
17/06/2024

ভারী বৃষ্টিতে ভিজে মুসল্লীদের সাথে ঈদের নামাজ পড়লেন সিসিক মেয়র

ভারী বৃষ্টিতে ভিজে মুসল্লীদের সাথে ঈদের নামাজ পড়লেন সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (১৭জুন) সকাল ৮টায় সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি। প্রতিকূল আবহাওয়ার কারনে জামাতে মুসল্লীদের উপস্থিতি ছিলো কম।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই জামাতে মুসল্লীরা দোয়া করেন। এরপর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জামাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান।

এদিকে, ঈদের জামাত শেষ করে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সকালের নাস্তা করেন এবং কুরবনীর বর্জ্য অপসারণ কাজের সূচনা করেন তিনি।-বিজ্ঞপ্তি

ঈদ মোবারক
17/06/2024

ঈদ মোবারক

16/06/2024

পবিত্র ঈদ-উল-আয্হা ২০২৪ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা।

বাবার স্মৃতি দেখতে বৃটিশ থেকে স্মলার ভ্রাতৃদ্বয় কুষ্টিয়ার গড়াই রেল ব্রীজে। তাদের বাবা ‘অল্ডউইন স্মলার’ ছিলেন তৎকালীন ইস্...
10/06/2024

বাবার স্মৃতি দেখতে বৃটিশ থেকে স্মলার ভ্রাতৃদ্বয় কুষ্টিয়ার গড়াই রেল ব্রীজে।

তাদের বাবা ‘অল্ডউইন স্মলার’ ছিলেন তৎকালীন ইস্ট বেঙ্গল রেলওয়ে কোম্পানীর ব্রীজ ইঞ্জিনিয়ার। ১৯৩৭ সালে কুমারখালিতে গড়াই নদীর ওপর রেলওয়ে ব্রীজের কাজ শুরু হলে তিনি ছিলেন সার্বিক দায়িত্বে। ব্রীজটি নির্মন কাজ ১৯৩৭ সালে শুরু হয়ে সম্পন্ন হয় ১৯৩৯ সালে। বৃটিশ নাগরিক অল্ডউইন ইস্ট বেঙ্গল রেলওয়ের প্রকৌশলীর চাকরি নিয়ে ভারতে আসেন ত্রিশের দশকে প্রথম দিকে। তাঁর কর্মস্থল নির্ধারন হয় কুষ্টিয়াতে।

১৯৫১ সালে অল্ডউইন ইংল্যান্ডে ফিরে যান। ১৯৭৮ সালের ১৯ অক্টোবর তিনি মারা যান। মারা যাবার পূর্বে তিনি বড় ছেলে নাইজেল স্মলারকে অনেক গড়াই ব্রিজের ছবি দেখান ও গড়াই ব্রীজ তৈরির গল্প বলেন। বলেন বাংলাদেশ তথা কুষ্টিয়া-কুমারখালির অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের কথা। বাবার মৃত্যুর ২ বছর পর হঠাৎই যেন নাইজেল আক্রন্ত হন নষ্টালজিয়ায়। বাবার সৃষ্টি গড়াই ব্রীজ দেখতে হবে।

এর পর গত ২০১০ সালের ২৮ মার্চ নাইজেল স্মলার ও তার ছোট ভাই অড্রিন স্মলার এবং ভিয়েতনামী বন্ধু হুয়াং লি বাংলাদেশে আসেন। এদেশে তারা দি বেঙ্গল টুরিস্ট লিমিটেডের তত্বাবধানে ওঠেন। এর পরে তারা ট্যুর ম্যানেজার মহিউদ্দিন জিয়ার নেতৃত্বে আসেন কুমারখালি। অবশেষে স্বপ্নের গড়াই ব্রীজ। স্পন্দিত বুকের স্পর্শ নিয়ে স্বপ্ন নেমে আসে ধরা তলে। আবেগে আপ্লুত, বাকরুদ্ধ স্মলার দুই ভাই।

বাবার সৃষ্টি তারা ছুঁয়ে ছুঁয়ে দেখেন। এ এক অন্য অনুভুতি। ব্রীজ তৈরির সময়ের তোলা স্মৃতিময় ছবি দেখিয়ে তারা বলেন, এই হচ্ছে গড়াই ব্রীজ, আর এই আমাদের বাবা।
নাইজেল বলেন, আমরা চার ভাই, মা আছেন। তাঁর বয়স ৭৪ বছর। আমরা এ ব্রীজের ছবি ও ভিডিও চিত্র দেশে গিয়ে আমাদের মা ও অন্য দু’ ভাইকে দেখাবো। আমাদের বন্ধুদের দেখাবো বাবার সৃষ্টি। তাঁরা আবার গড়াই ব্রীজের কাছে আসবেন। কুমারখালি থেকে তাঁরা বিদায় নেন পড়ন্ত বিকালে ট্রেনের ইঞ্জিনে চড়ে। উদ্দেশ্যে, চলন্ত ট্রেন থেকে ব্রীজের ভিডিও চিত্র ধারন করা।
Courtesy:-কুষ্টিয়ার আলোচিত সংবাদ।

হজ্জ পূর্ববর্তী ঊমরাহ পালনকালে কাবাশরীফ তওয়াফ শেষে নিখোঁজ   সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাং...
10/06/2024

হজ্জ পূর্ববর্তী ঊমরাহ পালনকালে কাবাশরীফ তওয়াফ শেষে নিখোঁজ সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মীনি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস।

আসন্ন পবিত্র ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য দেশের আট বিভাগে এক লাখ টন ক্রড লবণ পৌঁছে দেয়া হচ্ছে বলে বিসি...
10/06/2024

আসন্ন পবিত্র ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য দেশের আট বিভাগে এক লাখ টন ক্রড লবণ পৌঁছে দেয়া হচ্ছে বলে বিসিক চামড়া সংরক্ষণ সেলের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন।

জানা গেছে, চলতি বছর ঈদুল আযহা উপলক্ষে সম্ভাব্য জবাইকৃত গবাদিপশুর সংখ্যা হবে প্রায় এক কোটি সাত লাখের বেশি। এর বিপরীতে দেশে এক কোটি ২৯ লাখ ৮০ হাজার গবাদিপশু মজুদ রয়েছে।

প্রায় এক কোটি সাত লাখ জবাইকৃত গবাদি পশুর চামড়া সংরক্ষণের জন্য যে পরিমাণ লবণ প্রয়োজন তা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে পৌঁছে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিসিক প্রধান দফতরের লবণ সেলের প্রধান কর্মকর্তা সরোয়ার হোসেন। তিনি জানান চামড়ার সংরক্ষণের জন্য এক লাখ টন লবণের মধ্যে মাঠ পর্যায়ের জন্য ৮৫ হাজার টন এবং ট্যানারিতে চামড়া প্রসেসিংয়ের জন্য ১৫ হাজার মেট্রিক টন ব্যবহৃত হবে।

اَللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللهُاَللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَللهِ الْحَمْدُউচ্চারণ : আল্লাহু আ...
10/06/2024

اَللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللهُ

اَللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَللهِ الْحَمْدُ

উচ্চারণ : আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

অর্থ : আল্লাহ মহান, আল্লাহ অতিমহান, তিনি ছাড়া সত্যিকার আর কোন মা‘বুদ নেই। আল্লাহ মহান আল্লাহ মহান আর সমস্ত প্রশংসা শুধুমাত্র তাঁরই জন্য।

গর্ভবতী পশু কোরবানি দেওয়ার বিধানকুরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গিইসলামিক শরীয়াহতে, কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। গর্ভবতী প...
08/06/2024

গর্ভবতী পশু কোরবানি দেওয়ার বিধান
কুরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গি
ইসলামিক শরীয়াহতে, কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। গর্ভবতী পশু কোরবানির ক্ষেত্রে কুরআন এবং হাদিসের নির্দেশনা কী তা বোঝার জন্য আমরা নিম্নলিখিত আলোচনায় যাবো।

কুরআনের দৃষ্টিকোণ
সুরা আল-হজ্জ, আয়াত ৩৭:

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَىٰ مِنْكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ ۗ وَبَشِّرِ الْمُحْسِنِينَ

"اللہ تک نہ ان کا گوشت پہنچتا ہے نہ ان کا خون بلکہ اس تک تمہاری تقویٰ پہنچتی ہے اسی طرح اس نے ان کو تمہارے تابع بنا دیا ہے تاکہ تم اللہ کی بڑائی بیان کرو اس بات پر کہ اس نے تمہیں ہدایت دی، اور بھلائی کرنے والوں کو خوشخبری دے دو۔"

“আল্লাহর কাছে তাদের মাংস বা রক্ত পৌঁছায় না; বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবেই তিনি তাদের তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহিমা কীর্তন করতে পার যে তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন। আর সৎকর্মশীলদের সুসংবাদ দিন।”

(সুরা আল-হজ্জ ২২:৩৭)

তাফসির:

এই আয়াত থেকে বোঝা যায় যে কোরবানি একটি আধ্যাত্মিক কর্ম, যেখানে মূল উদ্দেশ্য আল্লাহর প্রতি তাকওয়া ও আনুগত্য প্রদর্শন। গর্ভবতী পশু কোরবানি দিলে প্রাণী এবং তার গর্ভস্থ শাবকের প্রতি অমানবিক আচরণ হতে পারে, যা তাকওয়া ও হিকমাতের পরিপন্থী।

হাদিসের দৃষ্টিকোণ
১. হাদিস:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِذَا ذَبَحْتَ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ وَلْيُرِحْ ذَبِيحَتَهُ"

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘যখন তোমরা কোরবানি করো, তখন ভালভাবে করো। তোমাদের মধ্যে একজন তার ছুরিটি ধার দেবে এবং পশুকে বিশ্রাম দেবে।’"

(সহিহ মুসলিম ১৯৫৫)

তাফসির:

এই হাদিস থেকে স্পষ্ট হয় যে, কোরবানি করার সময় আমাদের কোরবানির পশুর সাথে সহানুভূতি ও দয়া দেখাতে হবে। গর্ভবতী পশু কোরবানি করলে তার শারীরিক ও মানসিক যন্ত্রণার কারণ হতে পারে, যা এই নির্দেশনার পরিপন্থী।

২. হাদিস:
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: "نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَبْحِ ذَاتِ بَدَنٍ إِلَّا إِذَا قَدْرَتْ أَنْ تَقُومَ أَوْ تَتَجَاهَرَ"

“আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভবতী পশু কোরবানির বিষয়ে নিষেধ করেছেন যদি না সে চলতে বা দাঁড়াতে সক্ষম হয়।’”

(মুসনাদ আহমদ ১১০৮১)

তাফসির:

এই হাদিস থেকে বোঝা যায় যে গর্ভবতী পশুকে সাধারণত কোরবানি করা থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে যখন গর্ভাবস্থা এমন পর্যায়ে রয়েছে যা পশুর শরীরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

ইসলামিক ফিকহের মতামত
গর্ভবতী পশু কোরবানির ক্ষেত্রে ফিকহের বিভিন্ন মাজহাবের দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে, কিন্তু সাধারণত গর্ভবতী পশু কোরবানি করতে নিরুৎসাহিত করা হয়। কারণ এটি পশুর এবং তার গর্ভস্থ সন্তানের প্রতি অবিচার হতে পারে।

হানাফি মাজহাব: গর্ভবতী পশু কোরবানি করা মাকরুহ (অপছন্দনীয়)।

মালিকি মাজহাব: গর্ভবতী পশু কোরবানি করলে যদি গর্ভস্থ শাবক জীবিত থাকে, তবে তা ব্যবহার করা যাবে। কিন্তু মৃত হলে, কোরবানি ত্যাগ করার পরামর্শ দেয়।

শাফি'ই মাজহাব: গর্ভবতী পশু কোরবানি করা সাধারণভাবে মাকরুহ।

হানবালি মাজহাব: গর্ভবতী পশু কোরবানি করলে যদি শাবক জীবিত থাকে, তবে তা হালাল; অন্যথায় মৃত হলে তা ত্যাগ করতে হবে।

উপসংহার
গর্ভবতী পশু কোরবানি করা থেকে সাধারণত বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি পশুর প্রতি দয়া ও সহানুভূতির পরিপন্থী। ইসলামি শরিয়াহ মূলত পশুদের প্রতি দয়া প্রদর্শন এবং তাঁদের প্রতি কোনোরূপ যন্ত্রণা না দেওয়ার উপর গুরুত্বারোপ করে। অতএব, কোরবানি দেওয়ার সময় গর্ভবতী পশুর জায়গায় সুস্থ ও যোগ্য পশু নির্বাচন করা উত্তম।।

07/06/2024

সিলেট সদর উপজেলার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এভাবে একে একে ১৪টি ট্রাক আটকের দৃশ্য দেখা যায়। এসব ট্রাকে রয়েছে ভারতীয় চিনি যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

শায়েখ খতিব তাজুল ইসলাম  হাফিজাহুল্লার অক্লান্ত পরিশ্রমে আন-নুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় এমদাদুল মুসলিমিনের অর্থা...
06/06/2024

শায়েখ খতিব তাজুল ইসলাম হাফিজাহুল্লার অক্লান্ত পরিশ্রমে আন-নুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় এমদাদুল মুসলিমিনের অর্থায়নে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের বোডিংয়ে ১০০ বস্তা চাল প্রদান । আল্লাহ পাক এই দানকে জান্নাতি খাবারের বিনিময়ে কবুল করুন ।

খতিব তাজুল ইসলাম বর্তমানে যুক্তরাজ্যে আছেম তাঁর ফেইসবুক আইডিতে লিখেন,
দেশ থেকে আসার প্রাক্ষালে সুপার হুজুর বলেছিলেন - ওবা তাজুল ইসলাম, ১০০ বস্তা চাউলের ব্যবস্থা খরিও বা। বলেছিলাম- হুজুর, দোয়া করবেন।
দোয়াটা এত সকাল কবুল হবে তা বুঝতে পারিনি। ২০৫ বস্তা চাউলের ইন্তেজাম আল্লাহ তায়ালা করে দিয়েছেন। আজ ১০০ বস্তা হস্তান্তর হল। বাদ ঈদুল আজহা আশাকরছি বাকি গুলাও হস্তান্তর হবে ইনশাআল্লাহ। জামেয়ার পাশে সুখে দুখে আমরা আছি আপনিও থাকবেন আশাকরি।
উস্তাজে মুহতারাম প্রাণ খুলে দোয়া দিয়েছেন। মহান আল্লাহ হজরতের মাকাম আরো উচু করুন। দীর্ঘ হায়াত দান করুন, আমীন।

অংক ও বিজ্ঞান  সমস্যা সমাধান :
06/06/2024

অংক ও বিজ্ঞান সমস্যা সমাধান :

05/06/2024

ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর সেতু কুশিয়ারা নদীর তীরে

এক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে ঘুরে আসতে হয় ৫ কিলোমিটার সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের দয়ামীর কলেজে  ও বাজা...
05/06/2024

এক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে ঘুরে আসতে হয় ৫ কিলোমিটার

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের দয়ামীর কলেজে ও বাজারে এক কিলোমিটার রাস্তা না থাকার কারণে ৪ টি গ্রামের মানুষ ৫ কিলোমিটার আঁকাবাকা রাস্তা পেরিয়ে আসতে হয়। দয়ামীর বাজার বা দয়ামীর কলেজ থেকে গ্রামগুলোর অবস্থান পশ্চিমে মাত্র এক কিলোমিটার। এই এক কিলোমিটার জায়গায় সরাসরি কোন রাস্তা না থাকায় ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সোয়ারগাও হয়ে দয়ামীর বাজারে আসতে হয় কয়েকটি গ্রামের মানুষ। গ্রামগুলো হলো শনিরগাও, দৌলতপুর,শরিষপুর, রনাগলপুর, বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করে জানা যায় দয়ামীর বাজার থেকে সরাসরি কোন রাস্তা না থাকার কারণে গ্রামের সকল শ্রেণির মানুষ এক কিলোমিটার রাস্তা না থাকায় ৫ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়।

গ্রা‌ম থেকে সরাসরি চলাচ‌লের রাস্তা না থাকায় চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে গ্রা‌মের মানুষ। গ্রামে শুরু‌তে কাঁচা রাস্তা থাক‌লেও গ্রা‌মের ভেত‌রে বা এক স্থান থে‌কে অন্য স্থা‌নে যে‌তে নেই চলাচ‌লের রাস্তা। জরুরি সেবার গা‌ড়িসহ কোনো গা‌ড়িই গ্রা‌মের ভেত‌রে প্রবেশ কর‌তে পা‌রে না। বৃ‌ষ্টি নাম‌লে ও বর্ষাকা‌লে গ্রামবা‌সীর রাস্তা না থাকার কষ্ট ক‌য়েকগুন বে‌ড়ে যায়।

গ্রা‌মের মানুষজন প্রতি‌দিন রাস্তা না থাকার কষ্ট নি‌য়ে জীবন যাপন কর‌ছে। রাস্তা না থাকায় প্রতি‌দিন শতাধিক শিক্ষার্থী, চাকুরীজীবী, দিন মুজুর, কৃষকসহ গ্রা‌মের মানুষ ভোগা‌ন্তি‌তে পড়‌ছে। মৌসুমী ফসল ঘ‌রে তুল‌তেও সমস্যায় প‌ড়েন গ্রা‌মের মানুষ। বর্ষাকা‌লে যাতায়াত প্রায় বন্ধ হ‌য়ে যায়, রো‌গি থে‌কে লাশ সব কিছুই যেন থম‌কে যায় রাস্তা না থাকার কার‌ণে। গ্রামবা‌সীসহ স্থানীয়রা রাস্তার দা‌বি জা‌নি‌য়ে‌ছে।

এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তিদের সাথে রাস্তা নিয়ে কথা বললে তাঁরা মনে বড় আশা নিয়ে বলেন সিলেটে-২ আসনে ২য় মেয়াদে এমপি হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সরকার তাঁকে মন্ত্রীও বানিয়েছে, তিনি চাইলে ঐ আসনের প্রত্যেকটি জনপদ সোনায় সোহাগা করিতে পারিবেন। উন্নয়নের রুল মডেল হবে সিলেট-২ আসন।

আমরা চাই, এই রাস্তাসহ প্রতিটি অলি-গলি হোক নিরাপদ। আমাদের উদাহরণ হোক সিলেটের অন্যান্য এলাকায়। সংশ্লিষ্ট মহল মন্ত্রী মহোদয়কে বললে আশা করি তিনি জনগণের জীবন যাত্রার মান বাড়াতে এই রাস্তা নির্মান করে দেবেন। কারণ সূযোগ বারবার দরোজায় এসে কড়া নাড়েনা।

দুই মেয়র একসাথেবিশ্ব বিখ্যাত শহর লন্ডন। প্রবাদে আছে বিশ্ব রাজনীতির রাজধানী শহর লন্ডন । আর এই লন্ডনের জননন্দিত ২বারের নির...
05/06/2024

দুই মেয়র একসাথে

বিশ্ব বিখ্যাত শহর লন্ডন। প্রবাদে আছে বিশ্ব রাজনীতির রাজধানী শহর লন্ডন । আর এই লন্ডনের জননন্দিত ২বারের নির্বাচিত মেয়র সাদিক খান ও দক্ষিণ এশিয়ার আধ্যাত্মিক নগরী, ৩৬০ আউলিয়ার পুণ্য ভুমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

কুসংস্কারব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,মোরগ ডাকলে ভোর।কুকুর ডাকলে লেজ গুছিয়ে,ছিটকে পালায় চোর।।পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকল...
02/06/2024

কুসংস্কার

ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।।
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে,
তার অকালে বউ মরে।।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।.................................
কবিতাটি ফেসবুক থেকে সংগ্রহ করা। লেখকের নাম সেখানে দেওয়া ছিল না। লেখকের নাম জানা থাকলে কমে**ন্টে লিখে দেওয়ার অনুরোধ রইলো।

আমার যুগে সাইকেল ছিল ফনিক্স হিরো রেলিগোসল করার সাবান ছিল কস্কো এবং লিলি ।শাড়ি ছিল নন্দিনী আর পাকিজা প্রিন্ট শাড়িরূপবান...
01/06/2024

আমার যুগে সাইকেল ছিল ফনিক্স হিরো রেলি
গোসল করার সাবান ছিল কস্কো এবং লিলি ।

শাড়ি ছিল নন্দিনী আর পাকিজা প্রিন্ট শাড়ি
রূপবান নামের টিনের তৈরি আছিল ঘরবাড়ি ।

সিকোফাইভ আর কেসিও ছিল ভালো মানের ঘড়ি
মোল্লা সল্টের কদর ছিল সারাটা দেশ জুরি ।

তিন ঘোড়া আর প্রজাপতি ছিল দিয়াশলাই
কলম ছিল ইকোনো যা এ যুগে আর নাই ।

তিন ব্যাটারির টর্চ ছিল যার ছিল অনেক দাম
রেডিও ছিল অনেক জাতের মনে নেই তার নাম ।

রেডিওতে নানান জাতের হইত অনুষ্ঠান
শনিবারের রাত দশটায় হইত পল্লী গান ।

অনুরোধের আসর গানের ঢালি হয়তো সকালবেলা
ধানের দুটো জাত ছিল নাম মুক্তা এবং মালা।

হারিয়ে যাওয়া এসব জিনিস পরে না আর চোখে
নামগুলো তার মনে হলে আগুন লাগে বুকে ।

স্মৃতির আগুন
ফেরদৌস আহমেদ

কোন গাড়িটা আগে তৈল পাবে?
01/06/2024

কোন গাড়িটা আগে তৈল পাবে?

Address

Sadipur Sylhet
Sylhet
3125

Telephone

+8801711338911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet BD View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet BD View:

Videos

Share

Nearby media companies