05/01/2025
বীর উত্তম মেজর ডালিম সাহেবের দীর্ঘ লাইভের চুম্বক অংশ।
মুজিব ভারতের পুতুল ছিলো
মেজর জিয়া একজন সৎ লোক ছিলেন। তবে তিনি আমাদের সাথে ন্যায় করতে পারেননি।ক্ষমতা ধরে রাখার জন্য তিনি তার সততা থেকে সরে গিয়েছিলেন।যার ফল তিনি পেয়েছেন।
স্বাধীনতার সময় তিনলক্ষ মানুষ মারা গিয়েছিলেন।
সম্ভ্রম হারা মাত্র দুজন নারীকে তিনি চিনেন।
খালেদা জিয়া উনার স্ত্রীর সাথে ন্যায় করেননি।ফলে চিকিৎসার অভাবে উনার স্ত্রী মারা যান।
বুদ্ধিজীবিদের ভারত হত্যা করেছে।পাকিস্তান নয়।
তিনি দেশের মানুষের কাছে দেশপ্রেম লালনের আশা ব্যক্ত করেছেন।
একজন বড্ড দেশপ্রেমিক, জেদি আর এক কথার মানুষ উনি।
ভদ্রতার উদাহরণ আর দেশপ্রেমের মূর্ত প্রতিক।
বিনম্র শ্রদ্ধা আপনার প্রতি।মেজর ডালিমরা আছেন বলেই এদেশ বারবার তার স্বাধীনতা ফিরে পেয়েছে ❤️❤️❤️আপনার দীর্ঘ হায়াত কামনা করি।