AT Life

AT Life আমি কখনই একা নই।
আল্লাহ্ সব সময় আমার সাথে আছেন।

02/02/2025

খুব প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া তো উচিত নয়ই, এমনকি বাজারের পাশেও বসো না। কারণ, বাজার মানুষকে আল্লাহর স্মরণ করতে দেয় না, বাধা হয়ে দাঁড়ায়।

— আবূ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু
সূত্র: আল-উযলাহ, ২৬

26/01/2025

"মাখলুক" দের মধ্যে মানুষ সুন্দর৷
মানুষের মধ্যে পুরুষ অপেক্ষা "নারীরা" সুন্দর৷

তবে, নারীর থেকেও সুন্দর তিনটা জিনিস হলো ‘হায়া’, ‘নম্রমুখ বিনয়’ আর ‘আনুগত্যপ্রবণতা’।

যে নারীর মাঝে হায়া লজ্জা, বিনয়ী ভাব আর আনুগত্যপ্রবণতা নেই (হোক রবের প্রতি, বাবা মা'র প্রতি বা বিবাহিতার ক্ষেত্রে স্বামী প্রতি) সে নারী, নারী হওয়া সত্বেও সুন্দর নন৷
সে নারীর চেহারা সুন্দর হলেও তিনি অসুন্দর৷ তাকে দেখতে ভালো লাগবে না৷

~ শাহ মোহাম্মদ তন্ময়।

03/01/2025

কখনো কোনো ভালো কাজ করার সুযোগ পেলে,👍 সর্বোচ্চটুকু দিয়ে সে কাজটি করার চেষ্টা করবেন। হতে পারে— আপনার এই ভালো কাজটি আল্লাহ্ তা'আলা অনেক বেশি পছন্দ করবেন এবং এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন।👍👍
আমিন।❤️❤️

রজব মাসের চাঁদ দেখা গেলে রাসুল সাঃ এই দুয়া পাঠ করতে।আল্লাহুম্মা বারিক না ফি রাজাবা ওয়া শাবান,ওয়া বাল্লিগনা রমজান। হে ...
02/01/2025

রজব মাসের চাঁদ দেখা গেলে রাসুল সাঃ এই দুয়া পাঠ করতে।
আল্লাহুম্মা বারিক না ফি রাজাবা ওয়া শাবান,ওয়া বাল্লিগনা রমজান।
হে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসের পরিপূর্ণ ফযীলত দান করুন এবং আমাদের হায়াত কে রমজান পর্যন্ত পৌছিয়ে দিন।আমিন

17/05/2024

প্রতিটি মেয়ের স্ত্রী হয়ে ওঠার পিছনে তার স্বামীর অবদান বেশি‌.....!
একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন!
একজন ভালো রাঁধুনী হতে স্বামীর প্রশংসা প্রয়োজন,
একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন" একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন, একজন সুখী নারী হতে শুধু স্বামীর একটু যত্ন প্রয়োজন !❤️❤️

12/05/2024

নম্র ভদ্র অভিভাবকের বেয়াদব ছেলেকে মানুষ করা যায় । আর অভিভাবক যদি বেয়াদব হয়, তার ভদ্র ছেলেকে ও মানুষ করা অসম্ভব হয়ে দাঁড়ায়।

10/04/2024

সবাইকে ঈদ মোবারক ♥️♥️

আলহমদুলিল্লাহ আবার ও বাবার বাড়ি থেকে ঈদের বাজার এসে পড়লো, সামান্য জিনিষ তাও এর মধ্যে ভালোবাসা অনেক, প্রত্যেক মেয়েরাই ...
02/04/2024

আলহমদুলিল্লাহ আবার ও বাবার বাড়ি থেকে ঈদের বাজার এসে পড়লো, সামান্য জিনিষ তাও এর মধ্যে ভালোবাসা অনেক, প্রত্যেক মেয়েরাই অনেক খুশি হয়, যখন বাবার বাড়ী থেকে মেয়ের জন্য উপহার আসে, হোক তা সামান্য কিছু কিন্তু এর মধ্যে ভালোবাসা অনেক, যা বলে বুঝানো যায় না

আলহমদুলিল্লাহ 💝বাবার বাড়ি থেকে আসা রমজানের বাজার
14/03/2024

আলহমদুলিল্লাহ 💝
বাবার বাড়ি থেকে আসা রমজানের বাজার

14/03/2024

আলহমদুলিল্লাহ 💝
আজ ৩ রমযান বৃহস্পতি বার
১৪,মার্চ ২০২৪
আজকের ইফতারের সময় সূচি ৬:০৬ pm. সুনামগঞ্জ জেলা

11/03/2024

এত দিন নিজেকে গরীব মনে করতাম, কিন্তু ফেইসবুকে আম্ববানি ফ্যামেলির গল্পঃ শুনতে শুনতে নিজেকে ভিক্ষারি মনে হচ্ছে 🤣🤣🤣

25/02/2024

শবে বরাত । মুক্তির রজনী । বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিহার করি। সুন্নাত সমর্থিত পন্থায় নির্জনে একাকি ইবাদত -বন্দেগী করি। এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য ও ক্ষমা লাভের মহান সুযোগ লাভের চেষ্টা করি। বিশেষত দোয়া , ইসতেগফার , তিলাওয়াত ও তাসবিহ - তাহলীলের ইহতেমাম করি।
হিংসা বিদ্বেষ পরিহার করে সুন্দর জীবন লাভের দৃঢ় সংকল্প করি । আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন আমীন ।🤲🤲

25/02/2024

আজ পবিত্র রাত= আমরা যে ভাবে কাটাতে পারি,
আজ মধ্য শা'বানের রজনী , মাগফেরাতের রাত, অসংখ্য বনি আদমকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সহীহ দ্বারা প্রমাণিত । অনেক আলেমদের মতে আজকের রাত্রিতে কোন মুসলমান যদি বিশেষ এবাদত না করে , কিন্তু শিরিক ও বেদাত থেকে মুক্ত থাকে, সেও ক্ষমা পাবে। সুবহানাল্লাহ।
শবে বরাতের বিশেষ নামাজ ও রোজা নেই। তবে পবিত্র রাতটির প্রতিটি মুহূর্ত এবাদতে কাটানো উচিত।
আমরা পবিত্র রাতটিকে যেভাবে কাটাতে পারি।
১/ সন্ধ্যা কালীন মাসনূন দুয়া পাঠ ।
২/ মাগরিবের নামাজ সুন্নাত সহ আদায় করে ছয় রাকাত আওয়াবীন পড়া।
৩/ সূরা ইখলাস ফালাক ও নাস তিনবার পাঠ করা।
৪/সূরা ওয়াকেয়া তেলাওয়াত
৫/ এশার নামাজ সুন্নাত সহ ইতমেনানের সাথে আদায় করা ।
বিতির তাহাজ্জুদ শেষে আদায় করা।
৬/ সূরা মুলুক তেলাওয়াত করা।
৭/ নিজ পিতা মাতার খোজ খবর নেয়া।
তাদের সংস্পর্শে কিছু সময় ব্যায় করা।
৮/ আর্থিক বা সামাজিক ভাবে অপেক্ষাকৃত দুর্বল আত্মীয় স্বজন ও বন্ধুদের খবর নেয়া, তাদের মন খুশি হবে , তাও এবাদত।
৯/ অযথা আড্ডা ত্যাগ করা ,নিজ পরিবারের দ্বীনি অবস্থার খবর নেয়া ।
১০/ পারিবারিকভাবে দ্বীনি কোন বিষয়ের তালিম নেয়া।
১১/ কিছু সময় বিশ্রাম নিয়ে কোর‌আন তেলাওয়াত জিকির আযকারে মত্ব থাকা।
১২/ সম্ভব হলে কিছু সদকা করা।
১৩/ একাকীত্ব তাহাজ্জুদের নামায পড়া।
১৪/ কায়মনোবাক্যে মুনাজাত করা।
১৫/ ফজরের নামাজ আদায় করা।
১৬/ শবে বরাতের কোন রোজা সুপ্রমানিত নয় , প্রতি রাতে আইয়ামে বিজের রোজা রাখা সুন্নাত , এর শেষ দিন হিসেবে রোজা রাখা যেতে পারে , এছাড়া শা'বান মাসে অধিক রোজা রাখা সুন্নাত ।
আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন।

25/02/2024

في ليلة النصف من شعبان:
اللهم ادخل علي قلوبنا السرور واذهب عن بيوتنا الأ حزان، فلا يأتي رمضان إلا قد فرجت عنا ه‍مومنا ، وقضيت لنا ديوننا، وشفيت مريضنا، يارب العالمين.
শা'বানের মধ্য রাতে:
হে আল্লাহ আমাদের হ্নদয় খুশি হোক দুঃখে ঘর ছেড়ে দিন, আমাদের দুশ্চিন্তা দূর না হলে রমজান আসে , ঋণ দূর করে দিন, এবং অসুস্থদের সুস্থ করে দিন, হে রাব্বুল আলামিন ।

25/02/2024

আজ পবিত্র "লাইলাতুল বারাত" (মুক্তির রাত)
হে আল্লাহ , এই রাতের উছিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও।(আমিন)🤲🤲

23/02/2024
16/02/2024

স্বামীকে জিজ্ঞাসা করছিলা
আমি সারাদিন কাম কইরা মরি, তুমি কি আমার কষ্ট দেখোনা?
জামাই: কি করে দেখবো বউ? তোমার কষ্ট যে আমি সহ্য করতে পারিনা।🤣🤣🤣

Address

Sunamgonj
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when AT Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category