গ্রাফিতি দ্বারা ফুটে উঠেছে জামিয়া তাওয়াক্কুলিয়া চক- কাসিমমপুর মাদ্রাসার সৌন্দর্য।
বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ফুটে উঠবে ছাত্রদের নানান প্রতিভা মূলক কাজ।
আগামীকাল জামেয়ার বার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
সিলেটে হোটেলে আওয়ামীলীগ নেতা অন্যের বউ
সহ আ-ট-ক!
সিলেট মহানগরের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতাকে আ-ট-ক করেছে পুলিশ। আজমল হোসেন সেলিম নামের ওই নেতা কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, তিনি প-র-কী-য়া প্রেমিকা নিয়ে হোটেল আল-জালালের কক্ষ ভাড়া করে অ-সামাজিক কার্যকলাকে লি-প্ত ছিলেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে পুলিশ ওই নারীসহ তাকে আ-ট-ক করে।
২০২৪ সালের সেরা ফুটবলার এর খেতাব জিতলেন ভিনিসিয়ুস জুনিয়র !!-
#Vinicius #FIFATheBest #vinijr
হারানো বিজ্ঞপ্তি :
•
আজ রাত আনুমানিক ৯ : ৩০ ঘটিকায় সিলেট ‘আমানউল্লাহ কনভেনশন হল’ থেকে আমার একটি ব্যাগ চুরি হয়েছে, ব্যাগে মোটর সাইকেলের কাগজ এবং আরো জরুরি কাগজপত্র ছিলো। সিসিটিভি ফুটেজে চোর কে দেখা যাচ্ছে। কেউ চিনে থাকলে দয়া করে জানাবেন, এবং, আমানউল্লাহ বা তার আশেপাশের রাস্তাঘাটে যদি ব্যাগটা কারো নজর পড়ে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন : 01799702382।
•
–আব্দুল মুকিত শিকদার,
ইলিমপুর, বিশ্বনাথ।
#শেয়ার_দিন
জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ সিলেটের ৩৫ তম বার্ষিক ইসলামি মহা সম্মেলনের ভরপুর সফলতা কামনা করি।
চিন্তা করো না!
আল্লাহ জানেন আপনি ভেতরে কি অনুভব করেন। ❤️
সহমত ভাই, সহমত ভাই।
“ভাইয়ের উপর আস্থা আছে, ভাই কে দিয়েই হবে। ভাইয়ের মতো এমন লিডার কে দেখেছে কবে।”
আখতারুজ্জামান আজাদের ‘ভাইয়ের সাথে সেলফি’ কবিতা আবৃত্তি করেছেন, মুশফিকুর রহমান রাফি।
কাকরাইল মসজিদে অবস্থান নিয়েছেন হাজার হাজার সাদপন্থী তাবলীগ জানাতের ভাইয়েরা।
অনেকে বলতেছে কাকরাইল মসজিদ দখলে নিলো সাদপন্থীরা? কি মনে হয় আপনার?
নাজির বাজার এর ভিতরের রাস্তার আরসিসি ডালাই এর জন্য রাস্তার দুই পাশে দশ ইঞ্চি গাতোনির জন্য খনন কাজ চলমান।
থমথমে অবস্থা বিশ্বনাথে।
মডেল মসজিদ নিয়ে...
অসময়ে হবিগঞ্জে শিলাবৃষ্টি হচ্ছে। ধান পাকার সময় এখন। আল্লাহ আমাদেরকে তার গজব থেকে হেফাজত করুন। আমিন।
বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।