আমরা বিশ্বনাথ বাসী

আমরা বিশ্বনাথ বাসী বৃহত্তর সিলেটের অনলাইন মিডিয়া।

15/01/2025

বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

12/01/2025

ক্লাব ফুটবলের সবচেয়ে বড় যু/দ্ধ এল-ক্লাসিকো ফাইনালে অংশগ্রহন করবে না কোন আর্জেন্টাইন !!-

MC মাঠে জনসমুদ্র। বয়ান করছেন মিজানুর রহমান আজহারী ❤️
11/01/2025

MC মাঠে জনসমুদ্র।
বয়ান করছেন মিজানুর রহমান আজহারী ❤️

সিলেটবাসী লক্ষ করুন। আজ থেকে শুরু এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআনের ঐতিহাসিক তাফসীরুল কুরআনের মাহফিলের ১ম, ২য়, ৩য় দ...
09/01/2025

সিলেটবাসী লক্ষ করুন।

আজ থেকে শুরু এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআনের ঐতিহাসিক তাফসীরুল কুরআনের মাহফিলের ১ম, ২য়, ৩য় দিনের সিডিউল।

আপনাদের সবার আমন্ত্রণ।
07/01/2025

আপনাদের সবার আমন্ত্রণ।

আমদের বাসিয়া নদি। বেসে যাচ্ছে ময়লা। এসব দেখার কেউ নাই।
07/01/2025

আমদের বাসিয়া নদি। বেসে যাচ্ছে ময়লা। এসব দেখার কেউ নাই।

06/01/2025

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়।

আল্লাহ উনাকে জান্নাত দান করুক আমিন।

আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থ্যা,বাহাড়া দুবাগা উদোগ্য ক্বিরাত মাহফিল ও ইসলামিক সংগীত অনুস্টান–২০২৫ ইং সফল হউক
02/01/2025

আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থ্যা,বাহাড়া দুবাগা উদোগ্য ক্বিরাত মাহফিল ও ইসলামিক সংগীত অনুস্টান–২০২৫ ইং সফল হউক

30/12/2024

গ্রাফিতি দ্বারা ফুটে উঠেছে জামিয়া তাওয়াক্কুলিয়া চক- কাসিমমপুর মাদ্রাসার সৌন্দর্য।

বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ফুটে উঠবে ছাত্রদের নানান প্রতিভা মূলক কাজ।

আগামীকাল জামেয়ার বার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।

নাজিরবাজারে ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’র যাত্রা শুরু---------------------------------------------------------------------...
30/12/2024

নাজিরবাজারে ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’র যাত্রা শুরু
------------------------------------------------------------------------------
আলহামদু লিল্লাহ। সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানী নগরের কেন্দ্রস্থল বৃহত্তর নাজিরবাজার এলাকার যুবসমাজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ডানা মেলেছে ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’ গঠনের মাধ্যমে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যারাতে অনুষ্ঠিত সভায় এ সংগঠনের আংশিক কমিটি গঠন করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ইনশা আল্লাহ।

লক্ষ্য-উদ্দেশ্য :
একমাত্র মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে নিজেদের আত্মশুদ্ধি, শ্বাশত ধর্ম ইসলামের প্রচার ও প্রসার এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’ নামক সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ। বৃহত্তর নাজিরবাজার এলাকার তরুণ ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি ও স্তরের ভাই-সাথীরাই এই সংগঠনের মূল ভিত্তি। তবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একাত্মতা পোষণ করে নাজিরবাজার এলাকার বাইরে লোকজনও পর্যায়ক্রমে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন।

প্রথম সভা :
গত ২০ ডিসেম্বর বাদ এশা নাজিরবাজার জামে মসজিদের আকসালায় সংগঠন গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সংগঠনের নাম ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’ ধার্য্য করা হয়।

দ্বিতীয় সভা :
রোববার (২৯ ডিসেম্বর) বাদ এশা নাজিরবাজারস্থ ইমা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দারুল কুরআন মাদরাসা নাজিরবাজার-এর সাবেক শিক্ষক মাওলানা লুৎফুর রহমান (শাইস্তা)-এর সভাপতিত্বে সভায় নিজের মতামত তুলে ধরেন উপস্থিত সবাই। পরে সবার সম্মতিক্রমে সংগঠনের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল নির্বাচিত করা হয়।

নির্বাচিত (আংশিক কমিটির) নেতৃবৃন্দ হলেন-
সভাপতি : মাওলানা লুৎফুর রহমান (শাইস্তা),
সহসভাপতি (প্রথম) : হাফিজ মাওলানা হাফিজুর রহমান,
সহসভাপতি (দ্বিতীয়) : মাওলানা মকসুদ হাসান,
সাধারণ সম্পাদক : হাফিজ সাংবাদিক রেজাউল হক ডালিম,
সহ-সাধারণ সম্পাদক : মুশফিকুর রহমান রাফি,
কোষাধ্যক্ষ ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন রাহিন,
সাংগঠনিক সম্পাদক : মো. আতিকুর রহমান (আকিক),
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : ইতালি প্রবাসী হাফিজ ক্বারি নিজাম উদ্দিন শাহিন,
তথ্য ও প্রযুক্তি সম্পাদক :হাফিজ রুম্মান আহমদ, সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক : মো. মামুন আহমদ,
দপ্তর সম্পাদক : হাফিজ সালিম আহমদ।

সম্মানিত উপদেষ্টামন্ডলী:
সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত হন- দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান, শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস নেতা পল্লীচিকিৎসক মো. আব্দুল ওয়াহাব, মৌলভী মো. আব্দুস সামাদ, খেলাফত মজলিস নেতা মো. শামীম আহমদ ও হাফিজ রেজাউল করিম।

সভার অন্যান্য সিদ্ধান্ত :
পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আরও উপদেষ্টা মনোনয়নের লক্ষ্যে আগামী শনিবার (৪ জানুয়ারি) বাদ মাগরিব উপদেষ্টা হাফিজ রেজাউল করিমের ব্যবসা প্রতিষ্ঠানে কার্যকরী কমিটির নির্বাচিত ও মনোনীত উপদেষ্টবৃন্দ বৈঠকে বসবেন। এছাড়া এ বৈঠক থেকে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

রোববার অনুষ্ঠিত সভায় উপরেল্লিখিত নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস নেতা আব্দুল জলিল, খেলাফত মজলিস নেতা মো. খালেদ আহমদ, কামাল আহমদ, বদরুল ইসলাম, হাফিজ মো. আজিজুর রহমান, মো. বাশার উদ্দিন, মো. শিহাব উদ্দিন, মো. আনসার আলী, রাহিম আহমদ, মো. মারজান আহমদ, তুহিন আহমদ তাহমিদ, রায়হান মিয়া, শাহান মিয়া, ছামি আহমদ, নাহিদ আহমদ, ছাইফ হোসাইন ও রাহুল মালেক রাহাত রাজ প্রমুখ।

23/12/2024

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি; নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

22/12/2024

'দৈনিক আমার দেশ' পত্রিকার সব কপি শেষ!
সকাল ৯টার মধ্যেই।

রবিবার থেকে চালু হচ্ছে, আমার দেশ।
20/12/2024

রবিবার থেকে চালু হচ্ছে, আমার দেশ।

20/12/2024

উপদেষ্টা হাসান আরিফ
ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

18/12/2024

সিলেটে হোটেলে আওয়ামীলীগ নেতা অন্যের বউ
সহ আ-ট-ক!

সিলেট মহানগরের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতাকে আ-ট-ক করেছে পুলিশ। আজমল হোসেন সেলিম নামের ওই নেতা কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, তিনি প-র-কী-য়া প্রেমিকা নিয়ে হোটেল আল-জালালের কক্ষ ভাড়া করে অ-সামাজিক কার্যকলাকে লি-প্ত ছিলেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে পুলিশ ওই নারীসহ তাকে আ-ট-ক করে।

17/12/2024

২০২৪ সালের সেরা ফুটবলার এর খেতাব জিতলেন ভিনিসিয়ুস জুনিয়র !!-

প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন পাইলট ফাহিম ♥️
16/12/2024

প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের
মানচিত্র আঁকলেন পাইলট ফাহিম ♥️

Address

Sylhet
3130

Telephone

+8801648742309

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা বিশ্বনাথ বাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা বিশ্বনাথ বাসী:

Videos

Share