#follwersreels #highlightseveryonefollowers2024 হরে কৃষ্ণ হরিবোল শুভ সন্ধ্যা আরতি দর্শন করুন
#follwersreels Hare Krishna provhu Ji And Mata ji 🙏🙏🙏🙏
#highlightseveryonefollowers2024
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুনিত্যানন্দ শ্রীঅদৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏🙏 @followers Mousumi Roy Lakshman Baishnab Boloram Sarkar Gv Riken Sarker Sukla Panda Prodip Kumar Shonjoy Voumick Gitikar Mani Biswas Disha Ghosh Biswas # #follwersreels
আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! জয় রাধা মাধব ভগবান কি জয় 🙏🙏🙏
দেখিলে নয়ন, হয় অচেতন,
ঝরে প্রেমময় বারি॥
-ইসকন, সিলেট
হরে কৃষ্ণ
মনুষ্য জন্ম পাওয়া,এতো সহজ নয়!
এই মানুষ জন্ম পাওয়ার আগে
২০ লক্ষ বার গাছপালা হতে হয় ... কত গাছ না হয়েছি মুক্তি পেলাম কবে জানো যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জনম হলো।।
তারপর
৯ লক্ষ বার জলে জন্ম, মাছ, কাকড়া, চিংড়ি ইত্যাদি হলাম মুক্তি পেলাম কবে জানো... যেদিন শঙ্খ রূপে আমার জনম হলো ।।
সেদিন জল থেকে আমার মুক্তি হল ।।
তারপর
১১ লক্ষ বার পোকামাকড় হলাম, নানা রকম পোকামাকড় হতে হতে .... যেদিন মৌমাছি রূপে''ফুলের মধু সংগ্রহ করে চাঁকে ভরে দিলাম, আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হলো , সেদিন আমি কিট জন্ম থেকে মুক্তি হলাম ।।
তারপর
ডিমের মধ্যে জন্ম হলো ১০ লক্ষবার, কত রকমের শরীসৃপ হলাম , কত রকমের পাখি হলাম,.... মুক্তি পেলাম কবে জানো , যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, আমার পালক দিয়ে গোবিন্দের চুড়া তৈরি হলো, সেদিন পাখি জন্ম থেকে মুক্তি লাভ হল ।।
তারপর
৩০ ল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করুন এবং কর্ম বন্ধন থেকে মুক্ত হোন।
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ
কোনটি পেলে আপনি নিজেকে জীবনের খুশি মনে করবেন
১) যাবে জীবনের সব উজার করে দিয়েছেন
জান জান বলে যার জন্য অপেক্ষা করছেন✔️
২) অনেক টাকা পয়সা/ সম্পদ✔️
৩) সুন্দর স্ত্রী✔️
৪) সুন্দর রুপ✔️
৫) উচ্চ শিক্ষা✔️
৬)রাজকীয় প্রাসাদ✔️
বাস্তবিক পক্ষে এর কোনটিই পেলে আপনি নিজেকে খুখি মনে করতে পারবেন না। কারন, একটি পূরণ না হতেই অপর বাঞ্চা'টি আপনার সামনে এসে হাজির হবে
তাই জীবনে সুখি হওয়ার একমাত্র মাধ্যম হলো হলো ভগবান শ্রীকৃষ্ণ কে লাভ করা।
আর এই মানব জীবনে রাধা মাধব কে লাভ করতে না পারলে আমাদের এই মানব জীবন পুরোটাই বৃথা হয়ে যাবে
তাই আসুন সবাই কাজের মধ্য দিয়েও একটু ভগবান শ্রীকৃষ্ণ কে স্মরণ করি, তার মহিমা কীর্তন করি এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
০৭ই মার্চ ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার শুভ পবিত্র বিজয়া একাদশী ব্রত আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্য কেউ ব্রত পালনে উৎসাহিত করুন।
শুরু ভোর ০৬:১৩ থেকে পারণ পরদিন সকাল ১০:১০ মিনিটের মধ্যে।
একাদশী সংকল্প মন্ত্রঃ
একাদশ্যাং নিরাহারঃ স্থীত্বা অহম্ অপরেহহনি, ভোক্ষ্যামি পুন্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত।
অনুবাদঃ হে পুন্ডরীকাক্ষ, হে উচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আপনি মোদিয় শরণস্থান হোন।
একাদশী পারণ মন্ত্রঃ
একাদশ্যাং নিরাহারঃ ব্রতে নানেব কেশব ।
প্রসিদ সমূখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভবঃ
অনুবাদঃ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপা পূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন।
পরিশেষে আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর আগের দিন ভগবানকে পুষ্প নিবেদন করে একাদশী সং
মৃত্যুর এই মুহূর্ত টা সবার জীবনে একবারই আসবে কিন্তু
প্রত্যেক টা সময় প্রত্যেক টা মুহূর্ত এর জন্য প্রস্তুত থাকা আমাদের উচিত। কখন কোন সময় কবে কার ডাক আসবে কেউ কিন্ত বলতে পারবো না তাই সব সময়ই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সময় থাকতে পরমেশ্বর ভগবানের মন্দিরে যান হরি নাম করুন
🙏🏽 ( Joy shree Krishna ) 🙏🏻হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
আমাদের সনাতন ধর্মের বারো মাসের নাম। প্রিয় ভক্ত বৃন্দ আপনারা মুখস্থ করুন সবাই হরে কৃষ্ণ 🙏🏽🙏🏽 পোষ্টটি শিয়ার করে জানিয়েদিন সবাই কে🙏🏽
মধুসূদন - বৈশাখ
ত্রিবিক্রম - জ্যৈষ্ঠ
পুরুষোত্তম - আষাঢ়
শ্রীধর - শ্রাবণ
ঋষিকেশ - ভাদ্র
পদ্মনাভ - আশ্বিন
দামোদর - কার্তিক
কেশব - অগ্রহায়ণ
নারায়ন - পৌষ
মাধব - মাঘ
গোবিন্দ - ফাল্গুন
বিষ্ণু - চৈত্র
জীবনে সুখী হতে চান কি?
সুখী হওয়ার জন্য এই চারটি সরল সত্য মেনে নিন!! 👉🏾আপনি যদি সুখী হতে চান তাহলে প্রথমেই অন্যকে দুঃখ দেয়া থেকে বিরত থাকুন। কেননা, এ জগতের প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আজ যদি আপনি কাউকে দুঃখ দেন, তাহলে কাল সেই দুঃখই আপনার জীবনে আসবে।
👉অন্য জনের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা পাওয়ার আকাঙ্খা ত্যাগ করুন। কেননা, অনিত্য এই জগতে প্রকৃত কোন ভালোবাসা নেই। এটা স্বার্থের দুনিয়া, তাই একটু স্বার্থের কমতি পড়লে যে কেউ যেকোন সময় আপনাকে দুঃখ দেবেই।
👉🏻এটা অনিত্য জগৎ। প্রকৃত অর্থে, এখানে কেউ আপনার নিত্য সঙ্গী নয়। এ জগতের কেউ একই পর্বে সবসময় আপনার সাথে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। পৃথিবী নামক এই রঙ্গমঞ্চে আমরা অভিনয় করার জন্য সাময়িক সময়ের জন্য একত্রিত হয়েছি। তাই এই সরল সত্যটি মেনে নিয়ে এ জগতের কাউকে নিয়ে নিত্যকাল বাঁচার ইচ্ছে পোষণ করবেন