Bablu Sarker

Bablu Sarker একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম্
পৃথিবীতে এইটাই শাস্ত্র আর তা হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা
(1)

05/12/2024

আমার দুর্দান্ত ফলোয়ারদের জানাই ‘ফলো-ভার্সারি’-র শুভেচ্ছা। সমর্থন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ! Liton Das

18/11/2024
14/09/2024

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন মনপ্রাণ দিয়ে ভগবানের মহামন্ত্র হরিনাম জপ করুন এবং সুখে শান্তিতে ভগবানের সংসার করুন হরে কৃষ্ণ 🙏🙏🙏🌺🌺🌺

10/07/2024

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! জয় রাধা মাধব ভগবান কি জয় 🙏🙏🙏

06/07/2024

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ!

Successful তো সেই দিন হবো... 😇 যেদিন শেষ নিঃশ্বাসে ভগবানকে ডাকতে পারবো-☺️🥰♥️🌸-হরে কৃষ্ণ-🌸❤️
08/04/2024

Successful তো সেই দিন হবো... 😇 যেদিন শেষ নিঃশ্বাসে ভগবানকে ডাকতে পারবো-
☺️🥰

♥️🌸-হরে কৃষ্ণ-🌸❤️

07/04/2024

হরে কৃষ্ণ
মনুষ্য জন্ম পাওয়া,এতো সহজ নয়!
এই মানুষ জন্ম পাওয়ার আগে
২০ লক্ষ বার গাছপালা হতে হয় ... কত গাছ না হয়েছি মুক্তি পেলাম কবে জানো যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জনম হলো।।
তারপর
৯ লক্ষ বার জলে জন্ম, মাছ, কাকড়া, চিংড়ি ইত্যাদি হলাম মুক্তি পেলাম কবে জানো... যেদিন শঙ্খ রূপে আমার জনম হলো ।।
সেদিন জল থেকে আমার মুক্তি হল ।।
তারপর
১১ লক্ষ বার পোকামাকড় হলাম, নানা রকম পোকামাকড় হতে হতে .... যেদিন মৌমাছি রূপে''ফুলের মধু সংগ্রহ করে চাঁকে ভরে দিলাম, আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হলো , সেদিন আমি কিট জন্ম থেকে মুক্তি হলাম ।।
তারপর
ডিমের মধ্যে জন্ম হলো ১০ লক্ষবার, কত রকমের শরীসৃপ হলাম , কত রকমের পাখি হলাম,.... মুক্তি পেলাম কবে জানো , যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, আমার পালক দিয়ে গোবিন্দের চুড়া তৈরি হলো, সেদিন পাখি জন্ম থেকে মুক্তি লাভ হল ।।
তারপর
৩০ লক্ষ পশু জন্ম, বাঘ,সিংহ,কুকুর,বিড়াল, ইত্যাদি হতে হতে যেদিন আমি ধেনুকূলে জন্ম পেলাম , সেই দুগ্ধ উৎপন্ন করে গৌড়'গোবিন্দ,সেবায় ভোগ নিবেদন করেছে , সেদিন আমাদের পশু জন্ম উদ্ধার হয়ে গেলো ।।
এইভাবে ৮৪ লক্ষ জনম পার করে, তারপড় মানুষ্য জন্ম পাওয়া যায়, ।
।।তাই ভাগবত বলছে দুর্লভং ।।
এই নরদেহ নৌকা শ্রেষ্ঠ নৌকা ।।
৮৪ লক্ষ জনম ভ্রমণ করার পর,এমন সুন্দর মানব জনম পেয়েও যদি আমরা গৌড়'গোবিন্দের, সেবা না করতে পারলাম তাহলে সবটুকুই বিফলে গেল ভাই জন🙏👣

08/03/2024

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করুন এবং কর্ম বন্ধন থেকে মুক্ত হোন।
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ

05/03/2024

কোনটি পেলে আপনি নিজেকে জীবনের খুশি মনে করবেন

১) যাবে জীবনের সব উজার করে দিয়েছেন
জান জান বলে যার জন্য অপেক্ষা করছেন✔️
২) অনেক টাকা পয়সা/ সম্পদ✔️
৩) সুন্দর স্ত্রী✔️
৪) সুন্দর রুপ✔️
৫) উচ্চ শিক্ষা✔️
৬)রাজকীয় প্রাসাদ✔️
বাস্তবিক পক্ষে এর কোনটিই পেলে আপনি নিজেকে খুখি মনে করতে পারবেন না। কারন, একটি পূরণ না হতেই অপর বাঞ্চা'টি আপনার সামনে এসে হাজির হবে
তাই জীবনে সুখি হওয়ার একমাত্র মাধ্যম হলো হলো ভগবান শ্রীকৃষ্ণ কে লাভ করা।

আর এই মানব জীবনে রাধা মাধব কে লাভ করতে না পারলে আমাদের এই মানব জীবন পুরোটাই বৃথা হয়ে যাবে

তাই আসুন সবাই কাজের মধ্য দিয়েও একটু ভগবান শ্রীকৃষ্ণ কে স্মরণ করি, তার মহিমা কীর্তন করি এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

04/03/2024

০৭ই মার্চ ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার শুভ পবিত্র বিজয়া একাদশী ব্রত আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন‍্য কেউ ব্রত পালনে উৎসাহিত করুন।

শুরু ভোর ০৬:১৩ থেকে পারণ পরদিন সকাল ১০:১০ মিনিটের মধ্যে।

একাদশী সংকল্প মন্ত্রঃ

একাদশ্যাং নিরাহারঃ স্থীত্বা অহম্ অপরেহহনি, ভোক্ষ্যামি পুন্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত।

অনুবাদঃ হে পুন্ডরীকাক্ষ, হে উচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আপনি মোদিয় শরণস্থান হোন।

একাদশী পারণ মন্ত্রঃ

একাদশ্যাং নিরাহারঃ ব্রতে নানেব কেশব ।
প্রসিদ সমূখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভবঃ

অনুবাদঃ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপা পূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন।

পরিশেষে আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর আগের দিন ভগবানকে পুষ্প নিবেদন করে একাদশী সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন এবং একাদশীর পরের দিন পারণ করার আগে অবশ্যই একাদশী পারণ মন্ত্রটি উচ্চারণ-পূর্বক ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন ।

এবার ব্রত মাহাত্ম্য কথা শ্রবন করুন

স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্নিত রয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব! ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির! এই একাদশী, বিজয়া, নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন, তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপবিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে, বিজয়া,নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন।সেই সময় লঙ্কাপতি রাবন সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রাম চন্দ্র চতুর্দিক ভ্রমন করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরন করে। এরপর সীতা উদ্বারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন।সেখানে আশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রগত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রতীরে যান।সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেলেন হে লক্ষ্মণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়। তার কোন উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বলেলেন হে পুরুষোত্তম! সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বক্দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম। হে রঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন।,লক্ষ্মণের মনোরম কথা শুনে, তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন।
ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণপুরুষ বলে জানতে পারেলেন। আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র! কি কারনে আপনি আমার কাছে এসেছেন, তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বলেলেন হে মুনিবর! আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উর্ত্তীন হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি।মুনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বলেলেন হে রাম। আপনার অভীষ্ট সিদ্বির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি।ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রতপালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবন করুন। বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা, রুপা,তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ওআমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণমূর্তি স্থাপন করবেন।একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পড়িয়ে উপযুক্ত স্থানে নারিকেল ওগুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধুপ-দ্বীপ নৈবিদ্যি ইত্যাদি দিয়ে পরম ভক্তিসহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন। রাএি জাগরন করে অখন্ড ঘি-প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সুর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন।তার পর ঐ মুর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বলেলেন —হে নারদ! ঋষির কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন।সীতাপ্রাপ্তি, লঙ্কাজয়,রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এজগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রতকথায় শ্রবন-কীর্তন মাএেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।

👣হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।🙏🙏

এই ধন সম্পত্তি যৌবনকাল পুত্র 🕵আপনজন এইগুলো দ্বারা সত্যিই কি আমি পরিতৃপ্তি আছি ?এইগুলো পেলেই কি কেউ তৃপ্ত হতে পারেআমাদের ...
24/02/2024

এই ধন সম্পত্তি যৌবনকাল পুত্র 🕵আপনজন
এইগুলো দ্বারা সত্যিই কি আমি পরিতৃপ্তি আছি ?
এইগুলো পেলেই কি কেউ তৃপ্ত হতে পারে
আমাদের জীবন, পদ্মপাতার উপরে জল যেমন টলমল করে ঠিক সেরকম , কখন যে পড়ে যেতে হবে নিজেদেরই অজানা তাই পদকর্তা গোবিন্দদাস বলেছেন
সকল ভয় পরিত্যাগ করে আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের পাদ-পদ্মের সেবা করা।🙏🙏🙏🙏🙏🙏

-সবাই তো খুশি চায়..🙂আর আমি আমার সব খুশিতে তোমাকে চাই ভগবান হরে কৃষ্ণ 🙏🙏
16/02/2024

-সবাই তো খুশি চায়..🙂
আর আমি আমার সব খুশিতে তোমাকে চাই ভগবান

হরে কৃষ্ণ 🙏🙏

পৃথিবীতে কোন কিছুই  success নয়😢😢😢😢    (💌💌এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি)🙍যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের succe...
26/12/2023

পৃথিবীতে কোন কিছুই success নয়😢😢😢😢

(💌💌এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি)

🙍যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,

🥀যখন হাটতে শিখলাম মনে হল এটাই success,🧑‍🚀🧑‍🚀🧑‍🚀

🥀যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success,💁‍♀️💁‍♀️

🥀ভুল ভাঙল, এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা success,👨‍🍳👨‍🍳

🥀এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা success,🧑‍🏫🧑‍🏫

🥀ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই success,🤷‍♀️🤷‍♀️

এখানেই শেষ নয়,🤦🤦🤦🤦🤦🤦🤦

🥀এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই success,👨‍⚕️👨‍⚕️👨‍⚕️

🥀এরপর বুঝলাম ভালো GF পাওয়াটাই success,👫👫👫

🥀পরে বুঝলাম, না চাকরী পাওয়াটা success,👩‍💻👩‍💻👩‍💻👩‍💻

🥀এরপর বুঝলাম, না নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা success,🤎🤎🤎

🥀সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success,
❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
আবার ভুল ভাঙল,🙈🙈🙈🙈

🥀এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই success,❤❤

🥀বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই success,👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧

🥀ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই success,👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧

🥀মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই success,💃💃💃

🥀এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক utilization ই success...
💦💦💦💦💦💦
😭😭এরপর যখন সবাই মিলে চিতায় উঠিয়ে দিল,😥😥

তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই success নয়,

পুরোটাই competition, যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়না।💨💨💨💨

🙏🌸 হরে কৃষ্ণ🌸🙏
পরে ভেবে দেখালাম, যা কিছু করেছে সব unsuccess,
success হতো সেটা, যদি দেহটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে কৃষ্ণের জন্য সেবা করা যেত।। তাহলে হতো সব success.🙏🙏🙏

Address

Sylhet
BABLUSARKER

Alerts

Be the first to know and let us send you an email when Bablu Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share