30/06/2023
একটা চাওয়া পূরন হলে অন্য একটা চাওয়ার প্রয়োজন বোধ করি।
একটা বিপদ কেটে গেলে অন্য একটা বিপদ সম্মুখে হাজির হয়।
সব সময় কিছু না কিছু আশা করে থাকি আমরা কখনো সেটা পূরণ হয় আবার কখনো হয় না।
অনেকে আমরা না পেলে হতাশাগ্রস্ত হয় আবার অনেকে আল্লাহর উপর আস্থা নিয়ে পথ চলা শুরু করি।
আমাদের জেনে নেওয়া উচিৎ, এই জীবনটা একটা পরিক্ষা ক্ষেত্র এখানে চিরস্থায়ী সুখের আশা করা নিছক একটা স্বপ্ন বৈ আর কিছু না। এখানে প্রতিটা পদে পদে আমাদের পরিক্ষা দিতে হয়। কখনো শয়তানের সাথে কখনো বা নিজের নফসের সাথে যুদ্ধ করে।আবার কখনো চারপাশের মানুষগুলোর অত্যাচার সহ্য করে বা প্রতিবাদ করে। মানুষ এই স্বল্প আয়ু নিয়ে দুনিয়ার জীবনে সুখী থাকার জন্য যে অদম্য পরিশ্রম করে চলছে, এটা সে নিজের আসল সুখকেই বরবাদ করে দিচ্ছে। কিন্তু যারা চিরস্থায়ী জান্নাত লাভের আশায় কঠোর পরিশ্রম করে চলেছে তাদের কথা ভিন্ন।
দুনিয়ায় আমাদের চাহিদাগুলো সব পূরণ হবে না।এখানে প্রতিটা পদক্ষেপে বিপদের আনাগোনা। এখানে বহু প্রতীক্ষিত চাওয়া গুলো চাপা পড়ে থাকবে।
এইসকল পরিক্ষার ফলাফল সরূপ তো আমার রব জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন।
এখন আপনি ভেবে দেখেন, আপনি আপনার ফলাফল সরূপ কোনটি পেতে চান, জান্নাত নাকি জাহান্নাম?
যদি জান্নাত পেতে চান তাহলে ধৈর্য ধরুন,সবর করুন,পরিশ্রম করুন আর পরিক্ষায় সফল ভাবে উত্তির্ন হন।
আর যদি জাহান্নাম পেতে চান তাহলে আপনার যেটা মন চাই করতে পারেন।তবে এখানে পাবেন হতাশা, দুশ্চিন্তা আরো অনেক কিছু আর আখিরাতে আরো কিছু অপেক্ষা করছে।