syeda sumsye

syeda sumsye i am , , , ,

একটা চাওয়া পূরন হলে অন্য একটা চাওয়ার প্রয়োজন বোধ করি।একটা বিপদ কেটে গেলে অন্য একটা বিপদ সম্মুখে হাজির হয়।সব সময় কিছু না ...
30/06/2023

একটা চাওয়া পূরন হলে অন্য একটা চাওয়ার প্রয়োজন বোধ করি।
একটা বিপদ কেটে গেলে অন্য একটা বিপদ সম্মুখে হাজির হয়।
সব সময় কিছু না কিছু আশা করে থাকি আমরা কখনো সেটা পূরণ হয় আবার কখনো হয় না।
অনেকে আমরা না পেলে হতাশাগ্রস্ত হয় আবার অনেকে আল্লাহর উপর আস্থা নিয়ে পথ চলা শুরু করি।
আমাদের জেনে নেওয়া উচিৎ, এই জীবনটা একটা পরিক্ষা ক্ষেত্র এখানে চিরস্থায়ী সুখের আশা করা নিছক একটা স্বপ্ন বৈ আর কিছু না। এখানে প্রতিটা পদে পদে আমাদের পরিক্ষা দিতে হয়। কখনো শয়তানের সাথে কখনো বা নিজের নফসের সাথে যুদ্ধ করে।আবার কখনো চারপাশের মানুষগুলোর অত্যাচার সহ্য করে বা প্রতিবাদ করে। মানুষ এই স্বল্প আয়ু নিয়ে দুনিয়ার জীবনে সুখী থাকার জন্য যে অদম্য পরিশ্রম করে চলছে, এটা সে নিজের আসল সুখকেই বরবাদ করে দিচ্ছে। কিন্তু যারা চিরস্থায়ী জান্নাত লাভের আশায় কঠোর পরিশ্রম করে চলেছে তাদের কথা ভিন্ন।

দুনিয়ায় আমাদের চাহিদাগুলো সব পূরণ হবে না।এখানে প্রতিটা পদক্ষেপে বিপদের আনাগোনা। এখানে বহু প্রতীক্ষিত চাওয়া গুলো চাপা পড়ে থাকবে।
এইসকল পরিক্ষার ফলাফল সরূপ তো আমার রব জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন।

এখন আপনি ভেবে দেখেন, আপনি আপনার ফলাফল সরূপ কোনটি পেতে চান, জান্নাত নাকি জাহান্নাম?
যদি জান্নাত পেতে চান তাহলে ধৈর্য ধরুন,সবর করুন,পরিশ্রম করুন আর পরিক্ষায় সফল ভাবে উত্তির্ন হন।

আর যদি জাহান্নাম পেতে চান তাহলে আপনার যেটা মন চাই করতে পারেন।তবে এখানে পাবেন হতাশা, দুশ্চিন্তা আরো অনেক কিছু আর আখিরাতে আরো কিছু অপেক্ষা করছে।

আপনার বিয়ে হতে পারে পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তিটির সাথে; যেমন আছিয়ার বিয়ে হয়েছিল ফির'আউনের সাথে! কিন্তু এর ফলে আল্লাহর প্র...
25/06/2023

আপনার বিয়ে হতে পারে পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তিটির সাথে; যেমন আছিয়ার বিয়ে হয়েছিল ফির'আউনের সাথে! কিন্তু এর ফলে আল্লাহর প্রতি তাঁর বিশ্বস্ততা কিংবা ভালোবাসা কোনোটাই কমেনি!

আপনার বিয়ে হতে পারে পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তিদের মধ্য থেকে কারো সাথে; যেমন হয়েছিল লুত (আঃ) কিংবা নূহ (আঃ)-এর স্ত্রীদের, কিন্তু সেটা তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি!

আপনার কারো সাথে বিয়ে নাও হতে পারে, যেমন হয়েছিল মারিয়াম (আঃ)-এর ক্ষেত্রে! কিন্তু আল্লাহ্ রব্বুল আলামীন তাঁকে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে শামিল করে অতুলনীয় সম্মানে সম্মানিত করেছেন।

মনে রাখবেন; আপনার ভালোবাসা এবং বিশ্বাসের অধিকার সর্বপ্রথম আল্লাহ্ সুবহানাহু তা'য়ালার!
আপনি যদি তাঁর রহমত আদায় করতে পারেন, তবে আপনি যে অবস্থানেই থাকুন না কেনো, আপনি সফল হবেনই!
©

যেমন আমি
21/06/2023

যেমন আমি

আলহামদুলিল্লাহ! চাঁদ দেখা গেছে আজ থেকে জিলহজ মাস শুরুঈদুল আজহা ২৯ জুন।যিলহজ্ব মাসের প্রথম দশ দিনের ১০টি আমল:(১)  এই দশ দ...
19/06/2023

আলহামদুলিল্লাহ! চাঁদ দেখা গেছে
আজ থেকে জিলহজ মাস শুরু
ঈদুল আজহা ২৯ জুন।

যিলহজ্ব মাসের প্রথম দশ দিনের ১০টি আমল:

(১) এই দশ দিন নখ ও চুল না কাটা। ( সহীহ মুসলিম - ৪৯৫৭)

(২) এই মাসের প্রথম নয় দিন রোজা রাখা, বিশেষত আরাফার দিন। ( সুনানে ইবনে মাজাহ - ৯৫৩০)

(৩) বেশি বেশি নফল ইবাদত করা। ( সহীহ বুখারী - ( ৬৫০২)

(৪) আন্তরিকভাবে তওবা করা। ( সূরা আত তাহরীম - ৮)

(৫) বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। ( সূরা আল হাজ্জ - ২৮)

(৬) সামর্থ্য থাকলে হজ্জ ও উমরাহ করা। ( সূরা আলে ইমরান - ৯৭)

(৭) সামর্থ্যবান হলে কুরবানী করা। ( সূরা আল কাউসার - ২)

(৮) বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। ( সহীহ বুখারী, ঈদ অধ্যায়)

(৯) যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা। ( সূরা শামস - ১০)

(১০) সামর্থ্যবান হলে বেশি বেশি সদকা করা। ( সূরা আল ইমরান - ৯২)

অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তাকদীরে আছে তাই হবে, আলহামদুলিল্লাহ্ বলে মুচকি হেঁসে দাও! আলহামদুলিল্লাহ্!....🖤🥀
12/06/2023

অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তাকদীরে আছে তাই হবে, আলহামদুলিল্লাহ্ বলে মুচকি হেঁসে দাও!

আলহামদুলিল্লাহ্!....🖤🥀

তুমি বলো সব দুঃখ কষ্ট কেবল আল্লাহ সুবহানাহু-ওয়া-তায়ালা তোমার জীবনেই দিয়েছেন? আর কাউকে পান নি!ওহে, তোমার রাসূল সাঃ কি ছোট...
09/06/2023

তুমি বলো সব দুঃখ কষ্ট কেবল আল্লাহ সুবহানাহু-ওয়া-তায়ালা তোমার জীবনেই দিয়েছেন? আর কাউকে পান নি!

ওহে, তোমার রাসূল সাঃ কি ছোট বয়সে তার পিতা-মাতাকে হারান নি? ৮বছর বয়সে কি তার দাদা কে হারান নি? তারপর তার প্রিয় চাচা আবু তালিব ও প্রিয় স্ত্রী খাদিজা রাঃ কে কি একসাথে হারান নি?

তাকে কি তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয় নি? তার উপর কি উটের নারি-ভূরি চাপিয়ে দেওয়া হয় নি? তার প্রিয় চাচা হামজা রা: কে কি তার সামনে বিকৃত করা হয় নি? তিনি কি তার ছেলেদেরকে ছোট বেলায় হারিয়ে ফেলেন নি?

তিনি তাঁর শত শত সাহাবাদেরকে (রা:) হারান নি? উহুদে কি তার দাত মোবারক শহীদ করা হয় নি? তার মাথায় কি শীরস্র ঢুকে যায় নি? তিনি কি তায়েফে পাথরের আঘাতে ক্ষত-বিক্ষত হন নি? তিনি কি ক্ষুদায় তার পেটে পাথর বাঁধেন নি?

তবুও কি তুমি তোমার জীবন নিয়ে আল্লাহ সুবাহানুহু-ওয়া-তায়ালার কাছে অভিযোগ করবে? অথচ যিনি সমস্ত মানবের শ্রেষ্ঠ মানব, রহমাতুল্লিল আ'লামিন, তিনি কতই না কষ্ট সহ্য করেছেন। আর তুমি সামান্য দুঃখ কষ্টে জীবন নিয়ে অভিযোগ করো। আহ!

আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।জুম্মার দিনের আমল।। ১। আজ অল্প হলেও দান সদকা করবেন ইন শা আল্লহ। ২। সুরা ক...
09/06/2023

আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
জুম্মার দিনের আমল।।

১। আজ অল্প হলেও দান সদকা করবেন ইন শা আল্লহ।
২। সুরা কাহাফ তিলাওয়াত করবেন ইন শা আল্লহ
৩। বেশি বেশি দুরুদ এবং ইস্তেগফার পরবেন ইন শা আল্লহ
৪। আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন ইন শা আল্লহ।
জাযাকুমুল্লাহু খইর আলহামদুলিল্লাহ

*❛❛আল্লহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜ ﷺ

কমপক্ষে ২০০ বার পরবেন ইন'শা আল্লহ 🌸

09/06/2023

তিন কুল এর ফজিলতঃ

১। সূরা ইখলাস, ফালাক ও নাস এ তিনটি সূরা সকাল ও বিকাল ৩ বার করে পড়লে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যাবে ।
( সহীহ তিরমিযী হা: ২৮২৯)

২। প্রতি ফরজ সালাতের পর সূরা ইখলাস ফালাক ও নাস এ তিনটি সূরা একবার করে পাঠ করতে হবে । (আবু দাউদ হা:১৩৬৩)

৩। নবী (সাঃ) রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, ফালাক ও নাস একবার করে পড়ে হাতে ফুকে সমস্ত শরীরে একবার বুলিয়ে দিতেন । এভাবে তিনি ৩ বার করতেন।
(বুখারী তাও: হা:৫০৭০)

৪। যে কোন সময় অসুস্থতা অনুভব করলে সূরা ইখলাস, ফালাক ও নাস এ তিনটি সূরা পড়ে শরীরে ফুক দিতে হবে ।
(বুখারী হা:৪৬২৯)

৫। জিন ও মানুষের বদনজর থেকে নিরাপদ থাকার জন্য সূরা ফালাক ও নাস পাঠ করে শরীরে ফুকতে হবে।
(সহীহুল জামে হা:৪৯২০)

সূরা ইখলাসের ফজিলতঃ

১) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) (সূরা) ‘কুল হুওয়াল্লাহু আহাদ’ সম্পর্কে বলেছেন, “নিঃসন্দেহে এটি কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য”।
(মুসলিম ৮১২)

২)অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (সাঃ) সাহাবাগনকে বললেন, ‘তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অপারগ?’ প্রস্তাবটি তাদের পক্ষে ভারী মনে হল। তাই তারা বলে উঠলেন ‘হে আল্লাহর রাসূল! এ কাজ আমাদের মধ্যে কে করতে পারবে?’ ( অর্থাৎ কেও পারবে না।) তিনি বললেন, “কুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ” (সূরা ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য”। (অর্থাৎ, এই সূরা পড়লে এক তৃতীয়াংশের কুরআন পড়ার সমান নেকী অর্জিত হয়।)
(সহীহুল বুখারি ৫০১৫)

৩) আনাস (রাঃ) হতে বর্নিত, এক ব্যক্তি নিবেদন করল, ‘হে আল্লাহর রাসূল! আমি এই (সূরা) ‘কূল হুওয়াল্লাহু আহাদ’ ভালবাসি। তিনি বললেন, ‘ এর ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে’।
(সহীহুল বুখারি ৭৭৪)

চরম এ বিপদের দিনে মহান আল্লাহ তায়ালা সবাইকে এ আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন।

জাযাকাল্লাহ খাইরান।

09/04/2023

follow to follow
syeda sumsye
Back to back

09/04/2023

Follow me in sha allah i will back. Please everyone help each other for boosting their post.

06/01/2023

পোষা প্রানী দেখতেই আলাদা একটা সুন্দর ও ভালো লাগা কাজ করে।।

22/12/2022

যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ।
সুরা আল বাকারাহ, আয়াত ২৬১

29/11/2022

29/11/2022

My YouTube plz subscribe
29/11/2022

My YouTube plz subscribe

Thnk you everyone,  welcome to my page.
11/11/2022

Thnk you everyone, welcome to my page.

20/10/2022
20/10/2022

ফিরে দেখা, বন্যার সময়ে এলাকার রাস্তার দৃশ্য।। 😥😥😥

20/10/2022
20/10/2022
14/10/2022

আসসালামু আলাইকুম।
সবার কাছে দোয়া চাই আমার নতুন পেইজের জন্য। আশা করি সবার সাপোর্ট আর ভালোবাসায় আমার পেইজটা একদিন অনেক বড় আর জনপ্রিয় হয়ে উঠবে।

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when syeda sumsye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to syeda sumsye:

Videos

Share

Category


Other Video Creators in Sylhet

Show All

You may also like